Homeদুর্গাপার্বণবিসর্জনের আগে প্রার্থনাসংগীত গেয়ে মাকে বিদায় জানানো হয় চোরবাগান চট্টোপাধ্যায় পরিবারে

বিসর্জনের আগে প্রার্থনাসংগীত গেয়ে মাকে বিদায় জানানো হয় চোরবাগান চট্টোপাধ্যায় পরিবারে

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: উত্তর কলকাতার অন্যতম বনেদি বাড়ি চোরবাগানের চট্টোপাধ্যায় পরিবার। তাদের পুজো এ বার ১৬৪ বছরে পড়ল।

১২০ নং মুক্তারামবাবু স্ট্রিটে রয়েছে রামচন্দ্র ভবন। এই ভবনের নির্মাতা রামচন্দ্র চট্টোপাধ্যায় তাঁর বাড়ির ঠাকুরদালানে ১৮৬০ সালে শুরু করেন দেবী দুর্গার আরাধনা। রাঢ়ী শ্রেণির ব্রাহ্মণ রামচন্দ্র তাঁর স্ত্রী দুর্গাদাসীর পরামর্শেই শুরু করেছিলেন দেবীপূজা।

চোরবাগানের চট্টোপাধ্যায় পরিবারে কাঠামোপুজো হয় জন্মাষ্টমী তিথিতে। ওই দিন একটি লাঠিকে পুজো করা হয়। পরিবার সূত্রে জানা যায়, এই লাঠির বয়স আর পারিবারিক দুর্গাপুজোর বয়স একই। পুজোর পর সেই লাঠিটি দিয়ে আসা হয় কুমোরটুলিতে। সেখানেই নিমাই পালের স্টুডিওতে নির্মিত হয় ওই পরিবারের দুর্গাপ্রতিমা। অতীতে নিমাই পালের পূর্বসূরিরা বাড়ির ঠাকুরদালানেই তৈরি করতেন প্রতিমা। পরবর্তী কালে সেই ব্যবস্থার পরিবর্তন হয়। দেবীপক্ষের দ্বিতীয়া তিথিতে কুমোরটুলি থেকেই মা আসেন চট্টোপাধ্যায় বাড়িতে। পঞ্চমীর দিন মাকে বেনারসি শাড়ি ও নানা ধরনের সোনার গহনা পরানো হয়।  

durgapuja chorbagan chatterjee bari 18.10

পরিবারের সূত্রে জানা যায়, ষষ্ঠীর দিন রাত্রিবেলায় এই বাড়িতে হয় বেলবরণ উৎসব। প্রচলিত বিশ্বাস, কৈলাস থেকে মা এসে বেলগাছের তলায় বিশ্রাম নিয়েছিলেন। সেই ঘটনাকে স্মরণ করে ষষ্ঠীর দিন গভীর রাত্রে বাড়ির মহিলারা মায়ের চার দিকে প্রদক্ষিণ করে তাঁকে বরণ করেন স্বাগত জানান।

সপ্তমীর দিন বাড়িতেই কলাবউ স্নান করানো হয়। আগে এই বাড়িতে ডাকের সাজের প্রতিমা হলেও পরে পরিবর্তন করা হয়েছে। অতীতে এই বাড়িতে বলিদান হত। সপ্তমী ও সন্ধিপূজায় একটি করে ও নবমীর দিন তিনটি পাঁঠাবলি দেওয়া হত। সেই প্রথা আজ বন্ধ, বর্তমানে প্রতীকী বলিদান হয় পুজোর সময়।

চট্টোপাধ্যায় পরিবারের বিশেষ বৈশিষ্ট্য হল এই বাড়িতে ভোগ রান্না করেন বাড়ির পুরুষ সদস্যরা। খিচুড়ি, নানা রকমের ভাজা, শুক্তনি, চিংড়িমাছের মালাইকারি, ভেটকিমাছের ঘণ্ট, লাউচিংড়ি, চাটনি, পায়েস, পানতুয়া ইত্যাদি নানান রকমের ভোগ রান্না করে দেবীকে নিবেদন করা হয়। দশমীর দিন হয় রান্নাপুজো, যাকে বলা হয় দুর্গা-অরন্ধন দিবস। অর্থাৎ আগের দিন সব রান্না করে দশমীতে তা নিবেদন করা হয়। দশমীর দিন ভোগে থাকে পান্তাভাত, ইলিশমাছের অম্বল, চাতলার চাটনি, কচুশাক ইত্যাদি।

