Homeখেলাধুলোক্রিকেটনেট প্র্যাকটিসে নেমে পড়লেন শুভমন! পাকিস্তান ম্যাচে খেলার সম্ভাবনা কতটা

নেট প্র্যাকটিসে নেমে পড়লেন শুভমন! পাকিস্তান ম্যাচে খেলার সম্ভাবনা কতটা

প্রকাশিত

ডেঙ্গি আক্রান্ত হয়ে বিশ্বকাপের প্রথম দুটো ম্যাচ তিনি খেলতে পারেননি শুভমন গিল। কেরিয়ারের প্রথম বিশ্বকাপে খেলতে না পারাটা একটা বড় ধাক্কার। তবে তিনি দ্রুত সুস্থ হচ্ছেন বলে খবর। জানা গিয়েছে, তিনি অমদাবাদে দলের সঙ্গে যোগ দিয়েছেন।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ভারতীয় দল যাওয়ার আগেই অমদাবাদে পৌঁছে গিয়েছেন শুভমন। সেখানে গিয়ে নাকি অনুশীলনও শুরু করে দিয়েছেন তিনি। ফলে তাঁকে দ্রুত মাঠে দেখতে মুখিয়ে রয়েছেন সমর্থকরা। তবে কি শনিবার পাকিস্তানের বিরুদ্ধে পাওয়া যাবে শুভমনকে?

১৪ অক্টোবর শনিবার পাকিস্তানের বিরুদ্ধে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩-এ নিজেদের তৃতীয় ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। অমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে ওই ম্যাচটি। ডেঙ্গুর কারণে আনুষ্ঠানিক ভাবে প্রথম দুই ম্যাচ থেকে ছিটকে গেছেন শুভমন গিল। তৃতীয় ম্যাচে তিনি খেলবেন কি না তা অবশ্য এখনও স্পষ্ট নয়।

মিডিয়া রিপোর্ট বলছে যে গিল অমদাবাদে পৌঁছে বিসিসিআই মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে থাকবেন। কী ভাবে দ্রুত মাঠে নামতে পারেন, সেই প্রচেষ্টা চলছে। এ দিন নেট প্র্যাকটিসেও দেখা যায় তাঁকে। তবে খুব বেশিক্ষণ নেটে ছিলেন না। এমন পরিস্থিতিতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা নিয়ে চলছে জোর জল্পনা।

এরই মধ্যে বোর্ড সূত্রে জানা গিয়েছে, শুভমনের শরীর আগের থেকে অনেক ভাল আছে বলেই তাঁকে আমদাবাদে পাঠানো হয়েছে। নইলে তাঁকে বাড়ি পাঠিয়ে দেওয়া হতো। আরেকটি সূত্রের খবর, বুধবার বেলা সাড়ে ১১টা থেকে বন্ধ দরজার পিছনে অনুশীলন করেন তিনি। সঙ্গে ছিলেন থ্রো-ডাউন বিশেষজ্ঞ। বেশ কিছু ক্ষণ ব্যাট করেন তিনি। তার পরেই শুভমনের খেলার সম্ভাবনা বেড়েছে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের প্রথম ম্যাচের আগে, অধিনায়ক রোহিত শর্মা বলেছিলেন যে অসুস্থতা কা‌টিয়ে উঠলে টিম ম্যানেজমেন্ট সুযোগ দেবে শুভমন গিলকে। রোহিতের কথায়, “… সে (শুভমন) অসুস্থ। আমি তার ব্যাপারটা বুঝতে পারছি। কিন্তু, একজন মানুষ হিসেবে সবার আগে, আমি চাই সে সুস্থ হোক। আমি চাই আগামীকালই গিল খেলুক। তবে তার আগে আমি চাই সে সুস্থ হয়ে উঠুক। তার এখন বয়স কম, শরীর ফিট তাই সে দ্রুত সুস্থ হয়ে উঠবে সেরে উঠবে”।

শুভমন গিলের জায়গায় ওপেন করা ঈশান কিসান অস্ট্রেলিয়ার বিপক্ষে শূন্য রানে আউট হয়ে গেলেও নয়াদিল্লিতে আফগানিস্তানের বিপক্ষে ৪৭ বলের ইনিংস খেলেছিলেন। এখন দেখার, শুভমন ফিরলে টিম ম্যানেজমেন্ট তাঁকে ছেঁটে ফেলে কি না।

আরও পড়ুন: বিশ্বকাপ ক্রিকেট ২০২৩: রোহিতের ব্যাটিং এবং বুমরাহের বোলিং-এ ভর করে আফগানিস্তানকে সহজেই হারাল ভারত

সাম্প্রতিকতম

জাতীয় সামাজিক সুরক্ষা প্রকল্পে নতুন উদ্যোগ, এ বার উপভোক্তাদের ঘরে পৌঁছবে লাইফ সার্টিফিকেট

জাতীয় সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় থাকা উপভোক্তাদের হাতে ঘরে গিয়ে তুলে দেওয়া হচ্ছে ডিজিটাল লাইফ সার্টিফিকেট। রাজ্যের লক্ষাধিক প্রবীণ, বিধবা ও বিশেষভাবে সক্ষম নাগরিকরা উপকৃত।

ওবিসিদের আবেদনেও ছাড় নয়, নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন করল এসএসসি

ওবিসি প্রার্থীদের জন্য ছাড় থাকছে না এসএসসি নিয়োগে। জেনারেল প্রার্থীদের মতোই আবেদন ও ফি দিতে হবে। চূড়ান্ত সিদ্ধান্ত কোর্টের উপর নির্ভরশীল।

এসবিআই-তে প্রোবেশনারি অফিসার পদে চাকরির সুযোগ, মোট শূন্যপদ ৫৪১, আবেদনের শেষ তারিখ ১৪ জুলাই

এসবিআই-তে প্রোবেশনারি অফিসার পদে ৫৪১ জন কর্মী নিয়োগ। অনলাইনে আবেদন চলবে ১৪ জুলাই পর্যন্ত। বেতন ৮৫,৯২০ টাকা পর্যন্ত।

আরও পড়ুন

লন্ডনে প্রয়াত ভারতের প্রাক্তন ক্রিকেটার দিলীপ দোশী

খবর অনলাইন ডেস্ক: সোমবার লন্ডনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন দিলীপ দোশী। মৃত্যুকালে ভারতের...

একটি টেস্ট ম্যাচের দুটি ইনিংসেই সেঞ্চুরি করে নানা নজির গড়লেন ঋষভ পন্থ

খবর অনলাইন ডেস্ক: একটি টেস্ট ম্যাচের দুটি ইনিংসেই সেঞ্চুরি করে টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে