Homeখেলাধুলোক্রিকেটবিশ্বকাপ ক্রিকেট ২০২৩: রোহিতের ব্যাটিং এবং বুমরাহের বোলিং-এ ভর করে আফগানিস্তানকে সহজেই...

বিশ্বকাপ ক্রিকেট ২০২৩: রোহিতের ব্যাটিং এবং বুমরাহের বোলিং-এ ভর করে আফগানিস্তানকে সহজেই হারাল ভারত

প্রকাশিত

আফগানিস্তান: ২৭২-৮ (হশমাতুল্লা শহিদি ৮০, আজমাতুল্লা ওমরজাই ৬২, জসপ্রীত বুমরাহ ৪-৩৯, হার্দিক পাণ্ড্য ২-৪৩)    

ভারত: ২৭৩-২ (৩৫ ওভারে) (রোহিত শর্মা ১৩১, বিরাট কোহলি ৫৫ নট আউট, রশিদ খান ২-৫৭)

দিল্লি: রোহিত শর্মা প্রমাণ করলেন তিনি ফুরিয়ে যাননি। মাঝেমাঝে তাঁকে নিয়ে প্রবল সমালোচনা হয়। এ বারের বিশ্বকাপে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি রানের খাতা খুলতে পারেননি। তখনই প্রবল সমালোচনার মুখে পড়েন তিনি। বুধবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তাঁর সমালোচকদের মুখের মতো জবাব দিলেন তিনি। কার্যত তাঁর ব্যাটিং-এ ভর করেই ভারত আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের তাদের দ্বিতীয় ম্যাচেও জয় পেল।

তবে ভারতের এই জয়ের পিছনে আর-একজনের কৃতিত্ব রয়েছে যথেষ্ট। তিনি জসপ্রীত বুমরাহ। টসে জিতে ব্যাট নিয়েছিল আফগানিস্তান। ভারতীয় বোলারদের মোকাবিলা খুব একটা খারাপ করেননি আফগান ব্যাটাররা। তবু জসপ্রীত বুমরাহর বল তাদের খুব বেশি স্কোর করতে দেয়নি। ৫০ ওভারে তারা করে ৮ উইকেটে ২৭২ রান। ভারত জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ১৫ ওভার বাকি থাকতেই। তারা করে ২ উইকেটে ২৭৩ রান। ফলে ৮ উইকেটে জিতে যায় তারা।

প্রথম উইকেটের জুটিতেই ১৫৬ রান

জয়ের জন্য ২৭৩ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে গিয়ে অধিনায়ক রোহিত শর্মা এবং ঈশান কিষান বেশ ভালো ভাবেই ব্যাটিং শুরু করেন। ওপেনিং জুটি যখন অবিচ্ছেদ্য অবস্থায় ১৫৬ রান মাত্র ১৮.৪ ওভারে তুলে ফেলে, তখনই আন্দাজ করা যাচ্ছিল ম্যাচের ফল কী হতে চলেছে। এই ১৫৬-এর মধ্যে ঈশানের অবদান ৪৭ রান। এর থেকেই বোঝা যায় এ দিন কতটা বিধ্বংসী ছিলেন আজ রোহিত শর্মা। নিজের ৪৭ রানের মাথায় রশিদ খানের বলে ইব্রাহিম জাদরানকে ক্যাচ দিয়ে ঈশান যখন আউট হলেন ততক্ষণে রোহিত নিজের শতরান পূর্ণ করে ফেলেছেন।

রোহিতের সঙ্গী হলেন বিরাট কোহলি। ভারতও স্বচ্ছন্দে এগিয়ে যেতে লাগল। শেষ পর্যন্ত রশিদেরই বলে রোহিত যখন আউট হলেন তখন দলের রান ২০৫। রোহিতের ৮৪ বলে করা ১৩১ রানে ১৬ চার আর ৫টা ছয় ছিল। অর্থাৎ ১৩১-এর মধ্যে ৯৪ রানই করেছেন চার-ছয়ে। এটাই প্রমাণ আফগান বোলারদের একদমই রেয়াত করেননি রোহিত।

এই একই কথা সত্যি বিরাট কোহলি আর শ্রেয়স আইয়ারের ক্ষেত্রেও। বিরাট ৫৬ বলে ৫৫ এবং শ্রেয়স ২৩ বলে ২৫ রান করে মাত্র ৩৫ ওভারে জয়ের লক্ষ্যমাত্রায় পৌঁছে গেলেন।

উল্লেখযোগ্য ব্যাটিং শহিদি আর ওমরজাইয়ের      

টসে জিতে ব্যাট করতে নেমে আফগানিস্তান মন্দ খেলেনি। প্রথম ছ’ জন ব্যাটারই দুই অঙ্কের রানে পৌঁছে যান। এঁদের মধ্যে দলের অধিনায়ক হশমাতুল্লা শহিদি ৮৮ বলে ৮০ রান করেন এবং আজমাতুল্লা ওমরজাই করেন ৬৯ বলে ৬২ রান। শহিদির ৮০ রানের মধ্যে ছিল ৮টা চার আর ১টা ছয়। ওমরজাই মারেন ৪টে ছয় আর ২টো চার।   

আফগান ইনিংস ওপেন করেন রহামানুল্লা গুরবাজ এবং ইব্রাহিম জাদরান। দলের ৩২ রানের মাথায় জসপ্রীত বুমরাহের বলে উইকেটকিপার কেএল রাহুলকে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন জাদরান। এই ৩২ রানের মধ্যে ২২টা রানই ছিল জাদরানের। এর পর দলের ৬৩ রানে পর পর ২টি উইকেট পড়ে যায়। আউট হন গুরবাজ ও রহমত শাহ। হাল ধরেন শহিদি আর ওমরজাই। অসাধারণ ব্যাটিং নৈপুণ্য প্রদর্শন করে চতুর্থ উইকেটের জুটিতে তাঁরা যোগ করেন ১২১ রান।

দলের ১৮৪ রান ওমরজাইকে তুলে নেন হার্দিক পাণ্ড্য। ওমরজাইকে সরাসরি বোল্ড করেন পাণ্ড্য। বিশ্বকাপে এটা ওমরজাইয়ের প্রথম অর্ধশত রান। এর পর মোহম্মদ নবিকে সঙ্গী করে অধিনায়ক শহিদি পঞ্চম উইকেটে যোগ করেন ৪১ রান। দলের ২২৫ রানের মাথায় কুলদীপ যাদবের বলে এলবিডব্লিউ হন শহিদি। এর পর রশিদ খান (১২ বলে ১৬ রান), মুজিব উর রহমান (১২ বলে ১০ রান নট আউট) এবং নবিন উল হকের (৮ বলে ৯ রান নট আউট) ব্যাটিংয়ের সুবাদে আফগানরা পৌঁছে যায় ৮ উইকেটে ২৭২ রানে। চারজন আফগান ব্যাটার বুমরাহের শিকার হন। মাত্র ৩৯ রান দিয়ে ৪টি উইকেট তুলে নেন বুমরাহ।

কিন্তু আফগানিস্তানের দুর্ভাগ্য। তাদের ২৭২ রান খুব সহজেই টপকে গেল ভারত। রোহিত শর্মা হলেন ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’। 

আরও পড়ুন  

বিশ্বকাপ ক্রিকেট ২০২৩: এক ম্যাচে ৪টে সেঞ্চুরি, বিশ্বকাপে সর্বোচ্চ রান তাড়া করে শ্রীলঙ্কাকে হারাল পাকিস্তান

বিশ্বকাপ ক্রিকেট ২০২৩: মালান-রুটের ব্যাটিংয়ে ভর করে দুরন্ত ইংল্যান্ড, পর্যুদস্ত বাংলাদেশ            

সাম্প্রতিকতম

গর্ভবতী মহিলাদের ৫ হাজার টাকা দেয় কেন্দ্র, জানুন কী এই প্রধানমন্ত্রী মাতৃ বন্দন যোজনা

সাধারণ মানুষের জন্য চালু রয়েছে বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প। সমাজের বিভিন্ন স্তরের মানুষের চাহিদার...

তৃতীয় সন্তানের জন্য মাতৃত্বের ছুটিতে মানা সংস্থার, অসন্তুষ্ট আদালত পর্যবেক্ষণে যা বলল

বম্বে হাইকোর্টে নয় বছর ধরে মামলাটি চলছিল। ২০১২ সালে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াতে (এএআই) কর্মরত ওই মহিলার প্রথমবারের বিবাহ থেকে এক সন্তান ছিল।

আজ থেকে নির্বাচনী প্রচারে অরবিন্দ কেজরিওয়াল, রোড শোয়ে দিল্লির মুখ্যমন্ত্রী

নয়াদিল্লি: জেল থেকে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক এবং দিল্লির...

“লজ্জাহীন”: কে এল রাহুলকে অপমান করায় সঞ্জীব গোয়েনকাকে শিক্ষা দিলেন মহম্মদ শামি

খবর অনলাইন ডেস্ক: সানরাইজার্স হায়দরাবাদ (এসআরএইচ) বনাম লখনউ সুপার জায়েন্টস (এলএসজি) ম্যাচের পরে মাঠের...

আরও পড়ুন

“লজ্জাহীন”: কে এল রাহুলকে অপমান করায় সঞ্জীব গোয়েনকাকে শিক্ষা দিলেন মহম্মদ শামি

খবর অনলাইন ডেস্ক: সানরাইজার্স হায়দরাবাদ (এসআরএইচ) বনাম লখনউ সুপার জায়েন্টস (এলএসজি) ম্যাচের পরে মাঠের...

“কেউ কি সূর্যকুমার যাদবের ডিএনএ টেস্ট করেছে?”, কেন এ কথা বললেন দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার  

খবর অনলাইন ডেস্ক: “কেউ কি সূর্যকুমার যাদবের ডিএনএ টেস্ট করেছে? এই মানুষটা একেবারে আলাদা।...

উড়ান পাঠিয়ে দেওয়া হল বারাণসী, কেকেআর ক্রিকেটারদের কপালে কী জুটল

খবর অনলাইন ডেস্ক: একেই কি বলে ‘কপালের নাম গোপাল’? সন্ধে পৌনে ৬টার উড়ান ধরার...