Homeভ্রমণভ্রমণের খবরবদরীনাথে রাস্তায় প্রতিবাদ-বিক্ষোভ তীর্থ-পুরোহিত ও স্থানীয়দের, বন্ধ হচ্ছে ‘ভিআইপি দর্শন’

বদরীনাথে রাস্তায় প্রতিবাদ-বিক্ষোভ তীর্থ-পুরোহিত ও স্থানীয়দের, বন্ধ হচ্ছে ‘ভিআইপি দর্শন’

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: চার ধামের অন্যতম ধাম, হিমালয়ের কোলে ১০৮০০ ফুট উচ্চতায় বদরীনাথও শেষ পর্যন্ত প্রতিবাদ-বিক্ষোভ দেখল। এই বিক্ষোভের জেরে সোমবার বদরীনাথে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়, ব্যাহত হয় বদরীনাথ দর্শন।

শীতের কয়েক মাস বন্ধ থাকার পর শুক্রবার ১০ মে অক্ষয় তৃতীয়ার দিন খুলে দেওয়া হয়েছে চার ধাম। আর চার ধামের দরজা খুলে যেতেই দলে দলে তীর্থযাত্রী চলেছেন হিমালয়ের এই চার তীর্থস্থান দর্শন করতে। কেদারনাথ, বদরীনাথ, গঙ্গোত্রী এবং যমুনোত্রী – চার ধামেই মাত্রাতিরিক্ত ভিড়। এই ভিড়ে যাতে কোনো বিপদ না ঘটে যায় তার জন্য রবিবার যমুনোত্রী-যাত্রা স্থগিত রেখেছিল উত্তরাখণ্ড পুলিশ প্রশাসন।

আবার এই অস্বাভাবিক ভিড়ের মধ্যেই চলছে ‘ভিআইপি দর্শন’। বদরীনাথের স্থানীয় মানুষজন ও তীর্থ-পুরোহিতরা মূলত এই ‘ভিআইপি দর্শন’-এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই বিক্ষোভে শামিল হয়েছিলেন। তাঁরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। বিক্ষোভের অঙ্গ হিসাবে বদরীনাথ শহরে দোকানপাট বন্ধ রাখা হয়। বাইরে থেকে আসা তীর্থযাত্রীরা কিছুটা অসুবিধায় পড়েন।

উত্তরাখণ্ড সরকার দাবি করে, চার ধামের দরজা খোলার প্রথম একপক্ষ কালের মধ্যে বাইরে থেকে যাতে কোনো ভিআইপি না আসেন, সেই ব্যাপারটি দেখার জন্য তারা অন্য রাজ্যগুলিকে অনুরোধ করেছেন। কিন্তু এরই মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী এবং রাজ্যপাল গুরমিত সিংয়ের বদরীনাথ দর্শন ভালোভাবে নেননি তীর্থ-পুরোহিতরা এবং স্থানীয়রা।

গোটাছয়েক দাবি নিয়ে তাঁরা বদরীনাথে বিক্ষোভ দেখান। দাবিগুলির মধ্যে আছে, অবিলম্বে ‘ভিআইপি দর্শন’ বন্ধ করতে হবে, স্থানীয়দের ব্যবহৃত রাস্তায় ব্যারিকেড রাখা চলবে না, মন্দিরে ঢোকার যে ব্যবস্থা আগে ছিল তা ফিরিয়ে আনতে হবে ইত্যাদি।

বিক্ষোভকারীদের সঙ্গে মন্দির কমিটির কর্তাব্যক্তিদের বৈঠকের পর ব্যারিকেড তুলে দেওয়া হয়েছে। জোশিমঠের সাব-কালেক্টর চন্দ্রশেখর বশিষ্ঠ জানিয়েছেন, গত বছর যাত্রা চলাকালীন ৩০০ টাকা দিয়ে যে ‘ভিআইপি দর্শন’ চালু করা হয়েছিল, তা বন্ধ করে দেওয়া হবে। কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় মানুষজন স্বচ্ছন্দেই মন্দির দর্শন করতে পারবেন, সেখানে কোনো নিষেধাজ্ঞা থাকবে না। আর তাঁরা ‘কুবের গলি’ নামে যে পুরোনো পথটি ব্যবহার করেন, তা সকলের জন্য জন্য খুলে দেওয়া হবে।

আরও পড়ুন       

গাড়োয়ালে চার ধামের দরজা খুলতেই অত্যধিক ভিড়, রবিবার বন্ধ ছিল যমুনোত্রী যাত্রা        

সাম্প্রতিকতম

জেনারেটিভ এআই প্রযুক্তিযুক্ত নয়া মডেলের স্মার্টফোন আনল রিয়েলমি

অত্যাধুনিক প্রযুক্তির নয়া মডেলের স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? আপনি কিনতেই পারেন রিয়েলমি সংস্থার নয়া...

আটকে একাধিক বিল, রাজভবনকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট

কলকাতা: রাজ্যের একাধিক বিল রাজভবনে আটকে আছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস সই করছেন না,...

‘পূর্ণ শক্তি দিয়ে সন্ত্রাস দমন’, কার্গিল দিবসে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি: সম্প্রতি জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনা ক্রমশ বাড়ছে। শুক্রবার কার্গিল বিজয় দিবসের...

নিট-এ শীর্ষ স্থানাধিকারীর সংখ্যা এক ধাক্কায় ৬১ থেকে নেমে আসবে ১৭-য়, সংশোধিত মেধা তালিকা সম্ভবত আজই

নয়াদিল্লি: স্নাতক স্তরের ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট (NEET-UG)-এর সংশোধিত মেধা তালিকা ঘোষণা করা হতে...

আরও পড়ুন

অচেনা গোয়াকে চেনাতে গোয়া পর্যটনের উদ্যোগ ‘গোয়া বেয়ন্ড বিচেস’

খবর অনলাইন ডেস্ক: গোয়া বললেই আমরা বুঝি সমুদ্রসৈকত। আরব সাগরের তীরে গোয়া। সুতরাং সেখানে...

অমরনাথ যাত্রায় যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায়  ‘পিট্টু অ্যাম্বুলেন্স’, শ্বাসকষ্ট হলেই মিলবে অক্সিজেন

অমরনাথ যাত্রায় যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য কেন্দ্র অভিনব ‘পিট্টু অ্যাম্বুলেন্স’ ব্যবস্থা গ্রহণ করেছে। অক্সিজেন সিলিন্ডারসহ ঘোড়ার মাধ্যমে যাত্রীদের শ্বাস সমস্যা মোকাবিলায় সহায়তা করা হবে।

বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে শুরু হয়েছে পর্যটন মেলা টিটিএফ কলকাতা, চলবে রবিবার পর্যন্ত

শ্রয়ণ সেন কলকাতায় শুরু হয়েছে দেশের প্রাচীনতম ও বৃহত্তম পর্যটন মেলা ট্রাভেল অ্যান্ড টুরিজম ফেয়ার...
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?