Homeখেলাধুলোফুটবলবিশ্বকাপ ফুটবল ২০৩০: মূল আয়োজক তিনটি দেশ, প্রথম তিনটি ম্যাচে হবে অন্য...

বিশ্বকাপ ফুটবল ২০৩০: মূল আয়োজক তিনটি দেশ, প্রথম তিনটি ম্যাচে হবে অন্য তিন দেশে  

প্রকাশিত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

খবর অনলাইন ডেস্ক: নির্ধারিত সময়ের এক বছর আগেই ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশের নাম ঘোষণা করল ফিফা। এ বারই প্রথম এক অভিনব কায়দায় বিশ্বকাপ ফুটবল আয়োজিত হতে চলেছে। বলা যায়, তিনটি মহাদেশের ছ’টি দেশে বিশ্বকাপের খেলা হবে।        

ফিফা জানিয়েছে, ২০৩০-এর বিশ্বকাপ আয়োজন করার মূল দায়িত্ব দেওয়া হয়েছে মরক্কো, স্পেন এবং পর্তুগালকে। তবে প্রথম দিকের তিনটি ম্যাচ হবে উরুগুয়ে, আর্জেন্তিনা এবং প্যারাগুয়েতে।

২০৩০ হল বিশ্বকাপ ফুটবলের ১০০ বছর। ১৯৩০ সালে শুরু হয় বিশ্বকাপ ফুটবল। প্রথম বিশ্বকাপের খেলা হয়েছিল উরুগুয়েতে। সেই ঘটনাকে স্মরণীয় করে রাখতেই ২০৩০ বিশ্বকাপ ফুটবলের গোড়ার দিকের একটি ম্যাচ উরুগুয়েতে হবে। ১৯৩০-এর বিশ্বকাপ জেতার পথে উরুগুয়ে মন্তেভিডিওতে আয়োজিত ফাইনাল ম্যাচে হারায় আর্জেন্তিনাকে। সেই কারণে মেসির দেশেও একটি ম্যাচ রাখা হয়েছে। আর তার সঙ্গে একটি ম্যাচ হবে প্যারাগুয়েতে। মন্তেভিডিওতে আনুষ্ঠানিক ভাবে বিশ্বকাপ ফুটবলের শতবর্ষ উদযাপন করা হবে।        

সর্বশেষ বিশ্বকাপ ফুটবলের আসর বসেছিল কাতারে, ২০২২-এর নভেম্বর-ডিসেম্বরে। ফ্রান্সকে হারিয়ে সেখানে বিশ্বকাপ জিতে নেয় আর্জেন্তিনা। আর্জেন্তিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) বলেছে, “২০৩০ বিশ্বকাপের গ্রুপ স্টেজে তাদের দল তাদের প্রথম ম্যাচ খেলবে ঘরের মাঠে এবং ঘরের লোকের সামনে।”

ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেন, “বিভক্ত পৃথিবীতে ঐক্য আনছে ফিফা এবং ফুটবল। বিশ্বকাপ প্রথম আয়োজিত হয়েছিল ১৯৩০-এ উরুগুয়েতে। যথাযথ ভাবে ফিফা বিশ্বকাপের শতবর্ষ উদযাপনের ব্যাপারে ফিফা কাউন্সিল সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছে। তাই দক্ষিণ আমেরিকায় এই উৎসব উদযাপিত হবে এবং তিনটি ম্যাচ খেলা হবে দক্ষিণ আমেরিকার তিন দেশে। উরুগুয়ে, আর্জেন্তিনা এবং প্যারাগুয়ে ফিফা বিশ্বকাপ ২০৩০-এর একটি করে ম্যাচ আয়োজন করবে।”

ইনফান্তিনো জানান, ২০৩০ বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলা হবে মন্তেভিডিওর ‘এস্তাদিও সেন্তেনারিও’-তে, একশো বছর আগে যেখানে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলা হয়েছিল।

২০৩০-এর বিশ্বকাপের ম্যাচ যেহেতু দুটি গোলার্ধের ছ’টি দেশে খেলা হবে, তাই কোনো কোনো দল তাদের গ্রুপ ম্যাচ তাদের বিভিন্ন ঋতুতে খেলবে।

আরও পড়ুন

আইএসএল: খাবি এর্নান্ডেজের বিস্ময়কর গোল, বেঙ্গালুরুর কাছে হারল ইস্টবেঙ্গল

সাম্প্রতিকতম

ভিড় সামলাতে বাড়ল ট্রেন, ডায়মন্ড হারবার ও বারাসত শাখায় চলবে অতিরিক্ত ৫ লোকাল

নিত্যযাত্রীদের চাপ সামলাতে ডায়মন্ড হারবার ও বারাসত শাখায় রেল চালু করল অতিরিক্ত ৫টি লোকাল ট্রেন। পাশাপাশি বদলানো হল একটি পুরনো ট্রেনের সময়ও। জেনে নিন বিস্তারিত সময়সূচি।

ফাস্টফুড-ঠান্ডা পানীয় খেলেই আয়ু কমছে মিনিটে মিনিটে! গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

মিশিগান বিশ্ববিদ্যালয়ের গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য—একটা হটডগ খেলেই আয়ু কমছে ৩৬ মিনিট! ঠান্ডা পানীয়, বার্গার, স্যান্ডউইচেও বিপদ লুকিয়ে। জেনে নিন স্বাস্থ্যকর বিকল্প কী হতে পারে।

স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্কে নিয়োগ, আবেদন অনলাইনে, বেতন ১ লক্ষের বেশি

স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্কে ৭৬টি অফিসার পদে নিয়োগ। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও ম্যানেজার পদে আবেদন ১১ অগস্ট পর্যন্ত। জেনে নিন বেতন, বয়স ও আবশ্যিক যোগ্যতা।

মুম্বইয়ের ট্রেনে ভিড় কমাতে অফিস টাইমে বড়সড় পরিবর্তনের ভাবনা, টাস্ক ফোর্স গঠন করে প্রক্রিয়া শুরু

মুম্বইয়ে লোকাল ট্রেনের ভিড় কমাতে সরকারি-বেসরকারি অফিসের সময় বদলের পরিকল্পনা। নতুন টাইমিং পরীক্ষামূলকভাবে চালুর সিদ্ধান্ত নিল মহারাষ্ট্র সরকার।

আরও পড়ুন

১৩৪তম ডুরান্ড কাপ উদ্বোধন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রতিযোগিতা শুরু হবে ২৩ জুলাই

সঞ্জয় হাজরা শুক্রবার নয়াদিল্লিতে ১৩৪তম ইন্ডিয়ান অয়েল ডুরান্ড কাপের সূচনা হল। এশিয়ার প্রাচীনতম ও ভারতের...

আইপিএল ২০২৫: কুপোকাত মুম্বই, শ্রেয়স আয়ারের ব্যাটিং ঝড়ে ফাইনালে পঞ্জাব, মুখোমুখি বেঙ্গালুরুর

মুম্বই ইন্ডিয়ান্স: ২০৩-৬ (সূর্যকুমার যাদব ৪৪, তিলক বর্মা ৪৪, জনি বেয়ারস্টো ৩৮, আজমাতুল্লাহ ওমরজাই...

ফেডারেশনের পুরস্কারে বাংলার জয়জয়কার, বর্ষসেরা শুভাশিস, সেরা গোলকিপার বিশাল, সম্মান পেলেন আরও অনেকে

ফেডারেশনের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন মোহনবাগানের শুভাশিস বসু। সেরা গোলকিপারের সম্মান পেলেন বিশাল কাইথ। মহিলাদের বিভাগেও ইস্টবেঙ্গলের সৌম্যা গুগুলথ পেলেন স্বীকৃতি।