Homeখেলাধুলোফুটবলএশিয়াড মহিলা ফুটবল: এগিয়ে গিয়েও তাইপেই-এর কাছে হেরে গেল ভারত 

এশিয়াড মহিলা ফুটবল: এগিয়ে গিয়েও তাইপেই-এর কাছে হেরে গেল ভারত 

প্রকাশিত

চাইনিজ তাইপেই ২ (লি চিন লাই, সুয়ান সু) ভারত ১ (অঞ্জু তামাং)

হ্যাংঝাউ: প্রায় সমানে সমানেই খেলেছিল নীল বাঘিনীরা। কিন্তু শেষরক্ষা করতে পারল না। বৃহস্পতিবার চিনের হ্যাংঝাউয়ে ১৯তম এশিয়ান গেমসে মহিলা ফুটবলের আসরে গ্রুপ ‘বি’-র খেলায় ভারত ১-২ গোলে হেরে গেল চাইনিজ তাইপেই-এর কাছে।

এ দিন ম্যাচ শুরুর প্রথম মুহূর্ত থেকেই মনে হচ্ছিল, ভারতীয় মহিলা ফুটবল দল পুরুষ ফুটবল দলের চেয়ে অনেক ভালো প্রস্তুতি নিয়ে এসেছে। তারা আজ তাইপেই-এর কাছে হেরে গিয়েছে বটে, কিন্তু লড়াই করে হেরেছে। এ দিন খেলার ফল উলটোও হতে পারত।  

প্রথমার্ধ গোলশূন্য

প্রথমার্ধ গোলশূন্য অবস্থায় শেষ হয়। বলের দখলদারি চাইনিজ তাইপেই-এর খেলোয়াড়দের বেশি থাকলেও, ভারত সমানে টক্কর দিয়েছে। প্রথমার্ধের শেষ দিকে মোটামুটি ভারতীয় খেলোয়াড়দের পায়েই বেশি বল ছিল।

এই অর্ধে গোল করার সুযোগও পায় ভারত। খেলার একেবারে শুরুতেই আক্রমণ শানায় চাইনিজ তাইপেই। কিন্তু বল কেড়ে নিয়ে আক্রমণে উঠে আসে ভারত। বাঁ দিক থেকে উঠে এসে মনীষা কল্যাণ বল বাড়ান বালা দেবীকে। কর্নারের বিনিময়ে ভারতের সেই আক্রমণ থেকে বাঁচে তাইপেই। ৬ মিনিটের মাথায় তাইপেই প্রায় গোল করে ফেলেছিল। নিজেদের অর্ধেই বলের দখলদারি হারায় ভারত। বল চলে যায় প্রতিপক্ষ দলের ইয়েন পিং চেনের পায়ে। চেন ভারতের গোল লক্ষ্য করে যে শট নেন তা বাঁচিয়ে দেন শ্রেয়া হুডা।

এর পর চাইনিজ তাইপেই-ই বেশি আক্রমণ শানায়। কিন্ত ভারতও মাঝেমাঝেই প্রতি- আক্রমণে উঠে আসে। ম্যাচের গোল করার সুবর্ণ সুযোগ পায় ভারত। তাইপেই-এর গোল লক্ষ্য করে মনীষা যে শট নেন তা ক্রসবারে লেগে চলে যায় ভারতের অঞ্জুর কাছে। অঞ্জু কাছাকাছি পোস্টের দিকে শট নেন। বল গোলের বাইরের জালে জড়িয়ে যায়। ৪৩ মিনিটে গোল করার ফের সুযোগ পায় ভারত। বাঁ দিক থেকে মনীষা বল উঁচু করে পাঠায়। বল পাওয়ার জন্য বালা দেবী এবং তাইপেই-এর লি পিং ঝাউ লাফিয়ে ওঠেন। শেষ পর্যন্ত ওই দ্বৈরথে ঝাউ জেতেন এবং হেড করে দলকে বিপন্মুক্ত করেন।

