Homeখেলাধুলোআইপিএলকেরিয়ারের শেষ পর্ব এটাই! অবসরের জল্পনা উসকে দিলেন এমএস ধোনি

কেরিয়ারের শেষ পর্ব এটাই! অবসরের জল্পনা উসকে দিলেন এমএস ধোনি

প্রকাশিত

তিনি “নিজের কেরিয়ারের শেষ পর্যায়ে” রয়েছেন। এমনটাই বলছেন চেন্নাই সুপার কিংস (CSK)-এর অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। আত্মবিশ্বাসকে শক্তিশালী করে আইপিএল (IPL)-এর ১৬তম সংস্করণে নিজের উপস্থিতি উজ্জ্বল করেছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক।

শুক্রবার রাতে সানরাইজার্স হায়দরাবাদকে ৭ উইকেটে হারিয়ে এমএ চিদাম্বরম স্টেডিয়ামে তাক লাগিয়ে দিয়েছে ধোনির দল। নিউজিল্যান্ডের ক্রিকেটার ডেভন কনওয়ে এই আইপিএল মরশুমে নিজের তৃতীয় হাফ সেঞ্চুরি করেছেন এবং রবীন্দ্র জাডেজা তিনটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন।

নিজের দল ম্যাচ জেতার পর ধোনি বলেন, “এটাই আমার কেরিয়ারের শেষ পর্ব, সে আমি যতদিনই খেলি না কেন।” এই বক্তব্য় নিয়েই সোরগোল। ধোনি কি অবসর নিচ্ছেন? যদিও চিত্রটা পরিষ্কার হল না। এটাই শেষ মরশুম এটুকু ধরে নেওয়া যায়। কথা বলতে বলতে থেমে যাচ্ছিলেন মাহি।

তবে ধোনি স্পষ্ট করে জানাননি এটাই আইপিএল-এ তাঁর শেষ মরশুম কি না। ভক্তদের আবেগে ভেসে তিনি বলেন, “দর্শকরা আমাকে অনেক স্নেহ ও ভালবাসা দিয়েছেন। তারা সবসময় আমার কথা শোনার জন্য ম্যাচ শেষ হওয়ার পরেও অনেক রাত পর্যন্ত মাঠে থাকে। দু’বছর পর এখানে এসে ম্যাচ দেখার সুযোগ পেয়েছেন ভক্তরা। এখানে এসে ভালো লাগছে। আমি যতদিন খেলি না কেন। এটা উপভোগ করা খুবই গুরুত্বপূর্ণ।”

২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ধোনি। এর পর আইপিএল থেকে তাঁর অবসর নিয়েও দীর্ঘদিন ধরেই জল্পনা চলছে। তবে শুক্রবার রাতে ম্যাচের পর সাক্ষাৎকারে ধোনি বলেন, “যত বুড়ো হবে, ততই অভিজ্ঞতা বাড়বে, সবাই তো আর সচিন তেন্ডুলকর নন যিনি ১৫-১৬ বছর বয়সেই অভিজ্ঞতা সঞ্চার করবে। আমি এ বার বুড়ো হচ্ছি, এটা লুকনোর জায়গা নেই।”

আরও পড়ুন: ডেভন কনওয়ে, রবীন্দ্র জাডেজার দাপটে চেন্নাইয়ের কাছে ৭ উইকেটে হার হায়দরাবাদের

সাম্প্রতিকতম

বৃষ্টি উপেক্ষা করেই জুনিয়র ডাক্তাররা হাঁটলেন স্বাস্থ্য ভবন পর্যন্ত, মহানগরী দেখল আরও মিছিল

কলকাতা: গত দুদিন ধরেই আকাশ চোখ রাঙাচ্ছে। চলছে রাতভর দিনভর বৃষ্টি। আর সেই বৃষ্টি...

টালা থানার ওসির পাশে নিচুতলা পুলিশ কর্মীরা, আইনি লড়াইয়ের জন্য একজোটের উদ্যোগ

টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের গ্রেফতারির প্রতিবাদে একজোট হচ্ছেন কলকাতা পুলিশের নিচু স্তরের কর্মীরা। রবিবার পুলিশ ক্লাবে বৈঠক করে আইনি লড়াইয়ের জন্য তহবিল গঠন এবং মিডিয়া সেল তৈরির পরিকল্পনা নেওয়া হচ্ছে।

১৬ জিবি পর্যন্ত RAM ও এআই ফিচারযুক্ত নয়া মডেলের স্মার্টফোন আনল TECNO

TECNO POVA 6 Neo 5G ফোনের 6GB RAM+128GB স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে ১২,৯৯৯ টাকা। 8GB RAM+256GB স্টোরেজ সহ ফোনটির টপ মডেল ১৩,৯৯৯ টাকা দাম রাখা হয়েছে।

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য লাইভ টিভি অ্যাপ আনল বিএসএনএল

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নতুন লাইভ টিভি অ্যাপ আনল রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল। এর মধ্যেই...

আরও পড়ুন

এবারের আইপিএল-এ সবচেয়ে মূল্যবান খেলোয়াড় হলেন সুনীল নারিন, বিরাট কোহলি পেলেন অরেঞ্জ ক্যাপ

খবর অনলাইন ডেস্ক: রবিবার শেষ হল আইপিএল ২০২৪। সানরাইজার্স হায়দরাবাদকে ৮ উইকেটে হারিয়ে তৃতীয়বার...

আইপিএল ২০২৪: হায়দরাবাদকে নিয়ে ছেলেখেলা করে তৃতীয়বার চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স

এই নিয়ে তিনবার আইপিএল চ্যাম্পিয়ন হল কেকেআর। এবং এবার চ্যাম্পিয়নের ট্রফি এল দশ বছর পর। এর আগে কলকাতা চ্যাপিয়ন হয়েছিল ২০১২ এবং ২০১৪ সালে। আর ২০২১-এ হয়েছিল রানার্স আপ। তিনবারের মধ্যে দু’বারই চ্যাম্পিয়নের ট্রফি এল চেন্নাইয়ের মাঠ থেকে।

হাসপাতাল থেকে ফিরেই আইপিএল ফাইনালে শাহরুখ, মুখে মাস্ক, পাশে স্ত্রী গৌরী

শাহরুখ খান সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে মুম্বাইয়ে ফিরে আসেন। চিকিৎসকরা তাঁকে এক সপ্তাহ বিশ্রামের পরামর্শ দেন।
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?