Homeখেলাধুলোক্রিকেটএশিয়া কাপ: তীরে এসেও তরী ডুবল আফগানিস্তানের, ২ রানে শ্রীলঙ্কার কাছে হেরে...

এশিয়া কাপ: তীরে এসেও তরী ডুবল আফগানিস্তানের, ২ রানে শ্রীলঙ্কার কাছে হেরে বিদায়

প্রকাশিত

শ্রীলঙ্কা: ২৯১-৮ (কুশল মেন্ডিস ৯২, পাথুম নিঃশঙ্ক ৪১, গুলবদন নাইব ৪-৬০, রশিদ খান ২-৬৩)

আফগানিস্তান: ২৮৯ (৩৭.৪ ওভারে) (মহম্মদ নবি ৬৫, হাশমুতুল্লাহ শহিদি ৫৯, কাসুন রজিতা ৪-৭৯, ধনঞ্জয় ডি সিলভা ২-১২)

লাহোর: মন আর হৃদয় জিতে নিল আফগানিস্তান, কিন্তু প্রতিদ্বন্দ্বিতায় জিতল শ্রীলঙ্কা। স্কোরবোর্ড বলবে শ্রীলঙ্কা ২ রানে জিতেছে। এবং এই জয়ের ফলে তারা টানা ১২টা একদিনের ম্যাচ জিতল। কিন্তু খেলা বলবে কী ভাবে কপালজোরে এশিয়া কাপের সুপার ৪-এ গেল শ্রীলঙ্কা।

বাংলাদেশের কাছে সাংঘাতিক ভাবে হেরে যাওয়ার পর আফগানিস্তান জানত, সুপার ৪-এ যেতে হলে তাদের শ্রীলঙ্কাকে তো হারাতে হবেই উপরন্তু সেই রকম নেট রান রেট (এনআরআর) রাখতে হবে। তাদের যদি রান তাড়া করে জিততে হয় তা হলে ৩৭ ওভারের কমবেশি বলে তাদের লক্ষ্যমাত্রায় পৌঁছোতে হবে।

নিতান্তই দুর্ভাগ্য আফগানিস্তানের। ম্যাচ কী ভাবে জেতা যাবে সেই সঠিক হিসাব যদি আফগান খেলোয়াড়দের কাছে থাকত তা হলে হয়তো আমরা শ্রীলঙ্কাকে নয়, আফগানিস্তানকেই এশিয়া কাপের সুপার ৪-এ দেখতে পেতাম। ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক।

কুশলের দুর্দান্ত ব্যাট, শ্রীলঙ্কা ২৯১

মঙ্গলবার লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে টসে জিতে স্বাভাবিক ভাবেই ব্যাট নেয় শ্রীলঙ্কা। মূলত কুশল মেন্ডিসের ৮৪ বলে ৯২ বলের সুবাদে তারা পৌঁছে যায় ২৯১ রানে। এই ২৯১ রানে পৌঁছোতে তারা হারায় ৮টি উইকেট। এই স্কোরে পৌঁছোতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল দুই টেলএন্ডারের খেলা। অষ্টম উইকেটের জুটিতে দুনিত ওয়েলালেগ এবং মহিশ ঠিকসানা করেন ৬৪ রান।

৩৯.১ ওভারের মাথায় আউট হন কুশল মেন্ডিস। মাত্র ৮ রানের জন্য শতরান থেকে বঞ্চিত হন তিনি। রশিদ খান তাঁকে রান আউট করেন। দুনিত ওয়েলালেগের সঙ্গী হন মহিশ ঠিকসানা। তাঁরা দু’জনে একেবারে শেষ পর্যন্ত খেলা চালিয়ে যান। ৬৪ রান যোগ করার পরে ৫০তম ওভারের শেষ বলে আউট হন ঠিকসানা।

আশা জাগিয়ে গেলেন নবি  

জয়ের জন্য আফগানিস্তানকে ২৯২ রানের লক্ষ্যমাত্রা দিয়েছিল শ্রীলঙ্কা। এবং শুধু জয় নয়, সুপার ৪-এ যেতে হলে এই রান করতে হবে ৩৭.১ ওভারে। আফগানিস্তান যে ভাবে খেলা শুরু করে তাতে কেউ স্বপ্নেও ভাবেনি তারা তাদের লক্ষ্যপূরণ করতে পারবে। ৫০ রানের মধ্যেই ৩ উইকেট পড়ে যায় তাদের। তারা ৫০-এ পৌঁছেছিল ৮.১ ওভারে। অর্থাৎ শ্রীলঙ্কাকে পিছনে ফেলতে হলে বাকি ২৪২ রান করতে হবে মোটামুটি ২৯ ওভারে।  

এই পরিস্থিতিতে রহমত শাহের সঙ্গে যোগ দিলেন হাশমুতুল্লাহ শহিদি। দু’জনে মিলে আরও ১০.৩ ওভারে যোগ করলেন ৭১ রান। অর্থাৎ হাতে রয়েছে আর ১১০টা বল। আর লক্ষ্যমাত্রায় পৌঁছোতে হলে করতে হবে ১৭১ রান। আশা ক্রমশ দূর হয়ে যাচ্ছে আফগান সমর্থকদের। এমন সময়ে ব্যাট হাতে নামলেন মহম্মদ নবি।

শ্রীলঙ্কার খেলোয়াড়দের তাড়িয়ে খেললেন নবি। পুল করলেন, কাট করলেন, দুরন্ত গতিতে মাটিঘেঁষা শট মারলেন। ৩২ বল খেললেন। তারই মধ্যে ৫টা ছয়, আর ছ’টা চার মারলেন। শহিদি আর নবির জুটিতে ৪৭ বলে যোগ হল ৮০ রান। নবি নিজে করলেন ৩২ বলে ৬৫। নবি যখন আউট হলেন তখন দলের স্কোর ২৬.৩ ওভারে ৫ উইকেটে ২০১। চেষ্টা করলে আফগানিস্তান পারবে – নবি এই আশা জাগিয়ে গেলেন আফগান প্লেয়ার আর সমর্থকদের মধ্যে।

সঠিক হিসাবের তথ্য ছিল না আফগান ব্যাটারদের  

আর দরকার ৬৪ বলে ৯১ রান। নবি যে পথ দেখিয়ে গেলেন সেই পথেই হাঁটলেন দলের বাকি ব্যাটাররা। ৩৭তম ওভারে ৩টে বাউন্ডারি মেরে দলকে ২৮৯ রানে পৌঁছে দিলেন রশিদ খান। নেট রান রেট-এ পৌঁছোতে হলে বাকি ১ বলে ৩ রান করতে হবে।

৩৮তম ওভারে ব্যাট হাতে মুজিব উর রহমান। কিন্তু মুজিব আউট হয়ে গেলেন। ডি সিলভার বলে সমরভিকরামার হাতে ক্যাচ দিয়ে। নামলেন শেষ ব্যাটার ফজলহক ফারুকি। তখনও কিন্তু সুপার ৪-এ যাওয়ার সুযোগ ছিল আফগানদের, যদি ৩৭.৫ বলে দল রান নিয়ে যেতে পারে ২৯৫-এ। অর্থাৎ একটা ছয় মারতে পারলেই কেল্লা ফতে। কিন্তু এটা জানা ছিল না আফগান ব্যাটারদের। তাই ফারুকি পর পর দুটো বল খেললেন রক্ষণাত্মক ভঙ্গিমায়। বল মারার কোনো চেষ্টাই করলেন না। এবং ৩৭.৪ বলে ডি সিলভার বলে এলবিডব্লিউ আউট হলেন ফারুকি। আশাভঙ্গ হল আফগানিস্তানের।

হিসাবের তথ্যটা যদি ঠিকঠাক পৌঁছোত আফগান ক্রিকেটারদের কাছে তা হলে অন্তত ১ রান করে ফারুকি চেষ্টা করতেন রশিদকে স্ট্রাইক দিতে। রশিদ আরও ৩টে বল পেতেন বাকি ৫ রান করার জন্য। শেষ একটা চেষ্টা করতে পারত আফগানিস্তান। কিন্তু তা হল না। একটা অসম্ভব জয় পেয়ে গেল শ্রীলঙ্কা।

Advertisements
Claim Your Gift Card Now
- Advertisement -Claim Your Gift Card Now

সাম্প্রতিকতম

আমেরিকার প্রথম ভারতীয় বংশোদ্ভূত সেকেন্ড লেডি হতে চলেছেন উষা চিলুকুরি ভ্যান্স

ডোনাল্ড ট্রাম্পের রানিং মেট জেডি ভ্যান্সের স্ত্রী উষা চিলুকুরি ভ্যান্স, প্রথম ভারতীয় বংশোদ্ভূত মার্কিন সেকেন্ড লেডি হওয়ার পথে। তার আদি নিবাস ভারতের অন্ধ্রপ্রদেশের একটি গ্রাম, যেখানে তার সাফল্যের জন্য প্রার্থনা চলছে।

পোস্তায় জগদ্ধাত্রী পুজো উদ্বোধন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

বুধবার কলকাতার পোস্তায় মার্চেন্টস অ্যাসোসিয়েশনের পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই চন্দননগরের...

ছটপুজোতে গঙ্গাকে দূষণমুক্ত করতে ‘গঙ্গা উৎসব’ হয়ে গেল ফলতায়

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,ফলতা : দীপাবলি শেষ হতে চলে এল আরেক উৎসব ছটপুজো। এখন রাজ্যে মহাসমারোহে...

আটকানো যায় সিলিংয়ে, বিশ্বের প্রথম আরজিবি লেজার প্রযুক্তির প্রোজেক্টর আনল ViewSonic

সিঙ্গল স্ক্রিন হোক কিংবা মাল্টিপ্লেক্স, আর যেতে হবে না সিনেমাহলে। এ বার ঘরই হয়ে...

আরও পড়ুন

এই রঞ্জিই তাঁর শেষ ক্রিকেট মরশুম, ঘোষণা করলেন ঋদ্ধিমান সাহা

কলকাতা: ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করলেন ভারতীয় দলের উইকেটকিপার ঋদ্ধিমান সাহা। তিনি...

ভারত কি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলতে পারবে? হিসাব কী বলছে

খবর অনলাইন ডেস্ক: ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলতে পারবে তো? ঘরের মাঠে নিউজিল্যান্ডের...

২৪ বছর পর ঘরের মাঠে চুনকাম ভারত, কিউয়িদের কাছে সিরিজ খোয়াল ৩-০ ফলে

নিউজিল্যান্ড: ২৩৫ (মিশেল স্টার্ক ৮২, উইল ইয়ং ৭১, রবীন্দ্র জাদেজা ৫-৬৫, ওয়াশিংটন সুন্দর ৪-৮১)...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে