Homeখেলাধুলোক্রিকেটবিশ্বকাপ ক্রিকেট ২০২৩: ডাচদের হারিয়ে জয়ের হ্যাটট্রিক, সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে থাকল আফগানরা...

বিশ্বকাপ ক্রিকেট ২০২৩: ডাচদের হারিয়ে জয়ের হ্যাটট্রিক, সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে থাকল আফগানরা   

প্রকাশিত

নেদারল্যান্ডস: ১৭৯ (৪৬.৩ ওভার) (সিব্রান্ড এঙ্গেলব্রেশট্‌ ৫৮, মাক্স ও’ডাউড ৪২, মোহম্মদ নবি ৩-২৮, নুর আহমদ ২-৩১)

আফগানিস্তান: ১৮১-৩ (৩১.৩ ওভার) (হাশমাতুল্লাহ শহিদি ৫৬ নট আউট, রহমত শাহ ৫২, রোয়েলোফ ফান ডেয়ার মার্ভে ১-২৫)

লখনউ: ৭টা ম্যাচের মধ্যে ৪টে ম্যাচে জিতে ৮ পয়েন্ট সংগ্রহ করে এ বারের বিশ্বকাপে সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে থাকল আফগানিস্তান। ৭ ম্যাচ থেকে নিউজিল্যান্ডেরও সংগ্রহ ৮ পয়েন্ট। কিন্তু নেট রানরেটের বিচারে লিগ টেবিলে নিউজিল্যান্ড রয়েছে চতুর্থ স্থানে, আফগানিস্তান পঞ্চম স্থানে।

শুক্রবার নেদারল্যান্ডসকে হারিয়ে পর পর তিনটে ম্যাচ জিতল আফগানিস্তান। এ দিন প্রথম ব্যাট করে নেদারল্যান্ডস করে ১৭৯ রান। জয়ের জন্য ১৮০ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে গিয়ে ১৮.৩ ওভার বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় আফগানরা। তারা করে ৩ উইকেটে ১৮১। ফলে ৭ উইকেটে জিতে যায় তারা। ৭ ম্যাচ থেকে ৪ পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিলে ডাচরা থাকল অষ্টম স্থানে।

নেদারল্যান্ডসের চার ব্যাটার রান আউট        

শুক্রবার লখনউয়ের ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে টসে জিতে ব্যাট নেয় নেদারল্যান্ডস। একেবারে গোড়াতেই বিপর্যয় ঘটে। প্রথম ওভারের পঞ্চম বলেই বিদায় নেন ভেসলে বারেসি। মুজিব উর রহমানের বলে এলবিডব্লিউ আউট হয়ে ফিরে যান তিনি। দলের রান তখন ৩।

দ্বিতীয় উইকেটে পরিস্থিতি দুর্দান্ত ভাবে সামাল দেন মাক্স ও’ডাউড এবং কোলিন আকারমান। তাঁরা যোগ করেন ৭০ রান। দুর্ভাগ্য নেদারল্যান্ডসের। পর পর তিনটি রান আউট তাদের আবার বিপর্যয়ের মুখে ঠেলে দেয়। ৪০ বলে ৪২ রান করে ও’ডাউড রান আউট হয়ে যান। তৃতীয় উইকেটের জুটিতে সিব্রান্ড এঙ্গেলব্রেশট্‌ এবং কোলিন আকারমান ১৯ রান যোগ করার পর আবার উইকেট পতন। আকারমান রান আউট হয়ে যান। দলের রান তখন ৯২। নামেন অধিনায়ক স্কট এডোয়ার্ডস। নেমেই তিনি পরের বলেই রান আউট হন। ডাচেদের ৪ উইকেট পড়ে যায় ৯২ রানে। 

এর পর ঘন ঘন উইকেট পড়তে থাকে ডাচেদের। এক প্রান্তে অটুট থেকে আফগান বোলারদের বিরুদ্ধে লড়াই চালিয়ে সিব্রান্ড এঙ্গেলব্রেশট্‌। অন্য প্রান্তে নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে। এঙ্গেলব্রেশট্‌ আউট হন দলের ১৫২ রানের মাথায়। তিনিও রান আউট হন। এর পর বাকি দুটি উইকেটে ২৭ রান যোগ হওয়ার পর নির্ধারিত ৫০ ওভারের ১৯ বল বাকি থাকতেই নেদারল্যান্ডস ১৭৯ রানে অল আউট হয়ে যায়।

সহজেই লক্ষ্যমাত্রায় পৌঁছোল আফগানিস্তান   

বিশ্বকাপে সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে থাকতে হল এ দিন জিততেই হত আফগানদের। আর ডাচদের দেওয়া লক্ষ্যমাত্রাও খুব একটা কঠিন ছিল না। কিন্তু ৫৫ রানের মধ্যে ২টি উইকেট পড়ে যাওয়ায় কিছুটা বেকায়দায় পড়ে আফগানরা। ১১ বলে ১০ রান করে রহমানুল্লাহ গুরবাজ এবং ৩৪ বলে ২০ রান করে ইব্রাহিম জাদরান ফিরে যান প্যাভিলিয়নে। দলের হাল ধরেন রহমত শাহ এবং হাশমাতুল্লাহ শহিদি। মাথা ঠান্ডা রেখে একটু একটু করে লক্ষ্যের দিকে এগিয়ে যেতে থাকে আফগানিস্তান।

একটা সময়ে বোঝাই যায় আফগানদের জয় শুধু সময়ের অপেক্ষা। কোনো ডাচ বোলারই তাঁদের বেগ দিতে পারেননি। তৃতীয় উইকেটের জুটিতে ৭৪ রান যোগ হওয়ার পর প্যাভিলিয়নের পথ ধরেন রহমত শাহ। ৫৪ বলে ৫২ রান করে সকিব জুলফিকারের বলে তাঁকেই ক্যাচ দেন রহমত। হাশমাতুল্লাহ শহিদির সঙ্গী হন আজমাতুল্লাহ ওমরজাই। দু’ জনে স্বচ্ছন্দে দলকে লক্ষ্যমাত্রায় পৌঁছে দেন। ৬৪ বলে ৫৬ করে শহিদি এবং ২৮ বলে ৩১ করে ওমরজাই নট আউট থাকেন। আফগানরা জিতে যায় ৭ উইকেটে। ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হন আফগানিস্তানের অল রাউন্ডার মোহম্মদ নবি।

আরও পড়ুন

মোহম্মদ শামির দখলে ৪৫ উইকেট, বিশ্বকাপের ইতিহাসে ভারতের সবচেয়ে সফল বোলার

বিশ্বকাপ ক্রিকেট ২০২৩: বিধ্বংসী শামি, পাশে সিরাজ, শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে প্রথম দল হিসাবে ভারত সেমিফাইনালে   

সাম্প্রতিকতম

রাশিয়ার আক্রমণের পর এই প্রথম ইউক্রেন সফরে যাওয়ার সম্ভাবনা প্রধানমন্ত্রী মোদীর

নয়াদিল্লি: সব কিছু ঠিকঠাক চললে আগামী ২৩ আগস্ট ইউক্রেন সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।...

প্রয়াত প্রাক্তন কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরীর, ক্যানসারের সঙ্গে দীর্ঘদিন লড়াইয়ের পর শেষ নিঃশ্বাস ত্যাগ

দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত থেকে এসএসকেএম হাসপাতালে প্রাক্তন কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরী প্রয়াত। বয়স হয়েছিল ৮৩ বছর। বালুরঘাটে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে।

জেনারেটিভ এআই প্রযুক্তিযুক্ত নয়া মডেলের স্মার্টফোন আনল রিয়েলমি

অত্যাধুনিক প্রযুক্তির নয়া মডেলের স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? আপনি কিনতেই পারেন রিয়েলমি সংস্থার নয়া...

আটকে একাধিক বিল, রাজভবনকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট

কলকাতা: রাজ্যের একাধিক বিল রাজভবনে আটকে আছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস সই করছেন না,...

আরও পড়ুন

‘ভোর ৪টেয় ঘুম থেকে উঠে পড়েছিলাম, দেখলাম মহম্মদ শামি ১৯ তলার ব্যালকনিতে দাঁড়িয়ে…’

খবর অনলাইন ডেস্ক: মহম্মদ শামি – ভারতের এখনকার ক্রিকেটে এক উল্লেখযোগ্য নাম। শুধু ভারত...

সমস্ত গুজবের অবসান, হার্দিক বললেন ‘আমি আর নাতাসা অনেক চেষ্টা করলাম…’

খবর অনলাইন ডেস্ক: শেষ পর্যন্ত ছাড়াছাড়ি হয়ে গেল তারকা ক্রিকেটার হার্দিক পাণ্ড্য এবং তাঁর...

হার্দিক নয়, ভারত-শ্রীলঙ্কা টি২০ সিরিজে নেতৃত্ব দেবেন সূর্যকুমার, একদিনের ম্যাচে রোহিত

খবর অনলাইন ডেস্ক: হার্দিক পাণ্ড্য নয়, ভারত-শ্রীলঙ্কা টি২০ সিরিজে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। আর...
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?