Homeখেলাধুলোক্রিকেটবিশ্বকাপ ক্রিকেট ২০২৩: দক্ষিণ আফ্রিকার কাছে হারলেও মাথা উঁচু করে বিদায় নিল...

বিশ্বকাপ ক্রিকেট ২০২৩: দক্ষিণ আফ্রিকার কাছে হারলেও মাথা উঁচু করে বিদায় নিল আফগানিস্তান

প্রকাশিত

আফগানিস্তান: ২৪৪ (আজমাতুল্লাহ ওমরজাই ৯৭ নট আউট, গেরাল্ড কোয়েৎজে ৪-৪৪, কেশব মহারাজ ২-২৫, লুঙ্গি এনগিডি ২-৬৯)

দক্ষিণ আফ্রিকা: ২৪৭-৫ (৪৭.৩ ওভার) (রাসি ফান ডেয়ার ডুসেন ৭৬ নট আউট, কুইন্টন ডি কক ৪১, মোহম্মদ নবি ২-৩৫, রশিদ খান ২-৩৭)

অমদাবাদ: শেষ খেলায় দক্ষিণ আফ্রিকার কাছে হেরেও মাথা উঁচু করেই এ বারের বিশ্বকাপ অভিযান শেষ করল আফগানিস্তান। এ বারের অভিযানে তারা ৪টি ম্যাচ জিতেছে। তার মধ্যে তুলনামূলক ভাবে দুর্বল দল ছিল নেদারল্যান্ডস। বাকি ৩টি দেশই ক্রিকেটের একেবারে প্রথম সারির দেশ – ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা। বাংলাদেশের কাছে হারটাই তাদের সবচেয়ে বেশি ব্যথা দিয়েছে। এই ম্যাচ জিতলে হয়তো তারা সেমিফাইনালে চলে যেত। আর সে দিন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল সেই অবিশ্বাস্য মূর্তি ধারণ না করলে ক্রিকেটে ইন্দ্রপতন ঘটাত আফগানিস্তান।

শুক্রবার অমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজিত ম্যাচেও আফগানিস্তানের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকাকে লড়াই করে জিততে হল। প্রথমে ব্যাট করে আফগানিস্তান করে ৫০ ওভারে ২৪৪ রান। জয়ের লক্ষ্যমাত্রায় পৌঁছোতে দক্ষিণ আফ্রিকার লাগল ৪৭.৩ ওভার। তারা করে ৫ উইকেটে ২৪৭ রান। ফলে ৫ উইকেটে তারা হারাল আফগানদের।

শেষ পর্যন্ত রান তাড়া করে ম্যাচ জিতল দক্ষিণ আফ্রিকা। সেমিফাইনালে তারা অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। আফগানিস্তানের বিরুদ্ধে এই রান তাড়া করে জয় দক্ষিণ আফ্রিকাকে অনেক শক্তি জোগাবে।

ওমরজাইয়ের অনবদ্য ব্যাটিং

শুক্রবার টসে জিতে ব্যাট করতে নামে আফগানিস্তান। মূলত আজমাতুল্লাহ ওমরজাইয়ের অনবদ্য ব্যাটিং-এর সুবাদেই আফগানিস্তান দক্ষিণ আফ্রিকাকে লড়াইয়ের মুখে ফেলার সুযোগ পায়। ১০৭ বলে ৯৭ রান করে নট আউট থাকেন ওমরজাই। দক্ষিণ আফ্রিকার কোনো বোলারকেই তিনি রেয়াত করেননি।

ওমরজাই ছাড়া আর কোনো আফগান ব্যাটার প্রতিপক্ষের বোলারদের সে ভাবে মোকাবিলা করতে পারেননি। বোলিং-এ সবচেয়ে বেশি সফল গেরাল্ড কোয়েৎজে। তিনি ৪৪ রানে ৪ উইকেট দখল করেন। এ ছাড়াও কেশব মহারাজ তাঁর স্পিনের জাদুতে প্রতিপক্ষের দু’জনকে ঘায়েল করেন। তিনি ২৫ রান দিয়ে ২ উইকেট দখল করেন।

৬৬-২ থেকে ২৪৭-৫

জয়ের জন্য ২৪৫ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে গিয়ে দক্ষিণ আফ্রিকা ইনিংসের ভিত গড়ে দেন কুইন্টন ডি কক। তিনি দলের অধিনায়ক টেমবা বাভুমাকে সঙ্গে নিয়ে প্রথম উইকেটে ৬৪ রান যোগ করেন। দলের ৬৪ রানে টেমবাকে (২৮ বলে ২৩ রান) হারিয়ে ডি কক আর বেশিক্ষণ উইকেটে থাকেননি। ৪৭ বলে ৪১ রান করে মোহম্মদ নবির বলে তিনি এলবিডব্লিউ হন। ৬৬ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে কিঞ্চিৎ চাপে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা।

এর পরই লড়াইয়ের ময়দানে নামেন রাসি ফান ডেয়ার ডুসেন। আইডেন মার্করাম (৩২ বলে ২৫ রান), হাইনরিখ ক্লাসেন (১৩ বলে ১০ রান), ডেভিড মিলার (৩৩ বলে ২৪ রান) এবং আন্ডিলে ফেহলুকওয়াওকে (৩৭ বলে ৩৯ রান নট আউট) সঙ্গে নিয়ে দলকে জয়ে পৌঁছে দেন তিনি। ৯৫ বলে ৭৬ রান করে নট আউট থাকেন ডুসেন।

এক অবিশ্বাস্য সমীকরণ পাকিস্তানের কাছে  

এ বারের বিশ্বকাপ থেকে ইতিমধ্যেই বিদায় নিয়েছে ইংল্যান্ড, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং আফগানিস্তান। এর মধ্যে একমাত্র আফগানিস্তানই সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা সৃষ্টি করেছিল। আর বাকি তিনটি দল আগাগোড়াই হিসাবের বাইরে ছিল।

এ দিকে তিনটি দল প্রথম চারে চলে গিয়েছে। এরা হল ভারত, দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া। চতুর্থ স্থানটি কে পাবে তা নিয়ে শনিবার লড়াই নিউজিল্যান্ড এবং পাকিস্তানের। পাকিস্তানের প্রথম চারে যাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ, নেই বললেই চলে। কারণ, তাদের সেমিফাইনালে যেতে হলে কার্যত অসম্ভব, অবিশ্বাস্য এক সমীকরণ বাস্তবায়িত করতে হবে। সুতরাং ধরেই নেওয়া যায় প্রথম সেমিফাইনালে ভারত মুখোমুখি হবে নিউজিল্যান্ডের এবং দ্বিতীয় সেমিফাইনাল হবে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যে।

আরও পড়ুন

শ্রীলঙ্কাকে হারিয়ে চতুর্থ স্থানে নিউজিল্যান্ড, ‘অসম্ভব’ কিছু না ঘটালে পাকিস্তানের বিদায় নিশ্চিত

সাম্প্রতিকতম

পাঁচ রাজ্যে একযোগে ১৬টি নতুন শাখা খুলল বন্ধন ব্যাঙ্ক, গ্রামীণ ও আধা-শহরাঞ্চলে জোর

বন্ধন ব্যাঙ্ক পাঁচটি রাজ্যে ১৬টি নতুন শাখার উদ্বোধন করল। ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ ও ছত্তিসগড়ে ছড়িয়ে পড়ল ব্যাঙ্কের নতুন পদচিহ্ন। শাখা সংখ্যা ১৭৩০ ছাড়াল।

ভিভো ভারতের বাজারে আনল টি৪ সিরিজের নতুন স্মার্টফোন, দুর্দান্ত ব্যাটারি ও ক্যামেরা ফিচারে তাক লাগাবে

ভিভো ভারতের বাজারে লঞ্চ করল টি৪ সিরিজের নতুন স্মার্টফোন। ৭৩০০ এমএএইচ ব্যাটারি, ৯০W ফ্ল্যাশ চার্জ, উন্নত ক্যামেরা ও আকর্ষণীয় ডিসপ্লে ফিচার নিয়ে হাজির হয়েছে Vivo T4। দাম শুরু ২১,৯৯৯ টাকা থেকে।

করেগুট্টা পাহাড়ে অভিযান সপ্তম দিনে, চাপে মাওবাদীরা, গোপন আস্তানা উদ্ধার

ছত্তিশগড়-তেলেঙ্গানা সীমান্তে করেগুট্টা পাহাড়ে মাওবাদীদের বিরুদ্ধে বড়সড় অভিযান চলছে। সপ্তম দিনে পাওয়া গেল গোপন আস্তানা, উদ্ধার বিস্তর সামগ্রী।

আধার কার্ড জালিয়াতি রুখতে বড় উদ্যোগ, নিজের নামে কত সিম চলছে জানুন সহজেই

আধার নম্বর ব্যবহার করে জালিয়াতি রুখতে বড় পদক্ষেপ। এখন অনলাইন পোর্টালে নিজের মোবাইল নম্বর দিয়ে দেখে নিতে পারবেন আপনার নামে চালু থাকা সব সিমের তালিকা।

আরও পড়ুন

আইপিএল ২০২৫: বৃষ্টির জন্য খেলা পরিত্যক্ত, পয়েন্ট ভাগাভাগি করে নিল পঞ্জাব কিংস ও কেকেআর

পঞ্জাব কিংস: ২০১-৪ (প্রভসিমরন সিং ৮৩, প্রিয়াংশ আর্য ৬৯, বৈভব অরোরা ২-৩৪) কলকাতা নাইট রাইডার্স:...

ছয় মেরে অভিষেক আইপিএল-এ কনিষ্ঠতম খেলোয়াড় বৈভব সূর্যবংশীর

খবর অনলাইন ডেস্ক: ইতিহাস রচনা করল বৈভব সূর্যবংশী। গত মাসেই ১৪ বছর হয়েছে তার...

স্বাধীনতা দিবসের পরই বাংলাদেশ সফরে ভারত, সাদা বলের সিরিজে বিশ্রামে থাকছেন সিনিয়ররা?

১৭ অগস্ট থেকে শুরু ভারত-বাংলাদেশ সাদা বলের সিরিজ়। মিরপুর ও চট্টগ্রামে হবে ছ’টি ম্যাচ। বিশ্রামে রোহিত, বিরাটরা? বাংলাদেশ সফরে যেতে পারেন তরুণরা।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে