Homeখেলাধুলোআইপিএলডেভন কনওয়ে, রবীন্দ্র জাডেজার দাপটে চেন্নাইয়ের কাছে ৭ উইকেটে হার হায়দরাবাদের

ডেভন কনওয়ে, রবীন্দ্র জাডেজার দাপটে চেন্নাইয়ের কাছে ৭ উইকেটে হার হায়দরাবাদের

প্রকাশিত

সানরাইজার্স হায়দরাবাদ: ১৩৪/৭ (অভিষেক-৩৪, জাডেজা-২২/৩)

চেন্নাই সুপার কিংস: ১৩৮/৩ (ঋতুরাজ-৩৫, কনওয়ে-৭৭*)

এ বারও চিপকে চেন্নাই সুপার কিংসের কাছে হারের মুখ দেখতে হল সানরাইজার্স হায়দরাবাদকে। শুক্রবার ব্যাটে-বলে দাপট দেখাল চেন্নাই। ৭ উইকেটে আইডেন মার্করামদের উড়িয়ে দিয়ে ইডেন গার্ডেন্সে খেলতে আসছেন মহেন্দ্র সিং ধোনিরা।

ঘরের মাঠে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ধোনি। হায়দরাবাদ শুরুটা ভালো করলেও ১৮ রানের মাথায় আউট হন হ্যারি ব্রুক। অভিষেক শর্মা ৩৪ ও রাহুল ত্রিপাঠি ২১ রান করে আউট হন। সানরাইজার্স হায়দরাবাদের ৭ উইকেটে ১৩৪ রানের জবাবে ব্যাট করতে নেমে চেন্নাই সুপার কিংস ১৮.৪ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৩৮ রান তুলে ম্যাচ জিতে যায়। ৮ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জেতে সিএসকে।

টার্গেট তাড়া করতে নেমে ঋতুরাজ গায়কোয়াড় এবং ডেভন কনওয়ে বেশ ধামাকাদার মেজাজেই ব্যাটিং করেছিলেন। তাঁদের মধ্যে ৮৭ রানের ওপেনির পার্টনারশিপ গড়ে ওঠে। ৩৫ রান করে দুর্ভাগ্যজনকভাবে আউট হন রুতুরাজ গায়কোয়াড়। ডেভন কনওয়ে ৫৭ বলে ৭৭ রান করে অপরাজিত থাকেন। তিনি ১২টি চার ও ১টি ছক্কা মারেন। তিনি হায়দরাবাদের বোলারদের কার্যত দুরমুশ করতে শুরু করেন। উল্লেখযোগ্য ভাবে, রান পাননি অজিঙ্ক রাহানে। অম্বাতি রায়ডুও মাত্র ৯ রান করেন। তবে রবীন্দ্র জাদেজার দুর্দান্ত বোলিংয়ের পর ডেভন কনওয়ের ব্যাটিং দাপট ইন্ডিয়ান সুপার লিগের ২৯তম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে ৭ উইকেটে হারিয়ে দিল চেন্নাই সুপার কিংস।

চেন্নাইয়ের হয়ে ৪ ওভারে মাত্র ২২ রান খরচ করে ৩টি উইকেট তুলে নেওয়া রবীন্দ্র জাডেজা সঙ্গত কারণেই ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন। এছাড়া আকাশ সিং, মহেশ থিক্ষণা এবং মাথিসা পাথিরানাও একটি করে উইকেট শিকার করেন।

সাম্প্রতিকতম

জেনারেটিভ এআই প্রযুক্তিযুক্ত নয়া মডেলের স্মার্টফোন আনল রিয়েলমি

অত্যাধুনিক প্রযুক্তির নয়া মডেলের স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? আপনি কিনতেই পারেন রিয়েলমি সংস্থার নয়া...

আটকে একাধিক বিল, রাজভবনকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট

কলকাতা: রাজ্যের একাধিক বিল রাজভবনে আটকে আছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস সই করছেন না,...

‘পূর্ণ শক্তি দিয়ে সন্ত্রাস দমন’, কার্গিল দিবসে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি: সম্প্রতি জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনা ক্রমশ বাড়ছে। শুক্রবার কার্গিল বিজয় দিবসের...

নিট-এ শীর্ষ স্থানাধিকারীর সংখ্যা এক ধাক্কায় ৬১ থেকে নেমে আসবে ১৭-য়, সংশোধিত মেধা তালিকা সম্ভবত আজই

নয়াদিল্লি: স্নাতক স্তরের ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট (NEET-UG)-এর সংশোধিত মেধা তালিকা ঘোষণা করা হতে...

আরও পড়ুন

এবারের আইপিএল-এ সবচেয়ে মূল্যবান খেলোয়াড় হলেন সুনীল নারিন, বিরাট কোহলি পেলেন অরেঞ্জ ক্যাপ

খবর অনলাইন ডেস্ক: রবিবার শেষ হল আইপিএল ২০২৪। সানরাইজার্স হায়দরাবাদকে ৮ উইকেটে হারিয়ে তৃতীয়বার...

আইপিএল ২০২৪: হায়দরাবাদকে নিয়ে ছেলেখেলা করে তৃতীয়বার চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স

এই নিয়ে তিনবার আইপিএল চ্যাম্পিয়ন হল কেকেআর। এবং এবার চ্যাম্পিয়নের ট্রফি এল দশ বছর পর। এর আগে কলকাতা চ্যাপিয়ন হয়েছিল ২০১২ এবং ২০১৪ সালে। আর ২০২১-এ হয়েছিল রানার্স আপ। তিনবারের মধ্যে দু’বারই চ্যাম্পিয়নের ট্রফি এল চেন্নাইয়ের মাঠ থেকে।

হাসপাতাল থেকে ফিরেই আইপিএল ফাইনালে শাহরুখ, মুখে মাস্ক, পাশে স্ত্রী গৌরী

শাহরুখ খান সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে মুম্বাইয়ে ফিরে আসেন। চিকিৎসকরা তাঁকে এক সপ্তাহ বিশ্রামের পরামর্শ দেন।
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?