durgapuja chorbagan chatterjee bari 2 18.10

গাওয়া হচ্ছে প্রার্থনাসংগীত।

‘ভজিতে তোমারে শিখি নাই কভু / ডাকি শুধু তোমায় মা বলে।/ সাধনার রীতি জানি নাকো নীতি / পূজি শুধু তোমায় আঁখিজলে…” – প্রতি বছর দশমীর দিন বিসর্জনের জন্য দেবীকে নিয়ে যাওয়ার ঠিক আগে পরিবারের সদস্যরা এই গানটির মাধ্যমে প্রণাম জানান মা দুর্গাকে। ১৬ পঙক্তির এই স্তব কে রচনা করেছিলেন বা কবে থেকে মায়ের বিদায়বেলায় এই প্রার্থনাসংগীত গীত হচ্ছে সে সম্পর্কে পরিবারের সূত্রে কিছু জানা যায় না। প্রার্থনাসংগীতের পরে রামচন্দ্র চট্টোপাধ্যায় এবং তাঁর স্ত্রী দুর্গাদাসীর নামে জয়ধ্বনি করা হয়।

ছবি ফেসবুক থেকে নেওয়া।

আরও পড়ুন

একবার গদাই এঁকে দিয়েছিলেন কামারপুরের লাহাবাড়ির মা দুর্গার চোখ  

ভট্টাচার্য বংশের ‘মঠের বাড়ির দুর্গোৎসব’-ই সিঙ্গি গ্রামের সবচেয়ে প্রাচীন দুর্গাপূজা

জমিদারি চলে গেলেও ঐতিহ্য হারায়নি জয়নগর মিত্রবাড়ির ৩০০ বছরের পুজোর

সাম্প্রতিকতম

পর্যটকদের জন্য খুলে গেল সিকিমের নতুন গন্তব্য সাংলাফু লেক

খবর অনলাইন ডেস্ক: পর্যটকদের জন্য এক নতুন গন্তব্যের দরজা খুলে দিল সিকিম। উত্তর সিকিমের...

প্রধানমন্ত্রী-রাহুল গান্ধী মুখোমুখি বিতর্ক নিয়ে চর্চা তুঙ্গে! মোদী রাজি কি না জানা না গেলেও কটাক্ষের বন্যা বইয়ে দিচ্ছে বিজেপি

নয়াদিল্লি: লোকসভা নির্বাচন নিয়ে দেশ জুড়ে উত্তেজনা। এরই মধ্যে দুই অবসরপ্রাপ্ত বিচারপতি এবং একজন...

গর্ভবতী মহিলাদের ৫ হাজার টাকা দেয় কেন্দ্র, জানুন কী এই প্রধানমন্ত্রী মাতৃ বন্দন যোজনা

সাধারণ মানুষের জন্য চালু রয়েছে বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প। সমাজের বিভিন্ন স্তরের মানুষের চাহিদার...

তৃতীয় সন্তানের জন্য মাতৃত্বের ছুটিতে মানা সংস্থার, অসন্তুষ্ট আদালত পর্যবেক্ষণে যা বলল

বম্বে হাইকোর্টে নয় বছর ধরে মামলাটি চলছিল। ২০১২ সালে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াতে (এএআই) কর্মরত ওই মহিলার প্রথমবারের বিবাহ থেকে এক সন্তান ছিল।

আরও পড়ুন

রেড রোডে পুজো কার্নিভাল শুক্রবার, শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে

কলকাতা: আগামী শুক্রবার (২৭ অক্টোবর) রেড রোডে আয়োজিত হতে চলেছে দুর্গা পুজোর কার্নিভাল। জানা...

একাদশীতে বিসর্জন, সঙ্গে ঠাকুর দেখার ভিড় মণ্ডপেও

কলকাতা: দশমীর পর, বুধবার একাদশীতেও চলছে প্রতিমা বিসর্জন। কড়া নজর রাখছে কলকাতা পুলিশ ও...

‘আবার এসো মা’, দশমীতে বিদায়ের সুর বিসর্জনে

কলকাতা: কৈলাসে ফিরে যাচ্ছেন শিবঘরণী দুর্গা। উৎসব শেষ। মঙ্গলবার দুপুর থেকে কড়া নিরাপত্তায় প্রতিমা...