Homeখেলাধুলোফুটবলআইএসএল: প্রথম খেলায় ড্র করে অভিযান শুরু করল ইস্টবেঙ্গল ও জামশেদপুর

আইএসএল: প্রথম খেলায় ড্র করে অভিযান শুরু করল ইস্টবেঙ্গল ও জামশেদপুর

প্রকাশিত

ইস্টবেঙ্গল এসসি: ০ জামশেদপুর এফসি: ০

কলকাতা: গোটা ম্যাচ ধরে আক্রমণ চালিয়েও অচলাবস্থা ভাঙতে পারল না ইস্টবেঙ্গল। সোমবার সল্ট লেকে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত ইস্টবেঙ্গল এসসি বনাম জামশেদপুর এফসি ম্যাচ গোলশূন্য অবস্থায় শেষ হল। এ বারের আইএসএল-এ এটা জামশেদপুরেরও প্রথম ম্যাচ ছিল।

লাল-হলুদের স্প্যানিশ কোচ কার্লেস কুয়াদ্রাতের সাজানো ছক অনুযায়ী খেলল দল। তাদের খেলায় ভালো রকম সংহতি ছিল। জামশেদপুরের বক্সে তারা বিভিন্ন দিক থেকে আক্রমণ চালিয়েছে। কিন্তু দুর্বল ফিনিশিং-এর জন্য জয়ী হতে পারল না।

ইস্টবেঙ্গলের দুই মিডফিল্ডার সাউল ক্রেসপো ও বোরখা এরেরা মাঝমাঠ দখলে রেখেছিলেন। আর দুই উইংগার নন্দ কুমার এবং নাওরেম মহেশ সিংকে বল পাঠানোর ব্যাপারে খুব একটা কিছু ত্রুটি রাখেননি সৌভিক চক্রবর্তী। নন্দ কুমার আর নাওরেম যথারীতি বল সরবরাহ করে গিয়েছেন স্ট্রাইকার খাবিয়ের সিবেরিওকে। কিন্তু সিবেরিও গোল করার বেশ কিছু সুযোগ অল্পের জন্য নষ্ট করেছেন।

অন্য দিকে জামশেদপুর তাদের পরিকল্পনা অনুযায়ী খেলেছে। মাঝেমাঝে তারা প্রতি-আক্রমণে উঠে এসেছে। ইস্টবেঙ্গল রক্ষণকে ব্যতিব্যস্ত করেছে। কিন্তু কাজের কাজ করতে পারেনি।

তবে এ দিনের ম্যাচের আসল পারফরমার বলতে হবে জামশেদপুরের গোলকিপার রেহেনেশ টিপিকে। অনেক আক্রমণ থেকে দলকে বাঁচিয়েছেন তিনি, বিশেষ করে প্রথমার্ধে। অন্তত তিনটি ক্ষেত্রে দুর্দান্ত সেভ করেছেন তিনি।

জামশেদপুর এফসি তাদের পরবর্তী ম্যাচ খেলবে কোচিতে, কেরল ব্লাস্টার্স-এর বিরুদ্ধে। আর ইস্টবেঙ্গলের পরবর্তী ম্যাচ সল্ট লেক স্টেডিয়ামেই, হায়দরাবাদ এফসির বিরুদ্ধে।

আরও পড়ুন

আইএসএল: আই লিগ চ্যাম্পিয়ন পঞ্জাবকে হারিয়ে অভিযান শুরু করল মোহনবাগান

সাম্প্রতিকতম

রবিবার আবারও ফিরছে মরশুমের শেষ কনকনে শীত

শীত ফিরে আসছে! আগামী দু’তিন দিন কনকনে ঠান্ডার পূর্বাভাস, ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত থাকবে শীতের আমেজ, সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি ছুঁতে পারে, শীত কমলেও এখনই গরম পড়বে না।

নতুন নতুন পদ্ধতিতে পাচার, সামলাতে হিমশিম বিএসএফ-পুলিশ, নিষিদ্ধ কাশির সিরাপে কোটি টাকার ব্যবসা

ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে নিষিদ্ধ কাশির সিরাপ পাচারের প্রবণতা রয়েছে। বাংলাদেশে ফেনসিডিল ও স্কাফের মতো সিরাপ নিষিদ্ধ হওয়ায়, চোরাকারবারীরা ভারত থেকে এই সিরাপগুলো বাংলাদেশে পাচার করে থাকে।

ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে বন্ধ বিদেশি সহায়তা, ছাড় শুধু ইজরাইল ও মিশরকে

নবগঠিত ট্রাম্প প্রশাসন বিদেশি সাহায্য বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। ইসরাইল ও মিশর ব্যতীত ইউক্রেনসহ অন্যান্য দেশ প্রভাবিত। মার্কো রুবিওর মেমোর মাধ্যমে এই সিদ্ধান্ত কার্যকর।

হাসিনার ‘কামব্যাক’ সম্ভব? নির্বাসনে থেকেও আওয়ামী লীগ নেতাদের লড়াইয়ের বার্তা ‘আপা’-র

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাসনে। আওয়ামী লীগ নেতা-কর্মীরা চরম সংকটের মুখে। দল পুনর্গঠনের লক্ষ্যে রয়েছে একতা ও ভবিষ্যতের পরিকল্পনা।

আরও পড়ুন

আইএসএল ২০২৪-২৫: চেন্নাইয়ের সঙ্গেও ম্যাচ ড্র, আবার পয়েন্ট খোয়াল মোহনবাগান

মোহনবাগান সুপার জায়ান্ট: ০ চেন্নাইয়িন এফসি: ০ চেন্নাই:...

আইএসএল ২০২৪-২৫: ডজনেরও বেশি সুযোগ নষ্ট করে জামশেদপুরের কাছে পয়েন্ট খোয়াল মোহনবাগান

শেষ ১০টি ম্যাচের মধ্যে ৭টিতে জিতে, ২টি ড্র করে ও ১টি হেরে শীর্ষেই থাকল সবুজ-মেরুন।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে