Homeখেলাধুলোফুটবলবিশ্বকাপ ফুটবল ২০৩০: মূল আয়োজক তিনটি দেশ, প্রথম তিনটি ম্যাচে হবে অন্য...

বিশ্বকাপ ফুটবল ২০৩০: মূল আয়োজক তিনটি দেশ, প্রথম তিনটি ম্যাচে হবে অন্য তিন দেশে  

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: নির্ধারিত সময়ের এক বছর আগেই ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশের নাম ঘোষণা করল ফিফা। এ বারই প্রথম এক অভিনব কায়দায় বিশ্বকাপ ফুটবল আয়োজিত হতে চলেছে। বলা যায়, তিনটি মহাদেশের ছ’টি দেশে বিশ্বকাপের খেলা হবে।        

ফিফা জানিয়েছে, ২০৩০-এর বিশ্বকাপ আয়োজন করার মূল দায়িত্ব দেওয়া হয়েছে মরক্কো, স্পেন এবং পর্তুগালকে। তবে প্রথম দিকের তিনটি ম্যাচ হবে উরুগুয়ে, আর্জেন্তিনা এবং প্যারাগুয়েতে।

২০৩০ হল বিশ্বকাপ ফুটবলের ১০০ বছর। ১৯৩০ সালে শুরু হয় বিশ্বকাপ ফুটবল। প্রথম বিশ্বকাপের খেলা হয়েছিল উরুগুয়েতে। সেই ঘটনাকে স্মরণীয় করে রাখতেই ২০৩০ বিশ্বকাপ ফুটবলের গোড়ার দিকের একটি ম্যাচ উরুগুয়েতে হবে। ১৯৩০-এর বিশ্বকাপ জেতার পথে উরুগুয়ে মন্তেভিডিওতে আয়োজিত ফাইনাল ম্যাচে হারায় আর্জেন্তিনাকে। সেই কারণে মেসির দেশেও একটি ম্যাচ রাখা হয়েছে। আর তার সঙ্গে একটি ম্যাচ হবে প্যারাগুয়েতে। মন্তেভিডিওতে আনুষ্ঠানিক ভাবে বিশ্বকাপ ফুটবলের শতবর্ষ উদযাপন করা হবে।        

সর্বশেষ বিশ্বকাপ ফুটবলের আসর বসেছিল কাতারে, ২০২২-এর নভেম্বর-ডিসেম্বরে। ফ্রান্সকে হারিয়ে সেখানে বিশ্বকাপ জিতে নেয় আর্জেন্তিনা। আর্জেন্তিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) বলেছে, “২০৩০ বিশ্বকাপের গ্রুপ স্টেজে তাদের দল তাদের প্রথম ম্যাচ খেলবে ঘরের মাঠে এবং ঘরের লোকের সামনে।”

ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেন, “বিভক্ত পৃথিবীতে ঐক্য আনছে ফিফা এবং ফুটবল। বিশ্বকাপ প্রথম আয়োজিত হয়েছিল ১৯৩০-এ উরুগুয়েতে। যথাযথ ভাবে ফিফা বিশ্বকাপের শতবর্ষ উদযাপনের ব্যাপারে ফিফা কাউন্সিল সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছে। তাই দক্ষিণ আমেরিকায় এই উৎসব উদযাপিত হবে এবং তিনটি ম্যাচ খেলা হবে দক্ষিণ আমেরিকার তিন দেশে। উরুগুয়ে, আর্জেন্তিনা এবং প্যারাগুয়ে ফিফা বিশ্বকাপ ২০৩০-এর একটি করে ম্যাচ আয়োজন করবে।”

ইনফান্তিনো জানান, ২০৩০ বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলা হবে মন্তেভিডিওর ‘এস্তাদিও সেন্তেনারিও’-তে, একশো বছর আগে যেখানে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলা হয়েছিল।

২০৩০-এর বিশ্বকাপের ম্যাচ যেহেতু দুটি গোলার্ধের ছ’টি দেশে খেলা হবে, তাই কোনো কোনো দল তাদের গ্রুপ ম্যাচ তাদের বিভিন্ন ঋতুতে খেলবে।

আরও পড়ুন

আইএসএল: খাবি এর্নান্ডেজের বিস্ময়কর গোল, বেঙ্গালুরুর কাছে হারল ইস্টবেঙ্গল

সাম্প্রতিকতম

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশের শুরু হয়েছে ‘অপারেশন ডেভিল হান্ট’

গাজীপুরসহ সারাদেশে যৌথ বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাসীদের ধরতে র‍্যাব, পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী যৌথভাবে অভিযান পরিচালনা করছে।

যৌবন ধরে রাখতে চান? বিটরুটের রস হতে পারে আপনার গোপন অস্ত্র

সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে যে, বিটরুটের রস হতে পারে আপনার তারুণ্য ধরে রাখার গোপন অস্ত্র।

মেটায় বড়সড় ছাঁটাই: ৩,৬০০ কর্মী বরখাস্ত, এআই ব্যবহারে জোর সংস্থার

মেটা আগামী সোমবার থেকে ৩,৬০০ কর্মী ছাঁটাই করতে চলেছে। তবে সংস্থাটি মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারদের দ্রুত নিয়োগের ওপর গুরুত্ব দিচ্ছে। ইউরোপের কয়েকটি দেশে স্থানীয় বিধিনিষেধের কারণে কর্মীদের ছাঁটাই করা হবে না।

মাঝরাতে নারকেলডাঙার বস্তিতে আগুন, ঘটনাস্থলে দমকলের ১৬টি ইঞ্জিন, বহু মানুষ নিরাশ্রয়

কলকাতা: আবার আগুন মহানগরীর বুকে। এ বার নারকেলডাঙার বস্তিতে। শনিবার রাতে খালপাড়ের বস্তিতে আচমকা...

আরও পড়ুন

আইএসএল ২০২৪-২৫: চেন্নাইয়ের কাছে হেরে আশাভঙ্গ ইস্টবেঙ্গলের, হায়দরাবাদের কাছে হেরে হ্যাটট্রিক মহমেডানের  

চেন্নাইয়িন এফসি: ৩ (নিশু কুমার, উইলমার জোর্দান গিল, ড্যানিয়েল চিমা চুকু) ইস্টবেঙ্গল এফসি:...

আইএসএল ২০২৪-২৫: ম্যাকলারেনের জোড়া গোল, সঙ্গী কোলাসো, পঞ্জাবকে হেলায় হারিয়ে প্লে অফে মোহনবাগান

মোহনবাগান সুপার জায়ান্ট: ৩ (জেমি ম্যাকলারেন ২, লিস্টন কোলাসো) ...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে