Homeখেলাধুলোক্রিকেটআইপিএলে অনেক বেশি...শুভমন গিলের বিতর্কিত আউট নিয়ে মুখ খুললেন রোহিত শর্মা

আইপিএলে অনেক বেশি…শুভমন গিলের বিতর্কিত আউট নিয়ে মুখ খুললেন রোহিত শর্মা

প্রকাশিত

টিম ইন্ডিয়ার জন্য দুঃস্বপ্নের স্মৃতি হয়ে রইল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ওভালে ফাইনালের পঞ্চম দিনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০৯ রানে হারের মুখোমুখি হতে হল তাদের। ম্যাচের শেষে,অধিনায়ক রোহিত শর্মা মুখ খুললেন শুভমন গিলের বিতর্কিত আউট নিয়ে।

মোট ৪৪৪ রান তাড়া করে রবিবার ফাইনালে জয়ের জন্য টিম ইন্ডিয়ার প্রয়োজন ২৮০ রান এবং সাত উইকেট হাতে। তবে, অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণ সম্পূর্ণ ভাবে রোহিত শর্মার নেতৃত্বাধীন দলের উপর আধিপত্য বিস্তার করে। ২৩৪ রানেই গুটিয়ে যায় ভারতের দ্বিতীয় ইনিংস। ম্যাচ শেষ হওয়ার পর, ভারত অধিনায়ক রোহিত শর্মা চতুর্থ দিনে স্কট বোল্যান্ডের ডেলিভারিতে ওপেনিং ব্যাটার শুভমন গিলের বিতর্কিত আউট নিয়ে মুখ খোলেন।

অষ্টম ওভারের প্রথম বলে স্কট বোল্যান্ডের বলটি গিলের ব্যাটের কানায় লেগে স্লিপের দিকে যায়। নিজের বাঁদিকে ঝাঁপিয়ে পড়ে বলটি লুফে নেন ক্যামেরন গ্রিন। তবে শুভমন গিল ক্রিজ না ছেড়ে দাঁড়িয়ে থাকেন নিজের জায়গায়। এরপর মাঠের আম্পায়াররা ক্যাচের বৈধতা নির্ধারণের জন্য তৃতীয় আম্পায়ারের শরণাপন্ন হন। তৃতীয় আম্পায়ার গিলকে আউট দেন।

এই সিদ্ধান্তের বিষয়ে বলতে গিয়ে, রোহিত বলেন, রিচার্ড কেটলবোরো একটু দ্রুত সিদ্ধান্তে পৌঁছান এবং চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আরও রিপ্লে দেখা উচিত ছিল। তিনি আরও বলেন যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ডব্লিউটিসি ফাইনালের চেয়ে অনেক বেশি ক্যামেরা অ্যাঙ্গেল রয়েছে।

ম্যাচের পরে সাংবাদিক সম্মেলনে রোহিত শর্মা বলেন, “আমি শুধু হতাশ হয়েছি, এটা বললেই যথেষ্ট নয়। মানে, তৃতীয় আম্পায়ারের আরেকটু রিপ্লে দেখা উচিত ছিল। কী ভাবে ক্যাচটি ধরা হয়েছে, সেটা জানার জন্য আরও কয়েক বার রিপ্লে দেখা উচিত ছিল। আমার মনে হয় তিনি মাত্র তিন বা চারবার দেখেই আশ্বস্ত হয়ে গিয়েছিলেন। এটা শুধু আউট দেওয়া বা নট আউট করা হয়েছে তা নিয়ে নয়, আপনার যে কোনো বিষয়ে সঠিক এবং পরিষ্কার তথ্য থাকতে হবে। সেটা শুধু যে একটা ক্যাচের বিষয় তা নয়। আরও অনেক কিছুই হতে পারে। আমি সত্যিই কিছুটা হতাশ হয়েছিলাম, সিদ্ধান্তটা এত দ্রুত নেওয়া উচিত হয়নি।”

প্রসঙ্গত, গিলের ক্যাচটি ধরে যখন গ্রিন নিজের হাত সামনের দিকে আনেন, তখনই খুব সম্ভবত বলটি মাটিতে বা ঘাসে লাগে। এই কারণেই এই ক্যাচ নিয়ে এত বিতর্ক। রিচার্ড কেটলবরোর বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন ভারতীয় সমর্থকরাও। দিনের শেষে টুইট করে নিজের আউট নিয়ে থার্ড আম্পায়ারকে এক হাত নেন শুভমন গিল।

আরও পড়ুন: ২০৯ রানে ভারতকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেতাব জয় অস্ট্রেলিয়ার

সাম্প্রতিকতম

হেলিকপ্টার দুর্ঘটনায় ৭জনের মৃত্যু কেদারনাথে, বন্ধ হল পরিষেবা; কড়া নিয়মের পথে উত্তরাখণ্ড সরকার

কেদারনাথ যাত্রার পথে ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারালেন সাতজন। পাল্টাচ্ছে হেলি-পরিষেবার নিয়ম।

চোখের জ্যোতি ধরে রাখতে ডায়েটে রাখুন কালো কিশমিশ, জানুন আরও উপকারিতা

চোখের সমস্যা বাড়ছে স্ক্রিনটাইমের কারণে? রোজ খান কালো কিশমিশ। চোখের রেটিনা সুরক্ষা থেকে শুরু করে হৃদযন্ত্র, স্মৃতিশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই ড্রাই ফ্রুটস।

ইরান বনাম ইসরায়েল: সামরিক উত্তেজনার পারদ চড়ছে, কে কতটা শক্তিশালী?

নাসরাল্লাহকে হত্যার পর ইসরায়েল-ইরান সংঘর্ষের আশঙ্কা। গ্লোবাল ফায়ার পাওয়ার-এর তথ্য অনুযায়ী সামরিক শক্তিতে কে এগিয়ে, জানুন বিস্তারিত।

শুধুই ক্রিকেটার নন, এক লড়াইয়ের নাম টেম্বা বাভুমা

লর্ডসে ইতিহাস গড়ে টেস্ট চ্যাম্পিয়ন হল দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক টেম্বা বাভুমা শুধুই ম্যাচ জেতালেন না, জাতিগত বিদ্বেষের বিরুদ্ধে মুখ বন্ধ করে দিলেন সমালোচকদের। এই প্রতিবেদন তাঁর লড়াই ও নেতৃত্বের কাহিনি।

আরও পড়ুন

শুধুই ক্রিকেটার নন, এক লড়াইয়ের নাম টেম্বা বাভুমা

লর্ডসে ইতিহাস গড়ে টেস্ট চ্যাম্পিয়ন হল দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক টেম্বা বাভুমা শুধুই ম্যাচ জেতালেন না, জাতিগত বিদ্বেষের বিরুদ্ধে মুখ বন্ধ করে দিলেন সমালোচকদের। এই প্রতিবেদন তাঁর লড়াই ও নেতৃত্বের কাহিনি।

আইপিএল ২০২৫: সুদর্শনের ঝড় কাজে এল না, গুজরাতের বিদায়, মুম্বইয়ের লড়াই এবার পঞ্জাবের সঙ্গে  

মুম্বই ইন্ডিয়ান্স: ২২৮-৫ (রোহিত শর্মা ৮১, জনি বেয়ারস্টো ৪৭, সাই কিশোর ২-৪২, প্রসিধ কৃষ্ণ...

আইপিএল ২০২৫: ফাইনালে গেল বেঙ্গালুরু, ভাগ্য ঝুলে রইল পঞ্জাবের

পঞ্জাব কিংস: ১০১ (১৪.১ ওভার) (মার্কাস স্টয়নিস ২৬, সুযশ শর্মা ৩-১৭, জোশ হ্যাজলউড ৩-২১,...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে