Homeখেলাধুলোক্রিকেটসাউথ আফ্রিকার কাছে হারের পর ভারতের আরেক ধাক্কা, টিম ইন্ডিয়াকে জরিমানা আইসিসির

সাউথ আফ্রিকার কাছে হারের পর ভারতের আরেক ধাক্কা, টিম ইন্ডিয়াকে জরিমানা আইসিসির

প্রকাশিত

সাউথ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ভারতকে এক ইনিংস ও ৩২ রানে হারের মুখে পড়তে হয়েছে। এই হারের পর আরও এক সমস্যায় পড়তে হল টিম ইন্ডিয়াকে। ভারতীয় দলকে জরিমানা করেছে আইসিসি। ম্যাচ ফি-র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে টিম ইন্ডিয়াকে। একইসঙ্গে, এই হারের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই পয়েন্ট হারিয়েছে ভারতীয় দল।

বৃহস্পতিবার তৃতীয় দিনেই শেষ হয়ে যায় ভারত-সাউথ আফ্রিকার মধ্যে টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি, যেটি সেঞ্চুরিয়নে হচ্ছিল। এই ম্যাচে রোহিত শর্মার নেতৃত্বে টিম ইন্ডিয়া দুই ওভার কম বল করেছে। এই কারণে, টিম ইন্ডিয়ার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট থেকে ২ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে। সেই সঙ্গে ম্যাচ ফি-র ১০ শতাংশ জরিমানাও করেছে আইসিসি।

আইসিসি-র নিয়মানুযায়ী, কোনো দল যদি নির্ধারিত সময়ে নির্দিষ্ট সংখ্যক ওভার বল করতে না পারে, তাহলে তা স্লো ওভার রেট অপরাধ হিসেবে বিবেচিত হয়। এমন পরিস্থিতিতে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফি-র ৫ শতাংশ জরিমানা করা হয়। সাউথ আফ্রিকার বিরুদ্ধে ২ ওভার কম বল করেছে টিম ইন্ডিয়া। যে কারণে ম্যাচ ফি-র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।

বলে রাখা ভালো, টিম ইন্ডিয়া বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থানে রয়েছে। সাউথ আফ্রিকার কাছে হেরে গিয়ে ভারতের অনেক ক্ষতি হয়েছে। ম্যাচ ফি-সহ ২ পয়েন্টও হারিয়েছে টিম ইন্ডিয়া। এই তালিকায় শীর্ষে রয়েছে সাউথ আফ্রিকা। যেখানে দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তান। তৃতীয় স্থানে নিউজিল্যান্ড ও চতুর্থ বাংলাদেশ। অস্ট্রেলিয়া রয়েছে পাঁচ নম্বরে।

প্রসঙ্গত, প্রথম টেস্টে ভারত প্রথমে ব্যাট করে ২৪৫ রান করে। জবাবে সাউথ আফ্রিকা তোলে ৪০৮ রান। ভারতের দ্বিতীয় ইনিংস শেষ হয়ে যায় ১৩১ রানে। প্রথম ইনিংসে ভারতের হয়ে শতরান করেন কেএল রাহুল। সাউথ আফ্রিকার কাগিসো রাবাডা নেন ৫ উইকেট। সাউথ আফ্রিকার ইনিংস দাঁড়িয়েছিল এলগারের ব্যাটিংয়ে ভর দিয়ে। যশপ্রীত বুমরা সেই ইনিংসে ৪ উইকেট নেন। ভারতের দ্বিতীয় ইনিংসে নান্দ্রে বার্গার এবং মার্কো জানসেন মিলে ৭ উইকেট তুলে নেন। ২ উইকেট নেনে রাবাডা।

আরও পড়ুন: বাংলার পর মহারাষ্ট্রে ‘ইন্ডিয়া’ জোটে জট! আসন ভাগাভাগি নিয়ে কড়া বার্তা উদ্ধব-সেনার

সাম্প্রতিকতম

দুর্গাপুর এনআইটি পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার, বিক্ষোভ, দায় নিয়ে ডিরেক্টরের পদত্যাগ

পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত পড়ুয়ার নাম অর্পণ ঘোষ। তিনি মেকানিক্যালের দ্বিতীয় বর্ষের ছাত্র।

নিখোঁজ ‘তারক মেহতা’ খ্যাত গুরুচরণ সিং শীঘ্রই বিয়ে করতেন, অভিনেতা আর্থিক সংকটেও পড়েছিলেন

সূত্রের খবর, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, খুব শীঘ্রই বিয়ে করতে যাচ্ছিলেন অভিনেতা।

সুচিত্রা-কণিকার জন্মশতবর্ষে ‘বৈতালিক’-এর শ্রদ্ধাঞ্জলি, মন ছুঁয়ে যাওয়া পরিবেশনা ‘দুই কন্যা’  

শম্ভু সেন পিঠোপিঠি দুই কন্যা। বয়সের তফাত এক মাসও নয়। একজনের জন্ম ১৯২৪-এর সেপ্টেম্বরে, অন্যজনের...

বাংলার ইতিহাসের দীর্ঘতম তাপপ্রবাহ শেষ কবে? বৃষ্টি কবে থেকে?

শ্রয়ণ সেন অতীতে কলকাতা তথা দক্ষিণবঙ্গে গরমের পারদ যে যে রেকর্ড তৈরি করেছে, এখনও পর্যন্ত...

আরও পড়ুন

আইপিএল ২০২৪: সেঞ্চুরি বেয়ারস্টোর, সঙ্গী শশাঙ্ক-প্রভসিমরান, টি২০ ক্রিকেটে ইতিহাস গড়ে কেকেআর-কে উড়িয়ে দিল পাঞ্জাব  

কলকাতা নাইট রাইডার্স (কেকেআর): ২৬১-৬ (ফিল সল্ট ৭৫, সুনীল নারিন ৭১, অর্শদীপ সিং ২-৩৫)...

আইপিএল ২০২৪: হাড্ডাহাড্ডি লড়াইয়ে মাত্র ১ রানে আরসিবিকে হারাল কেকেআর

কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ২২২/৬ (শ্রেয়স আইয়ার ৫০, ফিল সল্ট ৪৮, ক্যামেরন গ্রিন ২-৩৫,...

গিল-জুরেল জুটির দৌলতে এক ম্যাচ বাকি থাকতেই ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতে নিল ভারত   

ইংল্যান্ড: ৩৫৩ (জো রুট ১২২ নট আউট, ওলি রবিনসন ৫৮, রবীন্দ্র জাদেজা ৪-৬৭, আকাশ...