Homeখেলাধুলোক্রিকেটডাকেইনি, যাব কী! বিশ্বকাপ ফাইনালে অনুপস্থিতি নিয়ে দাবি কপিল দেবের

ডাকেইনি, যাব কী! বিশ্বকাপ ফাইনালে অনুপস্থিতি নিয়ে দাবি কপিল দেবের

প্রকাশিত

রবিবার হয়ে গেল ওডিআই বিশ্বকাপের ফাইনাল। ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। অধরা রয়ে গেল ১২ বছর বাদে ভারতের চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন। এরই মধ্যে ভারতের প্রাক্তন অধিনায়ক কপিল দেব দাবি করেছেন, বিশ্বকাপ ফাইনালে তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি।

ভারতকে প্রথম বার বিশ্বকাপ শিরোপা এনে দিয়েছিল কপিল দেবের নেতৃত্বাধীন দল। তাঁর নেতৃত্বের পাশাপাশি অসাধারণ পারফরমেন্সের জোরে ১৯৮৩ সালে বিশ্বকাপ জিতেছিল ভারত। কপিল বলেলে, তিনি তাঁর সতীর্থদের সঙ্গে এ বারের বিশ্বকাপ ফাইনালের স্টেডিয়ামে থাকতে চেয়েছিলেন।

সংবাদ মাধ্যমের কাছে কপিল বলেন, “আমাকে সেখানে আমন্ত্রণ জানানো হয়নি। তারা আমাকে ডাকেনি তাই আমি যাইনি। ফলে ব্যাপারটা খুবই সহজ। আমি চেয়েছিলা ‘৮৩-র পুরো টিম আমার সঙ্গে থাকুক। তবে আমার মনে হয়, এত বড় ইভেন্টের কারণে লোকেরা দায়িত্ব সামলাতে এত ব্যস্ত থাকে, কখনও কখনও তারা অনেক কিছুই ভুলে যায়।”

নরেন্দ্র মোদী স্টেডিয়ামে উপস্থিত অন্য প্রাক্তন ভারতীয় অধিনায়কদের মধ্যে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বিসিসিআই-এর প্রাক্তন প্রেসিডেন্ট। সে কারণেই তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল। বিসিসিআইয়ের প্রাক্তন প্রেসিডেন্ট ও কর্মকর্তাদের আমন্ত্রণ জানানো একটি নিয়ম।

হাই-প্রোফাইল ম্যাচের দিন স্টেডিয়ামে উপস্থিত অন্য সেলিব্রিটিরা হলেন অভিনেতা শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং। ব্যাডমিন্টন কিংবদন্তি প্রকাশ পাড়ুকোনকেও স্ট্যান্ডে বসে থাকতে দেখা গিয়েছে।

প্রসঙ্গত, ২০ বছর পরে বিশ্বকাপের মুখোমুখি হয়েছিল ভারত আর অস্ট্রেলিয়া। আশা ছিল, ভারত এ বার যে ভাবে টানা জিতে এসেছে, তাতে তারা ২০০৩-এর পরাজয়ের প্রতিশোধ তুলবে। কিন্তু না, এ বারের বিশ্বকাপে টানা ১০টা ম্যাচ জিতে এসেছে ভারত, রবিবারে ফাইনালেই প্রথম হারল তারা। ভারতকে ২৪০ রানে আটকে রাখে অস্ট্রেলিয়া। এই লক্ষ্যমাত্রা খুব কঠিন ছিল না। সেই লক্ষ্যমাত্রা তাড়া করতে গিয়ে শুরুতে বিপাকে পড়ে অস্ট্রেলিয়া। ৪৭ রানে ৩ উইকেট হারায়। কিন্তু আসল কাজটি করে ফেলেন ট্র্যাভিস হেড। লাবুশানের সঙ্গে জুটি বেঁধে শতরান করে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। অস্টেলিয়া জিতে যায় ৬ উইকেটে।

আরও পড়ুন: বিশ্বকাপ ক্রিকেট ২০২৩: ২০০৩-এর বদলা নেওয়া হল না ভারতের, ট্র্যাভিস হেডের সেঞ্চুরি অস্ট্রেলিয়াকে এনে দিল বিশ্বকাপ

সাম্প্রতিকতম

‘বেসরকারি সংস্থাগুলি মহাকাশকে আরও সহজলভ্য করে তুলবে’, দাবি ইসরো প্রধানের

বেঙ্গালুরু: ইনস্টাগ্রাম পেজের মাধ্যমে মহাকাশপ্রেমীদের সঙ্গে আড্ডা জমালেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র চেয়ারম্যান...

সামগ্রিক ফলে ওড়িশা এফসিকে ৩-২ গোলে হারিয়ে আইএসএল ফাইনালে মোহনবাগান সুপার জায়েন্ট

মোহনবাগান সুপার জায়েন্ট ২ (কামিংস, সামাদ) (৩) ওড়িশা ০ (২) কলকাতা: কথা রাখলেন আন্তোনিও লোপেজ...

দুর্গাপুর এনআইটি পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার, বিক্ষোভ, দায় নিয়ে ডিরেক্টরের পদত্যাগ

পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত পড়ুয়ার নাম অর্পণ ঘোষ। তিনি মেকানিক্যালের দ্বিতীয় বর্ষের ছাত্র।

নিখোঁজ ‘তারক মেহতা’ খ্যাত গুরুচরণ সিং শীঘ্রই বিয়ে করতেন, অভিনেতা আর্থিক সংকটেও পড়েছিলেন

সূত্রের খবর, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, খুব শীঘ্রই বিয়ে করতে যাচ্ছিলেন অভিনেতা।

আরও পড়ুন

আইপিএল ২০২৪: সেঞ্চুরি বেয়ারস্টোর, সঙ্গী শশাঙ্ক-প্রভসিমরান, টি২০ ক্রিকেটে ইতিহাস গড়ে কেকেআর-কে উড়িয়ে দিল পাঞ্জাব  

কলকাতা নাইট রাইডার্স (কেকেআর): ২৬১-৬ (ফিল সল্ট ৭৫, সুনীল নারিন ৭১, অর্শদীপ সিং ২-৩৫)...

আইপিএল ২০২৪: হাড্ডাহাড্ডি লড়াইয়ে মাত্র ১ রানে আরসিবিকে হারাল কেকেআর

কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ২২২/৬ (শ্রেয়স আইয়ার ৫০, ফিল সল্ট ৪৮, ক্যামেরন গ্রিন ২-৩৫,...

গিল-জুরেল জুটির দৌলতে এক ম্যাচ বাকি থাকতেই ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতে নিল ভারত   

ইংল্যান্ড: ৩৫৩ (জো রুট ১২২ নট আউট, ওলি রবিনসন ৫৮, রবীন্দ্র জাদেজা ৪-৬৭, আকাশ...