Homeখেলাধুলোএশিয়ান গেমস: আবার জল থেকে পদক, সেলিং-এ রুপো জিতলেন নেহা ঠাকুর

এশিয়ান গেমস: আবার জল থেকে পদক, সেলিং-এ রুপো জিতলেন নেহা ঠাকুর

প্রকাশিত

হ্যাংঝাউ: ভারতের পদকসংখ্যা আরও একটা বাড়ল। সোমবার পর্যন্ত ছিল ১১, মঙ্গলবার সকালে হল ১২। রোয়িং-এর পর সেলিং, আবার জল থেকে পদক। সেলিং-এ রুপো জিতলেন নেহা ঠাকুর। মেয়েদের ডিঙ্গি আইএলসিএ ৪ ইভেন্টে রুপো জিতলেন তিনি।

নেহার মোট স্কোর ছিল ৩২। কিন্তু নেট স্কোর হয় ২৭। নেট স্কোরের ভিত্তিতে থাইল্যান্ডের নপ্পাসোর্ন খুনবুনযান এগিয়ে থাকায় তিনি সোনা পান। নেহা পান রুপো।

সেলিং থেকে এই প্রথম পদক পেল ভারত। নেহা রুপো জেতায় এ বারের এশিয়ান গেমসে এখনও পর্যন্ত ভারতের ঝুলিতে রৌপ্যপদক এল ৪টি।

রোয়িং-এ ব্রোঞ্জ হাতছাড়া

শুটিংয়ে লাগাতার সাফল্যের পর মঙ্গলবারও আশা ছিল পদক জেতার। ১০ মিটার এয়ার রাইফেলে দিব্যাংশ সিং পানওয়ার এবং রমিতা জিন্দল লড়ছিলেন ব্রোঞ্জের জন্য। কিন্তু দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে হারতে হয় তাদের।

এই খেলার নিয়ম অনুযায়ী যে দল আগে ১৬ পয়েন্টে পৌঁছোতে পারবে সে জিতবে। শুরুতে শুরু ৯-১ ব্যবধানে এগিয়ে গিয়েছিল ভারত। কিন্তু এর পরেই ম্যাচে ফিরে আসে দক্ষিণ কোরিয়া। শেষ পর্যন্ত তারাই ব্রোঞ্জ জিতে যায়।

আরও পড়ুন

এশিয়ান গেমস: দু’ দিনে ২টি সোনা-সহ ১১টা পদক এল ভারতের ঝুলিতে

সাম্প্রতিকতম

সুচিত্রা-কণিকার জন্মশতবর্ষে ‘বৈতালিক’-এর শ্রদ্ধাঞ্জলি, মন ছুঁয়ে যাওয়া পরিবেশনা ‘দুই কন্যা’  

শম্ভু সেন পিঠোপিঠি দুই কন্যা। বয়সের তফাত এক মাসও নয়। একজনের জন্ম ১৯২৪-এর সেপ্টেম্বরে, অন্যজনের...

বাংলার ইতিহাসের দীর্ঘতম তাপপ্রবাহ শেষ কবে? বৃষ্টি কবে থেকে?

শ্রয়ণ সেন অতীতে কলকাতা তথা দক্ষিণবঙ্গে গরমের পারদ যে যে রেকর্ড তৈরি করেছে, এখনও পর্যন্ত...

৬০ বছর বয়সে মাথায় উঠল মিস ইউনিভার্স বুয়েনস আইরেসের মুকুট, জেনে নিন আলেজান্দ্রা মারিসা রদ্রিগেজের সম্পর্কে

এর আগে থেকে ১৮ থেকে ২৮ বছর বয়সি কোনও মহিলা এই প্রতিযোগিতার অংশ নিতে পারতেন। কিন্তু আয়োজক সংস্থার পক্ষ থেকে বয়স সীমা তুলে নেওয়া হয়। তার পরই তাঁর এই জয় আসে।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চেই সোমবার চাকরি বাতিল মামলার শুনানি

রাজ্যের পাশাপাশি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মামলা করেছে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ। সেই সব মামলার শুনানি হবে সোমবার।

আরও পড়ুন

মুম্বইকে হারিয়ে আইএসএল শিল্ড জয় মোহনবাগানের

কলকাতা: স্বপ্ন পূরণ হল মোহনবাগানের হাত ধরে। গতবার তারা জামশেদপুর এফসির কাছে হেরে লিগ...

ভারতীয় কুস্তি সংস্থার সদ্য নির্বাচিত কমিটি সাসপেন্ড, বড়ো পদক্ষেপ ক্রীড়ামন্ত্রকের

নয়াদিল্লি: বৃহস্পতিবার ভারতীয় কুস্তি সংস্থার (WFI) নতুন কমিটি তৈরি হয়েছিল। তবে, ক'দিনের ব্যবধানেই সেই...

এসো হাঁটি বাঁচার আনন্দে: গার্ডেনরিচ ফুটবল কোচিং সেন্টারের অভিনব কর্মসূচি

প্রভাত ঘোষ শীতের গড়িয়ে যাওয়া বিকেল। ঘড়ির কাঁটায় ঠিক সোয়া তিনটে। শুরু হল গার্ডেনরিচ ফুটবল...