Homeখেলাধুলোআইপিএলডেভন কনওয়ে, রবীন্দ্র জাডেজার দাপটে চেন্নাইয়ের কাছে ৭ উইকেটে হার হায়দরাবাদের

ডেভন কনওয়ে, রবীন্দ্র জাডেজার দাপটে চেন্নাইয়ের কাছে ৭ উইকেটে হার হায়দরাবাদের

প্রকাশিত

সানরাইজার্স হায়দরাবাদ: ১৩৪/৭ (অভিষেক-৩৪, জাডেজা-২২/৩)

চেন্নাই সুপার কিংস: ১৩৮/৩ (ঋতুরাজ-৩৫, কনওয়ে-৭৭*)

এ বারও চিপকে চেন্নাই সুপার কিংসের কাছে হারের মুখ দেখতে হল সানরাইজার্স হায়দরাবাদকে। শুক্রবার ব্যাটে-বলে দাপট দেখাল চেন্নাই। ৭ উইকেটে আইডেন মার্করামদের উড়িয়ে দিয়ে ইডেন গার্ডেন্সে খেলতে আসছেন মহেন্দ্র সিং ধোনিরা।

ঘরের মাঠে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ধোনি। হায়দরাবাদ শুরুটা ভালো করলেও ১৮ রানের মাথায় আউট হন হ্যারি ব্রুক। অভিষেক শর্মা ৩৪ ও রাহুল ত্রিপাঠি ২১ রান করে আউট হন। সানরাইজার্স হায়দরাবাদের ৭ উইকেটে ১৩৪ রানের জবাবে ব্যাট করতে নেমে চেন্নাই সুপার কিংস ১৮.৪ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৩৮ রান তুলে ম্যাচ জিতে যায়। ৮ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জেতে সিএসকে।

টার্গেট তাড়া করতে নেমে ঋতুরাজ গায়কোয়াড় এবং ডেভন কনওয়ে বেশ ধামাকাদার মেজাজেই ব্যাটিং করেছিলেন। তাঁদের মধ্যে ৮৭ রানের ওপেনির পার্টনারশিপ গড়ে ওঠে। ৩৫ রান করে দুর্ভাগ্যজনকভাবে আউট হন রুতুরাজ গায়কোয়াড়। ডেভন কনওয়ে ৫৭ বলে ৭৭ রান করে অপরাজিত থাকেন। তিনি ১২টি চার ও ১টি ছক্কা মারেন। তিনি হায়দরাবাদের বোলারদের কার্যত দুরমুশ করতে শুরু করেন। উল্লেখযোগ্য ভাবে, রান পাননি অজিঙ্ক রাহানে। অম্বাতি রায়ডুও মাত্র ৯ রান করেন। তবে রবীন্দ্র জাদেজার দুর্দান্ত বোলিংয়ের পর ডেভন কনওয়ের ব্যাটিং দাপট ইন্ডিয়ান সুপার লিগের ২৯তম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে ৭ উইকেটে হারিয়ে দিল চেন্নাই সুপার কিংস।

চেন্নাইয়ের হয়ে ৪ ওভারে মাত্র ২২ রান খরচ করে ৩টি উইকেট তুলে নেওয়া রবীন্দ্র জাডেজা সঙ্গত কারণেই ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন। এছাড়া আকাশ সিং, মহেশ থিক্ষণা এবং মাথিসা পাথিরানাও একটি করে উইকেট শিকার করেন।

সাম্প্রতিকতম

রাজস্থানে মুখ্যমন্ত্রীর দৌড়ে আরও একটি বড়ো নাম, কার ভাগ্যে শিকে ছিঁড়বে

রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তীসগঢ়ে চলমান রাজনৈতিক অস্থিরতা ভোট গণনার পরেও অব্যাহত রয়েছে। এই তিনটি...

বৃহস্পতিতেও বাংলায় বৃষ্টি, বর্ষণ থামলেই দ্রুত নামবে পারদ

কলকাতা: আকাশ মেঘলা। বুধবারের পর বৃহস্পতিবার সকাল থেকেই রাজ্যের কয়েকটি জেলাতে হালকা থেকে মাঝারি...

তেলঙ্গনায় বৃহস্পতিবার এবং মিজোরামে শপথগ্রহণ শুক্রে, বিজেপির জেতা ৩ রাজ্যে বিলম্বের কারণ কী

রবিবার ফলাফল ঘোষিত হয়েছে রাজস্থান,মধ্যপ্রদেশ, তেলঙ্গনা এবং ছত্তীসগঢ় বিধানসভা ভোটের। সোমবার জানা গিয়েছে মিজোরামের...

উত্তরকাশীর সেই টানেলের দায়িত্ব পাবে এক বিশেষ সংস্থা, নীরবতা দুর্ঘটনায়

কয়েক দিন সারা দেশে আলোড়ন ফেলেছিল উত্তরকাশীর নির্মীয়মাণ সুড়ঙ্গ ধসের ঘটনা। ভেঙে পড়া সুড়ঙ্গের...

আরও পড়ুন

শামির বল, বিরাটের ব্যাটের দাপটে ভারতের কাছে ধরাশায়ী নিউজিল্যান্ড

এ বারের বিশ্বকাপে পাঁচটি ম্যাচের পাঁচটিতেই জয় ভারতের! অন্য দিকে চার ম্যাচ জেতার পরে...

শুভমন গিল বা বিরাট কোহলি নন, এ বারের আইপিএলে এবি ডি’ভিলিয়ার্সের পছন্দের ক্রিকেটার অন্য কেউ!

এবি ডি'ভিলিয়ার্সের পছন্দের খেলোয়াড় মোটেই শুভমন গিল বা বিরাট কোহলি নন। তা হলে কে মুগ্ধ করলেন প্রাক্তন আরসিবি তারকাকে?

পঞ্চম বার ট্রফি জয় চেন্নাইয়ের, গুজরাতের স্বপ্নভঙ্গ

শুরুতে ব্যাট করে গুজরাট টাইটান্সের ৪ উইকেটে ২১৪ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে। বৃষ্টির জন্য চেন্নাইয়ের জয়ের লক্ষ্যমাত্রা কমে দাঁড়ায় ১৫ ওভারে ১৭১ রানে।