Homeখেলাধুলোআইপিএলচেন্নাইয়ের কাছে হেরে আইপিএল থেকে প্রায় ছিটকেই গেল দিল্লি

চেন্নাইয়ের কাছে হেরে আইপিএল থেকে প্রায় ছিটকেই গেল দিল্লি

প্রকাশিত

প্লে অফের লড়াইয়ে টিকে থাকতে গেলে জেতা ছাড়া রাস্তা ছিল না দিল্লি ক্যাপিটালসের। বুধবার সেটাই করতে ব্যর্থ ডেভিড ওয়ার্নাররা। টস জিতে ব্যাট করে ১৬৭ রান তোলে চেন্নাই সুপার কিংস। দিল্লি ক্যাপিটালস শেষ হয়ে যায় ১৪০ রানে।

চেন্নাইয়ের দুই ওপেনার ঋতুরাজ গায়কোয়াড় ও ডেভন কনওয়ে জুটিতে ৪ ওভারে তোলেন ৩২। পঞ্চম ওভারে প্রথম আউট হন কনওয়ে (‌১৩ বলে ১০)‌। ঋতুরাজ গায়কোয়াড় করেন ‌১৮ বলে ২৪। মইন আলিও ১২ বলে ৭ রান করে আউট হয়ে যান। মিডল অর্ডারে কিছুটা লড়াই করেন শিবম দুবে (‌১২ বলে ২৫)‌, অম্বাতি রায়ুডু (‌১৭ বলে ২৩)‌। তবে খুব বেশি আক্রমণাত্মক হতে পারেননি। ১৬ বলে ২১ রান করেন রবীন্দ্র জাদেজা। ২টি ছক্কার সাহায্যে ৯ বলে ২০ রান করেন ধোনি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ১৬৭ রান তোলে চেন্নাই।

দিল্লির হয়ে ৪ ওভারে ২৭ রান দিয়ে ২টি উইকেট নেন ভারতীয় অলরাউন্ডার অক্ষর পটেল। মিচেল মার্শ ১৮ রানে ৩টি ও অক্ষর প্যাটেল ২৭ রানে ২টি উইকেট নেন।‌

১৬৮ রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই ওয়ার্নারকে ফিরিয়ে দেন দীপক চাহার। পরের ওভারে ফিল সল্টকেও আউট করেন তিনি। মিচেল মার্শ অদ্ভুত ভাবে রান আউট হন। ২৫ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দিল্লি। ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে নামা মণীশ পাণ্ডে ২৯ বলে ২৭ রান করেন। দিল্লিকে দেখে কখনওই মনে হয়নি এই রান তাড়া করতে পারবে। রিলি রুসো ৩৭ বলে ৩৫ রান করেন। বাকিটা ছিল সময়ের অপেক্ষা। শেষ তিন ওভারে দরকার ছিল ৬০ রান। যা কোনও ভাবেই তোলার মতো জায়গায় ছিল না দিল্লি।

চেন্নাইয়ের হয়ে ৩টি উইকেট নেন মাথেশা পাথিরানা। ২টি উইকেট নেন দীপক চাহার। প্রথমে ব্যাট হাতে ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৬ বলে ২১ রান করেন রবীন্দ্র জাদেজা। পরে বল হাতে ৪ ওভারে মাত্র ১৯ রান খরচ করে ১টি উইকেট তুলে নেন তিনি। ব্যাটে-বলে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন জাদেজা।

উল্লেখ্য, বুধবার হারায় ১১ ম্যাচে ৮ পয়েন্টেই রইল দিল্লির। বাকি তিন ম্যাচে জিতলেও তারা ১৪ পয়েন্টে পৌঁছতে পারবে। সুতরাং, টুর্নামেন্ট থেকে বিদায় ঘণ্টা বেজে গেল ক্যাপিটালসের। অন্য দিকে, ১২ ম্য়াচে ১৫ পয়েন্ট নিয়ে প্লে-অফের দোরগোড়ায় পৌঁছে গেলেন ধোনিরা।

সাম্প্রতিকতম

রাজ্যের ৩ জন-সহ সব শ্রমিককেই নিরাপদে বাইরে আনা হল, উদ্ধার অভিযানের প্রশংসায় প্রধানমন্ত্রী    

দেহরাদুন: সমস্ত উৎকণ্ঠা, উদ্বেগ, প্রতীক্ষার অবসান হল। ১৭ দিন ধরে উত্তরকাশীর কাছে সুড়ঙ্গে আটকে...

টি২০ সিরিজ: সেই গ্লেন ম্যাক্সওয়েল, ভারতের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে এনে দিলেন জয়

ভারত: ২২২-৩ (ঋতুরাজ গায়কোয়াড় ১২৩ নট আউট, সূর্যকুমার যাদব ৩৯, বেহরেনডর্ফ ১-১২) অস্ট্রেলিয়া: ২২৫-৫ (গ্লেন...

সুড়ঙ্গে আটকে থাকা ৪১ জন শ্রমিককেই নিরাপদে উদ্ধার করা হল

দেহরাদুন: টানা ১৭ দিন ধরে আটকে থাকার পর সিলকিয়ারা টানেলে আটকে থাকা কর্মীদের একে...

সুড়ঙ্গে আটকে থাকা কর্মীদের কাছাকাছি উদ্ধারকারী দল, যে কোনো মুহূর্তে বেরিয়ে আসতে পারেন তাঁরা    

দেহরাদুন: সিলকিয়ারার সুড়ঙ্গে আটকে থাকা কর্মীদের উদ্ধারকাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে এনডিএমএ (ন্যাশনাল...

আরও পড়ুন

শামির বল, বিরাটের ব্যাটের দাপটে ভারতের কাছে ধরাশায়ী নিউজিল্যান্ড

এ বারের বিশ্বকাপে পাঁচটি ম্যাচের পাঁচটিতেই জয় ভারতের! অন্য দিকে চার ম্যাচ জেতার পরে...

শুভমন গিল বা বিরাট কোহলি নন, এ বারের আইপিএলে এবি ডি’ভিলিয়ার্সের পছন্দের ক্রিকেটার অন্য কেউ!

এবি ডি'ভিলিয়ার্সের পছন্দের খেলোয়াড় মোটেই শুভমন গিল বা বিরাট কোহলি নন। তা হলে কে মুগ্ধ করলেন প্রাক্তন আরসিবি তারকাকে?

পঞ্চম বার ট্রফি জয় চেন্নাইয়ের, গুজরাতের স্বপ্নভঙ্গ

শুরুতে ব্যাট করে গুজরাট টাইটান্সের ৪ উইকেটে ২১৪ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে। বৃষ্টির জন্য চেন্নাইয়ের জয়ের লক্ষ্যমাত্রা কমে দাঁড়ায় ১৫ ওভারে ১৭১ রানে।