কলকাতা: কেকেআরের বিরুদ্ধে ম্যাচ সিএসকে-র। ধোনি ম্যানিয়ায় আক্রান্ত ইডেন।
ইতিমধ্যেই জল্পনা ছড়িয়েছে এটাই শেষ আইপিএল মহেন্দ্র সিং ধোনির। ফলে এ বারই যদি আইপিএল থেকে অবসর নিয়ে ফেলেন মাহি, তা হলে আর দেখা যাবে না তাঁকে। সেই জন্যই কিংবদন্তিকে দেখার জন্য ইডেনে ভিড়ে ভিড়। জেলা থেকে বহু মানুষ এসেছেন শুধু ধোনিকে দেখবেন বলে।
আইপিএল-এ ধোনি চেন্নাইয়ের হয়ে খেললেও গোটা দেশে তাঁর ফ্যান ফলোয়িং নেহাতই কম নেই। অন্য দিকে, রবিবার কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংসের মধ্যে ইডেন গার্ডেন্সের ম্যাচটা আরেকটা দিক থেকে বিশেষ গুরুত্বপূর্ণ। চেন্নাই এই ম্যাচটা জিততে পারলেই জয়ের হ্যাটট্রিক করতে পারবে। অন্যদিকে, কলকাতা নাইট রাইডার্স টানা পঞ্চম ম্যাচে পরাজয় আটকানোর আপ্রাণ চেষ্টা করবে।
পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত আইপিএল-চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি-সব কিছু মিলিয়ে ২৯ বার দেখা হয়েছে দু’টো টিমের। হলুদ জার্সি জিতেছে ১৮ বার, আর সোনালি-বেগুনি ১১ বার। ইডেন পরিসংখ্যানেও এগিয়ে ধোনি। ন’বারের সম্মুখসমরে চেন্নাই জিতেছে পাঁচ বার, কেকেআর চার বার।
বলে রাখা ভালো, এই ম্যাচ যেহেতু কলকাতা নাইট রাইডার্সের হোম গ্রাউন্ডে খেলা হচ্ছে, ফলে দর্শকদের থেকেও তারা একটা আলাদা সাপোর্ট পাওয়ার কথা। তবে কেকেআর-এ বাংলার কোনো প্রতিনিধি না থাকায় আবেগে ঘাটতি তো থাকছেই!
আরও পড়ুন: কেরিয়ারের শেষ পর্ব এটাই! অবসরের জল্পনা উসকে দিলেন এমএস ধোনি