Homeখেলাধুলোএশিয়াড হকি: এশিয়ান গেমসে ইতিহাস! চিরপ্রতিদ্বন্দী পাকিস্তানকে ১০ গোল দিল ভারত  

এশিয়াড হকি: এশিয়ান গেমসে ইতিহাস! চিরপ্রতিদ্বন্দী পাকিস্তানকে ১০ গোল দিল ভারত  

প্রকাশিত

ভারত: ১০ (হরমনপ্রীত ৪, বরুণ কুমার ২, মনদীপ, সুমিত, শমসের, ললিত) পাকিস্তান: ২ (মুহম্মদ খান, আবদুল রানা)

হ্যাংঝাউ: এশিয়ান গেমসে তৈরি হল ইতিহাস। হকিতে ভারত-পাকিস্তানের লড়াইয়ে এই ঘটনা এর আগে কখনও ঘটেনি। চিরপ্রতিদ্বন্দী পাকিস্তানকে এত বড়ো ব্যবধানে ভারত কোনো দিন হারাতে পারেনি। বরাবরই দুই দেশের হকি ম্যাচ মানেই হাড্ডাহাড্ডি লড়াই। কিন্তু এ বার একেবারে গোলের উৎসব উদযাপন করল ভারত।   

আগের ম্যাচে এশিয়ান গেমসে গত বারের হকি চ্যাম্পিয়ন জাপানকে ৪-২ গোলে হারিয়ে উজ্জীবিত ছিল ভারত। সেই ভারত শনিবার গংশু ক্যানাল স্পোর্টস পার্ক স্টেডিয়ামে আয়োজিত পুল ‘এ’-এর ম্যাচে পাকিস্তানকে হারাল ১০-২ গোলে। অধিনায়ক হরমনপ্রীত হ্যাটট্রিক-সহ ৪টি গোল করেন। ভারতের আক্রমণের সামনে দাঁড়াতেই পারল না পাকিস্তান। কার্যত পাকিস্তানকে নিয়ে ছেলেখেলা করল তারা।  

প্রথমার্ধে ৪ গোল ভারতের

প্রথম কোয়ার্টারে শুরুর দিকটা যেন এক পক্ষ আর-এক পক্ষকে বুঝে নেওয়ার চেষ্টা করে। পাকিস্তান আক্রমণ শানানোর চেষ্টা করে। কিন্তু ভারতের রক্ষণভাগ সজাগ ছিল। তারা পাকিস্তানের সেই চেষ্টা রুখে দেয়। এরই মধ্যে দুর্দান্ত প্রতি-আক্রমণে উঠে আসে ভারত। বাঁ দিক থেকে আক্রমণে উঠে আসেন মনদীপ সিং এবং অভিষেক। শেষ পর্যন্ত ম্যাচের ৮ মিনিটে মনদীপ গোল করে ভারতকে এগিয়ে দেয়।

মুহূর্তের মধ্যে পাকিস্তান আক্রমণে উঠে আসে। তারা তাদের প্রথম পেনাল্টি কর্নার পায়। কিন্তু সেই পেনাল্টি কর্নার তারা কাজে লাগাতে পারেনি। এর পরেই পেনাল্টি স্ট্রোক পায় ভারত। ভারতের অধিনায়ক ঠান্ডা মাথার হরমনপ্রীত সিং তা থেকে গোল করেন। প্রথম কোয়ার্টারে ভারত ২-০ গোলে এগিয়ে যায়।

দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে ভারত গোলকিপার বদল করে। কৃষণ পাঠকের জায়গায় গোল রক্ষা করতে নামেন পিআর শ্রীযশ। এর পরেই আসে ভারতের তৃতীয় গোল। পেনাল্টি কর্নার থেকে সেই হরমনপ্রীত আবার গোল করেন (৩-০)। পাকিস্তান আক্রমণ করার চেষ্টা করতে থাকে। কিন্তু তাদের আক্রমণ তেমন ভাবে দানা বাঁধছিল না। ইতিমধ্যে ভারত আবার গোল করে। ললিত উপাধ্যায়ের স্ট্রাইক সুমিতের স্টিকে লেগে পাকিস্তানের গোলে ঢোকে। বিরতিতে ভারত ৪-০ গোলে এগিয়ে যায়।

দ্বিতীয়ার্ধে ভারতের আরও ৬ গোল

দ্বিতীয়ার্ধের শুরুতে আবার গোল পায়। ম্যাচের ৩৩ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে হরমনপ্রীত হ্যাটট্রিক করেন। ১ মিনিট পরে আবার গোল। একেবারে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন অধিনায়ক হরমনপ্রীত। আবার গোল করেন তিনি। ম্যাচের ৩৪ মিনিটের মধ্যে ৬-০ গোলে এগিয়ে যায় ভারত।

