Homeখেলাধুলোক্রিকেটভারত-বাংলাদেশ ২য় টেস্ট: আবহাওয়া আর ঘড়িকে হারিয়ে বাংলাদেশকে গুঁড়িয়ে দিল ভারত   

ভারত-বাংলাদেশ ২য় টেস্ট: আবহাওয়া আর ঘড়িকে হারিয়ে বাংলাদেশকে গুঁড়িয়ে দিল ভারত   

প্রকাশিত

বাংলাদেশ: ২৩৩ ও ১৪৬ (শাদমান ইসলাম ৫০, মুসফিকুর রহিম ৩৭, জসপ্রীত বুমরাহ ৩-১৭, রবীন্দ্র জাদেজা ৩-৩৪, রবিচন্দ্রন অশ্বিন ৩-৫০)   

ভারত: ২৮৫-৯ (ডিক্লেয়ার্ড) ও ৯৮-৩ (যশস্বী জয়সোয়াল ৫১, বিরাট কোহলি ২৯ নট আউট, মেহিদি হাসান মিরাজ ২-৪৪)  

কানপুর: টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক অবিশ্বাস্য জয় পেল ভারত। পাঁচ দিনের টেস্ট ম্যাচ কার্যত দুদিন খেলা হল। প্রথম দিন খেলা হয়েছিল ৩৫ ওভার। দ্বিতীয় আর তৃতীয় দিন বৃষ্টিতে ধুয়ে গিয়েছিল খেলা। চতুর্থ দিনে পুরো খেলা হওয়ার পর মঙ্গলবার পঞ্চম দিনে খেলা হল ৫৩.২ ওভার। এই দুদিনের খেলাতেই বাংলাদেশকে গুঁড়িয়ে দিয়ে সিরিজ জিতে নিল রোহিত বাহিনী। আবহাওয়াকে তোয়াক্কা না করে এবং ঘড়িকে পিছনে ফেলে জয় করায়ত্ত করল ভারত।

কানপুরের গ্রিন পার্কের মাঠে ২ উইকেটে ২৬ রান হাতে দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশে। ১১ ওভার খেলা হয়ে গিয়েছিল। এদিন আর ৩৬ ওভার খেলে বাংলাদেশ গুটিয়ে যায় ১৪৬ রানে। জয়ের জন্য ভারতের দরকার ছিল ৯৫ রান। রোহিত বাহিনী সময় নিল এক ঘণ্টার কিছু বেশি। ১৭.২ ওভারে ৩ উইকেট হারিয়ে ৯৮ রান তুলে দু’ টেস্টের সিরিজ দখল করে নিল ভারত।

অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ভারতের জয়ের অন্যতম দুই নায়ক রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রীত বুমরাহ। ছবি BCCI ‘X’ থেকে নেওয়া।

সবচেয়ে কম বল ব্যাট করে জয়ের খতিয়ান

ক্রিকেটে কত রকম রেকর্ড হয়, ভাবা যায় না। কত কম বল ব্যাট করে টেস্ট জিতে নেওয়া যায়, সেটাও একটা রেকর্ড। এ ব্যাপারে বিশ্বরেকর্ডটি রয়েছে ইংল্যান্ডের দখলে। ১৯৩৫-এ ব্রিজটাউনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাত্র ২৭৬ বল অর্থাৎ ৪৬ ওভার ব্যাট করে জয় কেড়ে নিয়েছিল ইংল্যান্ড। এ ব্যাপারে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। তাদের রেকর্ডটি এই ২০২৪-এরই। কেপটাউনে সাউথ আফ্রিকার বিরুদ্ধে ভারত জয় পেয়ে গিয়েছিল মাত্র ২৮১ বল অর্থাৎ ৪৬.৫ ওভার ব্যাট করে। আর মঙ্গলবার কানপুরে বাংলাদেশের বিরুদ্ধে ভারত জয় পেল ৩১২ বল অর্থাৎ ৫২ ওভার ব্যাট করে। সবচেয়ে কম বল ব্যাট করে জেতার ক্ষেত্রে ভারতের আজকের জয় রয়েছে চতুর্থ স্থানে। তৃতীয় স্থানে রয়েছে সাউথ আফ্রিকা। ২০০৫-এ কেপটাউনে জিম্বাবোয়েকে তারা হারিয়েছিল ৩০০ বল অর্থাৎ ৫০ ওভার ব্যাট করে।

রান পেলেন শাদমান, নাজমুল

এদিন ভারতের বোলারদের বিরুদ্ধে বাংলাদেশ কিছুটা প্রতিরোধ গড়তে পেরেছিলেন চতুর্থ উইকেটের জুটিতে (৪৫ রান) শাদমান ইসলাম ও নাজমুল হোসেন শান্ত এবং অষ্টম উইকেটের জুটিতে (২৪ রান) মুসফিকুর রহিম ও মেহেদি হাসান মিরাজ। বাংলাদেশের মাত্র ৪ জন ব্যাটার দু’ অঙ্কের রানে পৌঁছোন। এঁদের মধ্যে অন্যতম ওপেনার শাদমান ইসলাম করেন অর্ধশত রান এবং মুসফিকুর করেন ৩৭ রান। ভারতের তিনজন বোলার ৩টি করে উইকেটে দখল করেন। এঁরা হলেন জসপ্রীত বুমরাহ (৩-১৭), রবীন্দ্র জাদেজা (৩-৩৪) এবং রবিচন্দ্রন অশ্বিন (৩-৫০)। এবং বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে সফলতম ব্যাটার শাদমানের উইকেট পান আকাশ দীপ।

