Homeখবরবাংলাদেশশহিদ মিনারে সেন্ট জেভিয়ার্সের একুশে পালন

শহিদ মিনারে সেন্ট জেভিয়ার্সের একুশে পালন

প্রকাশিত

কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ, ও তাদের প্রাক্তনী সংসদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে হল একুশের শ্রদ্ধা নিবেদন।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে শুক্রবার সকালে প্রতীকি মশালযাত্রা, “সংযোগ ২০২৩” এর সূচনা হল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং উদ্বোধক সেন্ট জেভিয়ার্স কলেজ, কলকাতার অধ্যক্ষ রেভ. ফাদার ড. ডমিনিক স্যাভিও। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো. মশিউর রহমান, উপাচার্য, জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এবং বাংলাদেশের এপেক্স গ্রুপের কর্ণধার ও একই সঙ্গে সেন্ট জেভিয়ার্স কলেজ, কলকাতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী সইদ মনজুর ইলাহি।

এছাড়াও ছিলেন ফিরদৌসুল হাসান, সম্পাদক, সেন্ট জেভিয়ার্স কলেজ প্রাক্তনী সংসদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও প্রাক্তনীবৃন্দ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাঁর ভাষণে যেমন ভারত-বাংলাদেশ মৈত্রী সুদৃঢ় করার এই ঐকান্তিক প্রয়াসকে সাধুবাদ জানান, তেমনই সেন্ট জেভিয়ার্সের অধ্যক্ষ তুলে ধরেন মাতৃভাষার গুরুত্ব এবং তাকে আন্তর্জাতিক পর্যায়ে উত্তরণে বাংলাদেশের অবদানকে।
শ্রদ্ধা জানানো হয় “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি” গানের রচয়িতা ভাষা সৈনিক প্রয়াত আব্দুল গফফর চৌধুরীকে। এরই মাঝে সেন্ট জেভিয়ার্সের ছাত্রছাত্রী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংসদ কর্তৃক পরিবেশিত হয় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। যে প্রতীকি মশাল শহীদ মিনারের পাদদেশে প্রজ্জ্বলনের মাধ্যমে “সংযোগ ২০২৩” র সূচনা হল, তা ২১ ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিন কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ প্রাঙ্গণে সমাপ্তি অনুষ্ঠানে রাখা হবে। অনুষ্ঠানের শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন ‘সংযোগ’-এর উপদেষ্টা দীপন দাস।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আলোর উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত শহর, কালীপুজোর আগে শেষ টান শিল্পীদের তুলিতে

আর মাত্র দিন তিনেক বাকি কালীপুজো ও দীপাবলির। আলোর উৎসবের আগে ব্যস্ত শহর কলকাতা— কোথাও কালীমূর্তিতে তুলির শেষ টান, কোথাও দীপাবলির লাড্ডু তৈরির তোরজোড়। ক্যামেরাবন্দি করলেন চিত্র সাংবাদিক রাজীব বসু।

সুদীপের ৯৮ ও সুমন্তের অপরাজিত ৮২ রানের দৌলতে রনজিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা

রনজি ট্রফিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা। সুদীপ চট্টোপাধ্যায়ের ৯৮ ও সুমন্ত গুপ্তের অপরাজিত ৮২ রানের দৌলতে প্রথম ইনিংসে ৬১ রানে লিড। শুক্রবার লিড আরও বাড়ানোর লক্ষ্য বাংলার।

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় কি সত্যিই নিরাপদ? নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য, বাড়ছে ফ্যাটি লিভারের ঝুঁকি

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় খেলে ক্ষতি হয় না— এমন ধারণা ভ্রান্ত। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, কৃত্রিম শর্করা দেওয়া পানীয় ফ্যাটি লিভারের ঝুঁকি ৫০–৬০% পর্যন্ত বাড়িয়ে দেয়।

আরও পড়ুন

‘অন্তর্বর্তী সরকারের উচিত আত্মসমীক্ষা করা’, খাগড়াছড়ি হিংসায় ভারতের যোগ থাকার অভিযোগ উড়িয়ে দিল দিল্লির

চট্টগ্রামের খাগড়াছড়ি জেলায় সহিংসতায় ভারতের যোগ থাকার অভিযোগ অস্বীকার করল নয়াদিল্লি। পররাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, অভিযোগগুলি মিথ্যা ও ভিত্তিহীন। অন্তর্বর্তী সরকারের উচিত স্থানীয় উগ্রবাদীদের বিরুদ্ধে তদন্ত করা।

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: প্রথম ওভারেই জোড়া ধাক্কা মারুফার, অভিষেক ম্যাচে অর্ধশত রুবিয়ার, পাকিস্তানকে সহজেই হারাল বাংলাদেশ

পাকিস্তান: ১২৯ (৩৮.৩ ওভারে) (রমিন শামিম ২৩, শোরনা আকতার ৩-৫, নাহিদা আকতার ২-১৯, মারুফা...

রাষ্ট্রপুঞ্জের সদর দফতরের বাইরে মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিক্ষোভ, সংখ্যালঘু নিপীড়নের অভিযোগ

রাষ্ট্রপুঞ্জে বক্তৃতার সময় বাইরে মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিক্ষোভ। যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশিদের একাংশের অভিযোগ, তাঁর নেতৃত্বে অন্তর্বর্তী সরকারে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার বেড়েছে।