Homeখেলাধুলোক্রিকেটনেট প্র্যাকটিসে নেমে পড়লেন শুভমন! পাকিস্তান ম্যাচে খেলার সম্ভাবনা কতটা

নেট প্র্যাকটিসে নেমে পড়লেন শুভমন! পাকিস্তান ম্যাচে খেলার সম্ভাবনা কতটা

প্রকাশিত

ডেঙ্গি আক্রান্ত হয়ে বিশ্বকাপের প্রথম দুটো ম্যাচ তিনি খেলতে পারেননি শুভমন গিল। কেরিয়ারের প্রথম বিশ্বকাপে খেলতে না পারাটা একটা বড় ধাক্কার। তবে তিনি দ্রুত সুস্থ হচ্ছেন বলে খবর। জানা গিয়েছে, তিনি অমদাবাদে দলের সঙ্গে যোগ দিয়েছেন।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ভারতীয় দল যাওয়ার আগেই অমদাবাদে পৌঁছে গিয়েছেন শুভমন। সেখানে গিয়ে নাকি অনুশীলনও শুরু করে দিয়েছেন তিনি। ফলে তাঁকে দ্রুত মাঠে দেখতে মুখিয়ে রয়েছেন সমর্থকরা। তবে কি শনিবার পাকিস্তানের বিরুদ্ধে পাওয়া যাবে শুভমনকে?

১৪ অক্টোবর শনিবার পাকিস্তানের বিরুদ্ধে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩-এ নিজেদের তৃতীয় ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। অমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে ওই ম্যাচটি। ডেঙ্গুর কারণে আনুষ্ঠানিক ভাবে প্রথম দুই ম্যাচ থেকে ছিটকে গেছেন শুভমন গিল। তৃতীয় ম্যাচে তিনি খেলবেন কি না তা অবশ্য এখনও স্পষ্ট নয়।

মিডিয়া রিপোর্ট বলছে যে গিল অমদাবাদে পৌঁছে বিসিসিআই মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে থাকবেন। কী ভাবে দ্রুত মাঠে নামতে পারেন, সেই প্রচেষ্টা চলছে। এ দিন নেট প্র্যাকটিসেও দেখা যায় তাঁকে। তবে খুব বেশিক্ষণ নেটে ছিলেন না। এমন পরিস্থিতিতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা নিয়ে চলছে জোর জল্পনা।

এরই মধ্যে বোর্ড সূত্রে জানা গিয়েছে, শুভমনের শরীর আগের থেকে অনেক ভাল আছে বলেই তাঁকে আমদাবাদে পাঠানো হয়েছে। নইলে তাঁকে বাড়ি পাঠিয়ে দেওয়া হতো। আরেকটি সূত্রের খবর, বুধবার বেলা সাড়ে ১১টা থেকে বন্ধ দরজার পিছনে অনুশীলন করেন তিনি। সঙ্গে ছিলেন থ্রো-ডাউন বিশেষজ্ঞ। বেশ কিছু ক্ষণ ব্যাট করেন তিনি। তার পরেই শুভমনের খেলার সম্ভাবনা বেড়েছে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের প্রথম ম্যাচের আগে, অধিনায়ক রোহিত শর্মা বলেছিলেন যে অসুস্থতা কা‌টিয়ে উঠলে টিম ম্যানেজমেন্ট সুযোগ দেবে শুভমন গিলকে। রোহিতের কথায়, “… সে (শুভমন) অসুস্থ। আমি তার ব্যাপারটা বুঝতে পারছি। কিন্তু, একজন মানুষ হিসেবে সবার আগে, আমি চাই সে সুস্থ হোক। আমি চাই আগামীকালই গিল খেলুক। তবে তার আগে আমি চাই সে সুস্থ হয়ে উঠুক। তার এখন বয়স কম, শরীর ফিট তাই সে দ্রুত সুস্থ হয়ে উঠবে সেরে উঠবে”।

শুভমন গিলের জায়গায় ওপেন করা ঈশান কিসান অস্ট্রেলিয়ার বিপক্ষে শূন্য রানে আউট হয়ে গেলেও নয়াদিল্লিতে আফগানিস্তানের বিপক্ষে ৪৭ বলের ইনিংস খেলেছিলেন। এখন দেখার, শুভমন ফিরলে টিম ম্যানেজমেন্ট তাঁকে ছেঁটে ফেলে কি না।

আরও পড়ুন: বিশ্বকাপ ক্রিকেট ২০২৩: রোহিতের ব্যাটিং এবং বুমরাহের বোলিং-এ ভর করে আফগানিস্তানকে সহজেই হারাল ভারত

সাম্প্রতিকতম

রাজস্থানে মুখ্যমন্ত্রীর দৌড়ে আরও একটি বড়ো নাম, কার ভাগ্যে শিকে ছিঁড়বে

রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তীসগঢ়ে চলমান রাজনৈতিক অস্থিরতা ভোট গণনার পরেও অব্যাহত রয়েছে। এই তিনটি...

বৃহস্পতিতেও বাংলায় বৃষ্টি, বর্ষণ থামলেই দ্রুত নামবে পারদ

কলকাতা: আকাশ মেঘলা। বুধবারের পর বৃহস্পতিবার সকাল থেকেই রাজ্যের কয়েকটি জেলাতে হালকা থেকে মাঝারি...

তেলঙ্গনায় বৃহস্পতিবার এবং মিজোরামে শপথগ্রহণ শুক্রে, বিজেপির জেতা ৩ রাজ্যে বিলম্বের কারণ কী

রবিবার ফলাফল ঘোষিত হয়েছে রাজস্থান,মধ্যপ্রদেশ, তেলঙ্গনা এবং ছত্তীসগঢ় বিধানসভা ভোটের। সোমবার জানা গিয়েছে মিজোরামের...

উত্তরকাশীর সেই টানেলের দায়িত্ব পাবে এক বিশেষ সংস্থা, নীরবতা দুর্ঘটনায়

কয়েক দিন সারা দেশে আলোড়ন ফেলেছিল উত্তরকাশীর নির্মীয়মাণ সুড়ঙ্গ ধসের ঘটনা। ভেঙে পড়া সুড়ঙ্গের...

আরও পড়ুন

সৌরভ গাঙ্গুলি আবার বললেন, তিনি বিরাট কোহলিকে অধিনায়কত্ব থেকে সরাননি

খবর অনলাইন ডেস্ক: ২০২১-এর টি২০ বিশ্বকাপে ভারত গ্রুপ লিগেই বিদায় নিয়েছিল। এর পরেই ভারতের...

টি২০ সিরিজ: অক্ষরের বোলিং আর রিঙ্কুর ব্যাটিং-এ ভর করে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ দখল ভারতের  

ভারত: ১৭৪-৯ (রিঙ্কু সিং ৪৬, যশস্বী জয়সোয়াল ৩৭, বেন ডোয়ারসুইশ ৩-৪০, তনবীর সংঘ ২-৩০) অস্ট্রেলিয়া:...

দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় দল: টেস্টে রোহিত, একদিনের ম্যাচে রাহুল, টি২০-তে সূর্যকুমার অধিনায়ক

মুম্বই: দক্ষিণ আফ্রিকা সফরে ভারতের পুরুষ ক্রিকেট দল ঘোষণা করল ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড...