Homeখেলাধুলোক্রিকেটডাকেইনি, যাব কী! বিশ্বকাপ ফাইনালে অনুপস্থিতি নিয়ে দাবি কপিল দেবের

ডাকেইনি, যাব কী! বিশ্বকাপ ফাইনালে অনুপস্থিতি নিয়ে দাবি কপিল দেবের

প্রকাশিত

রবিবার হয়ে গেল ওডিআই বিশ্বকাপের ফাইনাল। ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। অধরা রয়ে গেল ১২ বছর বাদে ভারতের চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন। এরই মধ্যে ভারতের প্রাক্তন অধিনায়ক কপিল দেব দাবি করেছেন, বিশ্বকাপ ফাইনালে তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি।

ভারতকে প্রথম বার বিশ্বকাপ শিরোপা এনে দিয়েছিল কপিল দেবের নেতৃত্বাধীন দল। তাঁর নেতৃত্বের পাশাপাশি অসাধারণ পারফরমেন্সের জোরে ১৯৮৩ সালে বিশ্বকাপ জিতেছিল ভারত। কপিল বলেলে, তিনি তাঁর সতীর্থদের সঙ্গে এ বারের বিশ্বকাপ ফাইনালের স্টেডিয়ামে থাকতে চেয়েছিলেন।

সংবাদ মাধ্যমের কাছে কপিল বলেন, “আমাকে সেখানে আমন্ত্রণ জানানো হয়নি। তারা আমাকে ডাকেনি তাই আমি যাইনি। ফলে ব্যাপারটা খুবই সহজ। আমি চেয়েছিলা ‘৮৩-র পুরো টিম আমার সঙ্গে থাকুক। তবে আমার মনে হয়, এত বড় ইভেন্টের কারণে লোকেরা দায়িত্ব সামলাতে এত ব্যস্ত থাকে, কখনও কখনও তারা অনেক কিছুই ভুলে যায়।”

নরেন্দ্র মোদী স্টেডিয়ামে উপস্থিত অন্য প্রাক্তন ভারতীয় অধিনায়কদের মধ্যে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বিসিসিআই-এর প্রাক্তন প্রেসিডেন্ট। সে কারণেই তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল। বিসিসিআইয়ের প্রাক্তন প্রেসিডেন্ট ও কর্মকর্তাদের আমন্ত্রণ জানানো একটি নিয়ম।

হাই-প্রোফাইল ম্যাচের দিন স্টেডিয়ামে উপস্থিত অন্য সেলিব্রিটিরা হলেন অভিনেতা শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং। ব্যাডমিন্টন কিংবদন্তি প্রকাশ পাড়ুকোনকেও স্ট্যান্ডে বসে থাকতে দেখা গিয়েছে।

প্রসঙ্গত, ২০ বছর পরে বিশ্বকাপের মুখোমুখি হয়েছিল ভারত আর অস্ট্রেলিয়া। আশা ছিল, ভারত এ বার যে ভাবে টানা জিতে এসেছে, তাতে তারা ২০০৩-এর পরাজয়ের প্রতিশোধ তুলবে। কিন্তু না, এ বারের বিশ্বকাপে টানা ১০টা ম্যাচ জিতে এসেছে ভারত, রবিবারে ফাইনালেই প্রথম হারল তারা। ভারতকে ২৪০ রানে আটকে রাখে অস্ট্রেলিয়া। এই লক্ষ্যমাত্রা খুব কঠিন ছিল না। সেই লক্ষ্যমাত্রা তাড়া করতে গিয়ে শুরুতে বিপাকে পড়ে অস্ট্রেলিয়া। ৪৭ রানে ৩ উইকেট হারায়। কিন্তু আসল কাজটি করে ফেলেন ট্র্যাভিস হেড। লাবুশানের সঙ্গে জুটি বেঁধে শতরান করে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। অস্টেলিয়া জিতে যায় ৬ উইকেটে।

আরও পড়ুন: বিশ্বকাপ ক্রিকেট ২০২৩: ২০০৩-এর বদলা নেওয়া হল না ভারতের, ট্র্যাভিস হেডের সেঞ্চুরি অস্ট্রেলিয়াকে এনে দিল বিশ্বকাপ

সাম্প্রতিকতম

ইরান-আমেরিকা যুদ্ধ কি লাগছে? ট্রাম্পের চূড়ান্ত অনুমোদন আসার আগে কী বলল তেহেরান?

ইরানের বিরুদ্ধে সামরিক হামলার পরিকল্পনায় অনুমোদন দিলেন ট্রাম্প, দাবি মার্কিন সংবাদমাধ্যমের। ইরান হুঁশিয়ারি দিয়েছে, আমেরিকা জড়ালে ছড়াবে পূর্ণাঙ্গ যুদ্ধ।

অভিন্ন পোর্টালে কলেজ ভর্তির ঢল, প্রথম দিনেই আবেদন ২৮ হাজার! এআই সহায়তায় রেকর্ড সাড়া

অভিন্ন অনলাইন পোর্টালের মাধ্যমে শুরু হল রাজ্যে কলেজ ভর্তির প্রক্রিয়া। এআই-ভিত্তিক চ্যাট বট ‘বীণা’-র সহায়তায় প্রথম দিনেই আবেদন করলেন ৩৩৮২ জন।

কালোজাম খাচ্ছেন নিয়মিত? বেশি খেলেই বিপদ! কোন খাবারের সঙ্গে একেবারেই নয়

পুষ্টিগুণে ভরপুর কালোজাম রক্তস্বল্পতা ও ডায়াবেটিসে উপকারী হলেও, অতিরিক্ত খেলেই হতে পারে বিপদ। জেনে নিন কোন কোন খাবারের সঙ্গে একে একসঙ্গে খাওয়া বিপজ্জনক।

লোকালে ১৬-২০ বগি! রেলমন্ত্রীর ঘোষণা, বাড়বে কামরা, কমবে বাদুড়ঝোলা ভিড়

১২ কোচের ট্রেনেও কমছে না ভিড়। এবার ১৬ ও ২০ বগির লোকাল ট্রেন আনছে রেলমন্ত্রক, জানালেন অশ্বিনী বৈষ্ণব। উপকৃত হবেন কলকাতা-সহ দেশের কোটি নিত্যযাত্রী।

আরও পড়ুন

শুধুই ক্রিকেটার নন, এক লড়াইয়ের নাম টেম্বা বাভুমা

লর্ডসে ইতিহাস গড়ে টেস্ট চ্যাম্পিয়ন হল দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক টেম্বা বাভুমা শুধুই ম্যাচ জেতালেন না, জাতিগত বিদ্বেষের বিরুদ্ধে মুখ বন্ধ করে দিলেন সমালোচকদের। এই প্রতিবেদন তাঁর লড়াই ও নেতৃত্বের কাহিনি।

আইপিএল ২০২৫: সুদর্শনের ঝড় কাজে এল না, গুজরাতের বিদায়, মুম্বইয়ের লড়াই এবার পঞ্জাবের সঙ্গে  

মুম্বই ইন্ডিয়ান্স: ২২৮-৫ (রোহিত শর্মা ৮১, জনি বেয়ারস্টো ৪৭, সাই কিশোর ২-৪২, প্রসিধ কৃষ্ণ...

আইপিএল ২০২৫: ফাইনালে গেল বেঙ্গালুরু, ভাগ্য ঝুলে রইল পঞ্জাবের

পঞ্জাব কিংস: ১০১ (১৪.১ ওভার) (মার্কাস স্টয়নিস ২৬, সুযশ শর্মা ৩-১৭, জোশ হ্যাজলউড ৩-২১,...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে