Homeখেলাধুলোক্রিকেটনেট প্র্যাকটিসে নেমে পড়লেন শুভমন! পাকিস্তান ম্যাচে খেলার সম্ভাবনা কতটা

নেট প্র্যাকটিসে নেমে পড়লেন শুভমন! পাকিস্তান ম্যাচে খেলার সম্ভাবনা কতটা

প্রকাশিত

ডেঙ্গি আক্রান্ত হয়ে বিশ্বকাপের প্রথম দুটো ম্যাচ তিনি খেলতে পারেননি শুভমন গিল। কেরিয়ারের প্রথম বিশ্বকাপে খেলতে না পারাটা একটা বড় ধাক্কার। তবে তিনি দ্রুত সুস্থ হচ্ছেন বলে খবর। জানা গিয়েছে, তিনি অমদাবাদে দলের সঙ্গে যোগ দিয়েছেন।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ভারতীয় দল যাওয়ার আগেই অমদাবাদে পৌঁছে গিয়েছেন শুভমন। সেখানে গিয়ে নাকি অনুশীলনও শুরু করে দিয়েছেন তিনি। ফলে তাঁকে দ্রুত মাঠে দেখতে মুখিয়ে রয়েছেন সমর্থকরা। তবে কি শনিবার পাকিস্তানের বিরুদ্ধে পাওয়া যাবে শুভমনকে?

১৪ অক্টোবর শনিবার পাকিস্তানের বিরুদ্ধে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩-এ নিজেদের তৃতীয় ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। অমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে ওই ম্যাচটি। ডেঙ্গুর কারণে আনুষ্ঠানিক ভাবে প্রথম দুই ম্যাচ থেকে ছিটকে গেছেন শুভমন গিল। তৃতীয় ম্যাচে তিনি খেলবেন কি না তা অবশ্য এখনও স্পষ্ট নয়।

মিডিয়া রিপোর্ট বলছে যে গিল অমদাবাদে পৌঁছে বিসিসিআই মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে থাকবেন। কী ভাবে দ্রুত মাঠে নামতে পারেন, সেই প্রচেষ্টা চলছে। এ দিন নেট প্র্যাকটিসেও দেখা যায় তাঁকে। তবে খুব বেশিক্ষণ নেটে ছিলেন না। এমন পরিস্থিতিতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা নিয়ে চলছে জোর জল্পনা।

এরই মধ্যে বোর্ড সূত্রে জানা গিয়েছে, শুভমনের শরীর আগের থেকে অনেক ভাল আছে বলেই তাঁকে আমদাবাদে পাঠানো হয়েছে। নইলে তাঁকে বাড়ি পাঠিয়ে দেওয়া হতো। আরেকটি সূত্রের খবর, বুধবার বেলা সাড়ে ১১টা থেকে বন্ধ দরজার পিছনে অনুশীলন করেন তিনি। সঙ্গে ছিলেন থ্রো-ডাউন বিশেষজ্ঞ। বেশ কিছু ক্ষণ ব্যাট করেন তিনি। তার পরেই শুভমনের খেলার সম্ভাবনা বেড়েছে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের প্রথম ম্যাচের আগে, অধিনায়ক রোহিত শর্মা বলেছিলেন যে অসুস্থতা কা‌টিয়ে উঠলে টিম ম্যানেজমেন্ট সুযোগ দেবে শুভমন গিলকে। রোহিতের কথায়, “… সে (শুভমন) অসুস্থ। আমি তার ব্যাপারটা বুঝতে পারছি। কিন্তু, একজন মানুষ হিসেবে সবার আগে, আমি চাই সে সুস্থ হোক। আমি চাই আগামীকালই গিল খেলুক। তবে তার আগে আমি চাই সে সুস্থ হয়ে উঠুক। তার এখন বয়স কম, শরীর ফিট তাই সে দ্রুত সুস্থ হয়ে উঠবে সেরে উঠবে”।

শুভমন গিলের জায়গায় ওপেন করা ঈশান কিসান অস্ট্রেলিয়ার বিপক্ষে শূন্য রানে আউট হয়ে গেলেও নয়াদিল্লিতে আফগানিস্তানের বিপক্ষে ৪৭ বলের ইনিংস খেলেছিলেন। এখন দেখার, শুভমন ফিরলে টিম ম্যানেজমেন্ট তাঁকে ছেঁটে ফেলে কি না।

আরও পড়ুন: বিশ্বকাপ ক্রিকেট ২০২৩: রোহিতের ব্যাটিং এবং বুমরাহের বোলিং-এ ভর করে আফগানিস্তানকে সহজেই হারাল ভারত

সাম্প্রতিকতম

রাশিয়ার আক্রমণের পর এই প্রথম ইউক্রেন সফরে যাওয়ার সম্ভাবনা প্রধানমন্ত্রী মোদীর

নয়াদিল্লি: সব কিছু ঠিকঠাক চললে আগামী ২৩ আগস্ট ইউক্রেন সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।...

প্রয়াত প্রাক্তন কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরীর, ক্যানসারের সঙ্গে দীর্ঘদিন লড়াইয়ের পর শেষ নিঃশ্বাস ত্যাগ

দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত থেকে এসএসকেএম হাসপাতালে প্রাক্তন কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরী প্রয়াত। বয়স হয়েছিল ৮৩ বছর। বালুরঘাটে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে।

জেনারেটিভ এআই প্রযুক্তিযুক্ত নয়া মডেলের স্মার্টফোন আনল রিয়েলমি

অত্যাধুনিক প্রযুক্তির নয়া মডেলের স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? আপনি কিনতেই পারেন রিয়েলমি সংস্থার নয়া...

আটকে একাধিক বিল, রাজভবনকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট

কলকাতা: রাজ্যের একাধিক বিল রাজভবনে আটকে আছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস সই করছেন না,...

আরও পড়ুন

‘ভোর ৪টেয় ঘুম থেকে উঠে পড়েছিলাম, দেখলাম মহম্মদ শামি ১৯ তলার ব্যালকনিতে দাঁড়িয়ে…’

খবর অনলাইন ডেস্ক: মহম্মদ শামি – ভারতের এখনকার ক্রিকেটে এক উল্লেখযোগ্য নাম। শুধু ভারত...

সমস্ত গুজবের অবসান, হার্দিক বললেন ‘আমি আর নাতাসা অনেক চেষ্টা করলাম…’

খবর অনলাইন ডেস্ক: শেষ পর্যন্ত ছাড়াছাড়ি হয়ে গেল তারকা ক্রিকেটার হার্দিক পাণ্ড্য এবং তাঁর...

হার্দিক নয়, ভারত-শ্রীলঙ্কা টি২০ সিরিজে নেতৃত্ব দেবেন সূর্যকুমার, একদিনের ম্যাচে রোহিত

খবর অনলাইন ডেস্ক: হার্দিক পাণ্ড্য নয়, ভারত-শ্রীলঙ্কা টি২০ সিরিজে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। আর...
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?