Homeখেলাধুলোআইপিএলচেন্নাইয়ের কাছে হেরে আইপিএল থেকে প্রায় ছিটকেই গেল দিল্লি

চেন্নাইয়ের কাছে হেরে আইপিএল থেকে প্রায় ছিটকেই গেল দিল্লি

প্রকাশিত

প্লে অফের লড়াইয়ে টিকে থাকতে গেলে জেতা ছাড়া রাস্তা ছিল না দিল্লি ক্যাপিটালসের। বুধবার সেটাই করতে ব্যর্থ ডেভিড ওয়ার্নাররা। টস জিতে ব্যাট করে ১৬৭ রান তোলে চেন্নাই সুপার কিংস। দিল্লি ক্যাপিটালস শেষ হয়ে যায় ১৪০ রানে।

চেন্নাইয়ের দুই ওপেনার ঋতুরাজ গায়কোয়াড় ও ডেভন কনওয়ে জুটিতে ৪ ওভারে তোলেন ৩২। পঞ্চম ওভারে প্রথম আউট হন কনওয়ে (‌১৩ বলে ১০)‌। ঋতুরাজ গায়কোয়াড় করেন ‌১৮ বলে ২৪। মইন আলিও ১২ বলে ৭ রান করে আউট হয়ে যান। মিডল অর্ডারে কিছুটা লড়াই করেন শিবম দুবে (‌১২ বলে ২৫)‌, অম্বাতি রায়ুডু (‌১৭ বলে ২৩)‌। তবে খুব বেশি আক্রমণাত্মক হতে পারেননি। ১৬ বলে ২১ রান করেন রবীন্দ্র জাদেজা। ২টি ছক্কার সাহায্যে ৯ বলে ২০ রান করেন ধোনি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ১৬৭ রান তোলে চেন্নাই।

দিল্লির হয়ে ৪ ওভারে ২৭ রান দিয়ে ২টি উইকেট নেন ভারতীয় অলরাউন্ডার অক্ষর পটেল। মিচেল মার্শ ১৮ রানে ৩টি ও অক্ষর প্যাটেল ২৭ রানে ২টি উইকেট নেন।‌

১৬৮ রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই ওয়ার্নারকে ফিরিয়ে দেন দীপক চাহার। পরের ওভারে ফিল সল্টকেও আউট করেন তিনি। মিচেল মার্শ অদ্ভুত ভাবে রান আউট হন। ২৫ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দিল্লি। ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে নামা মণীশ পাণ্ডে ২৯ বলে ২৭ রান করেন। দিল্লিকে দেখে কখনওই মনে হয়নি এই রান তাড়া করতে পারবে। রিলি রুসো ৩৭ বলে ৩৫ রান করেন। বাকিটা ছিল সময়ের অপেক্ষা। শেষ তিন ওভারে দরকার ছিল ৬০ রান। যা কোনও ভাবেই তোলার মতো জায়গায় ছিল না দিল্লি।

চেন্নাইয়ের হয়ে ৩টি উইকেট নেন মাথেশা পাথিরানা। ২টি উইকেট নেন দীপক চাহার। প্রথমে ব্যাট হাতে ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৬ বলে ২১ রান করেন রবীন্দ্র জাদেজা। পরে বল হাতে ৪ ওভারে মাত্র ১৯ রান খরচ করে ১টি উইকেট তুলে নেন তিনি। ব্যাটে-বলে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন জাদেজা।

উল্লেখ্য, বুধবার হারায় ১১ ম্যাচে ৮ পয়েন্টেই রইল দিল্লির। বাকি তিন ম্যাচে জিতলেও তারা ১৪ পয়েন্টে পৌঁছতে পারবে। সুতরাং, টুর্নামেন্ট থেকে বিদায় ঘণ্টা বেজে গেল ক্যাপিটালসের। অন্য দিকে, ১২ ম্য়াচে ১৫ পয়েন্ট নিয়ে প্লে-অফের দোরগোড়ায় পৌঁছে গেলেন ধোনিরা।

সাম্প্রতিকতম

রাশিয়ার আক্রমণের পর এই প্রথম ইউক্রেন সফরে যাওয়ার সম্ভাবনা প্রধানমন্ত্রী মোদীর

নয়াদিল্লি: সব কিছু ঠিকঠাক চললে আগামী ২৩ আগস্ট ইউক্রেন সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।...

প্রয়াত প্রাক্তন কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরীর, ক্যানসারের সঙ্গে দীর্ঘদিন লড়াইয়ের পর শেষ নিঃশ্বাস ত্যাগ

দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত থেকে এসএসকেএম হাসপাতালে প্রাক্তন কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরী প্রয়াত। বয়স হয়েছিল ৮৩ বছর। বালুরঘাটে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে।

জেনারেটিভ এআই প্রযুক্তিযুক্ত নয়া মডেলের স্মার্টফোন আনল রিয়েলমি

অত্যাধুনিক প্রযুক্তির নয়া মডেলের স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? আপনি কিনতেই পারেন রিয়েলমি সংস্থার নয়া...

আটকে একাধিক বিল, রাজভবনকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট

কলকাতা: রাজ্যের একাধিক বিল রাজভবনে আটকে আছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস সই করছেন না,...

আরও পড়ুন

এবারের আইপিএল-এ সবচেয়ে মূল্যবান খেলোয়াড় হলেন সুনীল নারিন, বিরাট কোহলি পেলেন অরেঞ্জ ক্যাপ

খবর অনলাইন ডেস্ক: রবিবার শেষ হল আইপিএল ২০২৪। সানরাইজার্স হায়দরাবাদকে ৮ উইকেটে হারিয়ে তৃতীয়বার...

আইপিএল ২০২৪: হায়দরাবাদকে নিয়ে ছেলেখেলা করে তৃতীয়বার চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স

এই নিয়ে তিনবার আইপিএল চ্যাম্পিয়ন হল কেকেআর। এবং এবার চ্যাম্পিয়নের ট্রফি এল দশ বছর পর। এর আগে কলকাতা চ্যাপিয়ন হয়েছিল ২০১২ এবং ২০১৪ সালে। আর ২০২১-এ হয়েছিল রানার্স আপ। তিনবারের মধ্যে দু’বারই চ্যাম্পিয়নের ট্রফি এল চেন্নাইয়ের মাঠ থেকে।

হাসপাতাল থেকে ফিরেই আইপিএল ফাইনালে শাহরুখ, মুখে মাস্ক, পাশে স্ত্রী গৌরী

শাহরুখ খান সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে মুম্বাইয়ে ফিরে আসেন। চিকিৎসকরা তাঁকে এক সপ্তাহ বিশ্রামের পরামর্শ দেন।
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?