অধিনায়ক রোহিত শর্মার হাতে ট্রফি তুলে দিলেন রাজীব শুক্ল। ছবি BCCI ‘X’ থেকে নেওয়া।

দুই ইনিংসেই যশস্বীর অর্ধশত রান  

জয়ের জন্য প্রয়োজনীয় ৯৫ রান তাড়া করতে গিয়ে ভারত ১৭.২ ওভারে লক্ষ্যমাত্রায় পৌঁছে যায়। প্রথম ইনিংসের মতোই দ্বিতীয় ইনিংসেও যশস্বী জয়সোয়াল অর্ধশত রান করেন। রোহিত শর্মা ও শুবমান গিল ৩৪ রানের মধ্যে প্যাভিলিয়নে ফিরে যাওয়ার পর যশস্বী এবং বিরাট কোহলি দলকে জয়ের কাছাকাছি পৌঁছে দেন। দলের ৯২ রানের মাথায় তাইজুল ইসলামের বলে শাকিবকে ক্যাচ দিয়ে বিদায় নেন যশস্বী (৫১ রান)। এর পর প্রয়োজনীয় কাজটি সেরে ফেলেন কোহলি ও ঋষভ পন্থ। ভারত ৭ উইকেটে হারাল বাংলাদেশকে।  

দ্বিতীয় টেস্টে ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হলেন যশস্বী জয়সোয়াল। আর ব্যাটে ও বলে সমান দক্ষতা দেখিয়ে ‘প্লেয়ার অফ দ্য সিরিজ’ হন রবিচন্দ্রন অশ্বিন।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বহুতল আবাসনে নতুন নির্মাণে সব ফ্ল্যাটমালিকের সম্মতি আবশ্যক, জানালেন মেয়র ফিরহাদ হাকিম

বহুতল আবাসনে নতুন নির্মাণে সব ফ্ল্যাটমালিকের সম্মতি আবশ্যক, জানালেন মেয়র ফিরহাদ হাকিম

বঙ্গোপসাগরে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস

বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের জেরে আগামী তিন দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, কয়েক জেলায় সতর্কতা জারি।

ভারতে এল এআই ফিচার সহ স্যামসাঙের Galaxy Tab S10, দাম কত থেকে শুরু?

স্যামসাঙ লঞ্চ করল নতুন Galaxy Tab S10 Lite। 6GB/8GB RAM, বড়ো ডিসপ্লে, 8,000mAh ব্যাটারি, S Pen ও AI ফিচার সহ মিলবে এই ট্যাবলেট। দাম ২০-২২ হাজার টাকার মধ্যে।

আমেরিকার নন-ইমিগ্রান্ট ভিসার নিয়ম বদল, ভারতীয়দের জন্য বাড়ল বি১-বি২ ভিসার অপেক্ষার সময়

আমেরিকার এনআইভি ভিসার নতুন নিয়মে আবেদনকারীদের নিজের দেশেই ইন্টারভিউ দিতে হবে। ফলে ভারতীয়দের বি১-বি২ ভিসা পেতে আরও বেশি অপেক্ষা করতে হবে।

আরও পড়ুন

এশিয়া কাপে ভারতীয় দলের নেতৃত্বে সূর্যকুমার, সহ-অধিনায়ক শুভমন গিল, প্রশ্ন রইল যশস্বী ও শ্রেয়সের বাদ পড়া নিয়ে

Asia Cup 2025: এশিয়া কাপ ২০২৫-এ ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হলেন সূর্যকুমার যাদব। সহ-অধিনায়ক দায়িত্বে থাকছেন শুভমন গিল। বিসিসিআইয়ের ঘোষণায় চমক।

প্রয়াত বব সিম্পসন, অস্ট্রেলিয়ান ক্রিকেটের সোনালি যুগের স্থপতি ছিলেন প্রাক্তন অধিনায়ক ও কোচ

অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ও কিংবদন্তি কোচ বব সিম্পসন প্রয়াত। ৮৯ বছর বয়সে সিডনিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। তাঁর হাত ধরেই শুরু হয়েছিল অস্ট্রেলিয়ান ক্রিকেটের সোনালি অধ্যায়।

ইংল্যান্ড সফরে একগুচ্ছ নজির গড়লেন ভারতের অধিনায়ক শুভমন গিল

খবর অনলাইন ডেস্ক: রোহিত শর্মা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ায় ভারতের ইংল্যান্ড সফরে অধিনায়ক...