Homeখেলাধুলোক্রিকেটএকদিনের ম্যাচের বিশ্বকাপে সবচেয়ে দ্রুত ৫০ উইকেট পাওয়ার রেকর্ড গড়লেন মোহম্মদ শামী...

একদিনের ম্যাচের বিশ্বকাপে সবচেয়ে দ্রুত ৫০ উইকেট পাওয়ার রেকর্ড গড়লেন মোহম্মদ শামী  

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: ৫০ ওভার ম্যাচের বিশ্বকাপে ইতিহাস সৃষ্টি করলেন মোহম্মদ শামি। বিশ্বকাপে সবচেয়ে দ্রুত ৫০টি উইকেট দখল করার কৃতিত্ব অর্জন করলেন তিনি। বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে টম ল্যাথামের উইকেট দখল করার সঙ্গে সঙ্গেই শামি এই কৃতিত্ব অর্জন করলেন। আর শামিই হলেন ভারতের প্রথম বোলার যিনি বিশ্বকাপে ৫০টি উইকেট দখল করার কৃতিত্ব অর্জন করলেন।           

এখনও পর্যন্ত এই বিশ্বকাপে ৬টি ম্যাচ থেকে ২৩টি উইকেট দখল করে উইকেট-শিকারিদের তালিকায় শীর্ষস্থানে রয়েছেন শামি।      

এ দিন শামি আরও কিছু মাইলফলক রচনা করেছেন। বিশ্বকাপে আর কোনো ভারতীয় বোলার কখনও এত ভালো পারফরম্যান্স করেননি। বুধবার বিশ্বকাপ সেমিফাইনালে শামির ৭ উইকেট প্রাপ্তি এবং বিরাট কোহলি ও শ্রেয়স আইয়ারের সেঞ্চুরির সুবাদে ভারত ৭০ রানে হারাল নিউজিল্যান্ডকে।

এ দিন মোহম্মদ শামি ৫৭ রান দিয়ে ৭টি উইকেট দখল করলেন। এর আগে বলিং-এ সবচেয়ে ভালো পারফরম্যান্সের রেকর্ড ছিল আশিস নেহরার দখলে। ২০০৩ বিশ্বকাপে তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ২৩ রান দিয়ে ৬ উইকেট দখল করেছিলেন।

ইকোনমি রেট ৫.৭৯-সহ ৫৭ রান দিয়ে বুধবার শামির ৭ উইকেটপ্রাপ্তি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে ভালো বোলিং প্রদর্শনের তালিকায় পঞ্চম স্থানে থাকল। এই তালিকায় শীর্ষে রয়েছেন গ্লেন ম্যাকগ্রা। তিনি ২০০৩ বিশ্বকাপের নামিবিয়ার বিরুদ্ধে ১৫ রান দিয়ে ৭ উইকেট দখল করেন।

যে সব বোলার বিশ্বকাপে ৫০টি উইকেট দখলের তালিকায় রয়েছেন সেই তালিকায় এ দিন নাম লেখালেন মোহম্মদ শামিও। তিনি সপ্তম বোলার যিনি এই কৃতিত্ব অর্জন করলেন। বিশ্বকাপে শামি এখনও পর্যন্ত ৫৪টি উইকেট দখল করলেন। ১৭টা ম্যাচ থেকে তিনি ৫৪ উইকেট দখল করেন। এবং এটি তিনি করেছেন ১৭টা ম্যাচ থেকে। এ ব্যাপারেও শামি রেকর্ড করেছেন। এত দিন এই রেকর্ড ছিল মিচেল স্টার্ক-এর। তিনি ১৯টা ইনিংস থেকে অর্ধশত উইকেট দখল করার কৃতিত্ব অর্জন করেন।

বিশ্বকাপে এ পর্যন্ত ১৭ ম্যাচ থেকে শামি যে ৫৪টি উইকেট দখল করেছেন তাতে তাঁর গড় দাঁড়িয়েছে ১২.৯০, ইকোনমি রেট ৫-এর একটু বেশি এবং বিস্ময়কর স্ট্রাইক রেট – ১৫.৩৩। বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে বেশি উইকেট প্রাপকদের যে তালিকা রয়েছে সেই তালিকায় মোহম্মদ শামির স্থান ষষ্ঠ। এই বিষয়ে বিশ্বরেকর্ড রয়েছে অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রার হাতে। ৩৯ ম্যাচ থেকে ৭১ উইকেট লাভ করেন তিনি।

আরও পড়ুন 

বিশ্বকাপ ক্রিকেট ২০২৩: শামির ৭, কোহলি-শ্রেয়সের শতরান, ১২ বছর পর ফাইনালে ভারত

সাম্প্রতিকতম

‘বেসরকারি সংস্থাগুলি মহাকাশকে আরও সহজলভ্য করে তুলবে’, দাবি ইসরো প্রধানের

বেঙ্গালুরু: ইনস্টাগ্রাম পেজের মাধ্যমে মহাকাশপ্রেমীদের সঙ্গে আড্ডা জমালেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র চেয়ারম্যান...

সামগ্রিক ফলে ওড়িশা এফসিকে ৩-২ গোলে হারিয়ে আইএসএল ফাইনালে মোহনবাগান সুপার জায়েন্ট

মোহনবাগান সুপার জায়েন্ট ২ (কামিংস, সামাদ) (৩) ওড়িশা ০ (২) কলকাতা: কথা রাখলেন আন্তোনিও লোপেজ...

দুর্গাপুর এনআইটি পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার, বিক্ষোভ, দায় নিয়ে ডিরেক্টরের পদত্যাগ

পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত পড়ুয়ার নাম অর্পণ ঘোষ। তিনি মেকানিক্যালের দ্বিতীয় বর্ষের ছাত্র।

নিখোঁজ ‘তারক মেহতা’ খ্যাত গুরুচরণ সিং শীঘ্রই বিয়ে করতেন, অভিনেতা আর্থিক সংকটেও পড়েছিলেন

সূত্রের খবর, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, খুব শীঘ্রই বিয়ে করতে যাচ্ছিলেন অভিনেতা।

আরও পড়ুন

আইপিএল ২০২৪: সেঞ্চুরি বেয়ারস্টোর, সঙ্গী শশাঙ্ক-প্রভসিমরান, টি২০ ক্রিকেটে ইতিহাস গড়ে কেকেআর-কে উড়িয়ে দিল পাঞ্জাব  

কলকাতা নাইট রাইডার্স (কেকেআর): ২৬১-৬ (ফিল সল্ট ৭৫, সুনীল নারিন ৭১, অর্শদীপ সিং ২-৩৫)...

আইপিএল ২০২৪: হাড্ডাহাড্ডি লড়াইয়ে মাত্র ১ রানে আরসিবিকে হারাল কেকেআর

কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ২২২/৬ (শ্রেয়স আইয়ার ৫০, ফিল সল্ট ৪৮, ক্যামেরন গ্রিন ২-৩৫,...

গিল-জুরেল জুটির দৌলতে এক ম্যাচ বাকি থাকতেই ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতে নিল ভারত   

ইংল্যান্ড: ৩৫৩ (জো রুট ১২২ নট আউট, ওলি রবিনসন ৫৮, রবীন্দ্র জাদেজা ৪-৬৭, আকাশ...