Homeখেলাধুলোক্রিকেটএশিয়াড মহিলা ক্রিকেট: খেল দেখালেন বঙ্গতনয়া তিতাস, শ্রীলঙ্কাকে হারিয়ে সোনা জয় ভারতের

এশিয়াড মহিলা ক্রিকেট: খেল দেখালেন বঙ্গতনয়া তিতাস, শ্রীলঙ্কাকে হারিয়ে সোনা জয় ভারতের

প্রকাশিত

ভারত: ১১৬-৭ (স্মৃতি মন্ধানা ৪৬, জেমিমা রডরিগস ৪২, উদেশিকা প্রবোধনী ২-১৬, ইনোকা রণবীর ২-২১)

শ্রীলঙ্কা: ৯৭-৮ (হাসিনি পেরেরা ২৫, নীলাক্ষি ডি সিলভা ২৩, তিতাস সাধু ৩-৬, রাজেশ্বরী গায়কোয়াড় ২-২০)

হ্যাংঝাউ: ভারতের মহিলা ক্রিকেটের ইতিহাসে এক সোনার দিন। এক ঐতিহাসিক দিন। এশিয়ান গেমসে মহিলা ক্রিকেট প্রতিযোগিতায় সোনা জিতল ভারত। ঝেজিয়াং ইউনিভার্সিটি টেকনোলজি ক্রিকেট ফিল্ডে সোমবার আয়োজিত ম্যাচে তারা শ্রীলঙ্কাকে হারাল ১৯ রানে। প্রথমে ব্যাট করে ভারত নির্ধারিত ২০ ওভারে করে ৭ উইকেটে ১১৬ রান। জয়ের জন্য রান তাড়া করতে গিয়ে শ্রীলঙ্কা ২০ ওভারে ৮ উইকেটে ৯৭ রান করে থেমে যায়।  

খেল দেখালেন বঙ্গতনয়া তিতাস সাধু। এই ম্যাচে তার হিসাব ৪-২-৬-৩ অর্থাৎ ৪ ওভারে ২টি মেডেন, ৬ রান দিয়ে ৩টি উইকেট। শ্রীলঙ্কাকে প্রাথমিক ধাক্কাটা চুঁচুড়ার তিতাসই দিলেন। তাঁর মিডিয়াম পেসের জাদুতে ১৪ রানের মধ্যে প্রথম ৩টি উইকেট নিয়ে শ্রীলঙ্কার মেরুদণ্ড ভেঙে দিলেন। বাকি কাজটা সেরে ফেললেন বাকি বোলাররা। শ্রীলঙ্কার ব্যাটারদের ঝুঁকি নিতে বাধ্য করে বাকি উইকেটগুলো ঝুলিতে ভরে নিলেন তাঁরা।

আরও একজনের কথা বলতে হয়। তিনি হলেন হরমনপ্রীত কৌর। এ দিনের ম্যাচটি ছিল তাঁর অধিনায়ক হিসাবে ১০০তম আন্তর্জাতিক টি২০ ম্যাচ। তিনি বিশ্বের দ্বিতীয় মহিলা ক্রিকেটার যিনি ১০০টি টি২০ ম্যাচে অধিনায়কত্ব করলেন। এই কৃতিত্ব আর একজনেরই আছে। তিনি হলেন অস্ট্রেলিয়ার মেগ ল্যানিং।

india titas sadhu 25.09

তিতাস সাধু।

মন্ধানা ও রডরিগসের যুগলবন্দি

টসে জিতে ভারতই ব্যাট নেয়। দ্বিতীয় উইকেটে স্মৃতি মন্ধানা ও জেমিমা রডরিগসের জুটি আসল কাজটি সেরে ফেলে। তাঁরা ৬৭ বলে ৭৩ রান যোগ করেন। এর আগে মন্ধানার সঙ্গে ইনিংসের সূচনা করতে এসে শেফালি বর্মা বেশিক্ষণ টিকতে পারেননি। দলের ১৬ রানের মাথায় নিজস্ব ৯ রানে সুগন্দিকা কুমারীর বলে উদেশিকা প্রবোধিনীর হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি।

দলের ৮৯ রানে ইনোকা রণবীরের বলে প্রবোধিনীর হাতে ক্যাচ দিয়ে মন্ধানা (৪৫ বলে ৪৬ রান) আউট হলে রডরিগসের সঙ্গী হন রিচা ঘোষ। তখনও হাতে ছিল ৫.১ ওভার। দ্রুত রান তোলার চেষ্টায় পর পর উইকেট পড়তে থাকে ভারতের। মন্ধানা আর রডরিগস (৪০ বলে ৪২ রান) ছাড়া ভারতের আর কোনো ব্যাটার দু’ অঙ্কের রানে পৌঁছোতে পারেননি।

তিতাসের বলে বিপাকে শ্রীলঙ্কা  

জয়ের জন্য প্রয়োজনীয় ১১৭ রান তুলতে গিয়ে খুব খারাপ শুরু করেনি শ্রীলঙ্কা। দলের অধিনায়ক চামারি আতাপাত্তু বেশ আক্রমণাত্মক ছিলেন। কিন্তু ইনিংসের তৃতীয় ওভারে ভারতের অধিনায়ক হরমনপ্রীত বল তুলে দেন তিতাস সাধুর হাতে। আর বল করতে নেমে খেলার মোড় ঘুরিয়ে দেন তিতাস। নিজের প্রথম ওভারের প্রথম বলেই অনুষ্কা সঞ্জীবনীকে তুলে নেন তিতাস। ওই ওভারের চতুর্থ বলে বিশমি গুণরত্নেকে আউট করেন তিতাস। ১৩ রানে ২টি উইকেট পড়ে যায় শ্রীলঙ্কার। তিতাসের পরবর্তী শিকার দলের অধিনায়ক চামারি আতাপাত্তু। দলের ১৪ রানের মাথায় নিজস্ব ১২ রানে আউট হন আতাপাত্তু। তিতাসের বলে ক্যাচ ধরেন দীপ্তি শর্মা।

কোণঠাসা শ্রীলঙ্কা এর পর একটু লড়াই করার চেষ্টা করে। চতুর্থ ও পঞ্চম উইকেটের  জুটিতে রান ওঠে যথাক্রমে ৩৬ ও ২৮ রান। হাসিনি পেরেরা এবং নীলাক্ষি ডি সিলভার চেষ্টায় দলের রান ওঠে ৫ উইকেটে ৭৮ রান। বাকি ৩.৯ ওভারে ১৯ রান তুলতে পারে শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত তারা শেষ করে ৮ উইকেটে ৯৭ রানে।

সাম্প্রতিকতম

কেন ‘লাইভ স্ট্রিমিং’-জটে বারবার ভেস্তে যাচ্ছে বৈঠক?

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিস্থিতিতে হতাশা প্রকাশ করেছেন। তিনি বলেন, “ এত অসম্মান কেন করছেন আপনারা? এর আগে নবান্নেও দুদিন অপেক্ষা করেছি। আজও দুঘণ্টা অপেক্ষা করছি।” এর পর কার্যত কাতর সুরে প্রশ্ন, “এটুকু সম্মানও দেবে না।”

নিম্নচাপের প্রভাবে কলকাতায় দিনভর বৃষ্টির পূর্বাভাস, পশ্চিমের জেলাগুলিতেও অতি ভারী বৃষ্টির সর্তকতা

বঙ্গোপসাগরের অতি গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়েছে। কলকাতা সহ পশ্চিমবঙ্গে ঝড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমের জেলাগুলিতে আগামী ২৪-৩৬ ঘণ্টায় অতি ভারী বৃষ্টির সতর্কতা।

আরজি করে চিকিৎসক খুন ও ধর্ষণ মামলাতেও সিবিআই-এর হাতে গ্রেফতার সন্দীপ, ধৃত টালা থানার প্রাক্তন ওসিও

আরজি কর মেডিক্যাল কলেজে চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করল সিবিআই। এই ঘটনায় নতুন করে তদন্তের গতি আসছে।

ভরদুপুরে এসএন ব্যানার্জি রোডে বিস্ফোরণ, আহত ১, তদন্তে বম্ব স্কোয়াড ও পুলিশ

কলকাতা: শনিবার দুপুরে কলকাতার তালতলা থানা এলাকায় একটি প্রবল বিস্ফোরণের ঘটনা ঘটে, যার ফলে...

আরও পড়ুন

কোহলি কত আয়কর দিয়েছেন জানলে চমকে যাবেন, ধোনি-সচিন দু’জনে মিলে যা দিয়েছেন তার সমান

খবর অনলাইন ডেস্ক: ভারতে যত ধনী ব্যক্তি রয়েছেন, তাঁদের মধ্যে ক্রিকেটাররা বোধহয় একেবারে প্রথম...

আইসিসি-র চেয়ারম্যান হলেন জয় শাহ, দায়িত্ব নেবেন ১ ডিসেম্বর

খবর অনলাইন ডেস্ক: ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান হচ্ছেন জয় শাহ। ৩৫ বছরের জয়...

সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েও মাঠে ফিরছেন শিখর ধাওয়ান, খেলবেন লেজেন্ডস লিগে

সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে শিখর ধাওয়ান জানালেন, তিনি আবার মাঠে ফিরছেন লেজেন্ডস লিগ ক্রিকেটে খেলার জন্য। কিংবদন্তিদের লিগে দেখা যাবে ভারতীয় দলের প্রাক্তন ওপেনারকে।
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?