Homeখেলাধুলোক্রিকেটদ্বিতীয় টেস্ট জিততে ভারতের চাই ৮ উইকেট, ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য ২৮৯ রান

দ্বিতীয় টেস্ট জিততে ভারতের চাই ৮ উইকেট, ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য ২৮৯ রান

প্রকাশিত

ভারত: ৪৩৮ (বিরাট ১২১, রোহিত ৮০, জাডেজা ৬১, যশস্বী ৫৭, অশ্বিন ৫৬, কেমার ৩/১০৪, জোমেল ৩/৮৯, হোল্ডার ২/৫৭) এবং ১৮১/২ ডিক্লেয়ার (রোহিত ৫৭, ঈশান ৫৩, যশস্বী ৩৮

ওয়েস্ট ইন্ডিজ: ২৫৫ (ব্রেথওয়েট ৭৫, অলিক ৩৭, চন্দ্রপল ৩৩, ম্যাকেঞ্জি ৩২, সিরাজ ৫/৬০, মুকেশ ২/৪৮, জাডেজা ২/৩৭) এবং ৭৬/২ (ব্রেথওয়েট ২৮, চন্দ্রপল ২৪*, ব্ল্যাকউড ২০, অশ্বিন ২/১০)

ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচের পঞ্চম দিনের খেলা বেশ টানটান হয়ে উঠতে চলেছে। এক দিকে, এই টেস্ট জিততে ভারতের দরকার আট উইকেট। আর অন্য দিকে, আরও ২৮৯ রান করতে পারলে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজে সমতা ফেরাতে পারবে ওয়েস্ট ইন্ডিজ!

তৃতীয় দিনের শেষে পাঁচ উইকেটে ২২৯ রান ছিল ওয়েস্ট ইন্ডিজের। চতুর্থ দিন সকালে মাত্র ৭.৪ ওভারের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের বাকি পাঁচ উইকেট পড়ে যায়। ওয়েস্ট ইন্ডিজের ইনিংস শেষ ২৫৫ রানে। প্রথম ইনিংসে ১৮৩ রানের লিড নিয়েছিল ভারত।

এর পর টিম ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজের সামনে ৩৬৫ রানের টার্গেট খাড়া করে। জবাবে চতুর্থ দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত আয়োজক দেশ ২ উইকেট হারিয়ে ৭৬ রান করে ফেলেছে। ফলে ওয়েস্ট ইন্ডিজকে এই ম্যাচে জিততে হলে ২৮৯ রান করতে হবে। পঞ্চম দিন টেস্ট জিততে ভারতের দরকার আট উইকেট। এর জন্য প্রায় ৯৮ ওভার পাবে টিম ইন্ডিয়া।

প্রথম ইনিংসে সিরাজ মোট পাঁচটি উইকেট শিকার করেন। মুকেশ কুমার দুটো উইকেট শিকার করেছেন। তবে ওয়েস্ট ইন্ডিজ কোনো ক্রমে তাদের ফলোঅন বাঁচাতে সক্ষম হয়।

দ্বিতীয় ইনিংসে দ্রুত রান তুলছে ভারত। দুই ওপেনার রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল শুরু থেকেই হাত খুলে খেলছেন। যশস্বী জয়সওয়াল ৭১ বলে ৯৮ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। রোহিত তাঁর কেরিয়ারের ১৬তম হাফসেঞ্চুরিটা মাত্র ৩৫ বলে হাঁকান। রোহিত ৪৪ বলে পাঁচটি চার এবং তিনটে ছক্কার সাহায্যে ৫৭ রান করেন। ঈশান ৫২ ও শুভমন ২৯ রানে অপরাজিত থাকেন।

ব্যাট করতে নেমে প্রথম ইনিংসের মতোই শুরু করেন ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার। ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ধাক্কা দেন রবিচন্দ্রন অশ্বিন। ২৮ রান করে অশ্বিনের বলে সুইপ মারতে গিয়ে আউট হন অধিনায়ক ব্রেথওয়েট। তিন নম্বরে কির্ক ম্যাকেঞ্জি রান পাননি। শূন্য রানে তাঁকে ফেরান অশ্বিন। চার নম্বরে নামা জার্মেইন ব্ল্যাকউড জুটি বাঁধেন চন্দ্রপলের সঙ্গে। দিনের শেষ পর্যন্ত তাঁরাই উইকেটে ছিলেন। চতুর্থ দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজের রান দু’উইকেটে ৭৬। চন্দ্রপল ২৪ ও ২০ রানে ব্যাট করছেন ব্ল্য়াকউড।

আরও পড়ুন: তৃতীয় দিনে ভারতের থেকে ২০৯ রানে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ

সাম্প্রতিকতম

তেলঙ্গনায় মুখ্যমন্ত্রীর দৌড়ে রেবন্ত রেড্ডি, শপথ কবে

হায়দরাবাদ: তেলঙ্গনার পরবর্তী মুখ্যমন্ত্রী হতে পারেন রেবন্ত রেড্ডি। কার্যত তাঁর নেতৃত্বেই বিআরএস দুর্গে ফাটল...

শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড় হচ্ছে মিগজাউম, পশ্চিমবঙ্গেও দুর্যোগের পূর্বাভাস

কলকাতা: ঘূর্ণিঝড় মিগজাউমের সরাসরি প্রভাব পড়বে না পশ্চিমবঙ্গে। তবে ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায়...

মধ্যপ্রদেশ বিজেপির হাতেই, পদ্ম ফুটল রাজস্থান, ছত্তীসগঢ়েও! তেলঙ্গনায় মুখরক্ষা কংগ্রেসের

মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, রাজস্থান ও তেলঙ্গানা বিধানসভা নির্বাচনের ভোটগণনা রবিবার। সকাল ৮টার সময় শুরু হয়...

টি২০ সিরিজ: অক্ষরের বোলিং আর রিঙ্কুর ব্যাটিং-এ ভর করে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ দখল ভারতের  

ভারত: ১৭৪-৯ (রিঙ্কু সিং ৪৬, যশস্বী জয়সোয়াল ৩৭, বেন ডোয়ারসুইশ ৩-৪০, তনবীর সংঘ ২-৩০) অস্ট্রেলিয়া:...

আরও পড়ুন

টি২০ সিরিজ: অক্ষরের বোলিং আর রিঙ্কুর ব্যাটিং-এ ভর করে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ দখল ভারতের  

ভারত: ১৭৪-৯ (রিঙ্কু সিং ৪৬, যশস্বী জয়সোয়াল ৩৭, বেন ডোয়ারসুইশ ৩-৪০, তনবীর সংঘ ২-৩০) অস্ট্রেলিয়া:...

দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় দল: টেস্টে রোহিত, একদিনের ম্যাচে রাহুল, টি২০-তে সূর্যকুমার অধিনায়ক

মুম্বই: দক্ষিণ আফ্রিকা সফরে ভারতের পুরুষ ক্রিকেট দল ঘোষণা করল ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড...

বিসিসিআই চায় হেড কোচ পদে রাহুল দ্রাবিড়ই থাকুন  

খবর অনলাইন ডেস্ক: ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) ভারতের ক্রিকেট দলের হেড কোচ হিসাবে...