মোহনবাগানের জয়ী দলের সদস্যদের জমকালো সংবর্ধনা, সবুজ-মেরুন তাঁবুতে মুখ্যমন্ত্রী

0
সবুজ-মেরুন তাঁবুতে মুখ্যমন্ত্রী। ছবি: রাজীব বসু

কলকাতা: ভারত জয় করে শহরে ফিরেছে এটিকে মোহনবাগান। গত শনিবার গোয়ায় বেঙ্গালুরু এফসিকে হারায় এটিকে মোহনবাগান। সোমবার মোহনবাগানের জয়ী দলের সদস্যদের সংবর্ধনা মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

MB Mamata 2 rajib

সোমবার গঙ্গাপাড়ের ক্লাবে এসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি বলেন, “আগামী দিনে চাইব, মোহনবাগান বিশ্বের সেরা ক্লাব হোক”। ছবি: রাজীব বসু

MB Mamata trophy Rajib

মুখ্যমন্ত্রী বলেন, “ফাইনালের দিন সকালে আমি একটা স্বপ্ন দেখেছি। মোহনবাগান জিতে গিয়েছে।…যদিও তখনও খেলাই হয়নি”! ছবি: রাজীব বসু

MB mata gift rajib

মোহনবাগানের চ্যাম্পিয়ন দলের সদস্যদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি হাতে তুলে দিলেন উপহার। ছবি: রাজীব বসু

MB Mamata Ball Rajib

মোহনবাগানের জয়ী দলের সদস্যদের সংবর্ধনা জানানো হয়। সংবর্ধনা মঞ্চ থেকে বল ছুড়ে দিলেন মমতা। ছবি: রাজীব বসু

MB supporters at grounf raj

শনিবার ক্লাবের সামনে সারা রাত ধরে চলেছে সেলিব্রেশন। রবিবার দল ফিরতেও উৎসব। এ দিনও সমর্থকদের ভিড় তাঁবুতে। ছবি: রাজীব বসু

ফোটো গ্যালারিতে আরও দেখুন: ট্রফি নিয়ে শহরে ফিরে দেদার উৎসব মোহনবাগানের, সোমবার ভারতসেরাদের অভিনন্দন জানাবেন মমতা

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.