Homeখেলাধুলোক্রিকেটবিশ্বের প্রবীণতম ক্রিকেটার, ভারতীয় ক্রিকেটের ‘ভীষ্ম পিতামহ’ রুসি কুপারের জীবনাবসান

বিশ্বের প্রবীণতম ক্রিকেটার, ভারতীয় ক্রিকেটের ‘ভীষ্ম পিতামহ’ রুসি কুপারের জীবনাবসান

প্রকাশিত

মুম্বই: নিজের ক্রিকেটজীবনে সেঞ্চুরি করেছেন। ইহজীবনেও সেঞ্চুরি করেন গত ডিসেম্বর মাসে। কিন্তু এ বার তাঁর পথচলা থেমে গেল। জীবনাবসান হল বিশ্বের প্রবীণতম প্রথম শ্রেণির ক্রিকেটার রুসি কুপারের। সোমবার সক্কালে দক্ষিণ মুম্বইয়ের কেম্পস কর্নারে তাঁর নিজের বাসভবনে ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। রেখে গেলেন তাঁর একমাত্র কন্যা দিনাজকে।

রুসি কুপারকে বলা হত ভারতীয় ক্রিকেটের ‘ভীষ্ম পিতামহ’। পুরো নাম রুস্তম সোরাবজি কুপার। প্রথম শ্রেণির ক্রিকেটার হিসাবে বিশ্বের মধ্যে সব চেয়ে দীর্ঘ জীবন পেলেন তিনি। স্বাধীনতা-পূর্ব সময়ে যে সব ভারতীয় ক্রিকেটার পেন্টিগুলার্স লিগ টুর্নামেন্ট এবং রঞ্জি ট্রফিতে খেলেছিলেন তাঁদের মধ্যে একমাত্র রুসি কুপারই বেঁচেছিলেন। পেন্টিগুলার্স লিগে যোগদানকারী দলগুলি গড়া হত সম্প্রদায়ের ভিত্তিতে। রুসি কুপার ছিলেন পারসি। ‘দ্য পার্সিস’-এর হয়ে রুসি খেলেন ১৯৪১-৪২ থেকে ১৯৪৪-৪৫ পর্যন্ত। বম্বের হয়ে খেলেন ১৯৪৩-৪৪ এবং ১৯৪৪-৪৫ সালে এবং ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেটে মিডলসেক্সের হয়ে খেলেছিলেন ১৯৪৯ থেকে ১৯৫১ পর্যন্ত।

১৯৪৪-৪৫-এ বম্বের হয়ে কুপারের রঞ্জি ট্রফি ফাইনালের খেলাটি স্মরণীয় হয়ে থাকবে। ব্র্যাবোর্ন স্টেডিয়ামে আয়োজিত ওই ফাইনালে হোলকারদের বিরুদ্ধে প্রথম ইনিংসে রুসি করেন ৫২ রান এবং দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি-সহ ১০৪ রান। হোলকারদের ৩৭৪ রানে হারিয়ে খেতাব জেতে বম্বে।

সে বারই ছিল রুসির শেষ রঞ্জি খেলা। অসাধারণ খেলেছিলেন তিনি। সেই মরশুমে রান করেছিলেন ৫৫১, গড় ৯১.৮২। করেছিলেন দুটি শতরান এবং পাঁচটি অর্ধশত রান।            

২৩ বছর বয়সে রুসি যোগ দেন লন্ডন স্কুল অফ ইকোনমিক্স-এ। সেখানেই পড়তে পড়তে ১৯৪৭-এ মিডলসেক্সের হয়ে কাউন্টি খেলা শুরু করেন।

পেন্টাগুলার্স ও রঞ্জি খেলা রুসি হয়তো ভারতের হয়ে খেলতেন, কিন্তু জাহাজ কোম্পানির ভালো চাকরি তাঁকে অন্য পথে যেতে বাধ্য করল। ১৯৫৪-তে ভারতে ফিরে আসেন রুসি কুলার। তখন স্থানীয় টুর্নামেন্টগুলিতে ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়ার হতে খেলতেন। এবং প্রচুর রান করতেন।

পুরোনো দিনের ১২ জন ক্রিকেটারের একটা গ্রুপ ছিল মুম্বইয়ে। রুসির নেতৃত্বে তাঁরা প্রতি বৃহস্পতিবার বিকেলে ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়ায় বসতেন। টি কে কন্ট্রাক্টর গত হওয়ার পরে ওই আড্ডা বন্ধ হয়ে যায়। ওই আড্ডায় আরও যাঁরা যোগ দিতেন তাঁদের মধ্যে উল্লেখযোগ্য বিজয় মার্চেন্ট, আনন্দজি দোসা, নরি কন্ট্রাক্টর, ফারুকা বারুচা, রুসি মোদী, মাধব আপ্তে, অরবিন্দ আপ্তে প্রমুখ।    

গত বছরের ১৪ ডিসেম্বর জন্মের ১০০ বছর পূর্ণ হয় পুরো নাম রুস্তম সোরাবজি কুপারের। জীবনের সেঞ্চুরি করে বিদায় নিলেন তিনি। মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রুসি কুপারের মৃত্যুতে শোক প্রকাশ করা হয় এবং শোকাহত পরিবারকে সমবেদনা জানানো হয়।

আরও পড়ুন  

পদ্মা সেতুতে ফটোসেশন বিশ্বকাপের ট্রফির

সাম্প্রতিকতম

মধ্যপ্রাচ্যে ক্রমশই উত্তেজনা বাড়ছে, প্যারিসে গুরুত্বপূর্ণ বৈঠকে মার্কিন বিদেশমন্ত্রী ব্লিঙ্কেন

মার্কিন বিদেশমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন প্যারিসে পৌঁছেছেন। যেখানে তিনি ফ্রান্সের আয়োজিত মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে এক...

এশিয়ার সেরা ফোটোজেনিক পর্যটনস্থলগুলির মধ্যে জায়গা করে নিল তাজমহল ও হাম্পি  

খবর অনলাইন ডেস্ক: ক্যামেরাবন্দি করার মতো দৃশ্য চারিপাশে অনেক। এসব স্থান শুধু সাংস্কৃতিক ও...

১ ডিসেম্বর সিবিএসই-র সিটেট পরীক্ষা, অনলাইনে আবেদন কবে পর্যন্ত

কেন্দ্রীয় সরকারের অধীনস্থ স্কুলে শিক্ষকতার চাকরি করবেন বলে স্বপ্ন দেখেন? রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর।...

৪২ দিনের কর্মবিরতি তুলে নিলেন জুনিয়র ডাক্তারেরা, তবে আন্দোলন চলবে

আরজি করের ঘটনার পর ৪২ দিনের কর্মবিরতি শেষে জুনিয়র ডাক্তারেরা আপাতত কাজে ফিরলেও তাঁদের আন্দোলন চলবে। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নবান্নে মুখ্যসচিবের চিঠিতে সন্তুষ্ট জুনিয়র চিকিৎসকেরা।

আরও পড়ুন

ভারত-বাংলাদেশ ১ম টেস্ট: অশ্বিন ১০২, জাদেজা ৮৬, অপরাজিত থেকে বড়ো স্কোরের স্বপ্ন দেখাচ্ছেন দুই ব্যাটার   

ভারত: ৩৩৯-৬ (রবিচন্দ্রন অশ্বিন ১০২ নট আউট, রবীন্দ্র জাদেজা ৮৬ নট আউট, হাসান মাহমুদ...

প্রণব রায় ও রুনা বসুকে কার্তিক বসু জীবনকৃতী সম্মান, মহম্মদ শামি ও সন্দীপ পাটিলকে বিশেষ সম্মাননা দিল সিএবি

কলকাতা: বাংলার কৃতী ক্রিকেটার তথা প্রাক্তন জাতীয় নির্বাচক প্রণব রায় এবং বাংলা তথা ভারতের...

কোহলি কত আয়কর দিয়েছেন জানলে চমকে যাবেন, ধোনি-সচিন দু’জনে মিলে যা দিয়েছেন তার সমান

খবর অনলাইন ডেস্ক: ভারতে যত ধনী ব্যক্তি রয়েছেন, তাঁদের মধ্যে ক্রিকেটাররা বোধহয় একেবারে প্রথম...
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?