Homeভ্রমণভ্রমণের খবরবদলে গেল পোর্ট ব্লেয়ারের নাম, এবার কী নামে ডাকা হবে?

বদলে গেল পোর্ট ব্লেয়ারের নাম, এবার কী নামে ডাকা হবে?

প্রকাশিত

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ারের নতুন নামকরণ হল। এবার থেকে এই শহর পরিচিত হবে ‘শ্রীবিজয়পুরম’ নামে। শুক্রবার, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই নতুন নামকরণের ঘোষণা করেন। 

তিনি বলেন, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঔপনিবেশিক শাসনব্যবস্থার স্মৃতি দেশ থেকে মুছে ফেলার অঙ্গীকারকে সম্মান জানাতে পোর্ট ব্লেয়ারের নাম পরিবর্তন করা হয়েছে। শ্রীবিজয়পুরম নামটি দেশের স্বাধীনতা সংগ্রাম এবং আন্দামান ও নিকোবরের ঐতিহাসিক গুরুত্বকে আরও সামনে আনবে।’’

পোর্ট ব্লেয়ার ভারতীয় এবং বিদেশি পর্যটকদের কাছে একটি জনপ্রিয় গন্তব্য। সমুদ্রবেষ্টিত এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য প্রত্যেক বছর হাজার হাজার পর্যটককে আকর্ষণ করে। তবে এবার থেকে এই পর্যটন কেন্দ্রীয় স্থানটি পাবে নতুন পরিচয়—শ্রীবিজয়পুরম। অমিত শাহ এক্স হ্যান্ডেলে লেখেন, ‘‘চোল সাম্রাজ্যের সময় এখানে একটি নৌসেনা বন্দর ছিল। স্বাধীনতার সংগ্রামের সঙ্গে জড়িয়ে থাকা ইতিহাস বহন করবে এই নতুন নাম। এই নাম দেশপ্রেম ও স্বাধীনতার লড়াইকে স্মরণ করিয়ে দেবে।’’

এই নামকরণের সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রথম পতাকা উত্তোলনের ঐতিহাসিক ঘটনার কথাও উল্লেখ করেন শাহ। তিনি জানান, ‘‘নেতাজি এই দ্বীপে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন। এছাড়াও, সেলুলার জেলে বীর সাভারকারসহ অনেক স্বাধীনতা সংগ্রামীকে বন্দি রাখা হয়েছিল। তাঁদের আত্মত্যাগ আজকের স্বাধীন ভারতের ভিত্তি তৈরি করেছে।’’

প্রসঙ্গত, পোর্ট ব্লেয়ার শহরের নামকরণ করা হয়েছিল ব্রিটিশ নৌসেনা অফিসার লেফটেন্যান্ট আর্চিবল্ড ব্লেয়ারের নামে। এই শহরে রয়েছে ভারতের স্বাধীনতা সংগ্রামীদের জন্য নির্মিত সেলুলার জেল, যা আজও স্বাধীনতা সংগ্রামের স্মারক হিসেবে সংরক্ষিত। শহরটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাছাই করা ১০০টি স্মার্ট সিটির মধ্যে অন্যতম।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দক্ষিণদাড়ি ইয়ুথস, অ্যাসিড আক্রান্তদের লড়াইয়ে আলো ফেলছেন শিল্পী অনির্বাণ

২৫ বছরে দক্ষিণদাড়ি ইয়ুথসের দুর্গাপুজোর থিম ‘দহন’। শিল্পী অনির্বাণ দাস অ্যাসিড আক্রান্তদের যন্ত্রণা ও প্রতিবাদকে মণ্ডপসজ্জায় ফুটিয়ে তুলেছেন।

বহুতল আবাসনে নতুন নির্মাণে সব ফ্ল্যাটমালিকের সম্মতি আবশ্যক, জানালেন মেয়র ফিরহাদ হাকিম

বহুতল আবাসনে নতুন নির্মাণে সব ফ্ল্যাটমালিকের সম্মতি আবশ্যক, জানালেন মেয়র ফিরহাদ হাকিম

বঙ্গোপসাগরে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস

বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের জেরে আগামী তিন দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, কয়েক জেলায় সতর্কতা জারি।

ভারতে এল এআই ফিচার সহ স্যামসাঙের Galaxy Tab S10, দাম কত থেকে শুরু?

স্যামসাঙ লঞ্চ করল নতুন Galaxy Tab S10 Lite। 6GB/8GB RAM, বড়ো ডিসপ্লে, 8,000mAh ব্যাটারি, S Pen ও AI ফিচার সহ মিলবে এই ট্যাবলেট। দাম ২০-২২ হাজার টাকার মধ্যে।

আরও পড়ুন

পুজোয় এনবিএসটিসি’র বিশেষ ট্যুর প্যাকেজ, সিকিম-দার্জিলিং-ডুয়ার্স ভ্রমণের সুযোগ, খরচ ৭০০–২৫০০ টাকা

পুজোয় এনবিএসটিসি চালু করছে বিশেষ পর্যটন প্যাকেজ। সিকিম, দার্জিলিং, কালিম্পং থেকে ডুয়ার্স ভ্রমণের সুযোগ। খরচ থাকছে মাত্র ৭০০–২৫০০ টাকা।

দুর্গাপুজোয় বিলাসবহুল পুজো পরিক্রমা পরিবহণ দফতরের! লঞ্চে চেপে বনেদি বাড়ি ও বিখ্যাত মণ্ডপ দর্শনের সুযোগ

পুজোর মাসখানেক আগেই রাজ্য ঘোষণা করল বনেদি বাড়ি দর্শনের পরিক্রমা। থাকছে এসি ভলভো বাস, লঞ্চ এবং শহরতলি থেকে বিশেষ ট্যুর প্যাকেজ। ভাড়া শুরু ৫০০ টাকা থেকে।

পুজোর মুখে ফের চালু শিলিগুড়ি-সিকিম হেলিকপ্টার পরিষেবা, মাত্র আধ ঘণ্টায় গ্যাংটক

পুজোর মুখে ফের চালু হল শিলিগুড়ি-সিকিম হেলিকপ্টার পরিষেবা। মাত্র আধ ঘণ্টায় গ্যাংটক পৌঁছনো যাবে। মাথাপিছু খরচ সাড়ে ৪ হাজার টাকা। পর্যটন দপ্তরের আশা, এতে সিকিম ভ্রমণে আগ্রহ বাড়বে।