Homeখেলাধুলোক্রিকেটআইপিএল ২০২৪: কেকেআর অধিনায়ক হিসাবে প্রত্যাবর্তন শ্রেয়স আয়ারের

আইপিএল ২০২৪: কেকেআর অধিনায়ক হিসাবে প্রত্যাবর্তন শ্রেয়স আয়ারের

প্রকাশিত

আইপিএল ২০২৪-এ কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হিসাবে ফিরলেন শ্রেয়স আয়ার। পিঠের চোটের কারণে গত মরশুমে খেলতে পারেননি তিনি। তাঁর পরিবর্তে অধিনায়কের দায়িত্ব বর্তেছিল নীতীশ রানার উপর। এ বার ফের কেকেআর-এর অধিনায়ক করা হয়েছে শ্রেয়সকে। সহ-অধিনায়ক হয়েছেন নীতীশ।

আইপিএল ২০২২-এর আগে ১২.২৫ কোটি টাকায় শ্রেয়সকে কিনেছিল কেকেআর। তাঁর অধিনায়কত্বে ছ’টি জয় এবং আটটি হারের মুখোমুখি হয়ে সেই মরশুমে সপ্তম স্থানে চলে গিয়েছিল কেকেআর। ২০২৩ সালের এপ্রিলে পিঠের আঘাত তাঁকে শেষ আইপিএল এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে দূরে সরিয়ে দেয়।

তাঁর অনুপস্থিতিতে রানার নেতৃত্বে আইপিএল ২০২৩-এ ছ’টি জয় এবং আটটি হারের সঙ্গে আবারও এক বার সপ্তম স্থানে ছিল নাইট রাইডার্স।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর, ২০২৩) দলের নতুন অধিনায়কের নাম ঘোষণা করেন কলকাতা নাইট রাইডার্সের সিইও বেঙ্কি মাইসোর। তিনি জানান, শ্রেয়স আগামী মরশুমে দলের অধিনায়ক হবেন। নীতীশ হবেন তাঁর সহকারী। বেঙ্কি বলেন, ‘‘চোটের কারণে ২০২৩ সালের আইপিএল খেলতে পারেনি শ্রেয়স। এটা দুর্ভাগ্যজনক। তবে এ বার ও খেলবে। আমরা খুশি যে আবার নেতৃত্বে ফিরেছে শ্রেয়স। যে ভাবে ও চোট সারিয়ে ফিরেছে তা শ্রেয়সের দৃঢ় মানসিকতার পরিচয় দেয়।’’

শ্রেয়স এক বিবৃতিতে বলেন, “আমি বিশ্বাস করি গত মরশুমে আমাদের বেশ কিছু চ্যালেঞ্জ ছিল, যার মধ্যে চোটের কারণে আমার অনুপস্থিতিও একটা কারণ। তবে, নীতীশ শুধুমাত্র আমার জন্যই নয়, নিজের প্রশংসনীয় নেতৃত্বের মাধ্যমে একটা দুর্দান্ত কাজ করেছে। আমি আনন্দিত যে কেকেআর এ বার তাঁকে সহ-অধিনায়ক মনোনীত করেছে। এতে কোন সন্দেহ নেই যে এই সিদ্ধান্ত পুরো টিমকে শক্তিশালী করবে”।

শ্রেয়সের অধিনায়ক হওয়ার পর থেকে কেকেআর-এ অনেক পরিবর্তন হয়েছে। এর আগে ব্রেন্ডন ম্যাককালামের সঙ্গে কোচ হিসেবে নেতৃত্ব দেওয়ার পর, তিনি এখন চন্দ্রকান্ত পণ্ডিত এবং নতুন দলের মেন্টর গৌতম গম্ভীরের সঙ্গে কাজ করবেন। ২০১২ এবং ২০১৪ সালের আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর। উল্লেখযোগ্য ভাবে, এই দুই আইপিএলে দলের অধিনায়ক ছিলেন গম্ভীর।

আরও পড়ুন: বড়দিনে সাজছে শহর, জমে উঠেছে কেনাকাটা

সাম্প্রতিকতম

বাংলার ইতিহাসের দীর্ঘতম তাপপ্রবাহ শেষ কবে? বৃষ্টি কবে থেকে?

শ্রয়ণ সেন অতীতে কলকাতা তথা দক্ষিণবঙ্গে গরমের পারদ যে যে রেকর্ড তৈরি করেছে, এখনও পর্যন্ত...

৬০ বছর বয়সে মাথায় উঠল মিস ইউনিভার্স বুয়েনস আইরেসের মুকুট, জেনে নিন আলেজান্দ্রা মারিসা রদ্রিগেজের সম্পর্কে

এর আগে থেকে ১৮ থেকে ২৮ বছর বয়সি কোনও মহিলা এই প্রতিযোগিতার অংশ নিতে পারতেন। কিন্তু আয়োজক সংস্থার পক্ষ থেকে বয়স সীমা তুলে নেওয়া হয়। তার পরই তাঁর এই জয় আসে।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চেই সোমবার চাকরি বাতিল মামলার শুনানি

রাজ্যের পাশাপাশি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মামলা করেছে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ। সেই সব মামলার শুনানি হবে সোমবার।

তীব্র জল সংকটের দিকে এগোচ্ছে দক্ষিণ ভারত! জলধারণ ক্ষমতা নেমে ১৭ শতাংশ, কী পরিস্থিতি পশ্চিমবঙ্গে

নয়াদিল্লি: গরমে তীব্র জলসংকট। দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে দক্ষিণ ভারতের রাজ্যগুলিকে জলসঞ্চয়ের বিষয়টিও। অন্ধ্রপ্রদেশ,...

আরও পড়ুন

আইপিএল ২০২৪: সেঞ্চুরি বেয়ারস্টোর, সঙ্গী শশাঙ্ক-প্রভসিমরান, টি২০ ক্রিকেটে ইতিহাস গড়ে কেকেআর-কে উড়িয়ে দিল পাঞ্জাব  

কলকাতা নাইট রাইডার্স (কেকেআর): ২৬১-৬ (ফিল সল্ট ৭৫, সুনীল নারিন ৭১, অর্শদীপ সিং ২-৩৫)...

আইপিএল ২০২৪: হাড্ডাহাড্ডি লড়াইয়ে মাত্র ১ রানে আরসিবিকে হারাল কেকেআর

কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ২২২/৬ (শ্রেয়স আইয়ার ৫০, ফিল সল্ট ৪৮, ক্যামেরন গ্রিন ২-৩৫,...

গিল-জুরেল জুটির দৌলতে এক ম্যাচ বাকি থাকতেই ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতে নিল ভারত   

ইংল্যান্ড: ৩৫৩ (জো রুট ১২২ নট আউট, ওলি রবিনসন ৫৮, রবীন্দ্র জাদেজা ৪-৬৭, আকাশ...