Homeভ্রমণভ্রমণের খবরপর্যটকদের জন্য খুলে গেল সিকিমের নতুন গন্তব্য সাংলাফু লেক

পর্যটকদের জন্য খুলে গেল সিকিমের নতুন গন্তব্য সাংলাফু লেক

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: পর্যটকদের জন্য এক নতুন গন্তব্যের দরজা খুলে দিল সিকিম। উত্তর সিকিমের ‘সাংলাফু চো’ বা সাংলাফু লেক। লাচুং থেকে জিরো পয়েন্ট তথা ইউমেসামডং হয়ে যেতে হয় এই গন্তব্যে। সমুদ্রতল থেকে ৫০৮০ মিটার অর্থাৎ প্রায় ১৬৬৭০ ফুট উঁচুতে অবস্থিত এই লেক জিরো পয়েন্ট থেকে ৫ কিমি দূরে।

মে মাসের গোড়াতেই এই পর্যটনস্থল খুলে দেওয়া হয় পর্যটকদের জন্য। ধর্মীয় রীতি মেনে স্থানীয় বৌদ্ধ সন্ন্যাসীরা আনুষ্ঠানিক ভাবে এই লেক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে এক বিশেষ প্রার্থনাসভার আয়োজন করা হয়। তাতে যোগ দিয়েছিলেন লাচুংয়ের সামতেন চোলিং মন্যাস্টেরির বৌদ্ধ সন্ন্যাসীরা। ওই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন হোটেল ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা এবং গাড়িচালকেরাও। স্থানীয় মানুষেরাও এসেছিলেন।  

স্থানীয় মানুষজনের কাছে সাংলাফু লেক ‘গ্রেট লেক’ নামে পরিচিত। স্থানীয়রা এই লেকটিকে খুব পবিত্র স্থান বলে মনে করেন। তাঁরা মনে করেন, এটি একটি তীর্থস্থান। এই লেকের ধারে গিয়ে তাঁরা প্রার্থনা করেন। এই লেকের জল তাঁদের কাছে খুবই পবিত্র। তাই এত দিন পর্যটকরা এখানে যেতে না পারলেও স্থানীয়দের যেতে কোনো বাধা ছিল না।

তবে এই গন্তব্যে পৌঁছোনো খুব একটা সহজ ছিল না। দুর্গম পাহাড়ি পথ পেরিয়ে এখানে যেতে হত। এখন সাংলাফু লেক পর্যন্ত তৈরি হয়েছে ফোর হুইল ড্রাইভের রাস্তা। তাই এবার থেকে উত্তর সিকিম গেলে লাচেন, গুরুদোংমার লেক, লাচুং, কাটাও, ইয়ুমথাং ভ্যালি, জিরো পয়েন্ট দেখে ফিরে যাবেন না। অবশ্যই ঘুরে আসবেন সাংলাফু লেক। না গেলে পস্তাবেন।

তবে সেখানকার পরিবেশ রক্ষা করার কথা অবশ্যই মনে রাখবেন। পরিবেশ কোনোমতেই নষ্ট করা যাবে না। একবার ব্যবহারযোগ্য এমন প্লাস্টিক কিংবা টেট্রা প্যাক সঙ্গে রাখবেন না। আর লেকের আশপাশে থুতু ফেলা তো একেবারেই চলবে না। মনে রাখবেন, লেকের পরিচ্ছন্নতা বজায় রাখা আপনার অবশ্য কর্তব্য।

আরও পড়ুন

ভোট দেখতে বিদেশি পর্যটকরা আসছেন, ভারতে ক্রমশই জমে উঠছে নির্বাচন-পর্যটন

সাম্প্রতিকতম

রবিবার আবারও ফিরছে মরশুমের শেষ কনকনে শীত

শীত ফিরে আসছে! আগামী দু’তিন দিন কনকনে ঠান্ডার পূর্বাভাস, ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত থাকবে শীতের আমেজ, সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি ছুঁতে পারে, শীত কমলেও এখনই গরম পড়বে না।

নতুন নতুন পদ্ধতিতে পাচার, সামলাতে হিমশিম বিএসএফ-পুলিশ, নিষিদ্ধ কাশির সিরাপে কোটি টাকার ব্যবসা

ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে নিষিদ্ধ কাশির সিরাপ পাচারের প্রবণতা রয়েছে। বাংলাদেশে ফেনসিডিল ও স্কাফের মতো সিরাপ নিষিদ্ধ হওয়ায়, চোরাকারবারীরা ভারত থেকে এই সিরাপগুলো বাংলাদেশে পাচার করে থাকে।

ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে বন্ধ বিদেশি সহায়তা, ছাড় শুধু ইজরাইল ও মিশরকে

নবগঠিত ট্রাম্প প্রশাসন বিদেশি সাহায্য বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। ইসরাইল ও মিশর ব্যতীত ইউক্রেনসহ অন্যান্য দেশ প্রভাবিত। মার্কো রুবিওর মেমোর মাধ্যমে এই সিদ্ধান্ত কার্যকর।

হাসিনার ‘কামব্যাক’ সম্ভব? নির্বাসনে থেকেও আওয়ামী লীগ নেতাদের লড়াইয়ের বার্তা ‘আপা’-র

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাসনে। আওয়ামী লীগ নেতা-কর্মীরা চরম সংকটের মুখে। দল পুনর্গঠনের লক্ষ্যে রয়েছে একতা ও ভবিষ্যতের পরিকল্পনা।

আরও পড়ুন

সোনমার্গে বছরভর যোগাযোগ, ৬.৫ কিমি দীর্ঘ জেড-মোর টানেলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করলেন ৬.৫ কিমি দীর্ঘ জেড-মোর টানেল। সোনমার্গে বারোমাসি যোগাযোগ স্থাপনের পাশাপাশি এই টানেল প্রতিরক্ষা ও পর্যটনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সান্দাকফুতে বছরের প্রথম তুষারপাত, পর্যটকদের ভিড়ের আশা

সান্দাকফুতে ২ ইঞ্চি তুষারপাত। পর্যটকদের আকর্ষণে আশাবাদী স্থানীয়রা। সিঙ্গালিলা রিজে প্রাকৃতিক সৌন্দর্যের সাক্ষী হচ্ছেন পর্যটকরা।

চলুন প্রয়াগরাজের মহাকুম্ভমেলায়, থাকুন পাঁচতারা হোটেলের সুবিধাযুক্ত তাঁবুতে   

চলতি মাসেই উত্তরপ্রদেশের প্রয়াগরাজ বা ইলাহাবাদে বসতে চলেছে মহাকুম্ভ মেলার মতো রাজসূয় যজ্ঞের আসর।...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে