Homeখেলাধুলোআইপিএলরাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হার, ধোনির ফিটনেস নিয়ে চমকপ্রদ তথ্য কোচ ফ্লেমিংয়ের

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হার, ধোনির ফিটনেস নিয়ে চমকপ্রদ তথ্য কোচ ফ্লেমিংয়ের

প্রকাশিত

বুধবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আইপিএল ২০২৩-এর ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে ৩ রানে হেরেছে চেন্নাই সুপার কিংস। চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসাবে ২০০তম ম্যাচ খেলতে নেমেছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। একটা সময় পিচের মাঝখানে দৌড়াতে সমস্যায় পড়েছিলেন তিনি। সামর্থ্য অনুযায়ী দৌড়াতে পারছিলেন না। রোমাঞ্চকর ম্যাচের পরই প্রকাশ্যে এল ধোনির ফিটনেস সম্পর্কিত এক তথ্য।

চেন্নাই সুপার কিংসের প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং অধিনায়ক এমএস ধোনি সম্পর্কে এই তথ্য প্রকাশ্যে এনেছেন। ফ্লেমিং বলেছেন, অধিনায়ক ধোনি হাঁটুর চোটে ভুগছেন এবং তা সত্ত্বেও তিনি আইপিএলে চমৎকার পারফরমেন্স করছেন। ফ্লেমিং আরও বলেন, পিচে দৌড়াতে সমস্যা হচ্ছে ধোনির।

বলে রাখা ভালো, এ বারের আইপিএল সিজন শুরুর আগেই হাঁটুতে চোট পেয়েছিলেন এমএস ধোনি। ‘নি (হাঁটু) ক্যাপ’ পরে সিএসকে-র প্রাক-মরশুম ক্যাম্পেও অনুশীলন করছিলেন তিনি। এই চোটের কারণে আইপিএল ২০২৩-এর উদ্বোধনী ম্যাচে ধোনি খেলা নিয়ে সাসপেন্স তৈরি হয়েছিল। তবে মাহি খেলার প্রতি নিজের ভালোবাসা দেখিয়ে ম্যাচে অংশ নিয়ে ভক্তদের মন রেখেছেন।

ম্যাচের পর কোচ স্টিফেন ফ্লেমিং বলেন, ‘হাঁটুর ইনজুরির সঙ্গে লড়াই করছেন এমএস ধোনি। দৌড়ানোর সময় সেটা চোখে পড়তে পারে, এতে তাঁর সমস্যা হচ্ছে। কিন্তু আমরা দেখলাম, রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দুর্দান্ত খেলেছেন তিনি। তাঁর ফিটনেসও সবসময় পেশাদার’।

ধোনির ফিটনেসের প্রশংসা করে ফ্লেমিং আরও বলেন, ‘টুর্নামেন্ট শুরুর এক মাস আগে ধোনি এসেছিলেন, যে কারণে বেশি কিছু করার দরকার ছিল না। তিনি ফিট ছিলেন। রাঁচিতে কিছুটা সময় নেট প্র্যাকটিসও করেছেন। চেন্নাই আসার মাসখানেক আগে ফিটনেস নিয়ে অনেক কিছুই করেছেন। সবসময়ই নিজের সেরা ফর্মে ফিরতে মরিয়া ধোনি’।

প্রসঙ্গত, প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১৭৫ রান তুলেছিল রাজস্থান। জবাবে চেন্নাই তোলে ১৭২/‌৬। ম্যাচ গড়ায় একেবারে শেষ বলে। দরকার ১ বলে ৫ রান। লড়াইয়ে জয়ের আশা দেখা দিলেও শেষ পর্যন্ত শেষ হাসি হাসে রাজস্থান। ১৭ বলে ৩২ রান করে অপরাজিত থাকেন ধোনি।

আরও পড়ুন: শেষ বল পর্যন্ত গড়াল ম্যাচ, ৩ রানে চেন্নাইকে হারাল রাজস্থান

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করল বিএনপি, তিন আসনে লড়বেন খালেদা জিয়া, নির্বাচনে নামছেন ছেলে তারেক রহমানও

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী ঘোষণা করল বিএনপি। ২৩৭ আসনে একক প্রার্থী দিচ্ছে দলটি। তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন খালেদা জিয়া, বগুড়া-৬ থেকে নির্বাচনে নামছেন তারেক রহমান।

পাকিস্তান-সহ ৪ দেশ পরমাণু গোপনে পরমাণু পরীক্ষা চালাচ্ছে, তাই আমেরিকাও শুরু করবে, জানিয়ে দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করলেন, পাকিস্তান-সহ একাধিক দেশ গোপনে পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালাচ্ছে। তাই ৩০ বছর পর আমেরিকারও পারমাণবিক পরীক্ষা ফের শুরু করা প্রয়োজন বলে জানিয়েছেন তিনি।

সাত বছর পর ঘরে ফেরা! তৃণমূলে ফিরলেন শোভন চট্টোপাধ্যায়, সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়

দীর্ঘ সাত বছর পর আবার তৃণমূলে ফিরলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। সোমবার দুপুরে তৃণমূল ভবনে সুব্রত বক্সী ও অরূপ বিশ্বাসের হাতে উত্তরীয় পরে আনুষ্ঠানিক প্রত্যাবর্তন করলেন তিনি ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়।

তেলঙ্গানায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা! লরির সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত অন্তত ২৪, বহু আহত

তেলঙ্গানার রঙ্গা রেড্ডি জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২৪ জনের মৃত্যু। ভারী লোড-বোঝাই লরি মুখোমুখি ধাক্কা দেয় রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসকে। আহতদের হাসপাতালে ভর্তি, দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি।

আরও পড়ুন

আইপিএল জয়ের উল্লাসে ভাসলেও, কোহলির হৃদয়ে টেস্টই রাজা! তরুণদের দিলেন গুরুত্বপূর্ণ বার্তা

আইপিএল ট্রফি হাতে ওঠার আগেই টেস্ট ক্রিকেটের মাহাত্ম্য ফের তুলে ধরলেন বিরাট কোহলি। তরুণদের দিলেন টেস্ট ক্রিকেটে মনোনিবেশের পরামর্শ।

আইপিএল ২০২৫: কুপোকাত মুম্বই, শ্রেয়স আয়ারের ব্যাটিং ঝড়ে ফাইনালে পঞ্জাব, মুখোমুখি বেঙ্গালুরুর

মুম্বই ইন্ডিয়ান্স: ২০৩-৬ (সূর্যকুমার যাদব ৪৪, তিলক বর্মা ৪৪, জনি বেয়ারস্টো ৩৮, আজমাতুল্লাহ ওমরজাই...

আইপিএল ২০২৫: সুদর্শনের ঝড় কাজে এল না, গুজরাতের বিদায়, মুম্বইয়ের লড়াই এবার পঞ্জাবের সঙ্গে  

মুম্বই ইন্ডিয়ান্স: ২২৮-৫ (রোহিত শর্মা ৮১, জনি বেয়ারস্টো ৪৭, সাই কিশোর ২-৪২, প্রসিধ কৃষ্ণ...