অস্ট্রেলিয়া: ৪৮০/১০ (খোয়াজা-১৮০, গ্রিন-১১৪, অশ্বিন-৯১/৬)
ভারত: ২৮৯/৩ (শুভমন-১২৮, বিরাট-৫৯*)
শনিবার ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে অমদাবাদ টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে আশাব্যঞ্জক অবস্থানে রোহিতরা। তৃতীয় দিনের খেলা শেষে ৩ উইকেটে ২৮৯ রান করেছে টিম ইন্ডিয়া। ক্রিজে রয়েছেন বিরাট কোহলি ও রবীন্দ্র জাডেজা।
১২৮ বলে ৫৯ রানে অপরাজিত বিরাট কোহলি। রবীন্দ্র জাডেজা ১৬ রান করে অপরাজিত রয়েছেন। প্রথম ইনিংসের ভিত্তিতে ভারতীয় দল এখন অস্ট্রেলিয়ার চেয়ে ১৯১ রানে পিছিয়ে রয়েছে। এ দিন অস্ট্রেলিয়ার হয়ে নাথান লিয়ন, ম্যাথিউ কুনহেম্যান এবং টট মারফি ১টি করে উইকেট নিয়েছেন।
গতকাল ওপেন করতে নেমে অপরাজিত ছিলেন শুভমন গিল। খেলেছেন দুর্দান্ত সেঞ্চুরির ইনিংস। শুভমন ২৩৫ বলে ১২৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তিনি নিজের ইনিংসে ১২টি চার এবং ১টি ছক্কা হাঁকিয়েছেন। অফ স্পিনার নাথান লায়নের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন শুভমন।
একই সময়ে চেতেশ্বর পূজারা ৪২ রানের ইনিংস খেলেছেন। যেখানে অধিনায়ক রোহিত শর্মা খেলেছেন ৩৫ রানের ইনিংস। প্রথম উইকেটে ৭৪ রান যোগ করেন রোহিত শর্মা ও শুভমন গিল। শুভমন ও চেতেশ্বর পূজারা দ্বিতীয় উইকেটে ১১৩ রান যোগ করেন।
চতুর্থ টেস্টে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ৪৮০ রান করে। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ১৮০ রান করেন ওপেনার উসমান খোয়াজা। তিনি ছাড়াও অলরাউন্ডার ক্যামেরন গ্রিন করেন ১১৪ রান। দু’জনের দুর্দান্ত ইনিংসের দৌলতে রানের পাহাড় গড়ে ফেলে অস্ট্রেলিয়া।
প্রসঙ্গত, দ্বিতীয় দিনের শেষে প্রথম ইনিংসে ১০ ওভারে ৩৬ রান তুলেছিল ভারত। সে সময় অস্ট্রেলিয়ার চেয়ে ৪৪৪ রানে পিছিয়ে ছিল টিম ইন্ডিয়া। সেই ব্যবধান এ দিন অনেকটাই কমেছে। অন্য দিকে, ভারতের হয়ে ৪৭.২ ওভার বল করে ৯১ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। টেস্ট কেরিয়ারে এক ইনিংসে ৩২ তম পাঁচ উইকেট নেওয়ার নজির গড়েছেন তিনি। দেশের মাটিতে এই নিয়ে ২৬ বার এক ইনিংসে পাঁচ উইকেট তুলে নিলেন ভারতীয় তারকা স্পিনার।
আরও পড়ুন: প্রাক্তন ‘অগ্নিবীর’দের জন্য বিএসএফে ১০ শতাংশ সংরক্ষণ, বয়সে ছাড় ঘোষণা কেন্দ্রের