Homeখেলাধুলোফুটবলইউরো কাপ ২০২৪: ম্যাচ অমীমাংসিত রেখে শেষ ১৬-য় চলে গেল জার্মানি, সুইৎজারল্যান্ড...

ইউরো কাপ ২০২৪: ম্যাচ অমীমাংসিত রেখে শেষ ১৬-য় চলে গেল জার্মানি, সুইৎজারল্যান্ড  

প্রকাশিত

সুইৎজারল্যান্ড: ১ (ড্যান নডয়ে) জার্মানি: ১ (নিক্লাস ফুলক্রুগ)

খবর অনলাইন ডেস্ক: এবারের ইউরো কাপের গ্রুপ ‘এ’-র খেলায় সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে অতিরিক্ত সময়ের গোলে সমতা ফিরিয়ে শেষ ১৬-য় চলে গেল জার্মানি। ৩টি ম্যাচের মধ্যে ২টিতে জিতে এবং ১টি ম্যাচ ড্র করে তাদের সংগ্রহ করল ৭ পয়েন্ট। গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসাবে শেষ ১৬-য় গেল সুইৎজারল্যান্ড। ৩টি ম্যাচে তাদের সংগ্রহ ৫ পয়েন্ট।

রবিবার ফ্রাঙ্কফুর্ট আরেনায় আয়োজিত ম্যাচে প্রথমার্ধের ২৮ মিনিটে গোল করে এগিয়ে যায় সুইৎজারল্যান্ড। নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত সময়ের ২ মিনিটে ম্যাচে সমতা ফেরায় জার্মানি।

প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে সুইৎজারল্যান্ড

ম্যাচের ২ মিনিটেই আক্রমণে ঝাঁপিয়ে পড়ে জার্মানি। সুইস বক্সের মধ্যে থাকা গুন্দোগানকে পাস বাড়ান মুসিয়ালা। কর্নারের বিনিময়ে জার্মানির প্রচেষ্টা প্রতিহত করে সুইস ডিফেন্স। কর্নার কিক থেকে গোল বাঁচিয়ে দেন সুইস গোলকিপার সোমার।

বলের ওপর দখলদারি বেশি ছিল জার্মানির। আর সুইৎজারল্যান্ড নির্ভর করছিল প্রতি-আক্রমণের ওপর। ১০ মিনিটে গোল করার সুযোগ পায় সুইসরা। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেননি ড্যান নডয়ে। সেই নডয়েই অবশ্য ম্যাচের ২৮ মিনিটে গোল করে সুইৎজারল্যান্ডকে ১-০ গোলে এগিয়ে দেন। সুইৎজারল্যান্ডের রিডার পাস বাড়ান ফ্রয়লারকে। ফ্রয়লার বাঁদিক থেকে বেশ কিছুটা এগিয়ে বল দেন নডয়েকে। নডয়ে আলতো টোকায় বল ঢুকিয়ে দেন জার্মানির গোলে। এটি নডয়ের প্রথম আন্তর্জাতিক গোল।  

তার আগে অবশ্য জার্মানির একটি গোল বাতিল হয়। ম্যাচের ১৭ মিনিটে ফ্লোরিয়ান ভির্ৎজ পাস বাড়ান আন্দ্রিখকে। আন্দ্রিখ বক্সের বাইরে থেকে শট নিয়ে বল জড়িয়ে দেন সুইস জালে। জার্মানরা উৎসব শুরু করে দিয়েছিল, কিন্তু ভার-এর (ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি) সিদ্ধান্তে সেই গোল বাতিল হয়।

শেষ ১৬-য় যাওয়ার উৎসব একসঙ্গে দুই দলের। UEFA EURO 2024 ‘X’ handle থেকে নেওয়া।

অতিরিক্ত সময়ে গোল শোধ  

দ্বিতীয়ার্ধে জার্মানি আপ্রাণ চেষ্টা চালাতে থাকে গোল শোধের। ৫১ মিনিটে ভির্ৎজ নিখুঁত থ্রু বাড়ান মুসিয়ালাকে। কিন্তু মুসিয়ালার শট বাঁচিয়ে দেন সুইস গোলকিপার সোমার। ৩ মিনিট পরে আবার চেষ্টা। বাঁদিক থেকে আক্রমণ চালায় জার্মানি। মুসিয়ালা পাস বাড়ান আন্দ্রিখকে। মাঝমাঠ থেকে আন্দ্রিখ থ্রু পাঠান টোনি ক্রুসের কাছে। ক্রুস দুর্দান্ত শট নেন, কিন্তু তা অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

ইতিমধ্যে ম্যাচের ৮২ মিনিটে আর-একটি গোল করে ফেলেছিল সুইৎজারল্যান্ড। তাদের পরিবর্ত খেলোয়াড় ভার্গাসের শট জার্মানির গোলকিপার মানুয়েল নয়ারের পাশ দিয়ে গোলে ঢুকে যায়। ভার (ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি) পরীক্ষায় জানা যায় ভার্গাস অফসাইড ছিলেন।

শেষকালে জার্মানির কাঙ্ক্ষিত মুহূর্তটি আসে অতিরিক্ত সময়ের ২ মিনিটে। নিক্লাস ফুলক্রুগকে লক্ষ্য করে ক্রস বাড়ান রাউম। সুইস রক্ষণভাগকে এড়িয়ে ফুলক্রুগ যে হেড করেন তা সুইৎজারল্যান্ডের জালে জড়িয়ে যায়।

শেষ ১৬-য় থাকবেন না জার্মানির জোনাথন তা

সুইৎজারল্যান্ডের ব্রিল এমবোলোকে বিশ্রী ভাবে ফাউল করার জন্য হলুদ কার্ড দেখেন জার্মানির জোনাথন তা। স্কটল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচেও তা হলুদ কার্ড দেখেছিলেন। দুটি হলুদ কার্ড দেখার জন্য ‘রাউন্ড অফ ১৬’-য় খেলতে পারবেন না জোনাথন তা।   

আরও পড়ুন

ইউরো কাপ ২০২৪: ইউরো-ইতিহাসে তৃতীয় দ্রুততম গোল, রোমানিয়াকে ২-০ গোলে হারাল বেলজিয়াম                  

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বিশ্বকাপজয়ী রিচা ও দীপ্তিকে সংবর্ধনা দেবে ইস্টবেঙ্গল! বাংলার গর্বকে অভিনন্দন ক্লাবের

মহিলাদের বিশ্বকাপজয়ী দলের দুই সদস্য রিচা ঘোষ ও দীপ্তি শর্মাকে সংবর্ধনা দেবে ইস্টবেঙ্গল ক্লাব। বাংলার মহিলাদের ক্রিকেটে তাঁদের অবদানকে সম্মান জানাতেই এই সিদ্ধান্ত।

বিএলও বা বিএলএ-দের হাতে এসআইআর-এর নথি নয়! বিভ্রান্তি কাটাতে জানিয়ে দিল কমিশন

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে নির্বাচন কমিশনের নতুন নির্দেশ। বিএলও-দের হাতে কোনও নথি দেওয়ার দরকার নেই। ৪ ডিসেম্বর পর্যন্ত পূর্ণ সময় কাজ করবেন ডিইও, ইআরও ও বিএলওরা।

‘দিদি আছে, ভয় পাবেন না, দরকারে থালাবাটি বেচে…!’ এসআইআর ইস্যুতে বার্তা মমতার, অভিষেকের দিল্লি অভিযানের ঘোষণা

কলকাতায় সংবিধানের কপি হাতে তৃণমূলের মিছিল। এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে তোলপাড়ের মধ্যে মমতার বার্তা—“দিদি আছে, ভয় পাবেন না।” অভিষেক জানালেন, দু’মাসের মধ্যে হবে দিল্লি অভিযান।

বেঙ্গালুরু থানায় নির্যাতন! চুরির অভিযোগে বাংলার পরিযায়ী গৃহকর্মী দম্পতিকে ৩ ঘণ্টা ধরে মারধরের অভিযোগ

বেঙ্গালুরুর ভারথুর থানায় পশ্চিমবঙ্গের গৃহকর্মী ও তাঁর স্বামীকে নৃশংসভাবে মারধরের অভিযোগ। তিন ঘণ্টা ধরে চলে নির্যাতন, অভিযোগ দায়ের মানবাধিকার কমিশনে। রাজ্য স্বরাষ্ট্রমন্ত্রী রিপোর্ট তলব করেছেন।

আরও পড়ুন

মোহনবাগান ছাড়ছেন হোসে মোলিনা, ঐতিহাসিক ডাবল জয়ের পরই বিদায় স্প্যানিশ কোচের

খবর অনলাইন ডেস্ক: মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে সম্পর্কের ইতি ঘটাতে চলেছেন দলের প্রধান কোচ...

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: গোলশূন্য ডার্বি, মোহনবাগানকে আটকে সেমিফাইনালে ইস্টবেঙ্গল

ভুবনেশ্বর: শুক্রবার ভুবনেশ্বরে আয়োজিত এআইএফএফ সুপার কাপের গ্রুপ ‘এ’-এর শেষ ম্যাচে ঐতিহ্যবাহী কলকাতা ডার্বিতে...

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...