সাউথ আফ্রিকার কাছে প্রথম টেস্টে লজ্জাজনক হারের মুখে পড়েছে ভারত। ইনিংস এবং ৩২ রানে হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে। এরই মধ্যে ভারতীয় ক্রিকেট দলের জন্য সুখবর। অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা অনুশীলন শুরু করেছেন। অর্থাৎ, দ্বিতীয় টেস্টে তাঁকে মাঠে নামতেও দেখা যেতে পারে। চোটের কারণে প্রথম টেস্টে খেলতে পারেননি তিনি।
পিটিআই-এর খবর, প্রথম টেস্ট ম্যাচের তৃতীয় দিনে সেঞ্চুরিয়নে অনুশীলন করতে দেখা গেছে জাডেজাকে। ৩০-৪০ মিটার ছোট দৌড়ৃসহ সংক্ষিপ্ত ওয়ার্ম-আপ করেছিলেন তিনি। সুপারস্পোর্ট পার্কে উপস্থিত অনেকের মতেই, জাডেজা ফের নিজের ছন্দে ফিরছেন। এর পরে, প্রথম টেস্টে বেঞ্চে বসে থাকা অন্য ভারতীয় বোলার মুকেশ কুমারের সঙ্গে জাডেজা ২০ মিনিট ধরে বোলিংও করেন।
রিপোর্ট অনুযায়ী, জাডেজা বেশ কিছুক্ষণ ধরেই বোলিং করেছেন। নির্দিষ্ট একটি জায়গায় বল ফেলে ঘোরানোর চেষ্টা করছিলেন তিনি। বেশ কিছু বল ভাল ঘুরেছিল। সে সময়ের মধ্যে তাঁর পিঠে ব্যথা বা ক্র্যাম্পের মতো কোনও অস্বস্তি ছিল বলে দেখা যায়নি। এটা ভারতের জন্য সুখবর বলে মনে করা হচ্ছে। ভক্তরা বিশ্বাস করেন যে জাডেজাকে শীঘ্রই দ্বিতীয় টেস্ট ম্যাচে ভারতীয় দলে দেখা যেতে পারে। ৩ জানুয়ারি থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট ম্যাচ।
উল্লেখযোগ্য ভাবে, প্রথম টেস্টের সময়, ম্যাচ শুরুর আগে বিসিসিআই জানিয়েছিল যে জাডেজা পিঠের ব্যথার কারণে প্রথম টেস্ট ম্যাচ খেলতে পারবেন না। অনেকেই মনে করেন, জাডেজার জায়গায় ভারতের একজন অতিরিক্ত ব্যাটসম্যান খেলা উচিত ছিল, কিন্তু টিম ম্যানেজমেন্ট আর অশ্বিনকে বেছে নেয়, যিনি মাত্র একটি উইকেট নেন এবং উভয় ইনিংসে ব্যাট হাতে ব্যর্থ হন। তবে, তাঁর বলে খুব বেশি রান নিতে পারেননি বিপক্ষের ব্যাটারেরা।
আরও পড়ুন: ক’দিন বাদেই সাগরে পুণ্যস্নান, সাধুসন্তদের ভিড় জমে উঠেছে বাবুঘাট