খবর অনলাইন ডেস্ক: ২০২১-এর টি২০ বিশ্বকাপে ভারত গ্রুপ লিগেই বিদায় নিয়েছিল। এর পরেই ভারতের টি২০ ক্রিকেট দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান বিরাট কোহলি। এর পর থেকেই সৌরভ গাঙ্গুলি এবং বিরাট কোহলির তথাকথিত শত্রুতা সংবাদমাধ্যমে অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্যবস্তু হয়ে ওঠে।
প্রথমে ভারতীয় পুরুষ ক্রিকেটে টি২০ দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান কোহলি। এর পর তাঁকে একদিনের ম্যাচে অধিনায়কত্ব সরিয়ে দেওয়া হলে কোহলি টেস্ট দলের অধিনায়কত্ব থেকেও অব্যাহতি নেন।
তবে কোহলি দাবি করেন, তিনি একদিনের ম্যাচে এবং টেস্টে অধিনায়কত্ব চালিয়ে যেতে চেয়েছিলেন। এবং বিসিসিআই কখনোই তাঁকে টি২০ দলের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার বিষয়টি পুনর্বিবেচনা করতে বলেনি। কোহলির এই দাবি দেশের ক্রিকেটমহলকে হতবুদ্ধি করে তোলে।
সেই সময়ে তদানীন্তন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি বারবার বলেছিলেন, ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কত্ব থেকে বিরাট কোহলির সরে যাওয়ার ব্যাপারে তাঁর কোনো দায় নেই। বরং উলটে তিনি বলেন, তিনি কোহলিকে টি২০ দলের অধিনায়কত্ব চালিয়ে যেতে বলেছিলেন। কারণ নির্বাচকরা মনে করেন, সাদা বলের ক্রিকেটে একাধিক অধিনায়ক না থাকাই ভালো।
‘দাদা’ সে দিনও একই কথা বললেন। বললে, “অধিনায়কত্ব থেকে আমি বিরাটকে সরাইনি।” রিয়ালিটি শো ‘দাদাগিরি আনলিমিটেড সিজন ১০’-এ সৌরভ বলেন, “আমি এটা অনেক বার বলেছি। টি২০ দলের অধিনায়কত্ব চালিয়ে যাওয়ার কোনো ইচ্ছা তার ছিল না। তাই, ও এই সিদ্ধান্ত নেওয়ার পর আমি বলেছিলাম, ‘তুমি যদি টি২০ দলের নেতৃত্ব দেওয়ার ব্যাপারে আগ্রহী না হও, তা হলে পুরো সাদা বলের ক্রিকেটে অধিনায়কত্ব থেকে তোমার সরে দাঁড়ানোই ভালো। সে ক্ষেত্রে একজন সাদা বলের ক্রিকেটে আর একজন লাল বলের ক্রিকেটে অধিনায়কত্ব করবে।”
সৌরভ আরও বলেন, ক্রিকেটের তিনটি ফরম্যাটেই অধিনায়কত্ব করার ব্যাপারে রোহিত শর্মার আগ্রহ ছিল না। কিন্তু তিনি তাঁকে এই দায়িত্ব পালন করার ব্যাপারে রাজি করান।
সৌরভ বলেন, “ক্রিকেটের তিনটি ফরম্যাটেই অধিনায়কত্ব করার জন্য আমিই বলে-কয়ে রোহিত শর্মাকে রাজি করিয়েছিলাম। এ ক্ষেত্রে আমার কিছু অবদানও হয়তো আছে। কিন্তু ক্রিকেট প্রশাসন চালাচ্ছেন, সেটা কোনো বিষয় নেই। খেলোয়াড়রাই মাঠে পারফর্ম করেন। ভারতীয় ক্রিকেটকে আরও উন্নত করার জন্য আমাকে বিসিসিআই সভাপতি করা হয়েছিল। গোটা ব্যাপারটার এটা অতি ক্ষুদ্র অংশ।”
আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় দল: টেস্টে রোহিত, একদিনের ম্যাচে রাহুল, টি২০-তে সূর্যকুমার অধিনায়ক