Homeখবরদেশমহাত্মা গান্ধীর ১৫৪তম জন্মবার্ষিকী: রাজঘাটে শ্রদ্ধাজ্ঞাপন নেতাদের, সবরমতী আশ্রমে বিশেষ প্রার্থনাসভা   

মহাত্মা গান্ধীর ১৫৪তম জন্মবার্ষিকী: রাজঘাটে শ্রদ্ধাজ্ঞাপন নেতাদের, সবরমতী আশ্রমে বিশেষ প্রার্থনাসভা   

প্রকাশিত

খবরঅনলাইন ডেস্ক: দেশ জুড়ে পালিত হচ্ছে মহাত্মা গান্ধীর ১৫৪তম জন্মবার্ষিকী। এই উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ বিভিন্ন রাজনৈতিক নেতারা রাজঘাটে  জাতির জনক-এর প্রতি শ্রদ্ধা জানান।

ভারতের স্বাধীনতা আন্দোলনে মহাত্মা গান্ধী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ভারতকে ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত করার জন্য গান্ধীজি বিভিন্ন সময়ে বিভিন্ন আন্দোলনের ডাক দিয়েছিলেন। মহাত্মা গান্ধীকে ‘বাপু’ নামে ডেকে আপন করে নিয়েছিল দেশের সাধারণ মানুষ।

মহাত্মা গান্ধী ছিলেন অহিংসার প্রচারক। তিনি রক্তপাতের প্রচণ্ড বিরোধী ছিলেন। তিনি প্রমাণ করার চেষ্টা করেছিলেন অহিংস আন্দোলনের মাধ্যমেও লক্ষ্য পূরণ করা যায়। সারা বিশ্বে অহিংসার বার্তা ছড়িয়ে দিতে তাই এ দিনটি ‘আন্তর্জাতিক অহিংসা দিবস’ হিসাবেও পালন করা হয়।

গান্ধীজির জন্মদিন উপলক্ষ্যে এ দিন অমদাবাদে সবরমতী আশ্রমের ‘হৃদয় কুঞ্জ’-এ এক প্রার্থনাসভার আয়োজন করা হয়।

এ দিন রাজঘাটে গান্ধীজির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

‘এক্স’ হ্যান্ডেলে পোস্ট করে তিনি লিখেছেন, “গান্ধী জয়ন্তীর বিশেষ দিনে আমি মহাত্মা গান্ধীর কাছে প্রণত হই। তাঁর চিরন্তন শিক্ষা আমাদের পথকে আলোকিত করে চলেছে। মহাত্মা গান্ধীর প্রভাব বিশ্বব্যাপী। ঐক্য ও দয়ার মনোভাব জাগিয়ে তুলতে সমগ্র মানবসমাজকে তিনি প্রেরণা জোগান। তাঁর স্বপ্নপূরণের জন্য আমরা যেন সব সময় একযোগে কাজ করতে পারি। সর্বত্র ঐক্য ও সম্প্রীতি গড়ে তুলতে যে পরিবর্তনের স্বপ্ন তিনি দেখেছিলেন, তাঁর চিন্তাভাবনা যেন প্রতিটি তরুণকে সেই পরিবর্তনের প্রতিনিধি করে গড়ে তুলতে পারে।”

ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

গান্ধীজির জন্মস্থান পোরবন্দরের কীর্তি মন্দিরে যান গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল। তিনি সেখানে জাতির জনক-এর প্রতি শ্রদ্ধা জানান।

পটেল তাঁর পোস্টে লিখেছেন, “সারা বিশ্বকে সত্যাগ্রহের অস্ত্র দিয়েছিলেন বাপু। সব সময় সত্যের পাশে থেকে এবং প্রচণ্ড শক্তিশালী সেনার বিরুদ্ধে দৃঢ় থেকে কী ভাবে বাঁচতে হয় তা শিখিয়েছিলেন তিনি। সমগ্র মানবসমাজকে প্রেরণা জোগানোর জন্য বাপুর জীবন চিরন্তন উৎস হয়ে থাকবে।”

রাজঘাটে পুষ্পস্তবক অর্পণ করে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানান জাতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খরগে।  

আরও পড়ুন    

রক্ষণাবেক্ষণের অভাবে আগাছার জঙ্গল, অবহেলায় জীর্ণ হচ্ছে সোদপুরে গান্ধীজির ‘দ্বিতীয় বাড়ি’  

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বেঙ্গালুরু থানায় নির্যাতন! চুরির অভিযোগে বাংলার পরিযায়ী গৃহকর্মী দম্পতিকে ৩ ঘণ্টা ধরে মারধরের অভিযোগ

বেঙ্গালুরুর ভারথুর থানায় পশ্চিমবঙ্গের গৃহকর্মী ও তাঁর স্বামীকে নৃশংসভাবে মারধরের অভিযোগ। তিন ঘণ্টা ধরে চলে নির্যাতন, অভিযোগ দায়ের মানবাধিকার কমিশনে। রাজ্য স্বরাষ্ট্রমন্ত্রী রিপোর্ট তলব করেছেন।

ফের নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে, আবার কী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে?

ঘূর্ণিঝড় মোন্থার পর ফের নিম্নচাপ তৈরি হয়েছে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে। মায়ানমার-বাংলাদেশ উপকূলের দিকে এগোচ্ছে তা। উত্তাল থাকবে সমুদ্র, মৎস্যজীবীদের সতর্কতা। শুক্রবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা।

নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করল বিএনপি, তিন আসনে লড়বেন খালেদা জিয়া, নির্বাচনে নামছেন ছেলে তারেক রহমানও

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী ঘোষণা করল বিএনপি। ২৩৭ আসনে একক প্রার্থী দিচ্ছে দলটি। তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন খালেদা জিয়া, বগুড়া-৬ থেকে নির্বাচনে নামছেন তারেক রহমান।

পাকিস্তান-সহ ৪ দেশ পরমাণু গোপনে পরমাণু পরীক্ষা চালাচ্ছে, তাই আমেরিকাও শুরু করবে, জানিয়ে দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করলেন, পাকিস্তান-সহ একাধিক দেশ গোপনে পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালাচ্ছে। তাই ৩০ বছর পর আমেরিকারও পারমাণবিক পরীক্ষা ফের শুরু করা প্রয়োজন বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন

বেঙ্গালুরু থানায় নির্যাতন! চুরির অভিযোগে বাংলার পরিযায়ী গৃহকর্মী দম্পতিকে ৩ ঘণ্টা ধরে মারধরের অভিযোগ

বেঙ্গালুরুর ভারথুর থানায় পশ্চিমবঙ্গের গৃহকর্মী ও তাঁর স্বামীকে নৃশংসভাবে মারধরের অভিযোগ। তিন ঘণ্টা ধরে চলে নির্যাতন, অভিযোগ দায়ের মানবাধিকার কমিশনে। রাজ্য স্বরাষ্ট্রমন্ত্রী রিপোর্ট তলব করেছেন।

তেলঙ্গানায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা! লরির সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত অন্তত ২৪, বহু আহত

তেলঙ্গানার রঙ্গা রেড্ডি জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২৪ জনের মৃত্যু। ভারী লোড-বোঝাই লরি মুখোমুখি ধাক্কা দেয় রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসকে। আহতদের হাসপাতালে ভর্তি, দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি।

দিল্লিতে ১৫% মৃত্যুর কারণ বায়ু দূষণ, চাঞ্চল্যকর তথ্য উঠে এল গবেষণায়

২০২৩ সালে দিল্লিতে প্রতি সাতটি মৃত্যুর একটির কারণ বায়ুদূষণ, জানাল ‘গ্লোবাল বার্ডেন অব ডিজিজ’-এর রিপোর্ট। দূষণে বছরে প্রায় ১৭,২০০ মানুষের মৃত্যু এবং ৪.৯ লক্ষ বছরের সুস্থ জীবন নষ্ট হয়েছে, দাবি গবেষকদের।