Homeখেলাধুলোফুটবলআইএসএল ২০২৪-২৫: আট ম্যাচের পর পরাজিত মোহনবাগান, ব্রাইসনের জোড়া গোলে গোয়ার কাছে...

আইএসএল ২০২৪-২৫: আট ম্যাচের পর পরাজিত মোহনবাগান, ব্রাইসনের জোড়া গোলে গোয়ার কাছে হার  

প্রকাশিত

এফসি গোয়া: ২ (ব্রাইসন ফার্নান্ডেজ ২) মোহনবাগান সুপার জায়ান্ট: ১ (দিমিত্রি পেত্রাতোস)

ফাতোরদা (গোয়া): অবশেষে হারের মুখ দেখতে হল মোহনবাগানকে। টানা আট ম্যাচ তারা অপরাজেয় ছিল। কিন্তু নিজেদের ঘরের মাঠ ছেড়ে পরের মাঠে খেলতে এসেই মুখ থুবড়ে পড়ল সবুজ-মেরুন বাহিনী। গোয়ারই ছেলে ব্রাইসন ফার্নান্ডেজের জোড়া গোলে জিতল এফসি গোয়া। তবে এই হারের ফলে মোহনবাগানকে লিগ টেবিলে শীর্ষ স্থান খোয়াতে হয়নি। কিন্তু গোয়া উঠে এল তৃতীয় স্থানে।

শুক্রবার ফাতোরদার জওহরলাল নেহরু স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে এফসি গোয়া ২-১ গোলে হারায় মোহনবাগানকে। এ দিন মোহনবাগানকে কিছুটা ছন্নছাড়া লাগল। আগের ম্যাচে যুবভারতী ক্রীড়াঙ্গনে কেরল ব্লাস্টার্স-এর বিরুদ্ধেও মোহনবাগানকে অগোছালো লেগেছিল। সেটা বুঝতে পেরেই দলের কোচ খোসে মোলিনা সতর্ক করে দিয়েছিলেন। কিন্তু তাঁর সতর্কীকরণে যে কাজ হয়নি, তা বোঝা গেল শুক্রবার গোয়ার মাঠে।

ম্যাচের ১২ মিনিটের মাথায় ব্রাইসনের গোলে এগিয়ে যায় গোয়া। দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে দিমিত্রি পেত্রাতোস পেনাল্টি থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান। এর ১৩ মিনিট পরেই ব্রাইসন দ্বিতীয় গোল করে গোয়াকে ২-১ গোলে এগিয়ে দেন। ম্যাচের বাকি আধ ঘণ্টায় একাধিক গোলের সুযোগ তৈরি করেছিল সবুজ-মেরুন বাহিনী। কিন্তু একটাও কাজে লাগাতে পারেনি তারা। এই ম্যাচ নিয়ে টানা সাতটি ম্যাচে অপরাজিত রইল এফসি গোয়া। টানা ১২টি হোম ম্যাচে গোল করার নতুন নজির গড়ল তারা।

লিগ টেবিলে কে কোথায়

শুক্রবারের ম্যাচে হেরে গেলেও লিগ টেবিলে মোহনবাগানের শীর্ষ স্থান অপরিবর্তিতই রয়েছে। ১২ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ২৬ পয়েন্ট। দ্বিতীয় স্থানে রয়েছে বেঙ্গালুরু এফসি। ১২ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ২৪ পয়েন্ট। আর ১২ ম্যাচ থেকে ২২ পয়েন্ট সংগ্রহ করে এফসি গোয়া উঠে এল তৃতীয় স্থানে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

পাকিস্তান-সহ ৪ দেশ পরমাণু গোপনে পরমাণু পরীক্ষা চালাচ্ছে, তাই আমেরিকাও শুরু করবে, জানিয়ে দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করলেন, পাকিস্তান-সহ একাধিক দেশ গোপনে পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালাচ্ছে। তাই ৩০ বছর পর আমেরিকারও পারমাণবিক পরীক্ষা ফের শুরু করা প্রয়োজন বলে জানিয়েছেন তিনি।

সাত বছর পর ঘরে ফেরা! তৃণমূলে ফিরলেন শোভন চট্টোপাধ্যায়, সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়

দীর্ঘ সাত বছর পর আবার তৃণমূলে ফিরলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। সোমবার দুপুরে তৃণমূল ভবনে সুব্রত বক্সী ও অরূপ বিশ্বাসের হাতে উত্তরীয় পরে আনুষ্ঠানিক প্রত্যাবর্তন করলেন তিনি ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়।

তেলঙ্গানায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা! লরির সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত অন্তত ২৪, বহু আহত

তেলঙ্গানার রঙ্গা রেড্ডি জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২৪ জনের মৃত্যু। ভারী লোড-বোঝাই লরি মুখোমুখি ধাক্কা দেয় রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসকে। আহতদের হাসপাতালে ভর্তি, দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি।

বিশ্বকাপে ভারতের অভাবনীয় সাফল্যে অভিনন্দন জানালেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী

খবর অনলাইন ডেস্ক: একদিনের ক্রিকেটে বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ইতিহাস গড়ল ভারতের মহিলা...

আরও পড়ুন

মোহনবাগান ছাড়ছেন হোসে মোলিনা, ঐতিহাসিক ডাবল জয়ের পরই বিদায় স্প্যানিশ কোচের

খবর অনলাইন ডেস্ক: মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে সম্পর্কের ইতি ঘটাতে চলেছেন দলের প্রধান কোচ...

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: গোলশূন্য ডার্বি, মোহনবাগানকে আটকে সেমিফাইনালে ইস্টবেঙ্গল

ভুবনেশ্বর: শুক্রবার ভুবনেশ্বরে আয়োজিত এআইএফএফ সুপার কাপের গ্রুপ ‘এ’-এর শেষ ম্যাচে ঐতিহ্যবাহী কলকাতা ডার্বিতে...

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...