Homeখেলাধুলোক্রিকেটআইসিসি টি২০ বিশ্বকাপ ২০২৪: রোহিতের রুদ্র মূর্তি, অস্ট্রেলিয়াকে ২৪ রানে হারিয়ে সেমিফাইনালে...

আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২৪: রোহিতের রুদ্র মূর্তি, অস্ট্রেলিয়াকে ২৪ রানে হারিয়ে সেমিফাইনালে ভারত   

প্রকাশিত

ভারত: ২০২৫-৫ (রোহিত শর্মা ৯২, সূর্যকুমার যাদব ৩১, মিশেল স্টার্ক ২-৪৫, মার্কাস স্টয়নিস ২-৫৬)

অস্ট্রেলিয়া: ১৮১-৭ (ট্র্যাভিস হেড ৭৬, মিশেল মার্শ ৩৭, অর্শদীপ সিং ৩-৩৭, কুলদীপ যাদব ২-২৪)  

খবর অনলাইন ডেস্ক: গ্রুপ ‘১’-এর পর পর ৩টি ম্যাচ জিতে এবারের টি২০ বিশ্বকাপে সেমিফাইনালে চলে গেল ভারত। সোমবার সেন্ট লুসিয়ার ডারেন স্যামি ক্রিকেট গ্রাউন্ডে আয়োজিত ম্যাচে তারা অস্ট্রেলিয়াকে হারাল ২৪ রানে। মূলত অধিনায়ক রোহিত শর্মার মারকুটে ব্যাটিংয়ের সুবাদে ভারত পেরিয়ে যায় ২০০-র গণ্ডি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ভারত পৌঁছোয় ৫ উইকেটে ২০৫ রানে। জবাবে অস্ট্রেলিয়া ৭ উইকেটে ১৮১ করে ইনিংস শেষ করে। ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হন রোহিত শর্মা।

গ্রুপ ‘১’ থেকে আর কোন দেশ সেমিফাইনালে যা তা ঠিক হবে ভারতীয় সময় মঙ্গলবার সকালে আফগানিস্তান বনাম বাংলাদেশ ম্যাচের উপরে। সোমবার অস্ট্রেলিয়ার পরাজয়ের পর আফগানিস্তান এবং অস্ট্রেলিয়া, দুটি দেশই ২ পয়েন্টে রয়েছে। আফগানিস্তান যদি বাংলাদেশকে হারিয়ে দিতে পারে তা হলে তারাই সেমিফাইনালে চলে যাবে।   

মাত্র ৮ রানের জন্য সেঞ্চুরি মিস রোহিতের

সোমবার টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়া। শুরুটা কিন্তু ভালো হয়নি ভারতের। মাত্র ৬ রানের মাথায় বিদায় নেন বিরাট কোহলি। নিজের খাতা খোলার আগেই জোশ হ্যাজলউডের বলে টিম ডেভিডকে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান তিনি। অধিনায়ক রোহিত শর্মার সঙ্গী হন ঋষভ পন্থ। কিন্তু এর পরেই রোহিতকে একেবারে অন্য মূর্তিতে দেখা যায়, যে মূর্তিতে তাঁকে সচরাচর দেখা যায় না। মারকুটে রোহিত। মূলত তাঁরই ব্যাটিংয়ের জোরে ভারত দ্রুত এগোতে থাকে। দ্বিতীয় উইকেটের জুটিতে যোগ হয় ৮৭ রান। তার মধ্যে ঋষভের অবদান মাত্র ১৫। ঋষভকে তুলে নেন মার্কাস স্টয়নিস। এবার রোহিতের সঙ্গী হন সূর্যকুমার যাদব।

দলের ১২৭ রানের মাথায় বিদায় নেন রোহিত। মিশেল স্টার্কের বলে যখন তিনি বোল্ড হন তখন স্কোরবোর্ডে তাঁর নামের পাশে ৯২ রান। ৪১ বলে তোলা এই ৯২ রানে ছিল ৮টা ছয় আর ৭টা চার। এর পর সূর্যকুমার যাদব (১৬ বলে ৩১ রান), শিবম দুবে (২২ বলে ২৮ রান) এবং হার্দিক পাণ্ড্যর (১৭ বলে ২৭ নট আউট) ব্যাটিংয়ের জোরে ভারত পৌঁছে যায় ৫ উইকেটে ২০৫ রানে। মিশেল স্টার্ক এবং  মার্কাস স্টয়নিস দুজনেই ২টি করে উইকেট নেন।

অস্ট্রেলিয়া গুটিয়ে গেল ১৮১-তে

অস্ট্রেলিয়ার ক্ষেত্রেও শুরুতেই বিপর্যয়। একেবারে ভারতের মতো। দলের মাত্র ৬ রানের মাথায় ৬ রান করে বিদায় নেন ডেভিড ওয়ার্নার। তিনি অর্শদীপ সিংয়ের বলে কুলদীপ যাদবকে ক্যাচ দিয়ে আউট হন। আর-এক ওপেনার ট্র্যাভিস হেডের সঙ্গে দলের হাল ধরেন অধিনায়ক মিশেল মার্শ। দু’জনে মিলে মাত্র ৯ ওভারে ৮৭ রানে পৌঁছে দেন দলের রান। মার্শ ২৮ বলে ৩৭ রান করে কুলদীপের বলে অক্ষর পটেলকে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান।

এবার ট্র্যাভিস হেডের সঙ্গী হন গ্লেন ম্যাক্সওয়েল (১২ বলে ২০)। তাঁরা রান নিয়ে যান ১৩২-এ। ম্যাক্সওয়েল আউট হওয়ার পর নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে। ১৩৫ রানে মার্কাস স্টয়নিস, ১৫০ রানে ট্র্যাভিস হেড (৪৩ বলে ৭৬ রান), ১৫৩ রানে ম্যাথু ওয়েড এবং ১৬৬ রানে আউট হন টিম ডেভিড। তখনও জয় ৪০ রান দূরে। হাতে ১৩ বল। শেষ পর্যন্ত পারল না তারা। ৭ উইকেটে ১৮১ রান করে ইনিংস শেষ করল। ফলে ভারত জিতে গেল ২৪ রানে। অর্শদীপ সিং ৩৭ রান দিয়ে ৩ উইকেট এবং কুলদীপ যাদব ২৪ রান দিয়ে ২টি উইকেট দখল করেন।

আরও পড়ুন

আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২৪: ডিএলএস-এ ম্যাচ হারল ওয়েস্ট ইন্ডিজ, সেমিফাইনালে চলে গেল সাউথ আফ্রিকা  

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

পূজোর আগে বড় পরিবর্তন, শিয়ালদহ স্টেশনে চালু হচ্ছে যানবাহনের জন্য পৃথক লেন

শিয়ালদহ স্টেশনের সামনে যানবাহনের জন্য আলাদা লেনের পরীক্ষা শুরু করল ইস্টার্ন রেলওয়ে। অটো, ট্যাক্সি, প্রাইভেট কার ও পার্কিং জোনের জন্য থাকছে আলাদা লেন। পূজোর আগেই কার্যকর হবে ব্যবস্থা।

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

বীরভূমে পাথর খাদানে ধস, মৃত্যু ৬ শ্রমিকের; আহত ৫

বীরভূমের পাথর খাদানে ধস নেমে মৃত্যু হল অন্তত ৬ জন শ্রমিকের। আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকাজে নেমেছে পুলিশ ও স্থানীয়রা।

আরও পড়ুন

এশিয়া কাপে ভারতীয় দলের নেতৃত্বে সূর্যকুমার, সহ-অধিনায়ক শুভমন গিল, প্রশ্ন রইল যশস্বী ও শ্রেয়সের বাদ পড়া নিয়ে

Asia Cup 2025: এশিয়া কাপ ২০২৫-এ ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হলেন সূর্যকুমার যাদব। সহ-অধিনায়ক দায়িত্বে থাকছেন শুভমন গিল। বিসিসিআইয়ের ঘোষণায় চমক।

প্রয়াত বব সিম্পসন, অস্ট্রেলিয়ান ক্রিকেটের সোনালি যুগের স্থপতি ছিলেন প্রাক্তন অধিনায়ক ও কোচ

অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ও কিংবদন্তি কোচ বব সিম্পসন প্রয়াত। ৮৯ বছর বয়সে সিডনিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। তাঁর হাত ধরেই শুরু হয়েছিল অস্ট্রেলিয়ান ক্রিকেটের সোনালি অধ্যায়।

ইংল্যান্ড সফরে একগুচ্ছ নজির গড়লেন ভারতের অধিনায়ক শুভমন গিল

খবর অনলাইন ডেস্ক: রোহিত শর্মা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ায় ভারতের ইংল্যান্ড সফরে অধিনায়ক...