Homeভ্রমণভ্রমণের খবরপর্যটকদের জন্য খুলে গেল সিকিমের নতুন গন্তব্য সাংলাফু লেক

পর্যটকদের জন্য খুলে গেল সিকিমের নতুন গন্তব্য সাংলাফু লেক

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: পর্যটকদের জন্য এক নতুন গন্তব্যের দরজা খুলে দিল সিকিম। উত্তর সিকিমের ‘সাংলাফু চো’ বা সাংলাফু লেক। লাচুং থেকে জিরো পয়েন্ট তথা ইউমেসামডং হয়ে যেতে হয় এই গন্তব্যে। সমুদ্রতল থেকে ৫০৮০ মিটার অর্থাৎ প্রায় ১৬৬৭০ ফুট উঁচুতে অবস্থিত এই লেক জিরো পয়েন্ট থেকে ৫ কিমি দূরে।

মে মাসের গোড়াতেই এই পর্যটনস্থল খুলে দেওয়া হয় পর্যটকদের জন্য। ধর্মীয় রীতি মেনে স্থানীয় বৌদ্ধ সন্ন্যাসীরা আনুষ্ঠানিক ভাবে এই লেক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে এক বিশেষ প্রার্থনাসভার আয়োজন করা হয়। তাতে যোগ দিয়েছিলেন লাচুংয়ের সামতেন চোলিং মন্যাস্টেরির বৌদ্ধ সন্ন্যাসীরা। ওই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন হোটেল ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা এবং গাড়িচালকেরাও। স্থানীয় মানুষেরাও এসেছিলেন।  

স্থানীয় মানুষজনের কাছে সাংলাফু লেক ‘গ্রেট লেক’ নামে পরিচিত। স্থানীয়রা এই লেকটিকে খুব পবিত্র স্থান বলে মনে করেন। তাঁরা মনে করেন, এটি একটি তীর্থস্থান। এই লেকের ধারে গিয়ে তাঁরা প্রার্থনা করেন। এই লেকের জল তাঁদের কাছে খুবই পবিত্র। তাই এত দিন পর্যটকরা এখানে যেতে না পারলেও স্থানীয়দের যেতে কোনো বাধা ছিল না।

তবে এই গন্তব্যে পৌঁছোনো খুব একটা সহজ ছিল না। দুর্গম পাহাড়ি পথ পেরিয়ে এখানে যেতে হত। এখন সাংলাফু লেক পর্যন্ত তৈরি হয়েছে ফোর হুইল ড্রাইভের রাস্তা। তাই এবার থেকে উত্তর সিকিম গেলে লাচেন, গুরুদোংমার লেক, লাচুং, কাটাও, ইয়ুমথাং ভ্যালি, জিরো পয়েন্ট দেখে ফিরে যাবেন না। অবশ্যই ঘুরে আসবেন সাংলাফু লেক। না গেলে পস্তাবেন।

তবে সেখানকার পরিবেশ রক্ষা করার কথা অবশ্যই মনে রাখবেন। পরিবেশ কোনোমতেই নষ্ট করা যাবে না। একবার ব্যবহারযোগ্য এমন প্লাস্টিক কিংবা টেট্রা প্যাক সঙ্গে রাখবেন না। আর লেকের আশপাশে থুতু ফেলা তো একেবারেই চলবে না। মনে রাখবেন, লেকের পরিচ্ছন্নতা বজায় রাখা আপনার অবশ্য কর্তব্য।

আরও পড়ুন

ভোট দেখতে বিদেশি পর্যটকরা আসছেন, ভারতে ক্রমশই জমে উঠছে নির্বাচন-পর্যটন

সাম্প্রতিকতম

বৃষ্টি উপেক্ষা করেই জুনিয়র ডাক্তাররা হাঁটলেন স্বাস্থ্য ভবন পর্যন্ত, মহানগরী দেখল আরও মিছিল

কলকাতা: গত দুদিন ধরেই আকাশ চোখ রাঙাচ্ছে। চলছে রাতভর দিনভর বৃষ্টি। আর সেই বৃষ্টি...

টালা থানার ওসির পাশে নিচুতলা পুলিশ কর্মীরা, আইনি লড়াইয়ের জন্য একজোটের উদ্যোগ

টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের গ্রেফতারির প্রতিবাদে একজোট হচ্ছেন কলকাতা পুলিশের নিচু স্তরের কর্মীরা। রবিবার পুলিশ ক্লাবে বৈঠক করে আইনি লড়াইয়ের জন্য তহবিল গঠন এবং মিডিয়া সেল তৈরির পরিকল্পনা নেওয়া হচ্ছে।

১৬ জিবি পর্যন্ত RAM ও এআই ফিচারযুক্ত নয়া মডেলের স্মার্টফোন আনল TECNO

TECNO POVA 6 Neo 5G ফোনের 6GB RAM+128GB স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে ১২,৯৯৯ টাকা। 8GB RAM+256GB স্টোরেজ সহ ফোনটির টপ মডেল ১৩,৯৯৯ টাকা দাম রাখা হয়েছে।

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য লাইভ টিভি অ্যাপ আনল বিএসএনএল

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নতুন লাইভ টিভি অ্যাপ আনল রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল। এর মধ্যেই...

আরও পড়ুন

দিঘা-কলকাতা রুটে মহালয়া থেকে অতিরিক্ত বাস পরিষেবা চালু করবে এসবিএসটিসি

পুজোর মরশুমে দীঘা-মন্দারমণিতে বাড়তি পর্যটকদের সমাগম, এসবিএসটিসি অতিরিক্ত বাস পরিষেবা চালু করছে। ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে হোটেলের বুকিং। নিরাপত্তা বাড়ানো হয়েছে সি-বিচে।

বদলে গেল পোর্ট ব্লেয়ারের নাম, এবার কী নামে ডাকা হবে?

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ারের নতুন নাম শ্রীবিজয়পুরম রাখল কেন্দ্রীয় সরকার। ঔপনিবেশিক স্মৃতি মুছে স্বাধীনতা সংগ্রামের সম্মান জানাতে এই পরিবর্তন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

কুমায়ুনের ওম পর্বতের শীর্ষ থেকে বরফ উধাও, এই বিরল দৃশ্যে শঙ্কিত বিশেষজ্ঞরা

পিথোরাগড় (উত্তরাখণ্ড): পর্যটকরা বিস্মিত। ওম পর্বতের মাথা থেকে বরফ সম্পূর্ণ উধাও। গত সপ্তাহে এই...
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?