Homeখবরদেশগগনযান উৎক্ষেপণে কী ভুল, কী ভাবে তা সংশোধন করে সফল হল ইসরো

গগনযান উৎক্ষেপণে কী ভুল, কী ভাবে তা সংশোধন করে সফল হল ইসরো

প্রকাশিত

শনিবার দেশের প্রথম মনুষ্যবাহী মহাকাশ ফ্লাইট মিশন – ‘গগনযান’-এর সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করল ভারতীয় মহাকাশ সংস্থা ইসরো (ISRO)। তবে গগনযানের এই প্রথম পরীক্ষামূলক যাত্রা মাঝপথে থমকে গিয়েছিল। কিছুক্ষণের মধ্যেই ফের প্রচেষ্টায় তা সফল ভাবে যাত্রা শুরু করে।

গগনযান-এর থমকে যাওয়ার কারণ প্রসঙ্গে ইসরো প্রধান এস সোমনাথ বলেন, “গ্রাউন্ড কম্পিউটারে অ-সঙ্গতি শনাক্ত করার পরে উৎক্ষেপণটি প্রাথমিক ভাবে বাতিল করা হয়েছিল। তবে, আমরা এটা শনাক্ত করে ফেলি। এর পর খুব দ্রুত তা ঠিক করে নিই।” তিনি আরও বলেন, মিশনের উদ্দেশ্য ছিল ক্রু এস্কেপ সিস্টেম প্রদর্শন করা। অর্থাৎ, পরীক্ষাটি যানের সদস্যদের বাইরে বের করে আনার জন্য সিস্টেমের কার্যকারিতা পরীক্ষা করতেই পরিচালিত হয়েছিল, যা জরুরি পরিস্থিতিতে মহাকাশচারীদের বের হয়ে যাওয়ার প্রয়োজন হলে ব্যবহার করা হবে। প্রথমের দিকে কী ভুল হয়েছিল তা ব্যাখ্যা করে, তিনি জানান, ক্রু এস্কেপ সিস্টেম সক্রিয় করার আগে যানটি শব্দের গতির কিছুটা উপরে চলে গিয়েছিল।

পরিকল্পনামাফিক গগনযান থেকে বঙ্গোপসাগরে নেমে এসেছে প্যারাসুট। “সমুদ্র থেকে ক্রু মডিউল পুনরুদ্ধারের পরে আমরা আরও তথ্য এবং বিশ্লেষণ প্রকাশ করব”, বলেও জানান ইসরো প্রধান।

উল্লেখ্য, এ দিন সকাল ৮টায় অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা উৎক্ষেপণ কেন্দ্র থেকে গগনযানের যাত্রা শুরু হওয়ার কথা ছিল। পরে নির্ধারিত সময়ের থেকে ৪৫ মিনিট পরে, অর্থাৎ ৮টা ৪৫ মিনিটে গগনযান যাত্রা শুরু করবে বলে জানানো হয়। গগনযানের উৎক্ষেপণ প্রক্রিয়া শুরু হতে যখন মাত্র ৫ সেকেন্ড বাকি, সেই সময় হঠাৎই ইসরোর ‘কাউন্টডাউন ক্লক’-এ লাল কালিতে ভেসে ওঠে ‘হোল্ড’ অর্থাৎ ‘স্থগিত’ শব্দটি। পরে ইসরোর তরফে এক্স (আগের টুইটার) হ্যান্ডলে জানানো হয়, যাত্রা স্থগিতের কারণ চিহ্নিত করা গিয়েছে এবং তা সংশোধনও করা হয়েছে। উৎক্ষেপণের পরবর্তী সময় নির্ধারিত করা হয় সকাল ১০টায়।

আরও পড়ুন: গগনযানের আজ প্রথম বড়ো পরীক্ষা, নতুন অভিযানে প্রসতুত ইসরো

সাম্প্রতিকতম

সংকট কাটল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের, ছাঁটাই হওয়া কর্মীদের পুনর্বহাল, ‘সিক লিভ’থেকে দ্রুত কাজে ফিরবেন বাকিরা

বৃহস্পতিবার শ্রম কমিশনারের কার্যালয়ে একটি সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন বিমান সংস্থার কর্তারা এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের কর্মচারী ইউনিয়নের প্রতিনিধিরা।

সুপ্রিম কোর্টে বাতিল প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়! প্রাথমিকে ৩৯২৯টি শূন্যপদে নিয়োগ নিয়ে নতুন নির্দেশ

কলকাতা: ২০২০ সালে প্রাথমিকের ১৬,৫০০ শিক্ষক নিয়োগের পর অবশিষ্ট ৩৯২৯টি শূন্যপদে নিয়োগ নিয়ে বড়সড়...

অশোক বিশ্বনাথনের চলচ্চিত্র ‘হেমন্তের অপরাহ্ন’-এর পোস্টার উন্মোচন

খবর অনলাইন ডেস্ক: বহু দিন পর বড়ো পর্দায় ফিরলেন পুরস্কারবিজয়ী চলচ্চিত্র পরিচালক অশোক বিশ্বনাথন।...

অর্ধেকেরও বেশি রোগের কারণ খাদ্যভ্যাস, আইসিএমআর জানাল প্রতিদিনের পাতে কী থাকা উচিত

ভারতীয়দের খাদ্যাভ্যাস সংক্রান্ত একটি পুস্তিকা প্রকাশ করেছেন ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR) এর...

আরও পড়ুন

অর্ধেকেরও বেশি রোগের কারণ খাদ্যভ্যাস, আইসিএমআর জানাল প্রতিদিনের পাতে কী থাকা উচিত

ভারতীয়দের খাদ্যাভ্যাস সংক্রান্ত একটি পুস্তিকা প্রকাশ করেছেন ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR) এর...

আদানি-আম্বানির সঙ্গে চুক্তি করেছে কংগ্রেস: মোদী, তা হলে প্রধানমন্ত্রী সিবিআই-ইডি পাঠিয়ে দিন: রাহুল

খবর অনলাইন ডেস্ক: শিল্পপতি গৌতম আদানি আর মুকেশ আম্বানিকে নিয়ে বাগযুদ্ধ লেগে গেল প্রধানমন্ত্রী...

বুধবার থেকে বাংলাদেশ সফরে ভারতের বিদেশসচিব বিনয় কোয়াত্রা

খবর অনলাইন ডেস্ক: ভারতের বিদেশসচিব বিনয় কোয়াত্রা আজ বুধবার বাংলাদেশ সফরে যাচ্ছেন। দুটি দেশের...