Homeখেলাধুলোক্রিকেটএশিয়াড মহিলা ক্রিকেট: খেল দেখালেন বঙ্গতনয়া তিতাস, শ্রীলঙ্কাকে হারিয়ে সোনা জয় ভারতের

এশিয়াড মহিলা ক্রিকেট: খেল দেখালেন বঙ্গতনয়া তিতাস, শ্রীলঙ্কাকে হারিয়ে সোনা জয় ভারতের

প্রকাশিত

ভারত: ১১৬-৭ (স্মৃতি মন্ধানা ৪৬, জেমিমা রডরিগস ৪২, উদেশিকা প্রবোধনী ২-১৬, ইনোকা রণবীর ২-২১)

শ্রীলঙ্কা: ৯৭-৮ (হাসিনি পেরেরা ২৫, নীলাক্ষি ডি সিলভা ২৩, তিতাস সাধু ৩-৬, রাজেশ্বরী গায়কোয়াড় ২-২০)

হ্যাংঝাউ: ভারতের মহিলা ক্রিকেটের ইতিহাসে এক সোনার দিন। এক ঐতিহাসিক দিন। এশিয়ান গেমসে মহিলা ক্রিকেট প্রতিযোগিতায় সোনা জিতল ভারত। ঝেজিয়াং ইউনিভার্সিটি টেকনোলজি ক্রিকেট ফিল্ডে সোমবার আয়োজিত ম্যাচে তারা শ্রীলঙ্কাকে হারাল ১৯ রানে। প্রথমে ব্যাট করে ভারত নির্ধারিত ২০ ওভারে করে ৭ উইকেটে ১১৬ রান। জয়ের জন্য রান তাড়া করতে গিয়ে শ্রীলঙ্কা ২০ ওভারে ৮ উইকেটে ৯৭ রান করে থেমে যায়।  

খেল দেখালেন বঙ্গতনয়া তিতাস সাধু। এই ম্যাচে তার হিসাব ৪-২-৬-৩ অর্থাৎ ৪ ওভারে ২টি মেডেন, ৬ রান দিয়ে ৩টি উইকেট। শ্রীলঙ্কাকে প্রাথমিক ধাক্কাটা চুঁচুড়ার তিতাসই দিলেন। তাঁর মিডিয়াম পেসের জাদুতে ১৪ রানের মধ্যে প্রথম ৩টি উইকেট নিয়ে শ্রীলঙ্কার মেরুদণ্ড ভেঙে দিলেন। বাকি কাজটা সেরে ফেললেন বাকি বোলাররা। শ্রীলঙ্কার ব্যাটারদের ঝুঁকি নিতে বাধ্য করে বাকি উইকেটগুলো ঝুলিতে ভরে নিলেন তাঁরা।

আরও একজনের কথা বলতে হয়। তিনি হলেন হরমনপ্রীত কৌর। এ দিনের ম্যাচটি ছিল তাঁর অধিনায়ক হিসাবে ১০০তম আন্তর্জাতিক টি২০ ম্যাচ। তিনি বিশ্বের দ্বিতীয় মহিলা ক্রিকেটার যিনি ১০০টি টি২০ ম্যাচে অধিনায়কত্ব করলেন। এই কৃতিত্ব আর একজনেরই আছে। তিনি হলেন অস্ট্রেলিয়ার মেগ ল্যানিং।

india titas sadhu 25.09

তিতাস সাধু।

মন্ধানা ও রডরিগসের যুগলবন্দি

টসে জিতে ভারতই ব্যাট নেয়। দ্বিতীয় উইকেটে স্মৃতি মন্ধানা ও জেমিমা রডরিগসের জুটি আসল কাজটি সেরে ফেলে। তাঁরা ৬৭ বলে ৭৩ রান যোগ করেন। এর আগে মন্ধানার সঙ্গে ইনিংসের সূচনা করতে এসে শেফালি বর্মা বেশিক্ষণ টিকতে পারেননি। দলের ১৬ রানের মাথায় নিজস্ব ৯ রানে সুগন্দিকা কুমারীর বলে উদেশিকা প্রবোধিনীর হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি।

দলের ৮৯ রানে ইনোকা রণবীরের বলে প্রবোধিনীর হাতে ক্যাচ দিয়ে মন্ধানা (৪৫ বলে ৪৬ রান) আউট হলে রডরিগসের সঙ্গী হন রিচা ঘোষ। তখনও হাতে ছিল ৫.১ ওভার। দ্রুত রান তোলার চেষ্টায় পর পর উইকেট পড়তে থাকে ভারতের। মন্ধানা আর রডরিগস (৪০ বলে ৪২ রান) ছাড়া ভারতের আর কোনো ব্যাটার দু’ অঙ্কের রানে পৌঁছোতে পারেননি।

