Homeভ্রমণভ্রমণের খবরবদরীনাথে রাস্তায় প্রতিবাদ-বিক্ষোভ তীর্থ-পুরোহিত ও স্থানীয়দের, বন্ধ হচ্ছে ‘ভিআইপি দর্শন’

বদরীনাথে রাস্তায় প্রতিবাদ-বিক্ষোভ তীর্থ-পুরোহিত ও স্থানীয়দের, বন্ধ হচ্ছে ‘ভিআইপি দর্শন’

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: চার ধামের অন্যতম ধাম, হিমালয়ের কোলে ১০৮০০ ফুট উচ্চতায় বদরীনাথও শেষ পর্যন্ত প্রতিবাদ-বিক্ষোভ দেখল। এই বিক্ষোভের জেরে সোমবার বদরীনাথে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়, ব্যাহত হয় বদরীনাথ দর্শন।

শীতের কয়েক মাস বন্ধ থাকার পর শুক্রবার ১০ মে অক্ষয় তৃতীয়ার দিন খুলে দেওয়া হয়েছে চার ধাম। আর চার ধামের দরজা খুলে যেতেই দলে দলে তীর্থযাত্রী চলেছেন হিমালয়ের এই চার তীর্থস্থান দর্শন করতে। কেদারনাথ, বদরীনাথ, গঙ্গোত্রী এবং যমুনোত্রী – চার ধামেই মাত্রাতিরিক্ত ভিড়। এই ভিড়ে যাতে কোনো বিপদ না ঘটে যায় তার জন্য রবিবার যমুনোত্রী-যাত্রা স্থগিত রেখেছিল উত্তরাখণ্ড পুলিশ প্রশাসন।

আবার এই অস্বাভাবিক ভিড়ের মধ্যেই চলছে ‘ভিআইপি দর্শন’। বদরীনাথের স্থানীয় মানুষজন ও তীর্থ-পুরোহিতরা মূলত এই ‘ভিআইপি দর্শন’-এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই বিক্ষোভে শামিল হয়েছিলেন। তাঁরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। বিক্ষোভের অঙ্গ হিসাবে বদরীনাথ শহরে দোকানপাট বন্ধ রাখা হয়। বাইরে থেকে আসা তীর্থযাত্রীরা কিছুটা অসুবিধায় পড়েন।

উত্তরাখণ্ড সরকার দাবি করে, চার ধামের দরজা খোলার প্রথম একপক্ষ কালের মধ্যে বাইরে থেকে যাতে কোনো ভিআইপি না আসেন, সেই ব্যাপারটি দেখার জন্য তারা অন্য রাজ্যগুলিকে অনুরোধ করেছেন। কিন্তু এরই মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী এবং রাজ্যপাল গুরমিত সিংয়ের বদরীনাথ দর্শন ভালোভাবে নেননি তীর্থ-পুরোহিতরা এবং স্থানীয়রা।

গোটাছয়েক দাবি নিয়ে তাঁরা বদরীনাথে বিক্ষোভ দেখান। দাবিগুলির মধ্যে আছে, অবিলম্বে ‘ভিআইপি দর্শন’ বন্ধ করতে হবে, স্থানীয়দের ব্যবহৃত রাস্তায় ব্যারিকেড রাখা চলবে না, মন্দিরে ঢোকার যে ব্যবস্থা আগে ছিল তা ফিরিয়ে আনতে হবে ইত্যাদি।

বিক্ষোভকারীদের সঙ্গে মন্দির কমিটির কর্তাব্যক্তিদের বৈঠকের পর ব্যারিকেড তুলে দেওয়া হয়েছে। জোশিমঠের সাব-কালেক্টর চন্দ্রশেখর বশিষ্ঠ জানিয়েছেন, গত বছর যাত্রা চলাকালীন ৩০০ টাকা দিয়ে যে ‘ভিআইপি দর্শন’ চালু করা হয়েছিল, তা বন্ধ করে দেওয়া হবে। কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় মানুষজন স্বচ্ছন্দেই মন্দির দর্শন করতে পারবেন, সেখানে কোনো নিষেধাজ্ঞা থাকবে না। আর তাঁরা ‘কুবের গলি’ নামে যে পুরোনো পথটি ব্যবহার করেন, তা সকলের জন্য জন্য খুলে দেওয়া হবে।

আরও পড়ুন       

গাড়োয়ালে চার ধামের দরজা খুলতেই অত্যধিক ভিড়, রবিবার বন্ধ ছিল যমুনোত্রী যাত্রা        

সাম্প্রতিকতম

এশিয়ার সেরা ফোটোজেনিক পর্যটনস্থলগুলির মধ্যে জায়গা করে নিল তাজমহল ও হাম্পি  

খবর অনলাইন ডেস্ক: ক্যামেরাবন্দি করার মতো দৃশ্য চারিপাশে অনেক। এসব স্থান শুধু সাংস্কৃতিক ও...

১ ডিসেম্বর সিবিএসই-র সিটেট পরীক্ষা, অনলাইনে আবেদন কবে পর্যন্ত

কেন্দ্রীয় সরকারের অধীনস্থ স্কুলে শিক্ষকতার চাকরি করবেন বলে স্বপ্ন দেখেন? রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর।...

৪২ দিনের কর্মবিরতি তুলে নিলেন জুনিয়র ডাক্তারেরা, তবে আন্দোলন চলবে

আরজি করের ঘটনার পর ৪২ দিনের কর্মবিরতি শেষে জুনিয়র ডাক্তারেরা আপাতত কাজে ফিরলেও তাঁদের আন্দোলন চলবে। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নবান্নে মুখ্যসচিবের চিঠিতে সন্তুষ্ট জুনিয়র চিকিৎসকেরা।

ভারত-বাংলাদেশ ১ম টেস্ট: অশ্বিন ১০২, জাদেজা ৮৬, অপরাজিত থেকে বড়ো স্কোরের স্বপ্ন দেখাচ্ছেন দুই ব্যাটার   

ভারত: ৩৩৯-৬ (রবিচন্দ্রন অশ্বিন ১০২ নট আউট, রবীন্দ্র জাদেজা ৮৬ নট আউট, হাসান মাহমুদ...

আরও পড়ুন

এশিয়ার সেরা ফোটোজেনিক পর্যটনস্থলগুলির মধ্যে জায়গা করে নিল তাজমহল ও হাম্পি  

খবর অনলাইন ডেস্ক: ক্যামেরাবন্দি করার মতো দৃশ্য চারিপাশে অনেক। এসব স্থান শুধু সাংস্কৃতিক ও...

দিঘা-কলকাতা রুটে মহালয়া থেকে অতিরিক্ত বাস পরিষেবা চালু করবে এসবিএসটিসি

পুজোর মরশুমে দীঘা-মন্দারমণিতে বাড়তি পর্যটকদের সমাগম, এসবিএসটিসি অতিরিক্ত বাস পরিষেবা চালু করছে। ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে হোটেলের বুকিং। নিরাপত্তা বাড়ানো হয়েছে সি-বিচে।

বদলে গেল পোর্ট ব্লেয়ারের নাম, এবার কী নামে ডাকা হবে?

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ারের নতুন নাম শ্রীবিজয়পুরম রাখল কেন্দ্রীয় সরকার। ঔপনিবেশিক স্মৃতি মুছে স্বাধীনতা সংগ্রামের সম্মান জানাতে এই পরিবর্তন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?