Homeখেলাধুলোক্রিকেটসাউথ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের আগে ভারতীয় শিবিরে সুখবর, অনুশীলনে ফিরলেন রবীন্দ্র...

সাউথ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের আগে ভারতীয় শিবিরে সুখবর, অনুশীলনে ফিরলেন রবীন্দ্র জাডেজা

প্রকাশিত

সাউথ আফ্রিকার কাছে প্রথম টেস্টে লজ্জাজনক হারের মুখে পড়েছে ভারত। ইনিংস এবং ৩২ রানে হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে। এরই মধ্যে ভারতীয় ক্রিকেট দলের জন্য সুখবর। অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা অনুশীলন শুরু করেছেন। অর্থাৎ, দ্বিতীয় টেস্টে তাঁকে মাঠে নামতেও দেখা যেতে পারে। চোটের কারণে প্রথম টেস্টে খেলতে পারেননি তিনি।

পিটিআই-এর খবর, প্রথম টেস্ট ম্যাচের তৃতীয় দিনে সেঞ্চুরিয়নে অনুশীলন করতে দেখা গেছে জাডেজাকে। ৩০-৪০ মিটার ছোট দৌড়ৃসহ সংক্ষিপ্ত ওয়ার্ম-আপ করেছিলেন তিনি। সুপারস্পোর্ট পার্কে উপস্থিত অনেকের মতেই, জাডেজা ফের নিজের ছন্দে ফিরছেন। এর পরে, প্রথম টেস্টে বেঞ্চে বসে থাকা অন্য ভারতীয় বোলার মুকেশ কুমারের সঙ্গে জাডেজা ২০ মিনিট ধরে বোলিংও করেন।

রিপোর্ট অনুযায়ী, জাডেজা বেশ কিছুক্ষণ ধরেই বোলিং করেছেন। নির্দিষ্ট একটি জায়গায় বল ফেলে ঘোরানোর চেষ্টা করছিলেন তিনি। বেশ কিছু বল ভাল ঘুরেছিল। সে সময়ের মধ্যে তাঁর পিঠে ব্যথা বা ক্র্যাম্পের মতো কোনও অস্বস্তি ছিল বলে দেখা যায়নি। এটা ভারতের জন্য সুখবর বলে মনে করা হচ্ছে। ভক্তরা বিশ্বাস করেন যে জাডেজাকে শীঘ্রই দ্বিতীয় টেস্ট ম্যাচে ভারতীয় দলে দেখা যেতে পারে। ৩ জানুয়ারি থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট ম্যাচ।

উল্লেখযোগ্য ভাবে, প্রথম টেস্টের সময়, ম্যাচ শুরুর আগে বিসিসিআই জানিয়েছিল যে জাডেজা পিঠের ব্যথার কারণে প্রথম টেস্ট ম্যাচ খেলতে পারবেন না। অনেকেই মনে করেন, জাডেজার জায়গায় ভারতের একজন অতিরিক্ত ব্যাটসম্যান খেলা উচিত ছিল, কিন্তু টিম ম্যানেজমেন্ট আর অশ্বিনকে বেছে নেয়, যিনি মাত্র একটি উইকেট নেন এবং উভয় ইনিংসে ব্যাট হাতে ব্যর্থ হন। তবে, তাঁর বলে খুব বেশি রান নিতে পারেননি বিপক্ষের ব্যাটারেরা।

আরও পড়ুন: ক’দিন বাদেই সাগরে পুণ্যস্নান, সাধুসন্তদের ভিড় জমে উঠেছে বাবুঘাট

সাম্প্রতিকতম

সুচিত্রা-কণিকার জন্মশতবর্ষে ‘বৈতালিক’-এর শ্রদ্ধাঞ্জলি, মন ছুঁয়ে যাওয়া পরিবেশনা ‘দুই কন্যা’  

শম্ভু সেন পিঠোপিঠি দুই কন্যা। বয়সের তফাত এক মাসও নয়। একজনের জন্ম ১৯২৪-এর সেপ্টেম্বরে, অন্যজনের...

বাংলার ইতিহাসের দীর্ঘতম তাপপ্রবাহ শেষ কবে? বৃষ্টি কবে থেকে?

শ্রয়ণ সেন অতীতে কলকাতা তথা দক্ষিণবঙ্গে গরমের পারদ যে যে রেকর্ড তৈরি করেছে, এখনও পর্যন্ত...

৬০ বছর বয়সে মাথায় উঠল মিস ইউনিভার্স বুয়েনস আইরেসের মুকুট, জেনে নিন আলেজান্দ্রা মারিসা রদ্রিগেজের সম্পর্কে

এর আগে থেকে ১৮ থেকে ২৮ বছর বয়সি কোনও মহিলা এই প্রতিযোগিতার অংশ নিতে পারতেন। কিন্তু আয়োজক সংস্থার পক্ষ থেকে বয়স সীমা তুলে নেওয়া হয়। তার পরই তাঁর এই জয় আসে।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চেই সোমবার চাকরি বাতিল মামলার শুনানি

রাজ্যের পাশাপাশি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মামলা করেছে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ। সেই সব মামলার শুনানি হবে সোমবার।

আরও পড়ুন

আইপিএল ২০২৪: সেঞ্চুরি বেয়ারস্টোর, সঙ্গী শশাঙ্ক-প্রভসিমরান, টি২০ ক্রিকেটে ইতিহাস গড়ে কেকেআর-কে উড়িয়ে দিল পাঞ্জাব  

কলকাতা নাইট রাইডার্স (কেকেআর): ২৬১-৬ (ফিল সল্ট ৭৫, সুনীল নারিন ৭১, অর্শদীপ সিং ২-৩৫)...

আইপিএল ২০২৪: হাড্ডাহাড্ডি লড়াইয়ে মাত্র ১ রানে আরসিবিকে হারাল কেকেআর

কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ২২২/৬ (শ্রেয়স আইয়ার ৫০, ফিল সল্ট ৪৮, ক্যামেরন গ্রিন ২-৩৫,...

গিল-জুরেল জুটির দৌলতে এক ম্যাচ বাকি থাকতেই ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতে নিল ভারত   

ইংল্যান্ড: ৩৫৩ (জো রুট ১২২ নট আউট, ওলি রবিনসন ৫৮, রবীন্দ্র জাদেজা ৪-৬৭, আকাশ...