Homeখবররাজ্যপশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য ‘অ্যাড হক’ বোনাস ঘোষণা, উৎসবের আগেই মিলবে টাকা

পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য ‘অ্যাড হক’ বোনাস ঘোষণা, উৎসবের আগেই মিলবে টাকা

প্রকাশিত

রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য সুখবর। নবান্নের ঘোষণা অনুযায়ী, চলতি অর্থবর্ষে যেসব সরকারি কর্মচারীদের মাসিক বেতন ৪৪ হাজার টাকার মধ্যে, তাঁরা ‘অ্যাড হক’ বোনাস পাবেন। মঙ্গলবার রাজ্য সরকারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, এই কর্মচারীরা ৬,৮০০ টাকা বোনাস পাবেন। একইসঙ্গে, নির্দিষ্ট শর্তসাপেক্ষে পেনশনভোগীরাও এই সুবিধার আওতায় আসবেন।

কাদের জন্য এই বোনাস?

রাজ্য সরকারের বিজ্ঞপ্তি অনুসারে—
যেসব কর্মচারীর মাসিক বেতন ৪৪ হাজার টাকার মধ্যে, তাঁরা এই বোনাসের যোগ্য।
২০২৪-২৫ অর্থবর্ষে টানা ছ’মাস কাজ করা কর্মীরা এই বোনাস পাবেন।
২০২৫ সালের ৩১ মার্চের মধ্যে যাঁদের বেতন ৪৪ হাজারের মধ্যে থাকবে, তাঁরাও এই সুবিধা পাবেন।
২০২৪-২৫ অর্থবর্ষে যাঁরা অন্তত ১২০ দিন কাজ করেছেন, সেই অস্থায়ী কর্মীরাও বোনাসের অন্তর্ভুক্ত।

পাশাপাশি, যেসব পেনশনভোগীর মাসিক পেনশন ৩৮ হাজার টাকার মধ্যে, তাঁরা ৩,৫০০ টাকা বোনাস পাবেন। যাঁরা ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বরের আগে অবসর নিয়েছেন অথবা ২০২৫ সালের ১ সেপ্টেম্বরের মধ্যে অবসর নেবেন, তাঁরা এই সুবিধার আওতায় আসবেন। যদি কোনও পেনশনভোগীর মৃত্যু হয়, তাহলে তাঁর স্ত্রীও এই সুবিধা পাবেন।

উৎসবের মরসুমে বিশেষ অগ্রিম ঋণের সুবিধা

যেসব কর্মচারীর বেতন ৪৪ হাজার টাকার সীমা অতিক্রম করে ৫২ হাজার টাকার মধ্যে থাকবে, তাঁদের জন্য রাজ্য সরকার বিশেষ অগ্রিম ঋণের ব্যবস্থা করেছে। এই কর্মীরা ২০ হাজার টাকা পর্যন্ত উৎসবের মরসুমে অগ্রিম নিতে পারবেন, যা ১০ মাসের কিস্তিতে শোধ করতে হবে। এই ঋণের জন্য কোনও সুদ দিতে হবে না। তবে ২০২৫ সালের ১ নভেম্বরের আগে অবসর গ্রহণকারীরা এই ঋণ সুবিধা পাবেন না।

বিভিন্ন প্রতিক্রিয়া

সরকারি কর্মীদের জন্য ঘোষিত এই বোনাস নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল সংবাদমাধ্যকে বলেন, ‘‘এই বোনাস মূলত জুনিয়র কর্মচারীরা পাবেন। অধিকাংশ শিক্ষক ও শিক্ষাকর্মী এতে উপকৃত হবেন না।’’

তবে শাসকদলের কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়েক বলেন, ‘‘৫০ হাজার টাকার নীচে যাঁদের বেতন, তাঁরা বোনাস পাবেন। মুখ্যমন্ত্রী প্রান্তিক কর্মীদের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছেন।’’

নবান্নের এই ঘোষণা রাজ্য সরকারি কর্মীদের জন্য উৎসবের আগে বড়সড় স্বস্তি বয়ে আনবে বলে মনে করা হচ্ছে।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করল বিএনপি, তিন আসনে লড়বেন খালেদা জিয়া, নির্বাচনে নামছেন ছেলে তারেক রহমানও

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী ঘোষণা করল বিএনপি। ২৩৭ আসনে একক প্রার্থী দিচ্ছে দলটি। তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন খালেদা জিয়া, বগুড়া-৬ থেকে নির্বাচনে নামছেন তারেক রহমান।

পাকিস্তান-সহ ৪ দেশ পরমাণু গোপনে পরমাণু পরীক্ষা চালাচ্ছে, তাই আমেরিকাও শুরু করবে, জানিয়ে দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করলেন, পাকিস্তান-সহ একাধিক দেশ গোপনে পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালাচ্ছে। তাই ৩০ বছর পর আমেরিকারও পারমাণবিক পরীক্ষা ফের শুরু করা প্রয়োজন বলে জানিয়েছেন তিনি।

সাত বছর পর ঘরে ফেরা! তৃণমূলে ফিরলেন শোভন চট্টোপাধ্যায়, সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়

দীর্ঘ সাত বছর পর আবার তৃণমূলে ফিরলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। সোমবার দুপুরে তৃণমূল ভবনে সুব্রত বক্সী ও অরূপ বিশ্বাসের হাতে উত্তরীয় পরে আনুষ্ঠানিক প্রত্যাবর্তন করলেন তিনি ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়।

তেলঙ্গানায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা! লরির সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত অন্তত ২৪, বহু আহত

তেলঙ্গানার রঙ্গা রেড্ডি জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২৪ জনের মৃত্যু। ভারী লোড-বোঝাই লরি মুখোমুখি ধাক্কা দেয় রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসকে। আহতদের হাসপাতালে ভর্তি, দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি।

আরও পড়ুন

সাত বছর পর ঘরে ফেরা! তৃণমূলে ফিরলেন শোভন চট্টোপাধ্যায়, সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়

দীর্ঘ সাত বছর পর আবার তৃণমূলে ফিরলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। সোমবার দুপুরে তৃণমূল ভবনে সুব্রত বক্সী ও অরূপ বিশ্বাসের হাতে উত্তরীয় পরে আনুষ্ঠানিক প্রত্যাবর্তন করলেন তিনি ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়।

জমি-বাড়ি কিনলেই স্বয়ংক্রিয়ভাবে পুর-মিউটেশন! নতুন নিয়ম আনছে রাজ্য সরকার

জমি-বাড়ি কেনাবেচায় আর নয় পুরসভার দৌড়ঝাঁপ। রেজিস্ট্রেশনের সঙ্গেই স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে পুর-মিউটেশন। নতুন এই ব্যবস্থা আনছে রাজ্য সরকার, যাতে হয়রানি কমে ও কর সংগ্রহ বাড়ে।

দক্ষিণবঙ্গে শনিবার বৃষ্টি, উত্তরবঙ্গে ধীরে ধীরে স্বস্তি; দুর্বল মোন্থা এখন ঝাড়খণ্ডে নিম্নচাপে

কলকাতাসহ দক্ষিণবঙ্গের ছয় জেলায় শনিবারও বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে কমেছে বৃষ্টি। ঘূর্ণিঝড় মোন্থা শক্তি হারিয়ে ঝাড়খণ্ডের কাছে নিম্নচাপে পরিণত হয়েছে। রবিবার থেকে রাজ্যে আবহাওয়া স্বাভাবিক হওয়ার ইঙ্গিত।