Homeখবরদেশএইচ৩এন২ ভাইরাসে মৃত ২, জানুন এর উপসর্গ

এইচ৩এন২ ভাইরাসে মৃত ২, জানুন এর উপসর্গ

প্রকাশিত

মরশুমি ইনফ্লুয়েঞ্জা এইচি৩এন২ (H3N2) সংক্রমিত হয়ে সারা দেশে অন্তত পক্ষে দু’জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত বছরের ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে এই ভাইরাসের সংক্রমণ বাড়ছে।

দেশব্যাপী নজরদারি চালানোর পরে, মন্ত্রক বলেছে যে তারা এই বছরের শুরু থেকে কমপক্ষে ৪৫১ জন এইচি৩এন২ সংক্রমিতের হদিশ পেয়েছে। দেশে গতকাল পর্যন্ত ৯০ জন এইচ৩এন২ ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি হয়েছেন বলে জানা গিয়েছে।

মৃত ২

দেশে প্রথম H3N2 ভাইরাসে সংক্রমিত হয়ে মৃত্যু হয় কর্নাটকের এক বৃদ্ধের। গত ২৪ ফেব্রুয়ারি হাসান ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সে ভর্তি করা হয়েছিল ওই ৮৭ বছর বয়সি ব্যক্তিকে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ পরিষেবার কমিশনার ডি রণদীপ জানিয়েছেন, গত ১ মার্চ ওই আক্রান্তের মৃত্যু হয়।

দ্বিতীয় মৃত হরিয়ানার জিন্দ জেলার একজন ৫৬ বছর বয়সি ব্যক্তি। ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। জানুয়ারিতে তাঁর নমুনা পরীক্ষায় H3N2 ভাইরাসের পজিটিভ রিপোর্ট এসেছিল। গত সপ্তাহে তাঁর মৃত্যু হয়।

H3N2 ইনফ্লুয়েঞ্জা

১৯৬৮ সাল থেকেই H3N2 ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের সংক্রমণ শুরু হয়েছিল। তবে তার পর থেকে এই ভাইরাস উল্লেখযোগ্য ভাবে বিবর্তিত হয়েছে। সাধারণত, বিশেষ ঋতুতে এর সংক্রমণ বাড়ে। প্রবীণ এবং শিশুদের মধ্যে এর প্রকোপ বেশি।

উপসর্গ

চিকিৎসকদের মতে, H3N2 ইনফ্লুয়েঞ্জা স্ট্রেনকে আরও শক্তিশালী করে তোলে বায়ু দূষণ। হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়েছে। আইসিএমআর-এর গবেষকদের মতে, জ্বরের সঙ্গে শ্বাসযন্ত্রের সংক্রমণ একটি সাধারণ ঘটনা। তবে বায়ু দূষণের ফলে পরিস্থিতি আরও খারাপ করে তোলে। H3N2 সংক্রমিতের মধ্যে কাশি, বমি বমি ভাব, গলা ব্যথা, শরীরে ব্যথা এবং ডায়ারিয়ার মতো উপসর্গ দেখা দিতে পারে।

করণীয়

জ্বর এবং কাশিতেও অ্যান্টিবায়োটিকের ব্যবহার ক্রমশ বাড়ছে। এটাই মরশুমি ইনফ্লুয়েঞ্জার কারণ হতে পারে। আইসিএমআর বলেছে, অ্যান্টিবায়োটিকের অপব্যবহার বন্ধ করতে হবে। ডাক্তারের পরামর্শ ছাড়া জ্বর, সর্দি-কাশিতে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা উচিত নয়। জানা গিয়েছে, এই ভাইরাসে আক্রান্ত হয়ে আইসিইউ-তে ভরতি রোগীর সংখ্যাও ক্রমে বাড়ছে। তবে সরকারের আশা, মার্চের শেষের দিকে এই সংক্রমণ কিছুটা কমবে।

আরও পড়ুন: প্রাক্তন ‘অগ্নিবীর’দের জন্য বিএসএফে ১০ শতাংশ সংরক্ষণ, বয়সে ছাড় ঘোষণা কেন্দ্রের

সাম্প্রতিকতম

তপ্ত এই শহরের বুকে আজও জল বয়ে চলে গুটি কয়েক ভিস্তিওয়ালা

চারিদিক জনশূন্য, দুপুরের রোদে খালি মাথায় 'ভিস্তিওয়ালা' চলেছে। এই রোদে মাথা ফেটে যাচ্ছে। তৃষ্ণায় ছাতি ফাটছে। আহার এখনো তার বাকি, তবু এখন জল নিয়ে পৌঁছাবার সময় গন্তব্যে।

‘বেসরকারি সংস্থাগুলি মহাকাশকে আরও সহজলভ্য করে তুলবে’, দাবি ইসরো প্রধানের

বেঙ্গালুরু: ইনস্টাগ্রাম পেজের মাধ্যমে মহাকাশপ্রেমীদের সঙ্গে আড্ডা জমালেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র চেয়ারম্যান...

সামগ্রিক ফলে ওড়িশা এফসিকে ৩-২ গোলে হারিয়ে আইএসএল ফাইনালে মোহনবাগান সুপার জায়েন্ট

মোহনবাগান সুপার জায়েন্ট ২ (কামিংস, সামাদ) (৩) ওড়িশা ০ (২) কলকাতা: কথা রাখলেন আন্তোনিও লোপেজ...

দুর্গাপুর এনআইটি পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার, বিক্ষোভ, দায় নিয়ে ডিরেক্টরের পদত্যাগ

পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত পড়ুয়ার নাম অর্পণ ঘোষ। তিনি মেকানিক্যালের দ্বিতীয় বর্ষের ছাত্র।

আরও পড়ুন

‘বেসরকারি সংস্থাগুলি মহাকাশকে আরও সহজলভ্য করে তুলবে’, দাবি ইসরো প্রধানের

বেঙ্গালুরু: ইনস্টাগ্রাম পেজের মাধ্যমে মহাকাশপ্রেমীদের সঙ্গে আড্ডা জমালেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র চেয়ারম্যান...

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চেই সোমবার চাকরি বাতিল মামলার শুনানি

রাজ্যের পাশাপাশি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মামলা করেছে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ। সেই সব মামলার শুনানি হবে সোমবার।

তীব্র জল সংকটের দিকে এগোচ্ছে দক্ষিণ ভারত! জলধারণ ক্ষমতা নেমে ১৭ শতাংশ, কী পরিস্থিতি পশ্চিমবঙ্গে

নয়াদিল্লি: গরমে তীব্র জলসংকট। দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে দক্ষিণ ভারতের রাজ্যগুলিকে জলসঞ্চয়ের বিষয়টিও। অন্ধ্রপ্রদেশ,...