খেলা এগিয়ে চলে। পাকিস্তান আক্রমণে ঝাঁপানোর চেষ্টা করে এবং তার ফলও পায়। ৩৮ মিনিটে তারা প্রথম গোল পায়। পাকিস্তান পেনাল্টি কর্নার পায়। এবং সেটি কাজে লাগান মুহম্মদ খান। কিন্তু মুহূর্তের মধ্যে প্রতি-আক্রমণে ভারত আবার গোল করে। ম্যাচের ৪১ মিনিটে গোল করেন বরুণ কুমার। ভারতের স্কোরশিটে ৭টি গোল যোগ হয়। এর পর পাকিস্তান সান্ত্বনা পুরস্কার হিসাবে আরও একটি গোল পায়। গোল করেন আবদুল রানা। তৃতীয় কোয়ার্টারের শেষে ভারতের পক্ষে স্কোর দাঁড়াল ৭-২।

এর পরেও গোলের উৎসব চালিয়ে যেতে থাকল ভারত। শেষ কোয়ার্টারে তারা আরও তিনটি গোল দিল। এই কোয়ার্টারের প্রথম চার মিনিটের মধ্যেই দুটো গোল। অষ্টম গোলটি ফিল্ড গোল। করলেন শমসের। তিন মিনিট পরেই জরমনপ্রীতের কাছ থেকে বল পেয়ে গোল করেন ললিত উপাধ্যায়। এবং কিছুক্ষণ পরেই ভারতের দশম গোল এবং বরুণের দ্বিতীয় গোল। খেলার একেবারে শেষ মুহূর্তে গোল করার সুযোগ পায় পাকিস্তান। কিন্তু ভারতের গোল লক্ষ্য করে নেওয়া শট দারুণ ভাবে বাঁচিয়ে দেন শ্রীযশ।

আরও পড়ুন

এশিয়ান গেমস ২০২৩: টেনিস ও স্কোয়াশে এল সোনা, ভারতের ঝুলিতে আরও পদক

আইসিসি বিশ্বকাপ ক্রিকেট ২০২৩: কোন কোন দেশ সেমিফাইনালে যাবে, কী বললেন আমলা, গেইল আর গম্ভীর

সাম্প্রতিকতম

লোকালে ১৬-২০ বগি! রেলমন্ত্রীর ঘোষণা, বাড়বে কামরা, কমবে বাদুড়ঝোলা ভিড়

১২ কোচের ট্রেনেও কমছে না ভিড়। এবার ১৬ ও ২০ বগির লোকাল ট্রেন আনছে রেলমন্ত্রক, জানালেন অশ্বিনী বৈষ্ণব। উপকৃত হবেন কলকাতা-সহ দেশের কোটি নিত্যযাত্রী।

সফরে আতঙ্ক! প্রযুক্তিগত ত্রুটি সামাল দিতে দেশজুড়ে ৬,৩৭৪ প্রযুক্তিবিদ নিয়োগে চূড়ান্ত সিদ্ধান্ত রেলের

আহমেদাবাদ বিমান দুর্ঘটনার পর রেল সফরেও যান্ত্রিক বিভ্রাটের আশঙ্কা। আতঙ্ক দূর করতে ৬৩৭৪ প্রযুক্তিবিদ নিয়োগে চূড়ান্ত সিদ্ধান্ত নিল রেলবোর্ড। শীঘ্রই বিজ্ঞপ্তি জারি করবে RRB।

Samsung-এর Z-আকৃতির Tri-Fold স্মার্টফোন! খুললেই ট্যাবলেট

স্যামসাং নিয়ে আসছে প্রথম Triple-Fold স্মার্টফোন। Z-আকৃতির ডিজাইন, খুললেই বড় ট্যাবলেট স্ক্রিন! ২০২৫ সালের সেপ্টেম্বর-অক্টোবরে বাজারে আসতে পারে। দাম হতে পারে ২.৫–৩ লক্ষ টাকা।

জগন্নাথ মন্দির উদ্বোধনের পর দিঘায় হোটেল ভাড়া বাড়তি, মুখ্যমন্ত্রীর নির্দেশে লাগাম টানতে কড়া পদক্ষেপ

জগন্নাথ মন্দির উদ্বোধনের পর দীঘায় হোটেল ও পরিবহণ ভাড়ায় ব্যাপক বৃদ্ধি। পর্যটকদের অভিযোগে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন, ডিসপ্লে বোর্ডে হোটেল ভাড়ার তালিকা বাধ্যতামূলক।

আরও পড়ুন

অবশেষে ৯০ মিটার পার, তবু সোনা হাতছাড়া নীরজ চোপড়ার

দোহা ডায়মন্ড লিগে ৯০.২৩ মিটার ছুড়েও প্রথম হতে পারলেন না নীরজ চোপড়া। সোনা জিতলেন জার্মানির জুলিয়ান ওয়েবার।

নেতাজি ইন্ডোরে সূচনা হল নবম রাজ্য ক্রীড়া প্রতিযোগিতার

বৃহস্পতিবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে নবম নেতাজি সুভাষ রাজ্য ক্রীড়া প্রতিযোগিতার আসরের সূচনা হল।...

স্টিক হাতে গুরবক্সের পাশে থেকে তাক লাগালেন সৌরভ, ৩-১ গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে চ্যাম্পিয়ন মোহনবাগান

ক্যালকাটা প্রিমিয়ার হকি লিগের ফাইনালে ইস্টবেঙ্গলকে ৩-১ হারাল মোহনবাগান। খেলার প্রথমার্ধে মোহনবাগান ২-০ গোলে...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে