Homeখেলাধুলোক্রিকেটওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ভারতের টেস্ট, ওয়ানডে স্কোয়াড থেকে বাদ চেতেশ্বর পূজারা

ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ভারতের টেস্ট, ওয়ানডে স্কোয়াড থেকে বাদ চেতেশ্বর পূজারা

প্রকাশিত

ওয়েস্ট ইন্ডিজ সফরের (India Tour of West Indies) জন্য শুক্রবার টেস্ট এবং ওডিআই দল ঘোষণা। বাদ চেতেশ্বর পূজারা। বিশ্রামে মহম্মদ শামি। পরিবর্তে দলে সুযোগ পেলেন রুতুরাজ গায়কোয়াড় এবং যশস্বী জয়সওয়াল।

ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারের হতাশার পরে, ভারত টেস্ট দলে কিছু নতুন মুখের পরীক্ষা চালাতে চাইছে। যে কারণে অভিজ্ঞ ব্যাটার চেতেশ্বর পূজারাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে, সেই জায়গায় আনক্যাপড ব্যাটার যশস্বী জয়সওয়াল এবং রুতুরাজ গায়কোয়াড়কে দলে নেওয়া হয়েছে।

জয়সওয়াল এবং গায়কোয়াড়, দু’জনেই আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন। তাঁরা যথাক্রমে রাজস্থান রয়্যালস এবং চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন। ওয়েস্ট ইন্ডিজ সফরের ১৬ জনের দলে এঁরা যেমন ঢুকলেন, তেমনই বাংলা থেকে ভারতীয় টেস্ট টিমে পা রাখলেন মুকেশ কুমার। যশস্বী-ঋতুরাজের মতো ঘরোয়া ক্রিকেটে মুকেশ কুমারও যথেষ্ট ভালো পারফর্ম করেছিলেন। টিমকে রঞ্জি ফাইনালে তুলেছিলেন। সেই কারণেই ভারতীয় টিমের ব্যাক আপ বোলার হিসেবে এর আগেও জায়গা পেয়েছিলেন। 

মহম্মদ শামি এবং উমেশ যাদব বাদ পড়েছেন। অনেকের মতে, শামিকে সম্ভবত বাদ দেওয়া হয়নি। তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। কারণ তিনি সেই ফেব্রুয়ারি থেকে টানা খেলে যাচ্ছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে খেলেছেন। তারপর আইপিএলে খেলেছেন শামি। সেখান থেকে সরাসরি খেলেছেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে। তবে উমেশের ক্ষেত্রে বাদ দেওয়ার প্রশ্ন ঝেড়ে ফেলার নয়।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় টেস্ট ক্রিকেট দল

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, রুতুরাজ গায়কোয়াড়, বিরাট কোহলি, যশস্বী জয়সওয়াল, আজিঙ্কে রাহানে (সহ-অধিনায়ক), কেএস ভরত (উইকেটকিপার), ঈশান কিসান (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, শার্দুল ঠাকুর, অক্ষর পটেল, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার জয়দেব উনাদকাট এবং নভদীপ সাইনি।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় ওডিআই ক্রিকেট দল

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, রুতুরাজ গায়কওয়াড়, বিরাট কোহলি, সূর্য কুমার যাদব, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), ঈশান কিসান (উইকেট-রক্ষক), হার্দিক পান্ড্য (সহ-অধিনায়ক), শার্দুল ঠাকুর, রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল, যুজবেন্দ্র চাহল, কুলদীপ যাদব, জয়দেব উনাদকাট, মহম্মদ সিরাজ, উমরান মালিক এবং মুকেশ কুমার।

সাম্প্রতিকতম

‘সেরা বাবা-মা’ ধমেন্দ্র-হেমার বিবাহবার্ষিকীতে মেয়ে এশার শুভেচ্ছা

ধর্মেন্দ্র ও হেমা মালিনীর ৪৪ তম বিবাহবার্ষিকী আজ । বাবা-মাকে শুভেচ্ছা জানিয়ে কয়েকটি ছবি...

কেন আমেঠীর বদলে রায়বরেলিতে রাহুলকে প্রার্থী করছে কংগ্রেস?

আগামী ২০ মে আমেঠী এবং রায়বরেলিতে নির্বাচন। অমেঠী থেকে বিজেপির প্রার্থী বিদায়ী সাংসদ স্মৃতি ইরানি। ইতিমধ্যেই তিনি মনোনয়ন জমা দিয়েছেন। রায়বরেলীতে গেরুয়া শিবিরের প্রার্থী উত্তরপ্রদেশের মন্ত্রী দিনেশ প্রতাপ সিং।

ইউক্রেনে রায়ায়নিক অস্ত্র ব্যবহার করছে রাশিয়া, আমেরিকার দাবি অস্বীকার ক্রেমলিনের

রাশিয়ার বিরুদ্ধে গুরুতর অভিযোগ। অস্ত্র ব্যবহারের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগ। আমেরিকার দাবি, রাসায়নিক অস্ত্র...

গাজা ইস্যুতে আমেরিকায় ছাত্র বিক্ষোভ, উদ্বেগ প্রকাশ করে যা বলল ভারত

গাজা যুদ্ধের প্রতিবাদে শুরু হওয়া শিক্ষার্থীদের বিক্ষোভ আমেরিকার কলম্বিয়া এবং ইয়েল বিশ্ববিদ্যালয় ছাড়িয়ে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতেও ছড়়িয়ে পড়েছে।

আরও পড়ুন

টি২০ বিশ্বকাপ ২০২৪-এর জন্য ভারতের দল ঘোষণা! এলেন সঞ্জু স্যামসন, বাদ কেএল রাহুল

এই বছরের জুনে ক্যারিবিয়ান এবং মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া টি২০ বিশ্বকাপ ২০২৪-এর জন্য...

আইপিএল ২০২৩-২৪: দিল্লি ক্যাপিটলসকে হেলায় হারাল কলকাতা নাইট রাইডার্স

দিল্লি ক্যাপিটলস (ডিসি): ১৫৩-৯ (কুলদীপ যাদব ৩৫ নট আউট, ঋষভ পন্থ ২৭, বরুণ চক্রবর্তী...

আইপিএল ২০২৪: সেঞ্চুরি বেয়ারস্টোর, সঙ্গী শশাঙ্ক-প্রভসিমরান, টি২০ ক্রিকেটে ইতিহাস গড়ে কেকেআর-কে উড়িয়ে দিল পাঞ্জাব  

কলকাতা নাইট রাইডার্স (কেকেআর): ২৬১-৬ (ফিল সল্ট ৭৫, সুনীল নারিন ৭১, অর্শদীপ সিং ২-৩৫)...