Homeখেলাধুলোআইপিএলগুজরাতকে হারিয়ে দশমবার আইপিএল ফাইনালে ধোনির সিএসকে

গুজরাতকে হারিয়ে দশমবার আইপিএল ফাইনালে ধোনির সিএসকে

প্রকাশিত

আগামী ২৮ মে অমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে পঞ্চমবারের জন্য ট্রফি জয়ের লক্ষ্য নিয়ে বাইশ গজের যুদ্ধে নামবে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। মঙ্গলবার চিপকে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে গুজরাতের বিরুদ্ধে ১৫ রানে জিতে দশমবারের জন্য ফাইনালে সিএসকে।

টস জিতে চেন্নাই সুপার কিংসকে প্রথমে ব্যাট করতে পাঠায় গুজরাত টাইটান্স। দারুণ শুরু করেছিলেন চেন্নাইয়ের দুই ওপেনার ঋতুরাজ গায়কোয়াড় ও ডেভন কনওয়ে। পাওয়ার প্লে-র ৬ ওভারে ওঠে ৪৯। শুরু থেকেই দাপট দেখিয়ে ৩৬ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন ঋতুরাজ গায়কোয়াড়। ওপেনিং জুটিতে ৮৭ তোলে চেন্নাই।

একাদশ ওভারের তৃতীয় বলে জুটি ভাঙেন মোহিত শর্মা। তুলে নেন ঋতুরাজকে (‌৪৪ বলে ৬০)‌। পরের ওভারেই শিবম দুবেকে (‌১)‌ তুলে নেন নূর আমেদ। ১৫ তম ওভারে আবার ধাক্কা চেন্নাই শিবিরে। পঞ্চম বলে অজিঙ্কা রাহানেকে (‌১০ বলে ১৭)‌ তুলে নেন দর্শন নালকান্ডে। পরের ওভারেই ডেভন কনওয়েকে তুলে নিয়ে নিয়ে চেন্নাইয়ের বড় রানের স্বপ্নে আঘাত হানেন মহম্মদ সামি। ৩৪ বলে ৪০ রান করে আউট হন কনওয়ে। অম্বাতি রায়ুডুও (‌৯ বলে ১৭)‌ ঝড় তুলতে ব্যর্থ। ২ বলে ১ রান করে আউট হন ধোনি। ১৬ বলে ২২ রান করে অপরাজিত থাকেন রবীন্দ্র জাডেজা। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭২ তোলে চেন্নাই।

রান তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিলেন শুভমন গিল ও ঋদ্ধিমান সাহা। কিন্তু ঋদ্ধি (১১ বলে ১২) শুরুটা ভালই করেই আউট হয়ে গেলেন। দলের বিপদে তিন নম্বরে নেমেছিলেন হার্দিক। কিন্তু বেশি ক্ষণ টানতে পারলেন না। দীপক চাহার প্রথম ধাক্কা দিলেন। অধিনায়ক হার্দিক তিন নম্বরে নামলেও এমন বড় ম্যাচে ব্যর্থ। মহেশ থিকশানাকে রিভার্স শট মারতে গিয়ে জাডেজার হাতে ক্যাচ দিয়ে বসলেন হার্দিক (৭ বলে ৮)। ফলে ৪১ রানে ২ উইকেট হারায় গুজরাত।

গুজরাতকে যাঁরা ম্যাচের পর ম্যাচ জিতিয়েছেন, সেই ডেভিড মিলার (৬ বলে ৪), রাহুল তেওতিয়ারা (৫ বলে ৩) চূড়ান্ত ব্যর্থ। ৩৮ বলে ৪২ রান করে শুভমন যখন আউট হলেন তখন গুজরাতের স্কোর ৫ উইকেটে ৮৮ রান। এক মাত্র রশিদ খান (১৬ বলে ৩০) একটু হলেও চেষ্টা করেছিলেন। ১৯তম ওভারের তৃতীয় বলে আউট হওয়ায় ওখানেই গুজরাতের সুযোগ শেষ হয়ে যায়। গুজরাত থেমে গেল ১৫৭ রানে।

এই নিয়ে পঞ্চম বার চ্যাম্পিয়ন হয়ে মুম্বই ইন্ডিয়ান্সের কৃতিত্ব স্পর্শ করার হাতছানি চেন্নাইয়ের সামনে। গুজরাত টাইটান্সের সামনেও ফাইনালে ওঠার আরও একটা সুযোগ রয়েছে। সেক্ষেত্রে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে জিততে হবে হার্দিক পাণ্ড্যদের।

সাম্প্রতিকতম

২১-এর ভোটে রাজ্যে পুলিশ পর্যবেক্ষকের দায়িত্বে থাকা আইএএস-কেই বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করল কমিশন

২০২১ সালের পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের সময় বিশেষ পুলিশ পর্যবেক্ষক হিসেবে কাজ করেছেন অলোক শর্মা।

Laracon 2024 সম্মেলন: কলকাতা থেকে স্পনসর করা একমাত্র সংস্থা হিসেবে দৃষ্টান্ত গড়ল Think To Share

ফুল-স্ট্যাক ওয়েব এবং সফ্টওয়্যার বিকাশের ক্ষেত্রে Think To Share সবচেয়ে উদ্ভাবনী সংস্থাগুলির মধ্যে একটি।

শিন্ডের শিবসেনা শিবিরে যোগ দিলেন গোবিন্দা, লড়বেন লোকসভা ভোটেও

উত্তর পশ্চিম মুম্বই কেন্দ্র থেকে শিবসেনার টিকিটে লোকসভা ভোটে লড়বেন তিনি। ২০০৪ সালে কংগ্রেসের টিকিটে লোকসভা ভোটে লড়ে ৫০ হাজার রেকর্ড ব্যবধানে জিতেছিলেন গোবিন্দা।

কেজরিওয়াল-কাণ্ডে মন্তব্য নিয়ে কূটনীতিককে তলব ভারতের, ‘স্বচ্ছ’ প্রতিক্রিয়া আমেরিকার

নয়াদিল্লি: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে ওয়াশিংটনের মন্তব্যের বিরুদ্ধে ভারত বুধবার একজন সিনিয়র...

আরও পড়ুন

আইপিএল অধিনায়কত্বকে বিদায় জানালেন মহেন্দ্র সিং ধোনি, কাকে বেছে নিল চেন্নাই

চেন্নাইয়ে আইপিএল শুরু শুক্রবার। কার্যত ২৪ ঘণ্টা আগে আইপিএল-এর অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ালেন...

আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড়, প্রতি বলের জন্য কত টাকা পাবেন মিচেল স্টার্ক

২৪ কোটি ৭৫ লক্ষ টাকায় মিচেল স্টার্ককে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। এ ভাবেই আইপিএল...

মঙ্গলবার আইপিএল নিলাম, কোথায় লাইভ দেখবেন, জানুন খুঁটিনাটি

আইপিএল ২০২৪-এর মিনি নিলামের প্রতীক্ষা একেবারে শেষ পর্যায়ে। মঙ্গলবার দুবাইতে খেলোয়াড়দের নিলাম করা হবে।...