Homeখেলাধুলোফুটবলআইএসএল ২০২৪-২৫: ওড়িশাকে হারিয়ে পর পর দু’বার আইএসএল লিগ-শিল্ড জয় মোহনবাগানের   

আইএসএল ২০২৪-২৫: ওড়িশাকে হারিয়ে পর পর দু’বার আইএসএল লিগ-শিল্ড জয় মোহনবাগানের   

প্রকাশিত

মোহনবাগান সুপার জায়ান্ট: ১ (দিমিত্রি পেত্রাতোস) ওড়িশা এফসি: ০  

কলকাতা: শেষ পর্যন্ত মোহনবাগানকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিলেন সেই দিমিত্রি পেত্রাতোস। মোহনবাগান সমর্থকদের অত্যন্ত প্রিয় খেলোয়াড় পেত্রাতোস গত মরশুমে দুর্দান্ত খেলে তাক লাগিয়ে দিয়েছিলেন। কিন্তু এ বার চোট পাওয়ার পর থেকে গোল পাচ্ছিলেন না। গত দু’মাস ধরে তাঁর পা থেকে কোনো গোল আসেনি।  কিন্তু আসল দিনে আসল কাজটা সেরে ফেললেন তিনি। তাঁরই গোলে মোহনবাগান পর পর দু’বার আইএসএল লিগ-শিল্ড জিতে নিল।

কোচ খোসে মোলিনাকে নিয়ে উল্লাস। ছবি: সঞ্জয় হাজরা।

সারা ম্যাচটা কিন্তু মোহনবাগানকে গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে। লড়াইটা ভালোই দিয়েছিল ওড়িশা এফসি। কিন্তু শেষরক্ষা করতে পারল না। মোহনবাগানকে লিগ-শিল্ড জয়ী হওয়া থেকে আটকাতে পারল না। নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত সময়ের প্রায় শেষ মুহূর্তে পেত্রাতোসের গোলে আসল কাজটি সেরে নিল মোহনবাগান সুপার জায়ান্ট।

অধিনায়ক শুভাশিস বোসই বা বাদ যায় কেন? ছবি: সঞ্জয় হাজরা।

ম্যাচের পর সাংবাদিক বৈঠকে বাগান কোচ খোসে মোলিনা বলেন, “দ্বিতীয়ার্ধে আমাদের গোল করতেই হত। তাই জেমির পাশে দিমিকেও রাখি। কারণ, জানি না কেন আমার মনে হয়েছিল দিমি আজ গোল করলেও করতে পারে। এই ম্যাচটা হয়তো ওরই হতে চলেছে। আমার মনে হয়, আমি ঠিকই ছিলাম।”

কোচ মোলিনা সত্যিই কিছু আন্দাজ করতে পেরেছিলেন? রবিবার কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত ম্যাচ ৭৮ মিনিট গোলশূন্য থাকার পর পেত্রাতোসকে নামান মোলিনা।

জয় মোহনবাগানের জয়। রবিবার যুবভারতীর গ্যালারিতে। ছবি: সঞ্জয় হাজরা।

৯৪ মিনিটের মাথায় গোল করে সবুজ-মেরুন ব্রিগেডকে টানা দ্বিতীয় বার শিল্ড জয়ের স্বাদ এনে দিলেন পেত্রাতোস। বাঁ দিক থেকে আশিক কুরুনিয়ান যে সেন্টার করেন তা বক্সের ডান দিকে পান মনবীর সিং। মনবীর বক্সের সামনে বল পাঠান পেত্রাতোসের কাছে। পেত্রাতোস বক্সে কিছুটা ঢুকে এসে যে কোণাকুনি শট নেন, তা গতিপথ সামান্য পালটে বাঁ দিকের নীচের কোণ দিয়ে ওড়িশার গোলে ঢুকে যায়। উল্লাসে ফেটে পড়ে যুবভারতীর গ্যালারি।       

চলতি লিগের ১৬তম জয়ের ফলে ২২ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে অন্য সব দলেরই ধরাছোঁয়ার বাইরে চলে গেল মোহনবাগান। দ্বিতীয় স্থানে থাকা এফসি গোয়া (২১ ম্যাচে ৪২) তাদের বাকি তিনটি ম্যাচে জিতলেও সবুজ-মেরুন বাহিনীর নাগাল পাবে না।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আমেরিকার নন-ইমিগ্রান্ট ভিসার নিয়ম বদল, ভারতীয়দের জন্য বাড়ল বি১-বি২ ভিসার অপেক্ষার সময়

আমেরিকার এনআইভি ভিসার নতুন নিয়মে আবেদনকারীদের নিজের দেশেই ইন্টারভিউ দিতে হবে। ফলে ভারতীয়দের বি১-বি২ ভিসা পেতে আরও বেশি অপেক্ষা করতে হবে।

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

আরও পড়ুন

চোদ্দ বছর পর ফের যুবভারতীতে মেসি! ইডেন নয়, ‘গোট কনসার্ট’ বসছে সল্টলেকে

১৪ বছর পর ফের যুবভারতী স্টেডিয়ামে ফিরছেন লিওনেল মেসি। ম্যাচ নয়, অংশ নেবেন ‘গোট কনসার্টে’। ইডেনের বদলে যুবভারতী কেন বেছে নেওয়া হল, জানুন বিস্তারিত।

ডুরান্ড কাপ ২০২৫: ধরাশায়ী ডায়মন্ড হারবার, কাপ থাকল নর্থইস্টের ঘরেই

নর্থইস্ট ইউনাইটেড এফসি: ৬ (আশির আখতার, পার্থিব গগৈ, এইচ থয় সিং, জাইরো বুস্তারা, অ্যান্ডি...

ডুরান্ডে ইতিহাস গড়ল ডায়মন্ড হারবার, ইস্টবেঙ্গলকে হারিয়ে প্রথমবার ফাইনালে

ডুরান্ড কাপের ইতিহাসে নতুন অধ্যায়। ইস্টবেঙ্গলকে হারিয়ে প্রথমবার ফাইনালে পৌঁছল ডায়মন্ড হারবার এফসি। ঐতিহাসিক জয় ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে।