Homeখবররাজ্যহরিশ মুখার্জি রোড দিয়ে যাবে ডিএ-র মিছিল, অনুমতি দিল হাইকোর্ট

হরিশ মুখার্জি রোড দিয়ে যাবে ডিএ-র মিছিল, অনুমতি দিল হাইকোর্ট

প্রকাশিত

কলকাতা: হরিশ মুখার্জি রোড দিয়ে ডিএ আন্দোলনকারীদের মিছিল করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। এই রাস্তায় মিছিল নিয়ে আপত্তি কেন? বৃহস্পতিবার শুনানিতে প্রশ্ন তুলেছেন বিচারপতি রাজাশেখর মান্থা। মিছিল শান্তিপূর্ণ করার নির্দেশ দিয়েছেন তিনি।

উল্লেখযোগ্য ভাবে এই রাস্তাতেই তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িও। ডিএ আন্দোলনকারীদের তিনটি বিকল্প রুটের প্রস্তাব দিয়েছিল রাজ্য। যদিও তাঁরা সম্মত হননি। হাজরা, দমকল কেন্দ্র থেকে হরিশ মুখার্জি রোড ধরে ডি এন রোড হয়ে আশুতোষ মুখার্জি রোড দিয়ে শ্যামাপ্রসাদ মুখার্জি রোড হয়ে হাজরা মোড়ে শেষ হবে এই মিছিল।

মিছিলের রুট নিয়ে বিচারপতির প্রশ্ন, ‘প্রতি একদিন অন্তর হাজরা মোড়ে ধরনা বিক্ষোভ চলছে। হঠাৎ হরিশ মুখার্জি রোড নিয়ে আপত্তি কেন?’ একই সঙ্গে বিচারপতি অবশ্য মিছিলে শৃঙ্খলা রক্ষার বার্তা দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, এই মিছিলে কোনও কুমন্তব্য করা যাবে না। বজায় রাখতে হবে শান্তি। পাশাপাশি ২টো থেকে ৫টা নয়, ১টা থেকে ৪টের মধ্যে করতে হবে এই মিছিল।

প্রসঙ্গত, ডিএ-সহ একাধিক দাবিতে মহামিছিলের কর্মসূচি গ্রহণ করেছে সরকারি কর্মীদের যৌথ সংগ্রামী মঞ্চ। রাজ্যের তরফে জানানো হয়, ‘‘ওটা খুব স্পর্শকাতর এলাকা। ওই এলাকায় মিছিল করতে গিয়ে যদি ভিড় ছড়িয়ে যায় তার দায়িত্ব কে নেবে? ওই এলাকায় ১৪৪ ধারা রয়েছে।’’ এ দিনের শুনানিতে বিচারপতি রাজাশেখর মান্থা জানান, ‘‘সবাই যে আশঙ্কা করছে, সেটা কোর্টও অনুভব করছে। কোনও রকম অশান্তি এড়িয়ে মিছিল করতে হবে।’’

আরও পড়ুন: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ৯ মে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বাংলার লোকশিল্প ‘গোমীরা মুখা নাচ’কে পুজো মণ্ডপে তুলে ধরতে প্রস্তুত খিদিরপুর পল্লী শারদীয়া

খিদিরপুর পল্লী শারদীয়া পুজো মণ্ডপে এবার উত্তরবঙ্গের দিনাজপুরের ঐতিহ্যবাহী ‘গমীরা মুখা নাচ’। শিল্পী শঙ্কর পালের সৃজনে ধরা পড়ছে লোকশিল্পের ঐতিহ্য ও দেবীপক্ষের আবাহন।

ওয়াকফ সংশোধিত আইন নিয়ে সুপ্রিম কোর্ট: কী স্থগিত, কী বহাল

সুপ্রিম কোর্ট ওয়াকফ সংশোধনী আইন ২০২৫-এর কয়েকটি ধারায় অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল। জেলা কালেক্টরের ক্ষমতা, পাঁচ বছরের ইসলাম চর্চার শর্ত ও বোর্ডে অ-মুসলিম সদস্যের সংখ্যা সীমিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

পুজোয় আসছে ‘ইকোজেনিক’, বর্জ্যকে কাঠকয়লায় পরিণত করার প্রযুক্তি আনছে কলকাতা পুরসভা

পুজোতেই চালু হচ্ছে কলকাতা পুরসভার পরিবেশবান্ধব প্রযুক্তি ‘ইকোজেনিক’। মণ্ডপের বর্জ্য থেকেই তৈরি হবে কাঠকয়লা ও জ্বালানি, জানালেন মেয়র ফিরহাদ হাকিম।

১ অক্টোবর থেকে বদল আসছে অনলাইন টিকিট বুকিং নিয়মে, প্রথম ১৫ মিনিট বরাদ্দ শুধুই আধার-লিঙ্কড ব্যবহারকারীদের জন্য

১ অক্টোবর থেকে আইআরসিটিসি-র নতুন নিয়মে সাধারণ রিজার্ভেশন খোলার পর প্রথম ১৫ মিনিট আধার সংযুক্ত ব্যবহারকারীরাই টিকিট বুক করতে পারবেন। এজেন্টরা প্রথম ১০ মিনিট বুকিং করতে পারবেন না।

আরও পড়ুন

বর্ষা বিদায় নিতে শুরু করলেও পুজোয় বৃষ্টির হাত থেকে নিস্তার নেই পশ্চিমবঙ্গের

এবার পুজোটাই পড়েছে বর্ষাতে। তাই বর্ষার আর কী দোষ! বৃষ্টি হবেই। কিছু করার নেই।

নির্ধারিত সময়ের আগেই রাজস্থানে বর্ষা বিদায়, পশ্চিমবঙ্গে কবে?

রাজস্থানের পশ্চিম প্রান্ত থেকে নির্ধারিত সময়ের তিন দিন আগেই বর্ষার বিদায়যাত্রা শুরু। পঞ্জাব-গুজরাট থেকেও বিদায় নেবে বর্ষা। এদিকে দিঘায় ১২ ঘণ্টায় রেকর্ড ১৯৮ মিমি বৃষ্টি।

বঙ্গোপসাগরে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস

বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের জেরে আগামী তিন দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, কয়েক জেলায় সতর্কতা জারি।