Homeখেলাধুলোক্রিকেটদিল্লি ক্যাপিটালসকে হারিয়ে প্রথম ডব্লিউপিএল খেতাব জিতল মুম্বই ইন্ডিয়ান্স

দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে প্রথম ডব্লিউপিএল খেতাব জিতল মুম্বই ইন্ডিয়ান্স

প্রকাশিত

দিল্লি ক্যাপিটালস: ১৩১/৯ (ল্যানিং-৩৫, শিখা-২৭, রাধা-২৭, ওং- ৪২/৩, হ্যালি-৫/৩)

মুম্বই ইন্ডিয়ান্স: ১৩৪/৩ (ন্যাট-৬০*, হরমনপ্রীত-৩৭)

মহিলা প্রিমিয়ার লিগের উদ্বোধনী মরশুমের ফাইনালে মুখোমুখি হল মুম্বই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালস। রবিবার দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে প্রথম ডব্লিউপিএল শিরোপা জিতে নিল মুম্বই ইন্ডিয়ান্স।

লিগ টেবিলের এক নম্বরে থেকে সরাসরি উইমেন্স প্রিমিয়র লিগের ফাইনালে উঠেছিল দিল্লি। পরে এলিমিনেটরের বাধা টপকে ঝুলন গোস্বামীদের মুম্বই ঢুকে পড়ে খেতাবি দৌড়ে। রবিবার মরশুমের চ্যাম্পিয়নের তকমা গায়ে চাপল হরমনপ্রীতদের গায়ে।

দলে বদল করেই মাঠে নেমেছিল দিল্লি। পুনম যাদবের বদলে মিন্নু মানি দিল্লি দলে সুযোগ পান। ম্যাচের আগে দিল্লির ওপেনারদের সেরার তকমা দিয়েছিলেন মুম্বই অধিনায়ক হরমনপ্রীত কৌর। তবে ফাইনাল ম্যাচের শুরুতেই দিল্লির ওপেনিং পার্টনারশিপ ভাঙতে সক্ষম হন ইসি ওয়ং। ১১ রানে সাজঘরে ফেরেন শেফালি ভার্মা। গত ম্যাচে হ্যাটট্রিক নিয়ে সকলের নজর কেড়েছিলেন এই ম্যাচে নতুন বলে তাঁর ফুলটস বলই দিল্লির কাঁটা হয়ে দাঁড়ায়। ফুলটস বলেই একে একে শেফালি, অ্যালিস ক্যাপসি (০) ও জেমাইমা রডরিগেজকে (৯) ফেরান ওয়ং। পরপর তিন উইকেট হারায় দিল্লি।

প্রথমে ব্যাট করে ন’উইকেটে ১৩১ তুলেছিল দিল্লি। জবাবে ১৯.৩ ওভারে লক্ষ্যে পৌঁছয় মুম্বই (১৩৪-৩)। শেষ ওভারে তাদের দরকার ছিল পাঁচ রান। অ্যালিস ক্যাপসের তৃতীয় বলে কিপারের মাথার উপর দিয়ে স্কিভার-ব্রান্ট বাউন্ডারি মারতেই শুরু হয়ে যায় উৎসব। ডাগ আউট থেকে মাঠের দিতে ছুটে যান তাঁর সতীর্থরা।

মুম্বই ফ্র্যাঞ্চাইজির মালকিন নীতা আম্বানিকে দেখা যায় উচ্ছ্বাসে ভাসতে। গ্যালারিতে উপস্থিত মুম্বই ইন্ডিয়ান্সের পুরুষ দলের ক্যাপ্টেন রোহিত শর্মা, সূর্যকুমার যাদবদেরও দেখা যায় উল্লসিত। আইপিএলে রোহিতের নেতৃত্বে পাঁচবার সেরা হয়েছে ইন্ডিয়ান্সরা। এ বার উদ্বোধনী ডব্লুপিএলেও সেরা হল তারা।

মুম্বই চ্যাম্পিয়ন হতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন মাঠে হাজির রোহিত শর্মা, ঈশান কিষান, শচীন তেণ্ডুলকর-সহ মুম্বই ইন্ডিয়ান্সের তারকারা। বিদেশি ক্যাপ্টেনকে মাত দিয়ে প্রথম বার ডব্লিউপিএল খেতাব জিতে নিঃসন্দেহে তৃপ্ত হরমনপ্রীত।

সাম্প্রতিকতম

শুধুই ক্রিকেটার নন, এক লড়াইয়ের নাম টেম্বা বাভুমা

লর্ডসে ইতিহাস গড়ে টেস্ট চ্যাম্পিয়ন হল দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক টেম্বা বাভুমা শুধুই ম্যাচ জেতালেন না, জাতিগত বিদ্বেষের বিরুদ্ধে মুখ বন্ধ করে দিলেন সমালোচকদের। এই প্রতিবেদন তাঁর লড়াই ও নেতৃত্বের কাহিনি।

উত্তর-দক্ষিণবঙ্গ সংযোগে নতুন দিগন্ত: শিয়ালদহ–জলপাইগুড়ি রোড হামসফর এক্সপ্রেস চালু হচ্ছে ২০ জুন

উত্তর ও দক্ষিণবঙ্গের মধ্যে সরাসরি রেল সংযোগ গড়ে তুলতে চালু হচ্ছে শিয়ালদহ–জলপাইগুড়ি রোড হামসফর এক্সপ্রেস। নশিপুর রেলসেতু হয়ে প্রথম এক্সপ্রেস পরিষেবা।

গরমে শরীর রাখুন ঠান্ডা, তাজা ও সুস্থ: ফলসা খাওয়ার ৬টি দুর্দান্ত উপকারিতা

গরমে তাপমাত্রার পারদ ক্রমশ চড়ছে। ভ্যাপসা গরমের মাঝে আবার কখনো সখনো বৃষ্টি হচ্ছে ঝমঝম...

১৬ তারিখ থেকে বর্ষার দাপট, উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও স্বস্তির ইঙ্গিত

১৬ জুন থেকে গোটা পশ্চিমবঙ্গে বাড়বে বৃষ্টি। উত্তরবঙ্গে অতি ভারী ও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। তাপমাত্রাও নামবে উল্লেখযোগ্যভাবে।

আরও পড়ুন

শুধুই ক্রিকেটার নন, এক লড়াইয়ের নাম টেম্বা বাভুমা

লর্ডসে ইতিহাস গড়ে টেস্ট চ্যাম্পিয়ন হল দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক টেম্বা বাভুমা শুধুই ম্যাচ জেতালেন না, জাতিগত বিদ্বেষের বিরুদ্ধে মুখ বন্ধ করে দিলেন সমালোচকদের। এই প্রতিবেদন তাঁর লড়াই ও নেতৃত্বের কাহিনি।

আইপিএল ২০২৫: সুদর্শনের ঝড় কাজে এল না, গুজরাতের বিদায়, মুম্বইয়ের লড়াই এবার পঞ্জাবের সঙ্গে  

মুম্বই ইন্ডিয়ান্স: ২২৮-৫ (রোহিত শর্মা ৮১, জনি বেয়ারস্টো ৪৭, সাই কিশোর ২-৪২, প্রসিধ কৃষ্ণ...

আইপিএল ২০২৫: ফাইনালে গেল বেঙ্গালুরু, ভাগ্য ঝুলে রইল পঞ্জাবের

পঞ্জাব কিংস: ১০১ (১৪.১ ওভার) (মার্কাস স্টয়নিস ২৬, সুযশ শর্মা ৩-১৭, জোশ হ্যাজলউড ৩-২১,...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে