Homeখেলাধুলোক্রিকেটওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ভারতের টেস্ট, ওয়ানডে স্কোয়াড থেকে বাদ চেতেশ্বর পূজারা

ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ভারতের টেস্ট, ওয়ানডে স্কোয়াড থেকে বাদ চেতেশ্বর পূজারা

প্রকাশিত

ওয়েস্ট ইন্ডিজ সফরের (India Tour of West Indies) জন্য শুক্রবার টেস্ট এবং ওডিআই দল ঘোষণা। বাদ চেতেশ্বর পূজারা। বিশ্রামে মহম্মদ শামি। পরিবর্তে দলে সুযোগ পেলেন রুতুরাজ গায়কোয়াড় এবং যশস্বী জয়সওয়াল।

ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারের হতাশার পরে, ভারত টেস্ট দলে কিছু নতুন মুখের পরীক্ষা চালাতে চাইছে। যে কারণে অভিজ্ঞ ব্যাটার চেতেশ্বর পূজারাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে, সেই জায়গায় আনক্যাপড ব্যাটার যশস্বী জয়সওয়াল এবং রুতুরাজ গায়কোয়াড়কে দলে নেওয়া হয়েছে।

জয়সওয়াল এবং গায়কোয়াড়, দু’জনেই আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন। তাঁরা যথাক্রমে রাজস্থান রয়্যালস এবং চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন। ওয়েস্ট ইন্ডিজ সফরের ১৬ জনের দলে এঁরা যেমন ঢুকলেন, তেমনই বাংলা থেকে ভারতীয় টেস্ট টিমে পা রাখলেন মুকেশ কুমার। যশস্বী-ঋতুরাজের মতো ঘরোয়া ক্রিকেটে মুকেশ কুমারও যথেষ্ট ভালো পারফর্ম করেছিলেন। টিমকে রঞ্জি ফাইনালে তুলেছিলেন। সেই কারণেই ভারতীয় টিমের ব্যাক আপ বোলার হিসেবে এর আগেও জায়গা পেয়েছিলেন। 

মহম্মদ শামি এবং উমেশ যাদব বাদ পড়েছেন। অনেকের মতে, শামিকে সম্ভবত বাদ দেওয়া হয়নি। তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। কারণ তিনি সেই ফেব্রুয়ারি থেকে টানা খেলে যাচ্ছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে খেলেছেন। তারপর আইপিএলে খেলেছেন শামি। সেখান থেকে সরাসরি খেলেছেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে। তবে উমেশের ক্ষেত্রে বাদ দেওয়ার প্রশ্ন ঝেড়ে ফেলার নয়।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় টেস্ট ক্রিকেট দল

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, রুতুরাজ গায়কোয়াড়, বিরাট কোহলি, যশস্বী জয়সওয়াল, আজিঙ্কে রাহানে (সহ-অধিনায়ক), কেএস ভরত (উইকেটকিপার), ঈশান কিসান (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, শার্দুল ঠাকুর, অক্ষর পটেল, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার জয়দেব উনাদকাট এবং নভদীপ সাইনি।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় ওডিআই ক্রিকেট দল

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, রুতুরাজ গায়কওয়াড়, বিরাট কোহলি, সূর্য কুমার যাদব, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), ঈশান কিসান (উইকেট-রক্ষক), হার্দিক পান্ড্য (সহ-অধিনায়ক), শার্দুল ঠাকুর, রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল, যুজবেন্দ্র চাহল, কুলদীপ যাদব, জয়দেব উনাদকাট, মহম্মদ সিরাজ, উমরান মালিক এবং মুকেশ কুমার।

সাম্প্রতিকতম

রাজ্যের ৩ জন-সহ সব শ্রমিককেই নিরাপদে বাইরে আনা হল, উদ্ধার অভিযানের প্রশংসায় প্রধানমন্ত্রী    

দেহরাদুন: সমস্ত উৎকণ্ঠা, উদ্বেগ, প্রতীক্ষার অবসান হল। ১৭ দিন ধরে উত্তরকাশীর কাছে সুড়ঙ্গে আটকে...

টি২০ সিরিজ: সেই গ্লেন ম্যাক্সওয়েল, ভারতের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে এনে দিলেন জয়

ভারত: ২২২-৩ (ঋতুরাজ গায়কোয়াড় ১২৩ নট আউট, সূর্যকুমার যাদব ৩৯, বেহরেনডর্ফ ১-১২) অস্ট্রেলিয়া: ২২৫-৫ (গ্লেন...

সুড়ঙ্গে আটকে থাকা ৪১ জন শ্রমিককেই নিরাপদে উদ্ধার করা হল

দেহরাদুন: টানা ১৭ দিন ধরে আটকে থাকার পর সিলকিয়ারা টানেলে আটকে থাকা কর্মীদের একে...

সুড়ঙ্গে আটকে থাকা কর্মীদের কাছাকাছি উদ্ধারকারী দল, যে কোনো মুহূর্তে বেরিয়ে আসতে পারেন তাঁরা    

দেহরাদুন: সিলকিয়ারার সুড়ঙ্গে আটকে থাকা কর্মীদের উদ্ধারকাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে এনডিএমএ (ন্যাশনাল...

আরও পড়ুন

টি২০ সিরিজ: সেই গ্লেন ম্যাক্সওয়েল, ভারতের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে এনে দিলেন জয়

ভারত: ২২২-৩ (ঋতুরাজ গায়কোয়াড় ১২৩ নট আউট, সূর্যকুমার যাদব ৩৯, বেহরেনডর্ফ ১-১২) অস্ট্রেলিয়া: ২২৫-৫ (গ্লেন...

টি২০ সিরিজ: যশস্বী, ঈশান, ঋতুরাজ, রিঙ্কুর ব্যাটিং এবং বিশনয় ও প্রসিধের বোলিং-এর দৌলতে ভারত ২-০

ভারত: ২৩৫-৪ (ঋতুরাজ গায়কোয়াড় ৫৮, যশস্বী জয়সোয়াল ৫৩, নাথান এলিস ৩-৩৫) অস্ট্রেলিয়া: ১৯১-৯ (মার্কাস স্টয়নিস...

টি২০ সিরিজ: রুদ্ধশ্বাস শেষ ওভার, শেষ বলে রিঙ্কু জয় এনে দিলেন ভারতের

অস্ট্রেলিয়া: ২০৮-৩ (জোশ ইংলিস ১১০, স্টিভ স্মিথ ৫২, প্রসিধ কৃষ্ণ ১-৫০) ভারত: ২০৯-৮ (সূর্যকুমার যাদব...