Homeখেলাধুলোক্রিকেটভারত-বাংলাদেশ ২য় টেস্ট: আবহাওয়া আর ঘড়িকে হারিয়ে বাংলাদেশকে গুঁড়িয়ে দিল ভারত   

ভারত-বাংলাদেশ ২য় টেস্ট: আবহাওয়া আর ঘড়িকে হারিয়ে বাংলাদেশকে গুঁড়িয়ে দিল ভারত   

প্রকাশিত

বাংলাদেশ: ২৩৩ ও ১৪৬ (শাদমান ইসলাম ৫০, মুসফিকুর রহিম ৩৭, জসপ্রীত বুমরাহ ৩-১৭, রবীন্দ্র জাদেজা ৩-৩৪, রবিচন্দ্রন অশ্বিন ৩-৫০)   

ভারত: ২৮৫-৯ (ডিক্লেয়ার্ড) ও ৯৮-৩ (যশস্বী জয়সোয়াল ৫১, বিরাট কোহলি ২৯ নট আউট, মেহিদি হাসান মিরাজ ২-৪৪)  

কানপুর: টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক অবিশ্বাস্য জয় পেল ভারত। পাঁচ দিনের টেস্ট ম্যাচ কার্যত দুদিন খেলা হল। প্রথম দিন খেলা হয়েছিল ৩৫ ওভার। দ্বিতীয় আর তৃতীয় দিন বৃষ্টিতে ধুয়ে গিয়েছিল খেলা। চতুর্থ দিনে পুরো খেলা হওয়ার পর মঙ্গলবার পঞ্চম দিনে খেলা হল ৫৩.২ ওভার। এই দুদিনের খেলাতেই বাংলাদেশকে গুঁড়িয়ে দিয়ে সিরিজ জিতে নিল রোহিত বাহিনী। আবহাওয়াকে তোয়াক্কা না করে এবং ঘড়িকে পিছনে ফেলে জয় করায়ত্ত করল ভারত।

কানপুরের গ্রিন পার্কের মাঠে ২ উইকেটে ২৬ রান হাতে দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশে। ১১ ওভার খেলা হয়ে গিয়েছিল। এদিন আর ৩৬ ওভার খেলে বাংলাদেশ গুটিয়ে যায় ১৪৬ রানে। জয়ের জন্য ভারতের দরকার ছিল ৯৫ রান। রোহিত বাহিনী সময় নিল এক ঘণ্টার কিছু বেশি। ১৭.২ ওভারে ৩ উইকেট হারিয়ে ৯৮ রান তুলে দু’ টেস্টের সিরিজ দখল করে নিল ভারত।

অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ভারতের জয়ের অন্যতম দুই নায়ক রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রীত বুমরাহ। ছবি BCCI ‘X’ থেকে নেওয়া।

সবচেয়ে কম বল ব্যাট করে জয়ের খতিয়ান

ক্রিকেটে কত রকম রেকর্ড হয়, ভাবা যায় না। কত কম বল ব্যাট করে টেস্ট জিতে নেওয়া যায়, সেটাও একটা রেকর্ড। এ ব্যাপারে বিশ্বরেকর্ডটি রয়েছে ইংল্যান্ডের দখলে। ১৯৩৫-এ ব্রিজটাউনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাত্র ২৭৬ বল অর্থাৎ ৪৬ ওভার ব্যাট করে জয় কেড়ে নিয়েছিল ইংল্যান্ড। এ ব্যাপারে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। তাদের রেকর্ডটি এই ২০২৪-এরই। কেপটাউনে সাউথ আফ্রিকার বিরুদ্ধে ভারত জয় পেয়ে গিয়েছিল মাত্র ২৮১ বল অর্থাৎ ৪৬.৫ ওভার ব্যাট করে। আর মঙ্গলবার কানপুরে বাংলাদেশের বিরুদ্ধে ভারত জয় পেল ৩১২ বল অর্থাৎ ৫২ ওভার ব্যাট করে। সবচেয়ে কম বল ব্যাট করে জেতার ক্ষেত্রে ভারতের আজকের জয় রয়েছে চতুর্থ স্থানে। তৃতীয় স্থানে রয়েছে সাউথ আফ্রিকা। ২০০৫-এ কেপটাউনে জিম্বাবোয়েকে তারা হারিয়েছিল ৩০০ বল অর্থাৎ ৫০ ওভার ব্যাট করে।

রান পেলেন শাদমান, নাজমুল

এদিন ভারতের বোলারদের বিরুদ্ধে বাংলাদেশ কিছুটা প্রতিরোধ গড়তে পেরেছিলেন চতুর্থ উইকেটের জুটিতে (৪৫ রান) শাদমান ইসলাম ও নাজমুল হোসেন শান্ত এবং অষ্টম উইকেটের জুটিতে (২৪ রান) মুসফিকুর রহিম ও মেহেদি হাসান মিরাজ। বাংলাদেশের মাত্র ৪ জন ব্যাটার দু’ অঙ্কের রানে পৌঁছোন। এঁদের মধ্যে অন্যতম ওপেনার শাদমান ইসলাম করেন অর্ধশত রান এবং মুসফিকুর করেন ৩৭ রান। ভারতের তিনজন বোলার ৩টি করে উইকেটে দখল করেন। এঁরা হলেন জসপ্রীত বুমরাহ (৩-১৭), রবীন্দ্র জাদেজা (৩-৩৪) এবং রবিচন্দ্রন অশ্বিন (৩-৫০)। এবং বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে সফলতম ব্যাটার শাদমানের উইকেট পান আকাশ দীপ।

অধিনায়ক রোহিত শর্মার হাতে ট্রফি তুলে দিলেন রাজীব শুক্ল। ছবি BCCI ‘X’ থেকে নেওয়া।

দুই ইনিংসেই যশস্বীর অর্ধশত রান  

জয়ের জন্য প্রয়োজনীয় ৯৫ রান তাড়া করতে গিয়ে ভারত ১৭.২ ওভারে লক্ষ্যমাত্রায় পৌঁছে যায়। প্রথম ইনিংসের মতোই দ্বিতীয় ইনিংসেও যশস্বী জয়সোয়াল অর্ধশত রান করেন। রোহিত শর্মা ও শুবমান গিল ৩৪ রানের মধ্যে প্যাভিলিয়নে ফিরে যাওয়ার পর যশস্বী এবং বিরাট কোহলি দলকে জয়ের কাছাকাছি পৌঁছে দেন। দলের ৯২ রানের মাথায় তাইজুল ইসলামের বলে শাকিবকে ক্যাচ দিয়ে বিদায় নেন যশস্বী (৫১ রান)। এর পর প্রয়োজনীয় কাজটি সেরে ফেলেন কোহলি ও ঋষভ পন্থ। ভারত ৭ উইকেটে হারাল বাংলাদেশকে।  

দ্বিতীয় টেস্টে ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হলেন যশস্বী জয়সোয়াল। আর ব্যাটে ও বলে সমান দক্ষতা দেখিয়ে ‘প্লেয়ার অফ দ্য সিরিজ’ হন রবিচন্দ্রন অশ্বিন।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

পাকিস্তান-সহ ৪ দেশ পরমাণু গোপনে পরমাণু পরীক্ষা চালাচ্ছে, তাই আমেরিকাও শুরু করবে, জানিয়ে দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করলেন, পাকিস্তান-সহ একাধিক দেশ গোপনে পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালাচ্ছে। তাই ৩০ বছর পর আমেরিকারও পারমাণবিক পরীক্ষা ফের শুরু করা প্রয়োজন বলে জানিয়েছেন তিনি।

সাত বছর পর ঘরে ফেরা! তৃণমূলে ফিরলেন শোভন চট্টোপাধ্যায়, সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়

দীর্ঘ সাত বছর পর আবার তৃণমূলে ফিরলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। সোমবার দুপুরে তৃণমূল ভবনে সুব্রত বক্সী ও অরূপ বিশ্বাসের হাতে উত্তরীয় পরে আনুষ্ঠানিক প্রত্যাবর্তন করলেন তিনি ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়।

তেলঙ্গানায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা! লরির সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত অন্তত ২৪, বহু আহত

তেলঙ্গানার রঙ্গা রেড্ডি জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২৪ জনের মৃত্যু। ভারী লোড-বোঝাই লরি মুখোমুখি ধাক্কা দেয় রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসকে। আহতদের হাসপাতালে ভর্তি, দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি।

বিশ্বকাপে ভারতের অভাবনীয় সাফল্যে অভিনন্দন জানালেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী

খবর অনলাইন ডেস্ক: একদিনের ক্রিকেটে বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ইতিহাস গড়ল ভারতের মহিলা...

আরও পড়ুন

বিশ্বকাপে ভারতের অভাবনীয় সাফল্যে অভিনন্দন জানালেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী

খবর অনলাইন ডেস্ক: একদিনের ক্রিকেটে বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ইতিহাস গড়ল ভারতের মহিলা...

বিশ্বকাপে ছক্কার রেকর্ডে রিচা ঘোষ, ডটিন–লিজেল লিকে ছুঁয়ে ইতিহাস গড়লেন বাঙালি ব্যাটার

ফাইনাল ম্যাচে ছোট ইনিংস হলেও রিচা ঘোষ যা করে দেখালেন, তা ভারতের ক্রিকেট ইতিহাসে...

ব্যাটে-বলে উজ্জ্বল শেফালি-দীপ্তি, একদিনের ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়ল ভারতের মেয়েরা

ভারত: ২৯৮-৭ (শেফালি বর্মা ৮৭, দীপ্তি শর্মা ৫৮, স্মৃতি মন্ধানা ৪৫, আয়াবোঙ্গা খাকা ৩-৫৮) দক্ষিণ...