Homeভ্রমণভ্রমণের খবরবদরীনাথে রাস্তায় প্রতিবাদ-বিক্ষোভ তীর্থ-পুরোহিত ও স্থানীয়দের, বন্ধ হচ্ছে ‘ভিআইপি দর্শন’

বদরীনাথে রাস্তায় প্রতিবাদ-বিক্ষোভ তীর্থ-পুরোহিত ও স্থানীয়দের, বন্ধ হচ্ছে ‘ভিআইপি দর্শন’

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: চার ধামের অন্যতম ধাম, হিমালয়ের কোলে ১০৮০০ ফুট উচ্চতায় বদরীনাথও শেষ পর্যন্ত প্রতিবাদ-বিক্ষোভ দেখল। এই বিক্ষোভের জেরে সোমবার বদরীনাথে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়, ব্যাহত হয় বদরীনাথ দর্শন।

শীতের কয়েক মাস বন্ধ থাকার পর শুক্রবার ১০ মে অক্ষয় তৃতীয়ার দিন খুলে দেওয়া হয়েছে চার ধাম। আর চার ধামের দরজা খুলে যেতেই দলে দলে তীর্থযাত্রী চলেছেন হিমালয়ের এই চার তীর্থস্থান দর্শন করতে। কেদারনাথ, বদরীনাথ, গঙ্গোত্রী এবং যমুনোত্রী – চার ধামেই মাত্রাতিরিক্ত ভিড়। এই ভিড়ে যাতে কোনো বিপদ না ঘটে যায় তার জন্য রবিবার যমুনোত্রী-যাত্রা স্থগিত রেখেছিল উত্তরাখণ্ড পুলিশ প্রশাসন।

আবার এই অস্বাভাবিক ভিড়ের মধ্যেই চলছে ‘ভিআইপি দর্শন’। বদরীনাথের স্থানীয় মানুষজন ও তীর্থ-পুরোহিতরা মূলত এই ‘ভিআইপি দর্শন’-এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই বিক্ষোভে শামিল হয়েছিলেন। তাঁরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। বিক্ষোভের অঙ্গ হিসাবে বদরীনাথ শহরে দোকানপাট বন্ধ রাখা হয়। বাইরে থেকে আসা তীর্থযাত্রীরা কিছুটা অসুবিধায় পড়েন।

উত্তরাখণ্ড সরকার দাবি করে, চার ধামের দরজা খোলার প্রথম একপক্ষ কালের মধ্যে বাইরে থেকে যাতে কোনো ভিআইপি না আসেন, সেই ব্যাপারটি দেখার জন্য তারা অন্য রাজ্যগুলিকে অনুরোধ করেছেন। কিন্তু এরই মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী এবং রাজ্যপাল গুরমিত সিংয়ের বদরীনাথ দর্শন ভালোভাবে নেননি তীর্থ-পুরোহিতরা এবং স্থানীয়রা।

গোটাছয়েক দাবি নিয়ে তাঁরা বদরীনাথে বিক্ষোভ দেখান। দাবিগুলির মধ্যে আছে, অবিলম্বে ‘ভিআইপি দর্শন’ বন্ধ করতে হবে, স্থানীয়দের ব্যবহৃত রাস্তায় ব্যারিকেড রাখা চলবে না, মন্দিরে ঢোকার যে ব্যবস্থা আগে ছিল তা ফিরিয়ে আনতে হবে ইত্যাদি।

বিক্ষোভকারীদের সঙ্গে মন্দির কমিটির কর্তাব্যক্তিদের বৈঠকের পর ব্যারিকেড তুলে দেওয়া হয়েছে। জোশিমঠের সাব-কালেক্টর চন্দ্রশেখর বশিষ্ঠ জানিয়েছেন, গত বছর যাত্রা চলাকালীন ৩০০ টাকা দিয়ে যে ‘ভিআইপি দর্শন’ চালু করা হয়েছিল, তা বন্ধ করে দেওয়া হবে। কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় মানুষজন স্বচ্ছন্দেই মন্দির দর্শন করতে পারবেন, সেখানে কোনো নিষেধাজ্ঞা থাকবে না। আর তাঁরা ‘কুবের গলি’ নামে যে পুরোনো পথটি ব্যবহার করেন, তা সকলের জন্য জন্য খুলে দেওয়া হবে।

আরও পড়ুন       

গাড়োয়ালে চার ধামের দরজা খুলতেই অত্যধিক ভিড়, রবিবার বন্ধ ছিল যমুনোত্রী যাত্রা        

সাম্প্রতিকতম

ইরান-আমেরিকা যুদ্ধ কি লাগছে? ট্রাম্পের চূড়ান্ত অনুমোদন আসার আগে কী বলল তেহেরান?

ইরানের বিরুদ্ধে সামরিক হামলার পরিকল্পনায় অনুমোদন দিলেন ট্রাম্প, দাবি মার্কিন সংবাদমাধ্যমের। ইরান হুঁশিয়ারি দিয়েছে, আমেরিকা জড়ালে ছড়াবে পূর্ণাঙ্গ যুদ্ধ।

অভিন্ন পোর্টালে কলেজ ভর্তির ঢল, প্রথম দিনেই আবেদন ২৮ হাজার! এআই সহায়তায় রেকর্ড সাড়া

অভিন্ন অনলাইন পোর্টালের মাধ্যমে শুরু হল রাজ্যে কলেজ ভর্তির প্রক্রিয়া। এআই-ভিত্তিক চ্যাট বট ‘বীণা’-র সহায়তায় প্রথম দিনেই আবেদন করলেন ৩৩৮২ জন।

কালোজাম খাচ্ছেন নিয়মিত? বেশি খেলেই বিপদ! কোন খাবারের সঙ্গে একেবারেই নয়

পুষ্টিগুণে ভরপুর কালোজাম রক্তস্বল্পতা ও ডায়াবেটিসে উপকারী হলেও, অতিরিক্ত খেলেই হতে পারে বিপদ। জেনে নিন কোন কোন খাবারের সঙ্গে একে একসঙ্গে খাওয়া বিপজ্জনক।

লোকালে ১৬-২০ বগি! রেলমন্ত্রীর ঘোষণা, বাড়বে কামরা, কমবে বাদুড়ঝোলা ভিড়

১২ কোচের ট্রেনেও কমছে না ভিড়। এবার ১৬ ও ২০ বগির লোকাল ট্রেন আনছে রেলমন্ত্রক, জানালেন অশ্বিনী বৈষ্ণব। উপকৃত হবেন কলকাতা-সহ দেশের কোটি নিত্যযাত্রী।

আরও পড়ুন

জগন্নাথ মন্দির উদ্বোধনের পর দিঘায় হোটেল ভাড়া বাড়তি, মুখ্যমন্ত্রীর নির্দেশে লাগাম টানতে কড়া পদক্ষেপ

জগন্নাথ মন্দির উদ্বোধনের পর দীঘায় হোটেল ও পরিবহণ ভাড়ায় ব্যাপক বৃদ্ধি। পর্যটকদের অভিযোগে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন, ডিসপ্লে বোর্ডে হোটেল ভাড়ার তালিকা বাধ্যতামূলক।

সোমবার থেকে বন্ধ জঙ্গলে পর্যটন, নজরদারিতে ড্রোন-বোট! বর্ষায় চোরাশিকার ও পাচার রুখতে কড়া প্রস্তুতি বনদপ্তরের

প্রজননের সময় যাতে বন্যপ্রাণীদের বিরক্ত না করা হয়, সেই কারণে সোমবার থেকে তিনমাসের জন্য...

হেলিকপ্টার দুর্ঘটনায় ৭জনের মৃত্যু কেদারনাথে, বন্ধ হল পরিষেবা; কড়া নিয়মের পথে উত্তরাখণ্ড সরকার

কেদারনাথ যাত্রার পথে ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারালেন সাতজন। পাল্টাচ্ছে হেলি-পরিষেবার নিয়ম।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে