Homeভ্রমণভ্রমণের খবরবদরীনাথে রাস্তায় প্রতিবাদ-বিক্ষোভ তীর্থ-পুরোহিত ও স্থানীয়দের, বন্ধ হচ্ছে ‘ভিআইপি দর্শন’

বদরীনাথে রাস্তায় প্রতিবাদ-বিক্ষোভ তীর্থ-পুরোহিত ও স্থানীয়দের, বন্ধ হচ্ছে ‘ভিআইপি দর্শন’

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: চার ধামের অন্যতম ধাম, হিমালয়ের কোলে ১০৮০০ ফুট উচ্চতায় বদরীনাথও শেষ পর্যন্ত প্রতিবাদ-বিক্ষোভ দেখল। এই বিক্ষোভের জেরে সোমবার বদরীনাথে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়, ব্যাহত হয় বদরীনাথ দর্শন।

শীতের কয়েক মাস বন্ধ থাকার পর শুক্রবার ১০ মে অক্ষয় তৃতীয়ার দিন খুলে দেওয়া হয়েছে চার ধাম। আর চার ধামের দরজা খুলে যেতেই দলে দলে তীর্থযাত্রী চলেছেন হিমালয়ের এই চার তীর্থস্থান দর্শন করতে। কেদারনাথ, বদরীনাথ, গঙ্গোত্রী এবং যমুনোত্রী – চার ধামেই মাত্রাতিরিক্ত ভিড়। এই ভিড়ে যাতে কোনো বিপদ না ঘটে যায় তার জন্য রবিবার যমুনোত্রী-যাত্রা স্থগিত রেখেছিল উত্তরাখণ্ড পুলিশ প্রশাসন।

আবার এই অস্বাভাবিক ভিড়ের মধ্যেই চলছে ‘ভিআইপি দর্শন’। বদরীনাথের স্থানীয় মানুষজন ও তীর্থ-পুরোহিতরা মূলত এই ‘ভিআইপি দর্শন’-এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই বিক্ষোভে শামিল হয়েছিলেন। তাঁরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। বিক্ষোভের অঙ্গ হিসাবে বদরীনাথ শহরে দোকানপাট বন্ধ রাখা হয়। বাইরে থেকে আসা তীর্থযাত্রীরা কিছুটা অসুবিধায় পড়েন।

উত্তরাখণ্ড সরকার দাবি করে, চার ধামের দরজা খোলার প্রথম একপক্ষ কালের মধ্যে বাইরে থেকে যাতে কোনো ভিআইপি না আসেন, সেই ব্যাপারটি দেখার জন্য তারা অন্য রাজ্যগুলিকে অনুরোধ করেছেন। কিন্তু এরই মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী এবং রাজ্যপাল গুরমিত সিংয়ের বদরীনাথ দর্শন ভালোভাবে নেননি তীর্থ-পুরোহিতরা এবং স্থানীয়রা।

গোটাছয়েক দাবি নিয়ে তাঁরা বদরীনাথে বিক্ষোভ দেখান। দাবিগুলির মধ্যে আছে, অবিলম্বে ‘ভিআইপি দর্শন’ বন্ধ করতে হবে, স্থানীয়দের ব্যবহৃত রাস্তায় ব্যারিকেড রাখা চলবে না, মন্দিরে ঢোকার যে ব্যবস্থা আগে ছিল তা ফিরিয়ে আনতে হবে ইত্যাদি।

বিক্ষোভকারীদের সঙ্গে মন্দির কমিটির কর্তাব্যক্তিদের বৈঠকের পর ব্যারিকেড তুলে দেওয়া হয়েছে। জোশিমঠের সাব-কালেক্টর চন্দ্রশেখর বশিষ্ঠ জানিয়েছেন, গত বছর যাত্রা চলাকালীন ৩০০ টাকা দিয়ে যে ‘ভিআইপি দর্শন’ চালু করা হয়েছিল, তা বন্ধ করে দেওয়া হবে। কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় মানুষজন স্বচ্ছন্দেই মন্দির দর্শন করতে পারবেন, সেখানে কোনো নিষেধাজ্ঞা থাকবে না। আর তাঁরা ‘কুবের গলি’ নামে যে পুরোনো পথটি ব্যবহার করেন, তা সকলের জন্য জন্য খুলে দেওয়া হবে।

আরও পড়ুন       

গাড়োয়ালে চার ধামের দরজা খুলতেই অত্যধিক ভিড়, রবিবার বন্ধ ছিল যমুনোত্রী যাত্রা        

সাম্প্রতিকতম

রবিবার ‘টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতা’ দৌড়ের আসর, শহরে হাজির প্রাক্তন তারকা-ফুটবলার সোল ক্যাম্পবেল

সঞ্জয় হাজরা আগামী রবিবার ১৫ ডিসেম্বর বসছে ‘টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতা’ দৌড়ের আসর। এ...

চিলিতে বসানো টেলিস্কোপ, ভারতে থাকা বাঙালি বিজ্ঞানীর হাত ধরে অভিনব সৌরমণ্ডলের আবিষ্কার

বাঙালির বিজ্ঞান অন্বেষণের সাফল্যের মুকুটে নয়া পালক যোগ হল। বাঙালি বিজ্ঞানী লিটন মজুমদারের নেতৃত্বে...

বিশ্ব রোবট অলিম্পিয়াডে ইতিহাস গড়ল কেরলের ‘ইউনিক ওয়ার্ল্ড রোবোটিকস’

ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডে নজর কাড়ল ভারতীয় দল। এআই, রোবোটিকস এবং স্টেম এডুকেশন-এ পারদর্শী কেরলের...

আরও পড়ুন

হলদিতে নদীর তীরে ‘কটেজ অন হুইলস’ ট্যুরিজমের পরিকল্পনা, আকর্ষণীয় পর্যটন উদ্যোগ হলদিয়া পুরসভার

হলদিয়া পুরসভা নদীর তীরে পরিবেশ বান্ধব ‘কটেজ অন হুইলস’ এবং মোবাইল অডিটোরিয়ামের মাধ্যমে পর্যটনের বিকাশে উদ্যোগ নিয়েছে। ট্যুরিস্টদের জন্য নতুন আকর্ষণ।

ইলাহাবাদ আসন্ন পূর্ণকুম্ভমেলা পরিবেশবান্ধব করতে বিশেষ উদ্যোগ উত্তরপ্রদেশ প্রশাসনের

ভারতের ৪টি স্থানে ১২ বছর অন্তর পূর্ণকুম্ভমেলা অনুষ্ঠিত হয় – ইলাহাবাদ তথা প্রয়াগ, হরিদ্বার,...

মায়ের ভুলে মৃত্যু তিন শাবকের, শিলিগুড়ি বেঙ্গল সাফারিতে চাঞ্চল্য

শিলিগুড়ি বেঙ্গল সাফারিতে রয়্যাল বেঙ্গল টাইগার রিকার ভুল কামড়ে তিন শাবকের মর্মান্তিক মৃত্যু। মা বাঘের অনভিজ্ঞতার ফলেই ঘটল এই বিপর্যয়।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে