Homeখেলাধুলোআইপিএলচেন্নাইয়ের কাছে হেরে আইপিএল থেকে প্রায় ছিটকেই গেল দিল্লি

চেন্নাইয়ের কাছে হেরে আইপিএল থেকে প্রায় ছিটকেই গেল দিল্লি

প্রকাশিত

প্লে অফের লড়াইয়ে টিকে থাকতে গেলে জেতা ছাড়া রাস্তা ছিল না দিল্লি ক্যাপিটালসের। বুধবার সেটাই করতে ব্যর্থ ডেভিড ওয়ার্নাররা। টস জিতে ব্যাট করে ১৬৭ রান তোলে চেন্নাই সুপার কিংস। দিল্লি ক্যাপিটালস শেষ হয়ে যায় ১৪০ রানে।

চেন্নাইয়ের দুই ওপেনার ঋতুরাজ গায়কোয়াড় ও ডেভন কনওয়ে জুটিতে ৪ ওভারে তোলেন ৩২। পঞ্চম ওভারে প্রথম আউট হন কনওয়ে (‌১৩ বলে ১০)‌। ঋতুরাজ গায়কোয়াড় করেন ‌১৮ বলে ২৪। মইন আলিও ১২ বলে ৭ রান করে আউট হয়ে যান। মিডল অর্ডারে কিছুটা লড়াই করেন শিবম দুবে (‌১২ বলে ২৫)‌, অম্বাতি রায়ুডু (‌১৭ বলে ২৩)‌। তবে খুব বেশি আক্রমণাত্মক হতে পারেননি। ১৬ বলে ২১ রান করেন রবীন্দ্র জাদেজা। ২টি ছক্কার সাহায্যে ৯ বলে ২০ রান করেন ধোনি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ১৬৭ রান তোলে চেন্নাই।

দিল্লির হয়ে ৪ ওভারে ২৭ রান দিয়ে ২টি উইকেট নেন ভারতীয় অলরাউন্ডার অক্ষর পটেল। মিচেল মার্শ ১৮ রানে ৩টি ও অক্ষর প্যাটেল ২৭ রানে ২টি উইকেট নেন।‌

১৬৮ রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই ওয়ার্নারকে ফিরিয়ে দেন দীপক চাহার। পরের ওভারে ফিল সল্টকেও আউট করেন তিনি। মিচেল মার্শ অদ্ভুত ভাবে রান আউট হন। ২৫ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দিল্লি। ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে নামা মণীশ পাণ্ডে ২৯ বলে ২৭ রান করেন। দিল্লিকে দেখে কখনওই মনে হয়নি এই রান তাড়া করতে পারবে। রিলি রুসো ৩৭ বলে ৩৫ রান করেন। বাকিটা ছিল সময়ের অপেক্ষা। শেষ তিন ওভারে দরকার ছিল ৬০ রান। যা কোনও ভাবেই তোলার মতো জায়গায় ছিল না দিল্লি।

চেন্নাইয়ের হয়ে ৩টি উইকেট নেন মাথেশা পাথিরানা। ২টি উইকেট নেন দীপক চাহার। প্রথমে ব্যাট হাতে ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৬ বলে ২১ রান করেন রবীন্দ্র জাদেজা। পরে বল হাতে ৪ ওভারে মাত্র ১৯ রান খরচ করে ১টি উইকেট তুলে নেন তিনি। ব্যাটে-বলে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন জাদেজা।

উল্লেখ্য, বুধবার হারায় ১১ ম্যাচে ৮ পয়েন্টেই রইল দিল্লির। বাকি তিন ম্যাচে জিতলেও তারা ১৪ পয়েন্টে পৌঁছতে পারবে। সুতরাং, টুর্নামেন্ট থেকে বিদায় ঘণ্টা বেজে গেল ক্যাপিটালসের। অন্য দিকে, ১২ ম্য়াচে ১৫ পয়েন্ট নিয়ে প্লে-অফের দোরগোড়ায় পৌঁছে গেলেন ধোনিরা।

সাম্প্রতিকতম

সংকট কাটল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের, ছাঁটাই হওয়া কর্মীদের পুনর্বহাল, ‘সিক লিভ’থেকে দ্রুত কাজে ফিরবেন বাকিরা

বৃহস্পতিবার শ্রম কমিশনারের কার্যালয়ে একটি সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন বিমান সংস্থার কর্তারা এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের কর্মচারী ইউনিয়নের প্রতিনিধিরা।

সুপ্রিম কোর্টে বাতিল প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়! প্রাথমিকে ৩৯২৯টি শূন্যপদে নিয়োগ নিয়ে নতুন নির্দেশ

কলকাতা: ২০২০ সালে প্রাথমিকের ১৬,৫০০ শিক্ষক নিয়োগের পর অবশিষ্ট ৩৯২৯টি শূন্যপদে নিয়োগ নিয়ে বড়সড়...

অশোক বিশ্বনাথনের চলচ্চিত্র ‘হেমন্তের অপরাহ্ন’-এর পোস্টার উন্মোচন

খবর অনলাইন ডেস্ক: বহু দিন পর বড়ো পর্দায় ফিরলেন পুরস্কারবিজয়ী চলচ্চিত্র পরিচালক অশোক বিশ্বনাথন।...

অর্ধেকেরও বেশি রোগের কারণ খাদ্যভ্যাস, আইসিএমআর জানাল প্রতিদিনের পাতে কী থাকা উচিত

ভারতীয়দের খাদ্যাভ্যাস সংক্রান্ত একটি পুস্তিকা প্রকাশ করেছেন ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR) এর...

আরও পড়ুন

‘জিতেগা দিল্লি, জিতেগা কেজরিওয়াল’, দিল্লিতে আইপিএলের ম্যাচে উঠল স্লোগান

এই ঘটনায় স্টেডিয়ামের মধ্যে বিশৃঙ্খলা তৈরির অভিযোগে বেশ কয়েকজন আটক করে পুলিশ। পরে তাদের ছেড়ে দেওয়া হয়।

আইপিএল ২০২৩-২৪: নারিনের ব্যাটিং এবং হরষিত ও বরুণের বোলিংয়ের দৌলতে লখনউকে গুঁড়িয়ে দিল কেকেআর

কলকাতা নাইট রাইডার্স (কেকেআর): ২৩৫-৬ (সুনীল নারিন ৮১, ফিল সল্ট ৩২, ...

আইপিএল ২০২৩-২৪: বেঙ্কটেশের ব্যাটিং আর স্টার্কের বোলিংয়ের সুবাদে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয় পেল কেকেআর

কলকাতা নাইট রাইডার্স (কেকেআর): ১৬৯ (বেঙ্কটেশ আইয়ার ৭০, মনীশ পাণ্ডে ৪২, জসপ্রীত বুমরাহ ৩-১৮,...