হ্যাংঝাউ: ভারতের পদকসংখ্যা আরও একটা বাড়ল। সোমবার পর্যন্ত ছিল ১১, মঙ্গলবার সকালে হল ১২। রোয়িং-এর পর সেলিং, আবার জল থেকে পদক। সেলিং-এ রুপো জিতলেন নেহা ঠাকুর। মেয়েদের ডিঙ্গি আইএলসিএ ৪ ইভেন্টে রুপো জিতলেন তিনি।
নেহার মোট স্কোর ছিল ৩২। কিন্তু নেট স্কোর হয় ২৭। নেট স্কোরের ভিত্তিতে থাইল্যান্ডের নপ্পাসোর্ন খুনবুনযান এগিয়ে থাকায় তিনি সোনা পান। নেহা পান রুপো।
সেলিং থেকে এই প্রথম পদক পেল ভারত। নেহা রুপো জেতায় এ বারের এশিয়ান গেমসে এখনও পর্যন্ত ভারতের ঝুলিতে রৌপ্যপদক এল ৪টি।
রোয়িং-এ ব্রোঞ্জ হাতছাড়া
শুটিংয়ে লাগাতার সাফল্যের পর মঙ্গলবারও আশা ছিল পদক জেতার। ১০ মিটার এয়ার রাইফেলে দিব্যাংশ সিং পানওয়ার এবং রমিতা জিন্দল লড়ছিলেন ব্রোঞ্জের জন্য। কিন্তু দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে হারতে হয় তাদের।
এই খেলার নিয়ম অনুযায়ী যে দল আগে ১৬ পয়েন্টে পৌঁছোতে পারবে সে জিতবে। শুরুতে শুরু ৯-১ ব্যবধানে এগিয়ে গিয়েছিল ভারত। কিন্তু এর পরেই ম্যাচে ফিরে আসে দক্ষিণ কোরিয়া। শেষ পর্যন্ত তারাই ব্রোঞ্জ জিতে যায়।
আরও পড়ুন
এশিয়ান গেমস: দু’ দিনে ২টি সোনা-সহ ১১টা পদক এল ভারতের ঝুলিতে