Homeখেলাধুলোক্রিকেটভারত-অস্ট্রেলিয়া ২য় টেস্ট: মিচেল স্টার্কের বিধ্বংসী বলে চাপে রোহিতরা, দিনের শেষে স্বস্তিতে...

ভারত-অস্ট্রেলিয়া ২য় টেস্ট: মিচেল স্টার্কের বিধ্বংসী বলে চাপে রোহিতরা, দিনের শেষে স্বস্তিতে অসিরা

প্রকাশিত

ভারত: ১৮০ (নীতীশ রেড্ডি ৪২, কে এল রাহুল ৩৭, মিচেল স্টার্ক ৬-৪৮, প্যাট কামিন্স ২-৪১)

অস্ট্রেলিয়া: ৮৬-১ (নাথান ম্যাকসুইনি ৩৮ নট আউট, জসপ্রীত বুমরাহ ১-১৩)

অ্যাডিলেড ওভাল: অ্যাডিলেডের দুঃস্বপ্নটা এখনও বোধহয় কাটিয়ে উঠতে পারেনি ভারত। ২০২০-তে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নেমে ভারত টেস্টে সর্বনিম্ন রানের রেকর্ড করে। ৩৬ রানে তারা গুটিয়ে যায়। ভারতের সেই অতীত ইতিহাসকেই যেন সাইকোলজিক্যালি কাজে লাগাল অস্ট্রেলিয়া। ভারতকে তারা গুটিয়ে রাখল ১৮০ রানে। আর এর মূলে রয়েছে মিচেল স্টার্কের বিধ্বংসী বোলিং। ৪৮ রান দিয়ে ৬ উইকেট নিলেন তিনি। দিনের শেষে ১ উইকেটে ৮৬ রান করে বেশ স্বস্তির জায়গায় আছে অস্ট্রেলিয়া।

পার্‌থ টেস্ট ২৯০ রানের জেতার রেকর্ড নিয়ে অ্যাডিলেড ওভালে গোলাপি বলের টেস্টে খেলতে নামে ভারত। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন রোহিত। কিন্তু গোড়াতেই বিপর্যয়। গত টেস্টের নায়ককে ইনিংসের প্রথম বলেই তুলে নিলেন স্টার্ক। শূন্য রানে আউট হয়ে ফিরে গেলেন যশস্বী জয়সওয়াল। ধাক্কা সামলে দলের ইনিংস এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন আর এক ওপেনার কে এল রাহুল এবং শুভমন গিল। দ্বিতীয় উইকেটের জুটিতে তাঁরা যোগ করেন ৬৯ রান। স্টার্ক এ বার তুলে নিলেন রাহুলকে। ৬৪ বলে ৩৭ রান করে ফিরে গেলেন রাহুল।

এর পরেই ভারতের ইনিংসে নামল ধস। মাত্র ১৮ রানের মধ্যে পড়ে গেল ৪ উইকেট। একে একে ফিরে গেলেন কে এল রাহুল, বিরাট কোহলি, শুভমন গিল এবং রোহিত শর্মা। এঁদের মধ্যে কিছুটা রান এল শুভমনের ব্যাট থেকে। ৪১ বলে ৩১ রান করেন তিনি।

দ্বিতীয় উইকেটে ৬৯ রানের জুটি তৈরি হওয়ার পর ভারতের ইনিংসে আর প্রয়োজনীয় জুটি তৈরি হল না। ভারতের মান কিছুটা বাঁচালেন নীতীশ কুমার রেড্ডি (৪২) এবং রবিচন্দ্রন অশ্বিন (২২)। শেষ দিকে তাঁরা দু’জনেই কিছুটা লড়াকু মেজাজে খেলে দলের ইনিংসকে যতটা সম্ভব এগিয়ে নিয়ে যান। শেষ পর্যন্ত ভারত ইনিংস শেষ করে ১৮০ রানে। স্টার্ক ৪৮ রানে ৬ উইকেট দখল করে টেস্ট ক্রিকেটে নিজের সব চেয়ে সেরা বোলিং করার রেকর্ড গড়লেন। ভারতের বাকি ৪টি উইকেট ভাগাভাগি করে নিলেন প্যাট কামিন্স (৪১ রানে ২ উইকেট) এবং স্কট বোল্যান্ড (৫৪ রানে ২ উইকেট)।

অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে খেলতে নেমে ২৪ রানে উসমান খোয়াজাকে খোয়ালেও পরিস্থিতি সামলে নেয়। জসপ্রীত বুমরাহ তুলে নেন খোয়াজাকে। তার পর নাথান ম্যাকসুইনি এবং পার্‌থ টেস্টে ব্যর্থ হওয়া মার্নাস লাবুশানে দলকে টেনে নিয়ে চলেছেন নিরাপদ জায়গায়। ম্যাকসুইনি ৩৮ রানে এবং লাবুশানে ২০ রানে নট আউট রয়েছেন।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করল বিএনপি, তিন আসনে লড়বেন খালেদা জিয়া, নির্বাচনে নামছেন ছেলে তারেক রহমানও

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী ঘোষণা করল বিএনপি। ২৩৭ আসনে একক প্রার্থী দিচ্ছে দলটি। তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন খালেদা জিয়া, বগুড়া-৬ থেকে নির্বাচনে নামছেন তারেক রহমান।

পাকিস্তান-সহ ৪ দেশ পরমাণু গোপনে পরমাণু পরীক্ষা চালাচ্ছে, তাই আমেরিকাও শুরু করবে, জানিয়ে দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করলেন, পাকিস্তান-সহ একাধিক দেশ গোপনে পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালাচ্ছে। তাই ৩০ বছর পর আমেরিকারও পারমাণবিক পরীক্ষা ফের শুরু করা প্রয়োজন বলে জানিয়েছেন তিনি।

সাত বছর পর ঘরে ফেরা! তৃণমূলে ফিরলেন শোভন চট্টোপাধ্যায়, সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়

দীর্ঘ সাত বছর পর আবার তৃণমূলে ফিরলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। সোমবার দুপুরে তৃণমূল ভবনে সুব্রত বক্সী ও অরূপ বিশ্বাসের হাতে উত্তরীয় পরে আনুষ্ঠানিক প্রত্যাবর্তন করলেন তিনি ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়।

তেলঙ্গানায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা! লরির সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত অন্তত ২৪, বহু আহত

তেলঙ্গানার রঙ্গা রেড্ডি জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২৪ জনের মৃত্যু। ভারী লোড-বোঝাই লরি মুখোমুখি ধাক্কা দেয় রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসকে। আহতদের হাসপাতালে ভর্তি, দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি।

আরও পড়ুন

বিশ্বকাপে ভারতের অভাবনীয় সাফল্যে অভিনন্দন জানালেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী

খবর অনলাইন ডেস্ক: একদিনের ক্রিকেটে বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ইতিহাস গড়ল ভারতের মহিলা...

বিশ্বকাপে ছক্কার রেকর্ডে রিচা ঘোষ, ডটিন–লিজেল লিকে ছুঁয়ে ইতিহাস গড়লেন বাঙালি ব্যাটার

ফাইনাল ম্যাচে ছোট ইনিংস হলেও রিচা ঘোষ যা করে দেখালেন, তা ভারতের ক্রিকেট ইতিহাসে...

ব্যাটে-বলে উজ্জ্বল শেফালি-দীপ্তি, একদিনের ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়ল ভারতের মেয়েরা

ভারত: ২৯৮-৭ (শেফালি বর্মা ৮৭, দীপ্তি শর্মা ৫৮, স্মৃতি মন্ধানা ৪৫, আয়াবোঙ্গা খাকা ৩-৫৮) দক্ষিণ...