তিতাসের বলে বিপাকে শ্রীলঙ্কা  

জয়ের জন্য প্রয়োজনীয় ১১৭ রান তুলতে গিয়ে খুব খারাপ শুরু করেনি শ্রীলঙ্কা। দলের অধিনায়ক চামারি আতাপাত্তু বেশ আক্রমণাত্মক ছিলেন। কিন্তু ইনিংসের তৃতীয় ওভারে ভারতের অধিনায়ক হরমনপ্রীত বল তুলে দেন তিতাস সাধুর হাতে। আর বল করতে নেমে খেলার মোড় ঘুরিয়ে দেন তিতাস। নিজের প্রথম ওভারের প্রথম বলেই অনুষ্কা সঞ্জীবনীকে তুলে নেন তিতাস। ওই ওভারের চতুর্থ বলে বিশমি গুণরত্নেকে আউট করেন তিতাস। ১৩ রানে ২টি উইকেট পড়ে যায় শ্রীলঙ্কার। তিতাসের পরবর্তী শিকার দলের অধিনায়ক চামারি আতাপাত্তু। দলের ১৪ রানের মাথায় নিজস্ব ১২ রানে আউট হন আতাপাত্তু। তিতাসের বলে ক্যাচ ধরেন দীপ্তি শর্মা।

কোণঠাসা শ্রীলঙ্কা এর পর একটু লড়াই করার চেষ্টা করে। চতুর্থ ও পঞ্চম উইকেটের  জুটিতে রান ওঠে যথাক্রমে ৩৬ ও ২৮ রান। হাসিনি পেরেরা এবং নীলাক্ষি ডি সিলভার চেষ্টায় দলের রান ওঠে ৫ উইকেটে ৭৮ রান। বাকি ৩.৯ ওভারে ১৯ রান তুলতে পারে শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত তারা শেষ করে ৮ উইকেটে ৯৭ রানে।

সাম্প্রতিকতম

শুরু হল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত হতে সলমনদের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর  

কলকাতা: পশ্চিমবঙ্গে চলচ্চিত্র শিল্পের সঙ্গে যুক্ত হতে সলমন খান, অনিল কাপুরের কাছে আবেদন জানালেন...

সৌরভ গাঙ্গুলি আবার বললেন, তিনি বিরাট কোহলিকে অধিনায়কত্ব থেকে সরাননি

খবর অনলাইন ডেস্ক: ২০২১-এর টি২০ বিশ্বকাপে ভারত গ্রুপ লিগেই বিদায় নিয়েছিল। এর পরেই ভারতের...

দেশের সবচেয়ে নিরাপদ শহর কলকাতা, বলছে এনসিআরবি রিপোর্ট  

খবর অনলাইন ডেস্ক: আবার দেশের সবচেয়ে নিরাপদ শহর হওয়ার সম্মান জুটল কলকাতার। ন্যাশনাল ক্রাইম...

‘সিআইডি’-এর ‘ফ্রেডরিক্‌স’ দীনেশ ফড়নিস মুম্বইয়ের হাসপাতালে প্রয়াত

মুম্বই: প্রয়াত হলেন হিন্দি সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা দীনেশ ফড়নিস। সিরিয়ালপ্রেমী দর্শকরা তাঁকে ‘সিআইডি’ সিরিয়ালের...

আরও পড়ুন

সৌরভ গাঙ্গুলি আবার বললেন, তিনি বিরাট কোহলিকে অধিনায়কত্ব থেকে সরাননি

খবর অনলাইন ডেস্ক: ২০২১-এর টি২০ বিশ্বকাপে ভারত গ্রুপ লিগেই বিদায় নিয়েছিল। এর পরেই ভারতের...

টি২০ সিরিজ: অক্ষরের বোলিং আর রিঙ্কুর ব্যাটিং-এ ভর করে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ দখল ভারতের  

ভারত: ১৭৪-৯ (রিঙ্কু সিং ৪৬, যশস্বী জয়সোয়াল ৩৭, বেন ডোয়ারসুইশ ৩-৪০, তনবীর সংঘ ২-৩০) অস্ট্রেলিয়া:...

দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় দল: টেস্টে রোহিত, একদিনের ম্যাচে রাহুল, টি২০-তে সূর্যকুমার অধিনায়ক

মুম্বই: দক্ষিণ আফ্রিকা সফরে ভারতের পুরুষ ক্রিকেট দল ঘোষণা করল ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড...