Homeখেলাধুলোক্রিকেটসৌরভ গাঙ্গুলি আবার বললেন, তিনি বিরাট কোহলিকে অধিনায়কত্ব থেকে সরাননি

সৌরভ গাঙ্গুলি আবার বললেন, তিনি বিরাট কোহলিকে অধিনায়কত্ব থেকে সরাননি

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: ২০২১-এর টি২০ বিশ্বকাপে ভারত গ্রুপ লিগেই বিদায় নিয়েছিল। এর পরেই ভারতের টি২০ ক্রিকেট দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান বিরাট কোহলি। এর পর থেকেই সৌরভ গাঙ্গুলি এবং বিরাট কোহলির তথাকথিত শত্রুতা সংবাদমাধ্যমে অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্যবস্তু হয়ে ওঠে।

প্রথমে ভারতীয় পুরুষ ক্রিকেটে টি২০ দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান কোহলি। এর পর তাঁকে একদিনের ম্যাচে অধিনায়কত্ব সরিয়ে দেওয়া হলে কোহলি টেস্ট দলের অধিনায়কত্ব থেকেও অব্যাহতি নেন।

তবে কোহলি দাবি করেন, তিনি একদিনের ম্যাচে এবং টেস্টে  অধিনায়কত্ব চালিয়ে যেতে চেয়েছিলেন। এবং বিসিসিআই কখনোই তাঁকে টি২০ দলের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার বিষয়টি পুনর্বিবেচনা করতে বলেনি। কোহলির এই দাবি দেশের ক্রিকেটমহলকে হতবুদ্ধি করে তোলে।

সেই সময়ে তদানীন্তন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি বারবার বলেছিলেন, ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কত্ব থেকে বিরাট কোহলির সরে যাওয়ার ব্যাপারে তাঁর কোনো দায় নেই। বরং উলটে তিনি বলেন, তিনি কোহলিকে টি২০ দলের অধিনায়কত্ব চালিয়ে যেতে বলেছিলেন। কারণ নির্বাচকরা মনে করেন, সাদা বলের ক্রিকেটে একাধিক অধিনায়ক না থাকাই ভালো।

‘দাদা’ সে দিনও একই কথা বললেন। বললে, “অধিনায়কত্ব থেকে আমি বিরাটকে সরাইনি।” রিয়ালিটি শো ‘দাদাগিরি আনলিমিটেড সিজন ১০’-এ সৌরভ বলেন, “আমি এটা অনেক বার বলেছি। টি২০ দলের অধিনায়কত্ব চালিয়ে যাওয়ার কোনো ইচ্ছা তার ছিল না। তাই, ও এই সিদ্ধান্ত নেওয়ার পর আমি বলেছিলাম, ‘তুমি যদি টি২০ দলের নেতৃত্ব দেওয়ার ব্যাপারে আগ্রহী না হও, তা হলে পুরো সাদা বলের ক্রিকেটে অধিনায়কত্ব থেকে তোমার সরে দাঁড়ানোই ভালো। সে ক্ষেত্রে একজন সাদা বলের ক্রিকেটে আর একজন লাল বলের ক্রিকেটে অধিনায়কত্ব করবে।”    

সৌরভ আরও বলেন, ক্রিকেটের তিনটি ফরম্যাটেই অধিনায়কত্ব করার ব্যাপারে রোহিত শর্মার আগ্রহ ছিল না। কিন্তু তিনি তাঁকে এই দায়িত্ব পালন করার ব্যাপারে রাজি করান।

সৌরভ বলেন, “ক্রিকেটের তিনটি ফরম্যাটেই অধিনায়কত্ব করার জন্য আমিই বলে-কয়ে রোহিত শর্মাকে রাজি করিয়েছিলাম। এ ক্ষেত্রে আমার কিছু অবদানও হয়তো আছে। কিন্তু ক্রিকেট প্রশাসন চালাচ্ছেন, সেটা কোনো বিষয় নেই। খেলোয়াড়রাই মাঠে পারফর্ম করেন। ভারতীয় ক্রিকেটকে আরও উন্নত করার জন্য আমাকে বিসিসিআই সভাপতি করা হয়েছিল। গোটা ব্যাপারটার এটা অতি ক্ষুদ্র অংশ।”

আরও পড়ুন   

দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় দল: টেস্টে রোহিত, একদিনের ম্যাচে রাহুল, টি২০-তে সূর্যকুমার অধিনায়ক

সাম্প্রতিকতম

প্রয়াত প্রাক্তন কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরীর, ক্যানসারের সঙ্গে দীর্ঘদিন লড়াইয়ের পর শেষ নিঃশ্বাস ত্যাগ

দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত থেকে এসএসকেএম হাসপাতালে প্রাক্তন কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরী প্রয়াত। বয়স হয়েছিল ৮৩ বছর। বালুরঘাটে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে।

জেনারেটিভ এআই প্রযুক্তিযুক্ত নয়া মডেলের স্মার্টফোন আনল রিয়েলমি

অত্যাধুনিক প্রযুক্তির নয়া মডেলের স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? আপনি কিনতেই পারেন রিয়েলমি সংস্থার নয়া...

আটকে একাধিক বিল, রাজভবনকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট

কলকাতা: রাজ্যের একাধিক বিল রাজভবনে আটকে আছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস সই করছেন না,...

‘পূর্ণ শক্তি দিয়ে সন্ত্রাস দমন’, কার্গিল দিবসে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি: সম্প্রতি জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনা ক্রমশ বাড়ছে। শুক্রবার কার্গিল বিজয় দিবসের...

আরও পড়ুন

‘ভোর ৪টেয় ঘুম থেকে উঠে পড়েছিলাম, দেখলাম মহম্মদ শামি ১৯ তলার ব্যালকনিতে দাঁড়িয়ে…’

খবর অনলাইন ডেস্ক: মহম্মদ শামি – ভারতের এখনকার ক্রিকেটে এক উল্লেখযোগ্য নাম। শুধু ভারত...

সমস্ত গুজবের অবসান, হার্দিক বললেন ‘আমি আর নাতাসা অনেক চেষ্টা করলাম…’

খবর অনলাইন ডেস্ক: শেষ পর্যন্ত ছাড়াছাড়ি হয়ে গেল তারকা ক্রিকেটার হার্দিক পাণ্ড্য এবং তাঁর...

হার্দিক নয়, ভারত-শ্রীলঙ্কা টি২০ সিরিজে নেতৃত্ব দেবেন সূর্যকুমার, একদিনের ম্যাচে রোহিত

খবর অনলাইন ডেস্ক: হার্দিক পাণ্ড্য নয়, ভারত-শ্রীলঙ্কা টি২০ সিরিজে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। আর...
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?