Homeখেলাধুলোফুটবলএশিয়াড ফুটবল: প্রথমার্ধে লড়াই চালিয়েও চিনের কাছে ১-৫ গোলে হেরে গেল ভারত

এশিয়াড ফুটবল: প্রথমার্ধে লড়াই চালিয়েও চিনের কাছে ১-৫ গোলে হেরে গেল ভারত

প্রকাশিত

চিন: ৫ (গাও তিয়ানাই, দাই ওয়াইজুন, তাও কিয়াংলং ২, ফ্যাং হাও) ভারত: ১ (রাহুল কেপি)

হ্যাংঝাও (চিন): প্রথমার্ধে দুর্দান্ত খেলে ঘরের মাঠে চিনকে ঠেকিয়ে রাখার পর দ্বিতীয়ার্ধে আত্মসমর্পণ করল তারা। এশিয়ান গেমস ফুটবলে গ্রুপ ‘এ’ প্রথম খেলায় চিনের কাছে ভারত ১-৫ গোলে হারল। প্রথমার্ধে ফল ছিল ১-১। কিন্তু দ্বিতীয়ার্ধে আরও চারটি গোল করে বাজিমাত করে।   

ভারতীয় ফুটবল দল গত রাতেই হ্যাংঝাও বিমানবন্দরে নেমে আজ মঙ্গলবার হুয়াংলং স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে খেলতে নামে। চিনে পৌঁছে বিন্দুমাত্র অনুশীলন করার সময় পায়নি। এমনকি এশিয়াড খেলতে আসার আগেও কোনো প্র্যাকটিস সেশন হয়নি। তার ওপর বিমানযাত্রার ক্লান্তি। সব মিলিয়ে ফল যা হওয়ার তা-ই হয়েছে।

শুধু একটাই চিন্তা, গোলের পার্থক্য। প্রথম খেলাতেই চার গোলে পিছিয়ে থাকল ভারত। প্রধান কোচ ইগর স্টিম্যাক ও তাঁর ছাত্ররা প্রি-কোয়ার্টারে পৌঁছোনোর যে আশা করছেন, সেই আশার পথে এই গোল-পার্থক্যই না বাধা হয়ে দাঁড়ায়! ভারতের গ্রুপে চিন ছাড়া রয়েছে বাংলাদেশ ও মায়ানমার।

প্রথমার্ধে ভারতের ভালো লড়াই

ম্যাচের প্রথম ১৬ মিনিট সমানে সমানে খেলা চলে। শেষ পর্যন্ত ম্যাচের ১৬ মিনিটে চিনের গাও তিয়ানাই অচলাবস্থা ভাঙেন। চিন কর্নার পেয়েছিল। ভারতের পেনাল্টি বক্সের ঠিক ৬ গজ বাইরে অরক্ষিত অবস্থায় ছিলেন গাও তিয়ানাই, কর্নার কিক থেকে বল তাঁর কাছে চলে আসে। তিনি যে শট নেন তা ঝাঁপিয়ে পড়ে বাঁচানোর চেষ্টা করেন গুরমিত সিং। কিন্তু তিনি ব্যর্থ হন।

গোল খেয়ে ভারত আপ্রাণ চেষ্টা চালাতে থাকে ম্যাচে সমতা আনার। ফলও পেয়ে যায় তারা প্রথমার্ধের অতিরিক্ত সময়ে। চিনের বক্সের দিকে ছুটে গিয়ে বল পেয়ে যান রাহুল কেপি। বক্সের মধ্যে থাকা কাউকে বল পাশ করার চেষ্টা করেন। কিন্তু কেউ ছিলেন না। শেষ পর্যন্ত দুরূহ কোণ থেকে নিজেই চিনের গোল লক্ষ্য করে শট নেন। গোলকিপার চেষ্টা করলেও বাঁচাতে পারেননি। প্রথমার্ধে ফল দাঁড়ায় ১-১।

একপেশে খেলা দ্বিতীয়ার্ধে

ভারতের ফুটবলারদের খেলায় ক্লান্তি চোখে পড়ে। তারই সুযোগ নিয়ে দ্বিতীয়ার্ধে একতরফা খেলে যায় চিন এবং ৪টি গোলও পেয়ে যায়। দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার ৬ মিনিটের মধ্যেই এগিয়ে যায় চিন। ভারতের বক্সের বাইরে বল পেয়ে যান দাই ওয়াইজুন। সেখান থেকে গোল লক্ষ্য করে শট নন এবং বল লক্ষ্যভ্রষ্ট হয়নি।

চিনের তৃতীয় ও চতুর্থ গোল করেন তাও কিয়াংলং। ম্যাচের ৭৫ মিনিটে চিন এগিয়ে যায় ৪-১ গোলে। চিনের পক্ষে চূড়ান্ত গোলটি হয় ম্যাচ শেষ হওয়ার ঠিক আগে। ফ্যাং হাও গোল করে দলকে ৫-১ গোলে এগিয়ে দেন।

ক্ষুব্ধ অধিনায়ক, প্রধান কোচ

চিনে আয়োজিত এশিয়ান গেমস ফুটবলের আসরে চিনের বিরুদ্ধে ভারতীয় দল বিনা অনুশীলনে খেলতে নামল। কোনো প্রস্তুতি ছাড়াই ভারতীয় ফুটবল দল এশিয়াডে খেলতে এসেছে। দলে নেতৃত্বে দিচ্ছেন সুনীল ছেত্রী। সেই অর্থে সুনীল ছাড়া অভিজ্ঞ খেলোয়াড় বলতে যা বোঝায় তেমন কেউ দলে নেই। প্রথম ধাপে যে দল ঘোষণা করা হয়েছিল তাতে কোনো নামি খেলোয়াড় ছিলেন না। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন অধিনায়ক স্বয়ং। পরে সন্দেশ জিংঘালকে দলে নেওয়া হয়। 

ম্যাচের আগে কোচ ইগর স্টিম্যাক ক্ষোভ প্রকাশ করে বলেন, আইএসএল খেলা ক্লাবগুলো তাদের খেলোয়াড়দের ছাড়েন না। এরা দেশের কথা ভাবে না ক্লাবের জন্যই শুধু ভাবেন। এর ওপর সোমবার রাতে চিনে এসে পৌঁছেছে দল। বিশ্রাম পাননি ফুটবলাররা। তা হলে কী ভাবে ভালো ফল আশা করা যাবে?

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

‘চারদিকে শুধু রক্ত!’ লন্ডনগামী ট্রেনে ছুরি নিয়ে হামলা! ১০ জন আহত, ২ অভিযুক্ত গ্রেফতার

লন্ডনগামী ট্রেনে চলন্ত অবস্থায় ছুরিকাঘাতে আতঙ্ক! ১০ জন আহত, যার মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনায় ২ সন্দেহভাজনকে গ্রেফতার করেছে ব্রিটিশ পুলিশ। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

দিল্লিতে ১৫% মৃত্যুর কারণ বায়ু দূষণ, চাঞ্চল্যকর তথ্য উঠে এল গবেষণায়

২০২৩ সালে দিল্লিতে প্রতি সাতটি মৃত্যুর একটির কারণ বায়ুদূষণ, জানাল ‘গ্লোবাল বার্ডেন অব ডিজিজ’-এর রিপোর্ট। দূষণে বছরে প্রায় ১৭,২০০ মানুষের মৃত্যু এবং ৪.৯ লক্ষ বছরের সুস্থ জীবন নষ্ট হয়েছে, দাবি গবেষকদের।

বাংলাদেশি সন্দেহে কৃষককে চায়ের দোকান থেকে তুলে নিয়ে মারধর! বিএসএফের বিরুদ্ধে অভিযোগ দায়ের নদিয়ায়

বাংলাদেশি সন্দেহে নদিয়ার এক কৃষককে চায়ের দোকান থেকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ বিএসএফের বিরুদ্ধে। জখম কৃষক রফিকুল মোল্লা থানায় লিখিত অভিযোগ করেছেন, ঘটনার পর উত্তেজনা ছড়িয়েছে চাপড়া সীমান্তে।

২০তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসবের লোগো উদ্বোধন

খবর অনলাইন ডেস্ক: কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসবের বয়স এবার ২০ হতে চলেছে। এই ২০তম...

আরও পড়ুন

মোহনবাগান ছাড়ছেন হোসে মোলিনা, ঐতিহাসিক ডাবল জয়ের পরই বিদায় স্প্যানিশ কোচের

খবর অনলাইন ডেস্ক: মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে সম্পর্কের ইতি ঘটাতে চলেছেন দলের প্রধান কোচ...

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: গোলশূন্য ডার্বি, মোহনবাগানকে আটকে সেমিফাইনালে ইস্টবেঙ্গল

ভুবনেশ্বর: শুক্রবার ভুবনেশ্বরে আয়োজিত এআইএফএফ সুপার কাপের গ্রুপ ‘এ’-এর শেষ ম্যাচে ঐতিহ্যবাহী কলকাতা ডার্বিতে...

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...