তিনটি গোলই দ্বিতীয়ার্ধে  

দ্বিতীয়ার্ধ শুরু হতে না হতেই গোল করে এগিয়ে যায় ভারত। ম্যাচের ৪৬ মিনিটে তাইপেই-এর বক্সে ভারতীয় খেলোয়াড়দের ভিড় লেগে যায়। প্রথম শট মিং জুং আটকে দেন। বল রিবাউন্ড করে ফিরে এলে অঞ্জু তামাং তা পেয়ে যান। সঙ্গে সঙ্গে দুরন্ত শটে তাইপেই-এর গোলকিপারকে পরাস্ত করেন। ভারত এগিয়ে যায় ১-০ গোলে।

ম্যাচের ৬৮ মিনিট পর্যন্ত ভারত তাদের লিড ধরে রাখে। কিন্তু এর পরই সমতা ফেরায় তাইপেই। একটা ফ্রি-কিক ভারতের পেনাল্টি বক্সের ঠিক ধারে বল পেয়ে যান লি চিন লাই। লাই সেখান থেকে বাঁ দিকের উঁচু কোণ দিয়ে বল ভারতের জালে জড়িয়ে দেন। শ্রেয়া হুডার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া কোনো উপায় ছিল না।

এর পর দু’ পক্ষই জয়সূচক গোল করার চেষ্টা করে। কিন্তু ৮৪ মিনিটে সেই গোল পেয়ে যায় তাইপেই। অনেক দূর থেকে নেওয়া একটা শট ঠিকমতো ধরতে পারেন না হুডা। বল চলে যায় সুয়ান সু-র কাছে। সুয়ান সু গোল করতে কোনো ভুলচুক করেননি। শেষ পর্যন্ত ভারতের বিরুদ্ধে ২-১ গোলে জিতে যায় চাইনিজ তাইপেই।

আরও পড়ুন

এশিয়াড ফুটবল: বাংলাদেশকে নামমাত্র গোলে হারাল ভারত

এশিয়াড মহিলা ক্রিকেট: বৃষ্টির জন্য মালয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচে ফল হল না, ভারত সেমিফাইনালে

সাম্প্রতিকতম

ফের ই-মেলে বোমা রাখার হুমকি, দিল্লিতে একাধিক স্কুলে ছুটি দেওয়া হল

দিল্লির একাধিক স্কুলে আবারও বোমা হুমকির ইমেল। পুলিশ ও বোমা নিষ্ক্রিয় দল তল্লাশি চালালেও কিছু সন্দেহজনক মেলেনি। পড়ুন বিস্তারিত।

রবিবার ‘টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতা’ দৌড়ের আসর, শহরে হাজির প্রাক্তন তারকা-ফুটবলার সোল ক্যাম্পবেল

সঞ্জয় হাজরা আগামী রবিবার ১৫ ডিসেম্বর বসছে ‘টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতা’ দৌড়ের আসর। এ...

চিলিতে বসানো টেলিস্কোপ, ভারতে থাকা বাঙালি বিজ্ঞানীর হাত ধরে অভিনব সৌরমণ্ডলের আবিষ্কার

বাঙালির বিজ্ঞান অন্বেষণের সাফল্যের মুকুটে নয়া পালক যোগ হল। বাঙালি বিজ্ঞানী লিটন মজুমদারের নেতৃত্বে...

আরও পড়ুন

বিতর্কের অবসান, সৌদি আরবের হাতে ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব

সৌদি আরব পেতে চলেছে ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব। ফিফার সিদ্ধান্ত ঘিরে বিতর্ক তৈরি হলেও অধিকাংশ সদস্য দেশের সমর্থন পেয়েছে। বিস্তারিত জানুন।

আইএসএল ২০২৫: নর্থইস্টকে ২-০ গোলে হারিয়ে জয়ের হ্যাটট্রিক, লিগ টেবিলের শীর্ষে মোহনবাগান

মোহনবাগান সুপার জায়ান্ট: ২ (মনবীর সিং, লিস্টন কোলাসো) নর্থইস্ট...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে