‘ব্যক্তিগত কারণে’ ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি। সোমবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
এর আগে, ‘ব্যক্তিগত কারণে’ আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি থেকেও নাম প্রত্যাহার করে নিয়েছিলেন কোহলি। এর পর ইংল্যান্ডের বিরুদ্ধেও মাঠে না নামার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বিসিসিআইয়ের তরফে বিষয়টি নিশ্চিত করা হলেও তাঁর জায়গায় কাকে নেওয়া হবে, সে বিষয়ে এখনও কোনো ঘোষণা করা হয়নি।
বিসিসিআই বিবৃতিতে বলা হয়েছে: “ব্যক্তিগত কারণ দেখিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক টেস্ট সিরিজের প্রথম দুটি টেস্ট থেকে প্রত্যাহার করার জন্য অনুরোধ করেছেন বিরাট কোহলি”।
বিসিসিআইয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, “অধিনায়ক রোহিত শর্মা, টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকদের সঙ্গে কথা বলেছেন বিরাট। দেশের প্রতিনিধিত্ব করাকে সবসময়ই সবচেয়ে বেশি গুরুত্ব দেন তিনি। কিন্তু কিছু ব্যক্তিগত কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনি খেলতে না পারার বিষয়টি জানিয়েছেন”।
বিরাটের অনুরোধ মঞ্জুর করে বিসিসিআই জানিয়েছে, “বিসিসিআই বিরাটের সিদ্ধান্তকে সম্মান করে এবং বোর্ড এবং টিম ম্যানেজমেন্ট তারকা ব্যাটারকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। স্কোয়াডের বাকি সদস্যদের টেস্ট সিরিজে প্রশংসনীয় পারফরম্যান্স ক্ষমতার প্রতি আস্থাশীল।”
আরও পড়ুন: রামলালার প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন, গর্ভগৃহ থেকে প্রকাশ্যে প্রথম ছবি