Homeখেলাধুলোক্রিকেটবাংলাদেশ ম্যাচে চোট পাওয়ার জের, বিশ্বকাপ থেকেই ছিটকেই গেলেন হার্দিক পাণ্ড্য

বাংলাদেশ ম্যাচে চোট পাওয়ার জের, বিশ্বকাপ থেকেই ছিটকেই গেলেন হার্দিক পাণ্ড্য

প্রকাশিত

বাংলাদেশ ম্যাচে গোড়ালিতে চোট পেয়েছিলেন হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। সেই চোটের জেরেই বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ভারতের তারকা অলরাউন্ডার। জানা গিয়েছে, তাঁর জায়গায় ভারতীয় দলে ডাক পেলেন ফাস্ট বোলার প্রসিদ্ধ কৃষ্ণ (Prasidh Krishna)।

গত ১৯ অক্টোবর বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন চোট পেয়েছিলেন হার্দিক। নিজের প্রথম ওভার বল করতে এসেই চোট পান তিনি। ম্যাচের নবম ওভারে তৃতীয় বলেই এই চোট পেয়েছিলেন। লিটন দাসের মারা স্ট্রেট ড্রাইভ পা দিয়ে আটকাতে গিয়েই এই বিপত্তি বাঁধে। পুনেতে আয়োজিত এই ম্যাচে তিনি তিনটেই মাত্র বল করতে পেরেছিলেন। এর পর সাপোর্ট স্টাফদের সঙ্গে খোঁড়াতে খোঁড়াতে মাঠের বাইরে চলে যান তিনি।

তার পর থেকে আর খেলতে পারেননি। প্রথমে মনে করা হয়েছিল, প্রাথমিক ভাবে শোনা গিয়েছিল, সেরকম গুরুতর আঘাত পাননি হার্দিক। আশা করা হচ্ছিল টুর্নামেন্টের পরের দিকে তিনি ফিরবেন। এমনকী ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাও আশার আলো দেখিয়েছিলেন। এমনকী, বাংলাদেশ ম্যাচের শেষে ভারত অধিনায়ক রোহিত শর্মা জানান, “ওর (হার্দিকের) সামান্য সমস্যা হয়েছে। এটা নিয়ে বেশি চিন্তার কোনও কারণ নেই।”

এর পর, স্ক্যানের রিপোর্ট দেখে চিকিৎসকেরা হার্দিককে চার থেকে পাঁচ দিন বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু সূত্র মারফত জানা গিয়েছে, গ্রেড ১ লিগামেন্ট ছিঁড়েছে হার্দিকের। সেই চোট সারতেই সাধারণত দু’সপ্তাহ সময় লেগে যায়। এনসিএ-তে ছিলেন তিনি। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে তাঁর চোট না সারায় বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন তিনি।

রবিবার সাউথ আফ্রিকার মুখোমুখি হবে ভারত। বিশ্বকাপে টিম ইন্ডিয়ার অষ্টম ম্যাচ। ভারতের সেমিফাইনালে যাওয়া নিশ্চিত। এখনও পর্যন্ত পয়েন্ট তালিকার শীর্ষস্থানে ভারত। কিন্তু দ্বিতীয় স্থানে থাকা সাউথ আফ্রিকার নেট রান রেট ভারতের চেয়ে ভালো। রবিবার ভারতকে হারাতে পারলে তারা ফের উঠে আসবে এক নম্বরে। বাংলাদেশ ম্যাচে চোট পেয়ে টিম থেকে হার্দিক বেরিয়ে যাওয়ার পর তাঁর জায়গায় এসেছেন সূর্যকুমার যাদব। আর শার্দূল ঠাকুরকে সরিয়ে আনা হয়েছে মোহম্মদ শামিকে। শামি এসেই ভেলকি দেখিয়েছেন বলে এবং ৩ ম্যাচ থেকে ১৪টি দখল করে বিশ্বকাপে ভারতের সবচেয়ে সফল বোলার হওয়ার স্বীকৃতি পেয়েছেন। সুতরাং বিশ্বকাপ থেকে হার্দিকের ছিটকে যাওয়া ভারতকে যে খুব চিন্তায় রাখল, তা নয়, যদিও স্কোয়াডে প্রসিদ্ধ কৃষ্ণাকেও আনা হয়েছে।

আরও পড়ুন: বিশ্বকাপ ক্রিকেট ২০২৩: ডাচদের হারিয়ে জয়ের হ্যাটট্রিক, সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে থাকল আফগানরা   

সাম্প্রতিকতম

‘আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করব’, জানালেন ডোনাল্ড ট্রাম্প

২১ থেকে ২৩ সেপ্টেম্বরের মার্কিন যুক্তরাষ্ট্র সফরের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার...

এএফসি চ্যাম্পিয়নস লিগ ২: আজ তাজিকিস্তানের এফসি রবশানের মুখোমুখি হচ্ছে মোহনবাগান

কলকাতা: আইএসএল-এর মাঝেই কলকাতায় বসতে চলেছে এএফসি চ্যাম্পিয়নস লিগ ২-এর আসর। বুধবার কলকাতার যুবভারতী...

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে পঞ্চমবারের জন্য চ্যাম্পিয়ন ভারত, চিনকে ১-০ ব্যবধানে হারাল হরমনপ্রীরা

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন হল ভারত। চিনকে ১-০ ব্যবধানে হারিয়ে পঞ্চমবার এই খেতাব জিতলেন হরমনপ্রীত সিংহের নেতৃত্বাধীন দল। হরমনপ্রীত সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।

৩৪ নতুন বিশালাকৃতি রেডিও সোর্স আবিষ্কার করলেন ৪ বাঙালি জ্যোতির্বিজ্ঞানী

বাঙালির বিজ্ঞান অন্বেষণের সাফল্যের মুকুটে যোগ হল নয়া পালক। জায়ান্ট মিটারওয়েভ রেডিও টেলিস্কোপের সাহায্যে...

আরও পড়ুন

প্রণব রায় ও রুনা বসুকে কার্তিক বসু জীবনকৃতী সম্মান, মহম্মদ শামি ও সন্দীপ পাটিলকে বিশেষ সম্মাননা দিল সিএবি

কলকাতা: বাংলার কৃতী ক্রিকেটার তথা প্রাক্তন জাতীয় নির্বাচক প্রণব রায় এবং বাংলা তথা ভারতের...

কোহলি কত আয়কর দিয়েছেন জানলে চমকে যাবেন, ধোনি-সচিন দু’জনে মিলে যা দিয়েছেন তার সমান

খবর অনলাইন ডেস্ক: ভারতে যত ধনী ব্যক্তি রয়েছেন, তাঁদের মধ্যে ক্রিকেটাররা বোধহয় একেবারে প্রথম...

আইসিসি-র চেয়ারম্যান হলেন জয় শাহ, দায়িত্ব নেবেন ১ ডিসেম্বর

খবর অনলাইন ডেস্ক: ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান হচ্ছেন জয় শাহ। ৩৫ বছরের জয়...
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?